হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ৯ম অধ্যায় আর্থিক বিবরণী    থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৯ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

প্রাপ্য নোটের সুদ কখন আদায় করা হয়?

2 / 30

প্রাপ্য নোট বাট্টা করে কোন পক্ষ?

3 / 30

অবলােপনকৃত অনাদায়ি পাওনা আদায়-
i. প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করে
ii. প্রতিষ্ঠানের মালিকানাস্বত্ব বৃদ্ধি করে
iiii. প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

4 / 30

প্রাপ্য হিসাবকে নগদ বাট্টা দেওয়া হয় কেন?

5 / 30

প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?

6 / 30

জনাব জামাল ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করে ৬ মাসের জন্য ২৫০ টাকা সুদ প্রদান করেন। এক্ষেত্রে সুদের হার কত?

7 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বৃদ্ধির ফলে কী হয়?

8 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?  (রেওয়ামিলে অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা)

9 / 30

কোনটি কন্ট্রা সম্পত্তি?

10 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রকৃতি কী?

11 / 30

প্রাপ্য আয় সমন্বয় করা হলে-
i. আয় বৃদ্ধি পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. সম্পদ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক

12 / 30

অনাদায়ি পাওনা আদায় হলে-
i. প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে
ii. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে
iii. নগদান হিসাব ডেবিট করতে হবে

নিচের কোনটি সঠিক?

13 / 30

নতুন কুঋণ ৫,০০০ টাকা বাদ দেওয়ার পর নতুন কুঋণ সঞ্চিতি ৫% সমন্বয়ের পর ২% বাট্টা সঞ্চিতির পরিমাণ যদি ২০০ টাকা হয় তাহলে প্রারম্ভিক প্রাপ্ত হিসাব কত টাকা ছিল?

14 / 30

৪ মাস মেয়াদি ৩০,০০০ টাকার একটি সুদবিহীন প্রাপ্য নোট ১০% হারে ব্যাংকে বাট্টা করা হলো। এক্ষেত্রে নিট প্রাপ্তির পরিমাণ কত টাকা?

15 / 30

অনাদায়ী পাওনার ধার্য না করা হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iii. সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?

16 / 30

কার দ্বারা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়?

17 / 30

প্রাপ্য হিসাব কখন মূল্যায়ন করা হয়?

18 / 30

 কুঋণ প্রভিশন কী?

19 / 30

অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিরি যোগফল পুরাতন সঞ্চিতি অপেক্ষা কম হলে তার স্থানান্তর জাবেদা দাখিলা কী হবে?

20 / 30

অনাদায়ি পাওনা ধার্য করা না হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iiiনিচের কোনটি সঠিক?

21 / 30

সাধারণত কতদিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়?

22 / 30

০১/০১/২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, ৩১/১২/২০১৩ তারিখে ৪০,০০০ টাকা, ২০১৩ সালে প্রাপ্য হিসাব হতে আদায় ৩৫,০০০ টাকা, ২০১৩ সালের বাকিতে বিক্রয়ের পরিমাণ কত?

23 / 30

কুঋণ সঞ্চিতির পরিমাণ ২,০০০ টাকা কমাতে হবে। রেওয়ামিলে কুঋণ সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে ৬,০০০ টাকা। নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে?

24 / 30

অনাদায়ি পাওনা সঞ্চিতি হলো-
i. সম্ভাব্য ক্ষতি
ii. ভবিষ্যৎ ব্যবস্থা
iii. প্রতি সম্পত্তি

নিচের কোনটি সঠিক?

25 / 30

প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়
i. ধারে পণ্য বিক্রয়ের ফলে
ii. ধারে সেবা প্রদানের ফলে
iii. অর্থ ধার দেওয়ার ফলে

নিচের কোনটি সঠিক?

26 / 30

প্রাপ্য নোট বাট্টাকরণ করা যায়-
i. দালালের মাধ্যমে
ii. দেনাদারের মাধ্যমে
iii. ব্যাংকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

27 / 30

সাধারণত প্রাপ্যসমূহ কত প্রকার?

28 / 30

প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হবে না বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তাকে কী বলে?

