হিসাববিজ্ঞান ২য়পত্র ৫ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ২য়পত্র ৫ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ২য়পত্র ৫ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ৫ম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী  থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৫ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ৫ম অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

পূর্ববর্তী হিসাবকালের আয়কে চলতি হিসাবকালের আয় বিবেচনা করা যায় না কোন নীতি অনুযায়ী?

2 / 30

কোন ধারণার ভিত্তিতে হিসাবচক্রের পুনরাবৃত্তি ঘটে?

3 / 30

ব্যবসায় প্রতিষ্ঠানের কোন স্থায়ী সম্পত্তির মূল্য আর্থিক অবস্থার বিবরণীতে বর্তমান মূল্যে না লিখে ক্রয় মূল্যে লিখা হয় কোন ধারণা অনুসারে?

4 / 30

জনাব শামীম একজন চাটার্ড একাউন্ট্যান্ট। তার এ পেশাভিত্তিক কার্যক্রম নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের নাম কী?

5 / 30

কোন নীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে হয়?

6 / 30

কোন ধারণাকে হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা বলে অভিহিত করা হয়?

7 / 30

আর্থিক বিবরণী বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় কোন নীতি অনুযায়ী?

8 / 30

মিলকরণ ধারণা হল-
i. প্রকৃত আয়ের বিপক্ষে প্রকৃত খরচ উপস্থাপন করে নিট মুনাফা নির্ণয়
ii. প্রকৃত খরচের বিপক্ষে প্রকৃত আয়ের উপস্থাপন না করে নিট ক্ষতি নির্ণয়

 

iii. আনুমানিক আয়ের বিপক্ষে প্রকৃত খরচ উপস্থাপন করে মোট মুনাফা নির্ণয়

 

নিচের কোনটি সঠিক?

9 / 30

 হিসাববিজ্ঞান নীতিমালার উদ্দেশ্য-
i. হিসাবের সমাঞ্জস্যতা রক্ষা করা
ii. সকল পর্যায়ে হিসাবের সমতা আনা
iii. হিসাবের মান প্রয়োগ
নিচের কোনটি সঠিক?

10 / 30

হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা হলো-
i. আদায়করণ নীতি
ii. সামঞ্জস্যনীতি
iii. লভ্যাংশ নীতি
নিচের কোনটি সঠিক?

11 / 30

 GAAP প্রচলন করে কোন সংস্থা?

12 / 30

আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কোন মূল্য দেখানো হয়?

13 / 30

ICAB হিসাববিজ্ঞানের যে সমস্থ নীতি প্রবর্তন ও বাস্তবায়ন করে তার সংক্ষিপ্ত রূপ কোনটি?

14 / 30

দু’তরফা দাখিলা পদ্ধতি স্বীকৃত?

15 / 30

জনাব তুহিনের ব্যবসায়ে বিনিয়োগের অনাদায়ি সুদ ১২,০০০ টাকা। রাজস্ব স্বীকৃত নীতি অনুযায়ী এই অনাদায়ি সুদ হিসাবভুক্ত করতে হবে-
i. আয় বিবরণীতে আয় হিসেবে
ii. আয় বিবরণীতে ব্যয় হিসেবে
iii. আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হিসেবে

নিচের কোনটি সঠিক?

16 / 30

হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে হিসাবকাল শেষে আয়-ব্যয় হিসাবগুলো বন্ধ করা হয়?

17 / 30

লিপি ব্রাদার্সের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের হিসাব বই থেকে প্রাপ্ত তথ্য নিম্নরুপ:
বিবরণ ক্রয়মূল্য(টাকা) বাজারমূল্য(টাকা)
মেশিন ২০,০০০ ৩০,০০০
বিনিয়োগ ৪০,০০০ ৩০,০০০
মজুদ পণ্য ৬০,০০০ ৭০,০০০
হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী মেশিনের মূল্য ২০,০০০ টাকা লিপিবদ্ধ করতে হবে?

18 / 30

 কোন নীতি অনুযায়ী অগ্রিম ব্যয়কে সম্পত্তি হিসাবে বিবেচনা করা হয়?

19 / 30

কোন নীতি অনুযায়ী উদ্বর্তপত্রের দায় ও সম্পত্তিকে চলতি ও দীর্ঘমেয়াদি হিসাবে ভাগ করে দেখানো হয়?

20 / 30

IAS-এর বর্তমান নাম কি?

21 / 30

 IASC কোন সালে প্রতিষ্ঠিত হয়?

22 / 30

 সঠিক বিবরণ হচ্ছে-
i. ICAB প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৩
ii. ICMAB প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৭
iii. FASB কর্তৃক GAAP প্রতিষ্ঠা পায়
নিচের কোনটি সঠিক?

23 / 30

হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা হলো-
i. আদায়করণ নীতি
ii. সামঞ্জস্য নীতি
iiii. লভ্যাংশ নীতি

নিচের কোনটি সঠিক

24 / 30

সমন্বয় নীতির কাজ কোনটি?

25 / 30

 মিককরণ নীতি হিসাববিজ্ঞানের কোন ক্ষেত্রে নির্দেশনা দেয়?

26 / 30

পেশাদারি হিসাব সংস্থা
i ICAB
ii. ICMAB
iii. AICPA

নিচের কোনটি সঠিক?

27 / 30

হিসাববিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়?

28 / 30

হিসাববিজ্ঞানের কোন সীমাবদ্ধতার দরুণ সম্ভাব্য সম্পদ ও আয় বৃদ্ধি গণ্য করা হয় না?

29 / 30

হিসাববিজ্ঞান নীতির সীমাবদ্ধতা-
i. সম্পদ জাতীয় হিসাবের জের
ii. আয় জাতীয় হিসাবের জের
iii. ব্যয় জাতীয় হিসাবের জের
নিচের কোনটি সঠিক?

30 / 30

ব্যবসায়িক কর্মকান্ড অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলবে-এটি কোন ধারণার মধ্যে অন্তর্ভূক্ত?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ২য়পত্র ৫ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ২য়পত্র ৫ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

১। বিক্রয় ভ্যাট বা প্রাপ্তি বিক্রেতার জন্য কী ?

ক. আয়   

খ. ব্যয়   

গ. সম্পদ   

ঘ. দায়✓

২। ভাড়া প্রদত্ত হয়েছে (১২%) ২৫,০০০ টাকা, এখানে অগ্রিম ভাড়া কত টাকা ?

ক. ৪,০০০ টাকা   

খ. ৫,০০০ টাকা✓

গ. ৬,২৫০ টাকা   

ঘ. ২০,০০০ টাকা

৩। বিক্রীত পণ্যের ক্রয়মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের ওপর ২০% হারে লাভ হয়ে থাকলে বিক্রয় মূল্য কত ?

ক. ১৮,০০০ টাকা   

খ. ২০,০০০ টাকা✓

গ. ২১,০০০ টাকা    

ঘ. ২১,১৬০ টাকা

৪। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় ?

ক. আর্থিক মূল্য ধারণা 

খ. ঐতিহাসিক ধারণা

গ.চলমান প্রতিষ্ঠান ধারণা   

ঘ. হিসাবকাল ধারণা✓

৫। কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার ওপর ১০% কমিশন প্রদান করা হলে ৫৫,০০০ টাকার মুনাফার কমিশন কত টাকা হবে ?

ক. ৭,০০০ টাকা   

খ. ৬,৫০০ টাকা

গ. ৬,০০০ টাকা    

ঘ. ৫,০০০ টাকা✓

৬। ১০ মাসের বেতন প্রদত্ত হয়েছে ২৪,০০০ টাকা। উক্ত বছরে বকেয়া বেতনের পরিমান কত ?

ক. ৪,০০০ টাকা   

খ.৪,৮০০ টাকা✓

গ. ৫,০০০ টাকা   

ঘ. ৫,২০০ টাকা

৭। সাধারণত বাংলাদেশের পণ্যমূল্যের ওপর কত শতাংশ ভ্যাট ধার্য করা হয় ?

ক. ১০%  

খ. ১৫%✓  

গ. ২০%   

ঘ. ২৫%

৮। একটি প্রতিষ্ঠানের ক্রয়ের পরিমাণ ৬০,০০০ টাকা এবং বিক্রয় ১,২০,০০০ টাকা। বিক্রয়ের ওপর ২০% হারে মোট মুনাফা ধরা হয়। সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা হলে প্রারম্ভিক মজুদ পণ্য কত ?

ক. ৫০,০০০ টাকা   

খ. ৫৬,০০০ টাকা✓

গ. ৬০,০০০ টাকা   

ঘ. ৬৬,০০০ টাকা

৯। কোম্পানি আইন অনুযায়ী ‘ব্রান্ড নাম’ কোন ধরনের সম্পদ ?

ক. অসমন্বিত ব্যয়   

খ. স্থায়ী সম্পদ✓

গ. তরল সম্পদ   

ঘ. নগদ সম্পদ

১০। প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা, ক্রয় ৪৫,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা, মোট মুনাফা বিক্রয়ের ১০% হলে সমাপনী মজুদের পরিমাণ কত টাকা হবে ?