29 / 30

অনাদায়ি দেনা সৃষ্টির ফলে-
i সম্পদ হ্রাস পায়
ii. দায় বৃদ্ধি পায়
iii. মালিকানা স্বত্ব হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

30 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-০৯: আর্থিক বিবরণী 

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর 

১। প্রারম্ভিক মজুদ বেশি দেখালে কোনটি বেশি দেখানো হবে ?

ক. সম্পত্তি   

খ. বিক্রীত পণ্যের ব্যয়✓

গ. নিট আয়   

ঘ. মালিকানা স্বত্ব

২। অদৃশ্যমান সম্পত্তি ও ভূয়া সম্পত্তির মধ্যে পার্থক্য কী ?

ক. ভূয়া সম্পত্তির বিক্রয়মূল্য থাকে না✓

খ. অদৃশ্যমান সম্পত্তির বিক্রয় হয় না

গ. এদের মধ্যে কোনো পার্থক্য নাই

ঘ. এরা একটি অন্যটির পরিপূরক

৩। নিচের কোনটির সর্বাধিক শুদ্ধ চলতি সম্পদের ক্রম ?

ক. নগদ, প্রাপ্য হিসাব, ব্যাংক, মজুদ

খ. ব্যাংক, নগদ, মজুদ, প্রাপ্য হিসাব

গ. মজুদ, ব্যাংক, নগদ, প্রাপ্য হিসাব

ঘ. নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, মজুদ✓

৪। রপ্তানি শুল্ক ব্যবসায়ের কী ?

ক. পরোক্ষ পরিচালন ব্যয়✓   

খ. পরিচালন ব্যয়

গ. প্রত্যক্ষ আয়    

ঘ. অপরিচালন ব্যয়

৫। ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা ?

ক. ৫,৪৭৫   

খ. ৫,১৭৫

গ. ৪,৫০০✓   

ঘ. ৪,০০০

৬। ব্যবস্থাপকের কমিশন ধার্যের পূর্ববর্তী নিট লাভ ১,১০,০০০ টাকা এবং ব্যবস্থাপককে তার কমিশন ধার্যের পরবর্তী নিট লাভের ওপর ১০% কমিশন প্রদান করা হলে কারবারের নিট লাভ কত ?

ক. ১,০৯,০০০ টাকা   

খ. ১,০৮,০০০ টাকা

গ. ১,০২,০০০ টাকা   

ঘ. ১,০০,০০০ টাকা✓

৭। জনাব জাকিয়ার ব্যবসায় প্রতিষ্ঠানে ২০১২ সালের ১ জানুয়ারি তারিখের মূলধন ৪০,০০০ টাকা, নিট মুনাফা ১০,০০০ টাকা, আয়কর ৪,০০০ টাকা, উত্তোলন ৫,০০০ টাকা এবং অতিরিক্ত মূলধন ৮,০০০ টাকা হলে মালিকানা স্বত্তে¡র সমাপনী উদ্বৃত্ত কত ?

ক. ৬৮,০০০   

খ. ৪৮,০০০

গ. ৪৯,০০০✓   

ঘ. ৫৫,০০০

৮। ক্রয় ফেরত কী ?

ক. আয়   

খ. দায়

গ. খরচ   

ঘ. বিপরীত খরচ✓

৯। যে সকল চলতি সম্পদ তিন মাসের মধ্যে নগদে রূপান্তর হবে তাকে কী বলে ?

ক. নগদ সম্পদ   

খ. পরিচলন সম্পদ

গ. অদৃশ্য সম্পদ   

ঘ. নগদ সমপর্যায়ের সম্পদ✓

১০। যে খরচসমূহে ব্যবসায় পরিচালনার সহিত প্রধানত সম্পৃক্ত তাকে কী বলে ?

ক. প্রশাসনিক খরচ   

খ. অপ্রশাসনিক খরচ

গ. বিক্রয় খরচ    

ঘ. পরিচালন খরচ✓

১১। বিলম্বিত খরচ কোথায় দেখানো হয় ?

ক. আর্থিক বিবরণীর সম্পত্তির দিকে✓

খ. আর্থিক বিবরণীর দায়ের দিকে

গ. বিশদ আয় বিবরণীতে

ঘ. মালিকানা স্বত্ব বিবরণীতে

১২। পরিচালনা সংক্রান্ত পরোক্ষ ব্যয় কোনটি ?