ক. ৪,০০০ টাকা   

খ. ৫,০০০ টাকা✓

গ. ১৭,৫০০ টাকা   

ঘ. ২৪,৫০০ টাকা

১১। বাংলাদেশ কত সালে ওঅঝ এর সদস্য হয় ?

ক. ১৯৭১   

খ. ১৯৭৩  ✓

গ. ১৯৭৬   

ঘ. ১৯৭৭

১২। রেওয়ামিল ভাড়া (৩/৪ অংশ) প্রদান ৩০,০০০ টাকা বলা থাকলে, ভাড়া বাবদ মোট কত টাকা দেখাতে হবে ?

ক. ২০,০০০ টাকা  

খ. ৩০,০০০ টাকা

গ. ৪০,০০০ টাকা✓   

ঘ. ৫০,০০০ টাকা

১৩। ১৯৯৪ সালের কোম্পানি আইনের কত ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে ?

ক. ২(১) গ     

খ. ২(১) ঘ✓

গ. ২(১) ঙ    

ঘ. ২(১) ২

১৪। ১০% হারে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় নিচের কোন ধরনের সম্পদ ?

ক. চলতি সম্পদ   

খ. স্থায়ী সম্পদ

গ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ✓   

ঘ. অলিক সম্পদ

১৫। স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্যের ফলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়ে ?

ক. ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি

খ. ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস✓

গ. ব্যয় বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি

ঘ. আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি

১৬। এবি কোম্পানি লিমিটেড-এর প্রাপ্য হিসাবের ওপর ২% ধরায় নতুন সঞ্চিতির পরিমাণ ১,০০০ টাকা হলে প্রারম্ভিক প্রাপ্য হিসাব কত টাকা ছিল ?

ক. ৫০,০০০   

খ. ৫১,০০০

গ. ৫২,০০০✓    

ঘ. ৫৩,০০০

১৭। রেওয়ামিলে ভ্যাটসহ ক্রয়মূল্য দেয়া আছে ২,৮৭,০০০ টাকা এবং ক্রয় ফেরত ৭,০০০ টাকা। ক্রয় ভ্যাটের পরিমাণ কত ?

ক. ৩৫,০০০ টাকা   

খ. ৩৬,৫২২ টাকা✓

গ. ৪২,০০০ টাকা    

ঘ. ৪৩,০৫০ টাকা

১৮। সমাপনী মজুদ পন্যের মূল্যায়ন করা হয়েছে ১,০০,০০০ টাকা যার মধ্যে অব্যবহৃত মনিহারি আছে ১৮,০০০ টাকা। সমাপনী মজুদ পণ্য বাবদ আয় বিবরণীতে দেখানো হবে কত ?

ক. ৭২,০০০ টাকা   

খ. ৮৭,০০০ টাকা

গ. ৯৫,০০০ টাকা✓   

ঘ. ১,০০,০০০ টাকা

১৯। রেওয়ামিলে বিমা (৩০-০৬-২০১৬) পর্যন্ত আছে ৪০০ টাকা। সমন্বয়ে বলা আছে বার্ষিক ৩০০ টাকা। প্রতিষ্ঠানের হিসাব বছর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত হয়। আয় বিবরণীতে বিমা দেখানো হবে –

ক. ৪০০ টাকা  

খ. ৩০০ টাকা  

গ. ২৫০ টাকা✓   

ঘ. ১০০ টাকা

২০। ক্রয়মূল্যের ওপর ১০% হারে সঞ্চয়পত্রের সুদের পরিমাণ ২,০০০ টাকা হলে সঞ্চয়পত্রের মূল্য কত ?

ক. ২০০ টাকা  

খ. ২,০০০ টাকা

গ. ২০,০০০ টাকা✓ 

ঘ. ২,০০,০০০ টাকা

২১। বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর মুনাফা ২৫% এবং বিক্রয় ১২,০০,০০০ টাকা হলে মুনাফা পরিমাণ কত টাকা হবে ?

ক. ২,৪০,০০০✓   

খ. ৩,০০,০০০

গ. ৪,০০,০০০  

ঘ. ৫,০০,০০০

২২। বকেয়া বেতন পরিশোধ করলে কোনটি হ্রাস পায় ?

ক. আয়   

খ. ব্যয়  

গ. দায়✓   

ঘ. ক্ষতি

২৩। নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেখানো হয় ?