ক. জাহাজ ভাড়া   

খ.  ডক চার্জ

গ. আমাদানি শুল্ক   

ঘ. বিজ্ঞাপন✓

১৩। কারবারের কমিশন পূর্ববর্তী নিট লাভ ৪০,০০০ টাকা। ম্যানেজার কমিশন পরবর্তী নিট লাভের ওপর ৫% কমিশন পাবে। কমিশনের পরিমাণ কত ?

ক. ১,৯০৫ টাকা✓   

খ. ২,০০০ টাকা

গ. ২,১০৫ টাকা   

ঘ. ২,২০০ টাকা

১৪। ব্যবসায়ের ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাব কাল শেষে কী প্রস্তুত করা হয় ?

ক. আর্থিক বিবরণী✓   

খ. বিশদ আয় বিবরণী

গ. আয়-ব্যয় হিসাব    

ঘ. বৈষয়িক বিবৃতি

১৫। রেওয়ামিলে প্রদত্ত ভাড়া ১৮,০০০ টাকা (১/২ অংশ পরিশোধিত) বকেয়া ভাড়া কত ?

ক. ৬,০০০ টাকা    

খ. ৯,০০০ টাকা✓

গ. ৮,০০০ টাকা    

ঘ. ১২,০০০ টাকা

১৬। জনাব আতাউর ধারে ৪০,০০০ টাকার পণ্য বিক্রি করে। বিক্রয়ের ওপর ১৫% ভ্যাট ধার্য করা হলে তার দেনাদারের পরিমাণ কত ?

ক. ৬,০০০ টাকা   

খ. ৩৪,০০০ টাকা

গ. ৪০,০০০ টাকা   

ঘ. ৪৬,০০০ টাকা✓

১৭। বিক্রীত পণ্যের ব্যয় ১৬,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২০% মুনাফা হলে বিক্রয়ের পরিমান কত হবে ?

ক. ১২,৮০০   

খ. ১৮,৬৬৭

গ. ১৯,২০০✓   

ঘ. ২০,০০০

১৮। ১০ মাসের বেতন প্রদত্ত হয়েছে ৬০,০০০ টাকা। বকেয়া বেতনের পরিমাণ কত ?

ক. ১০,০০০ টাকা   

খ. ১২,০০০ টাকা✓

গ. ১২,৫০০ টাকা   

ঘ. ১৫,০০০ টাকা

১৯। কোন পেশা বা বৃত্তি শিক্ষা দেয়ার বিনিময়ে ব্যবসায় প্রতিষ্ঠান যে অর্থ গ্রহন করে তাকে কী বলে ?

ক. বৃত্তিমূলক আয়   

খ. শিক্ষানবিশ ভাতা

গ. পরিচালন আয়    

ঘ. শিক্ষানবিশ সেলামি✓

২০। বিক্রয়মূল্য থেকে বিক্রীত পণ্যের ব্যয় বেশি হলে কী হয় ?

ক. মোট ক্ষতি✓   

খ. মোট লাভ

গ. নিট লাভ    

ঘ. নিট লাভ

২১। বিক্রীত পণ্যের ব্যয়=?

i. প্রারম্ভিক মজুদ + নিট ক্রয় + প্রত্যক্ষ খরচ – সমাপনী মজুদ

ii. সমন্বিত ক্রয় + প্রত্যক্ষ খরচ

iii. বিট বিক্রয়-মোট লাভ

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

২২। অপরিচালন আয় হচ্ছে-

i. বাট্টা প্রাপ্তি

ii. শিক্ষানবিশ সেলামি

iii. উপভাড়া

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii✓   (ঘ) i, ii ও iii

২৩। অগ্রিম প্রদত্ত ভাড়ার ২,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হলে-

i. নিট আয় ২,০০০ টাকা কমবে

ii. ইকুইটি ২,০০০ টাকা কমবে

iii. চলতি সম্পত্তি ২,০০০ টাকা কমবে

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

২৪। প্রারম্ভিক জের অন্তর্ভূক্ত থাকে-

i. সমাপনী হাতে নগদের মধ্যে

ii. সমাপনী ব্যাংক জমার মধ্যে

iii. সমাপনী মজুদ পণ্যের মধ্যে

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

২৫। আর্থিক বিবরণী তথ্য সরবরাহ করে-

i. আর্থিক ফলাফলের 

ii. আর্থিক অবস্থার

iii. নগদ প্রবাহের

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii✓

►নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।

প্রাপ্য হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত ১,২০,০০০ টাকা। সংশ্লিষ্ট বছরে ধারে বিক্রয় ১,০০,০০০ টাকা। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট উদ্বৃত্ত ছিল ৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। প্রাপ্য হিসাবের ওপর ৫% কুঝণ সঞ্চিতি ধরতে হবে।

২৬। সমপানী প্রাপ্য হিসাব কত ?