ক. উৎপাদন ব্যয় বিবরণীতে

খ. রক্ষিত আয় বিবরণীতে

গ. বিশদ আয় বিবরণীতে

ঘ. আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে✓

২৪। কোন নীতি অনুযায়ী আয় বিবরণীর নিট আয় বকেয়া ভিত্তিতে নির্ণয় করা হয় ?

ক. এঅঅচ অনুযায়ী✓   

খ. ওঅঝ-৭ অনুযায়ী  

গ. ঋঅঝই অনুযায়ী   

ঘ. ওঈই অনুযায়ী

২৫। ইক্যুইটি কী ?

ক. মূলধন  

খ. সম্পত্তি

গ. সম্পত্তির উপর মালিকের পূর্ণ অধিকার

ঘ. মূলধন+সঞ্চিতি ও লাভ✓

২৬। নিট লাভের ফলে-

i. মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়

ii. সম্পদ বৃদ্ধি পায়

iii. মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক ?

ক. i✓            খ. ii

গ. iii                         ঘ. i, ii ও iii

২৭। সঞ্চিতি ও উদ্বৃত্তের উপাদান হচ্ছে-

i. প্রদেয় আয়কর

ii. শেয়ার অধিহার

iii. সাধারণ সঞ্চিতি

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii✓                 ঘ. i, ii ও iii

২৮। মজুদ মালের অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন হলে প্রভাবিত হয়-

i. প্রদেয় আয়কর

ii. লভ্যাংশ

iii. সাধারণ সঞ্চিতি তহবিল

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii            খ. i ও iii✓

গ. ii ও iii                   ঘ. i, ii ও iii

২৯। পরিপূরক তহবিলে স্থানান্তর দেখানো হয়-

i. বিশদ আয় বিবরণীতে

ii. সংরক্ষিত আয় বিবরণীতে

iii. আর্থিক অবস্থার বিবরণীতে

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii✓                ঘ. i, ii ও iii

৩০। সংরক্ষিত আয় বিবরণীতে বাদ দিতে হবে ?

i. আয়কর প্রদান

ii. অন্তর্বতীকালীন লভ্যাংশ

iii. অদাবিকৃত লভ্যাংশের অবলোপন

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

৩১। কোম্পানির চলতি দায় হলো-

i. অন্তবর্তীকালীন লভ্যাংশ

ii. প্রস্তাবিত লভ্যাংশ

iii. নির্দাবি লভ্যাংশ

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii✓                   ঘ. i, ii ও iii

৩২। অলিক সম্পত্তি হলো-

i. অবলেখন দস্তুরী

ii. প্রাথমিক খরচ

iii. সুনাম

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও।

মেসার্স শাহীন ট্রেডার্সের প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে ৫০,০০০ টাকা। অলিখিত কু-ঋণের পরিমাণ ২,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর আরও ৪% কু-ঋণ সঞ্চিতি বৃদ্ধি করতে হবে।

৩৩। নতুন কু-ঋণ সঞ্চিতির পরিমাণ কত ?

ক. ৯৬০ টাকা   

খ. ২,৯২০ টাকা✓

গ. ৩,০০০ টাকা   

ঘ. ১,৫০০ টাকা

৩৪। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ২,০০০ টাকা হলে আর্থিক বিবরণীতে-

i. নিট লাভ ৯২০ টাকা বেশি হবে

ii. নিট লাভ ৮০ টাকা হ্রাস পাবে

iii. প্রাপ্য হিসাবের সমাপনী উদ্বৃত্ত ৯২০ টাকা বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii   খ. i ও iii✓

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।

জনাব মানিক প্রান কোং লি.-এর একজন হিসাবরক্ষক। উক্ত প্রতিষ্ঠানের কিছু তথ্য নিম্নে দেয়া হলো :

প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা

পণ্য ক্রয় ৩২,৫০০ টাকা

সমাপনী মজুদ পণ্য ৯,৫০০ টাকা

মোট লাভ ব্যয়ের ২০%

৩৫। বিক্রীত পণ্যের ব্যয় কত ?