ক. ২,২০,০০০ টাকা   

খ. ২,১৮,০০০ টাকা

গ. ২,০৭,১০০ টাকা✓   

ঘ. ২,০১,১০০ টাকা

২৭। আয় বিরণীতে কত টাকা দেখাতে হবে ?

ক. ৬,৯০০✓    

খ. ১০,৯০০

গ. ১২,৯০০   

ঘ. ১৮,৯০০

►নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।

জনাব সাব্বিরের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ১,৫০,০০০ টাকা, উত্তোলন ১০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,৫০,০০০ টাকা এবং বিক্রয় ২,৫০,০০০ টাকা। এ বছরে তার নিট লাভ হয়েছে ৬০,০০০ টাকা।

২৮। জনাব সাবিবরের ব্যবসায়ের মালিকানা স্বত্বর পরিমাণ কত ?

ক. ১,৫০,০০০ টাকা   

খ. ১,৮০,০০০ টাকা

গ. ২,০০,০০০✓    

ঘ. ২,১০,০০০ টাকা

২৯। বিক্রীত পণ্যের ব্যয় ১০% কম হলে ব্যবসায়ের আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে-

i. নিট লাভ বৃদ্ধি পাবে 

ii. নিট লাভ হ্রাস পাবে

iii. মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।

জনাব রাকিনের ২০১৫ সালের মোট আয় ৫০,০০০ টাকা। এ বছরের প্রশাসনিক খরচ ১৫,০০০ টাকা, বিক্রয় খরচ ৫,০০০ টাকা এবং সুদ আয় ২,০০০ টাকা।

৩০। জনাব রাকিনের ২০১৫ সালের নিট আয় কত ?

ক. ৩০,০০০ টাকা   

খ. ৩২,০০০ টাকা✓

গ. ৩৫,০০০ টাকা   

ঘ. ৩৭,০০০ টাকা

৩১। যদি জনাব রাকিন মোট আয় স্থির রেখে নিট আয় বৃদ্ধি করতে চায়, তবে-

i. প্রশাসনিক খরচ কমাতে হবে 

ii. বিক্রয় খরচ হ্রাস করতে হবে

iii. বিক্রয় বৃদ্ধি কমাতে হবে

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii✓   (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন-উত্তর 

সৃজনশীল প্রশ্ন-উত্তর 

হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০১

২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে তনু ব্রাদার্স – এর হিসাবের বই থেকে নি¤েœাক্ত রেওয়ামিলটি প্রস্তুত করা হয়েছে:

তনু ব্রাদার্স

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০১৭

হিসাবের নামডেবিট টাকাহিসাবের নামক্রেডিট টাকা
মজুত পণ্য (০১-০১-২০১৭)আসবাবপত্রব্যাংক হিসাবের উদ্ধৃত্তনগদ তহবিলক্রয়প্রাপ্য হিসাবক্রয় পরিবহনমজুরিবিক্রয় বাট্টাবেতনবাট্টা প্রদানভাড়া৫০,০০০৪০,০০০২৪,০০০৩৬,০০০৩,৭০,০০০৮৫,০০০৪,৪০০৫,০০০২০,০০০৫১,০০০৪,০০০২৫,৬০০,১৫,০০০তনুর মূলধনবিক্রয়প্রদেয় হিসাববাট্টা প্রাপ্তি৬% ঋণ (০১-০১-২০১৭)ক্রয় বাট্টা১,০৫,০০০৫,২০,০০০২৯,০০০১,০০০৪০,০০০২০,০০০     
 
৭,১৫,০০০

সমন্বয়সমূহ:

১) সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৪৫,০০০ টাকা।

২) ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে ৫,৬০০ টাকা।

৩) বকেয়া রয়েছে: বেতন ৭,০০০ টাকা ও মজুরি ৯,০০০ টাকা।

৪) আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য কর।

৫) অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫% সৃষ্টি করতে হবে।

ক. প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

খ. মোট পরিচালন ব্যয় নির্ণয় কর।

গ. নিট আয় ৩৪,৯৫০ টাকা ধরে বছর শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন কর।

উত্তর: ক) প্রত্যক্ষ ব্যয়/বিক্রিত পণ্যের ব্যয় ৩,৭৩,৪০০ টাকা; খ) মোট পরিচালন ব্যয় ৯০,২৫০ টাকা; গ) আর্থিক  অবস্থার বিবরণীর যোগফল ২,২৭,৩৫০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০২

তমা কোম্পানির খতিয়ান হিসাবের উদ্ধৃত্ত থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিচের রেওয়ামিলটি প্রস্তুত করা হয়েছে: 

তমা কোম্পানি

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০১৭

হিসাবের নামডেবিট টাকাহিসাবের নামক্রেডিট টাকা
নগদ তহবিলবাড়িভাড়া (১০ মাসের)বেতন (৯ মাসের)প্রারম্ভিক মজুতপণ্য ক্রয়মজুরিচালান কারবারে পণ্য প্রেরণদালানকোঠা১২% বিনিয়োগঅফিস সরঞ্জামপ্রাপ্য হিসাবঅফিস খরচ৩৭,০০০৩০,০০০৩৬,০০০৫৫,০০০৩,৫৫,০০০২২,০০০১০,০০০২,৯০,০০০১,২২,০০০৩১,০০০৮৫,০০০২২,০০০১০,৯৫,০০০পণ্য বিক্রয়ব্যাংক জমাতিরিক্ত১০% ব্যাংক ঋণ (১-১-২০১৭)প্রদেয় হিসাবমূলধন ৫,২০,০০০৮৫,০০০১,৮০,০০০৮৫,০০০২,২৫,০০০       ১০,৯৫,০০০ 

অন্যান্য তথ্যাবলি:

১) সমাপনী মজুত পণ্যের মূল্য ১,০০,০০০ টাকা; এর বর্তমান বাজারমূল্য ১,০৫,০০০ টাকা।

২) ক্যাশিয়ারের নিকট থেকে ৩,৫০০ টাকা ছিনতাই হয়েছে, যা এখনও হিসাবভূক্ত করা হয়নি।

৩) প্রাপ্য হিসাবের ৫% আদায়যোগ্য নয় বলে বিবেচনা করা হয়।

৪) দালানের উপর ১০% হারে এবং অফিস সরঞ্জামের উপর ৫% হারে অবচয় ধার্য করতে হবে।

ক. অপরিচালন আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

খ. বছর শেষে তমা কোম্পানির মোট লাভ নির্ণয় কর।

গ. বছর শেষে তমা কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ দেখাও।

 উত্তর: ক) অপরিচালন আয় ১৪৭,৬৪০ টাকা এবং অপরিচালন ব্যয় ২১,৫০০ টাকা; খ) মোট লাভ ১,৮৮,০০০ টাকা; গ) মোট সম্পদ ৬,৫১,৩৪০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৩

২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোয়ালিটি ট্রেডার্স এর রেওয়ামিল নিম্ন:

কোয়ালিটি ট্রেডার্স

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০১৭

বিবরণডেবিট (টাকা)ক্রেডিট (টাকা)
অফিস সরঞ্জামসাপ্লাইজভাড়ানগদ তহবিলমূলধনঅনুপার্জিত সেবা আয়সেবা আয়কমিশন আয়বিজ্ঞাপনবেতনপূঞ্জীভূত অবচয়- অফিস সরঞ্জামপ্রাপ্য হিসাব১,৪০,০০০৭,০০০৩৬,০০০৪৫,০০০    ২৪,০০০৪৮,০০০ ৪০,০০০৩,৪০,০০০    ২,০০,০০০১৫,০০০৮০,০০০২০,০০০  ২৫,০০০ ৩,৪০,০০০

সমন্বয়সমূহ:

৬) সেবা প্রদান করা হয়েছে ১৫,০০০ টাকা যা এখনও পাওয়া যায়নি।

৭) ভাড়া ৩ বছরের জন্য প্রদান করা হয়েছে।

৮) অনুপার্জিত সেবা আয়ের ৩,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

৯) হিসাব কাল শেষে ২,০০০ টাকার সাপ্লাইজ অব্যবহৃত হয়েছে।

ক. মোট সেবা আয় গণনাসহ নির্ণয় কর।

খ. ২০১৭ সালের ৩১ডিসেম্বর তারিখে বিশদ আয় বিবরণী প্রস্তুত  কর।

গ. বছরের শেষ তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।

উত্তর: ক) মোট সেবা আয়ের পরিমাণ ৯৮,০০০ টাকা; খ) নিট মুনাফা ২৯,০০০ টাকা; গ) আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ২,৪১,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৪

চৌধুরী ট্রেডিং-এর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল নিম্ন:

চৌধুরী ট্রেডিং 

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০১৭

হিসাবের নামডেবিট (টাকা)ক্রেডিট (টাকা)
প্রারম্ভিক মজুত পণ্যপণ্য ক্রয় ও পণ্য বিক্রয়বিক্রয় ফেরতউত্তোলন ও মূলধনমজুরিক্রয় পরিবহনপ্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাববিক্রয় বাট্টাআসবাবপত্রবিক্রয় পরিবহনবেতন (১০ মাস)30,0001,42,0005,00010,0008,00010,00060,0002,0001,60,0005,00020,000 2,10,000 2,00,000  42,000
4,52,0004,52,000

সমন্বয়সমূহ:

৫) সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৫০,০০০ টাকা যার মধ্যে ৩,৫০০ টাকার বিক্রীত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

৬) মালিক নিজ প্রয়োজনে ৩,০০০ টাকার পণ্য গ্রহন করেছেন যা হিসাবভূক্ত হয়নি।

৭) নিম্নমানের জন্য সরবরাহকারীকে ২,০০০ টাকার পণ্য ফেরত প্রদান করা হয়েছে যা হিসাবভ’ক্ত হয়নি।

ক. নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ গণনাসহ নির্ণয় কর।

খ. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একটি আয় বিবরণী প্রস্তুত কর।

গ. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে মালিকানা স্বত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় কর।

উত্তর:  ক) নিট ক্রয়ের পরিমাণ ১,৩৭,০০০ টাকা, নিট বিক্রয়ের পরিমাণ ২,০৩,০০০ টাকা; খ) নিট মুনাফা ৩৫,৫০০ টাকা; গ) মালিকানা স্বত্ব (সমাপনী) ২,২২,৫০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৫

প্রীতি টেড্রার্স-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিচে দেওয়া হলো; [ঢা.বো. ২০১৭]

হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
হাতে নগদ৩,০০০ 
মূলধন ৬০,০০০
বিনিয়োগ৫০,০০০ 
প্ররম্ভিক মজুদ পণ্য২৭,০০০ 
ক্রয় ও বিক্রয়১,৩৬,০০০১,৯৫,০০০
বিক্রয় বাট্টা ও ক্রয় বাট্টা৭,০০০৫,০০০
মজুরি  ও বেতন১৩,০০০ 
ভাড়া (১০ মাসের)২৮,০০০ 
শিক্ষানবিশ সেলামী ৬,০০০
শিক্ষানবিশ ভাতা৫,০০০ 
বিজ্ঞাপন১০,০০০ 
জলযান ভাড়া২,০০০ 
 ৩,১৪,০০০৩,১৪,০০০

অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ৫৪,০০০ টাকা।

(২) ধারে পণ্য ক্রয় ১২,০০০ ও ধারে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা হিসাবভূক্ত হয়নি।

(৩) প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা।

 (৫) ক্রয় ফেরত ৩,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।

করণীয়ঃ- (ক) প্রীতি ট্রেডার্সের নিট বিক্রয় মূল্য নির্ণয় কর।

(খ) মোট মুনাফা ৮৩,০০০ টাকা ধরে নিট মুনাফা নির্ণয় কর।     

(গ) উপর্যুক্ত তথ্যের আলোকে প্রীতি ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ নির্ণয় কর।

উত্তর: (ক) নিট বিক্রয়মূল্য ২,০৬,০০০ টাকা, (খ) নিট মুনাফা ৩১,৯০০ টাকা, (গ) মোট সম্পদ ১,৪৫,৫০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page

Scroll to Top