ক. ৩০,০০০ টাকা   

খ. ৩২,৫০০ টাকা

গ. ৩৩,০০০ টাকা ✓  

ঘ. ৩৫,০০০ টাকা

৩৬। জনাব মানিক বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫% হারে মোট মুনাফায় পণ্য বিক্রয় করলে উক্ত প্রতিষ্ঠানের আর্থিক-

i. মুনাফা বৃদ্ধি পাবে

ii. মুনাফা হ্রাস পাবে

iii. কোম্পানির মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii            খ. i ও iii✓

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

অধ্যায়-৫: যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী

সৃজনশীল প্রশ্ন-উত্তর

১। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিশ্বাস এন্ড কোং লি. –এর রেওয়ামিল সংক্রান্ত তথ্য নিম্নে প্রদত্ত হলো:             [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

হিসাবের শিরোনাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)

শেয়ার মূলধন ২,৫০,০০০

প্রারম্ভিক মজুত ৫০,৪০০

কলকব্জা ৬০,০০০

ক্রয় ৩,০০,০০০

বিক্রয় ৩,৮০,০০০

পণ্য ফেরৎ ৬,০০০ ১০,০০০

প্রদেয় হিসাব ৮০,০০০

প্রাপ্য হিসাব ৫০,০০০

বিমা খরচ ৩,৬০০

১০% বিনিয়োগ ১,০০,০০০

অফিস সরঞ্জাম ৯০,০০০

ভাড়া (১০ মাসের) ২০,০০০

বেতন খরচ ২০,০০০

বহি: পরিবহন ৪,০০০

অন্ত: পরিবহন ৬,০০০

মজুরি খরচ ১০,০০০

৭,২০,০০ ৭,২০,০০০

(১)  অফিস সরঞ্জাম ও কলকব্জার উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।

(২) মজুরি বকেয়া ৪,০০০ টাকা।

(৩) সমাপনী মজুত পণ্য ৬০,০০০ টাকা।

(৪) বিমা খরচ ৪ মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে।

ক. নিট ক্রয়সহ প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করা।

খ. বছর শেষে বিশ্বাস এন্ড কোং লি. এর মোট সম্পত্তির পরিমাণ দেখাও। 

গ. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিট লাভ/ক্ষতি প্রস্তুত কর, ধরে নিতে হবে মোট লাভ ৭৩, ৬০০ টাকা।

উত্তর: ক. প্রত্যক্ষ ব্যয় ৩,০০,৪০০ টাকা; খ. মোট সম্পদ ৩,৫৬,২০০ টাকা; গ. নিট মুনাফা ১৮,২০০ টাকা। 

২। স্বর্ণা লি. এর রেওয়ামিল নিম্নে দেওয়া হলো:            [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

স্বার্ণা লি:

রেওয়ামিল 

৩১ ডিসেম্বর, ২০১৭

হিসাবের শিরোনাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)

যন্ত্রপাতি ৯০,০০০

অট্টালিকা ১,২০,০০০

পণ্য ক্রয় ও বিক্রয় ৯০,০০০ ২,৪৬,০০০

মজুত মাল (০১-০১-২০১৭) ৪৪,০০০

প্রদেয় হিসাব ৫০,০০০

প্রাপ্য হিসাব ২০,০০০

শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ১২,০০০ শেয়ার) ১,২০,০০০

আয়কর ৫,০০০

লভ্যাংশ ১৮,০০০

বেতন খরচ ১৫,০০০

বিজ্ঞাপন খরচ ২,০০০

মজুরি খরচ ১৭,০০০

হাতে ইসদ ও ব্যাংকে জমা ২৭,০০০

সাধারণ সঞ্চিতি ৩০,০০০

অদাবিকৃত লভ্যাংশ ২,০০০

৪,৪৮,০০০ ৪,৪৮,০০০

সমম্বয়সময়হ:

(১) সমাপনী মজুত পণ্যের ম্যল্য ৩৮,০০০ টাকা

(২) বিজ্ঞাপনের উদ্দেশ্যে ১,০০০ টাকা ম্যল্যের পণ্য ভোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা এখনও হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপনের ২/৩ অংশ বিলম্বিত করতে হবে।

(৩) কোম্পানি শেয়ার মূলধনের উপর ৫% হারে লভ্যাংশ ঘোষণা করেছে।

(৪) মজুরি বকেয়া রয়েছে ৩,০০০ টাকা।

ক. কোম্পনির পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত?

খ. বিক্রীত পণের ব্যয় নির্ণয় কর।

গ. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থির অবস্থায় বিবরণী উপস্থাপন করা, মনে কর রক্ষিত আয় ছিল ৮৬, ০০০ টাকা।

উত্তর: ক. কোম্পানির পরোক্ষ ব্যয়ের পরিমাণ ১৬,০০০ টাকা; খ. বিক্রীত পণ্যের ব্যয় ১,১৫,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ২,৯৭,০০০ টাকা। 

হিসাববিজ্ঞান ২য়পত্র ৫ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page

Scroll to Top