হিসাববিজ্ঞান ২য়পত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ২য়পত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ২য়পত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ২য়পত্রের সিলেবাসভূক্ত ৭ম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব   থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৭ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

প্রাপ্য হিসাবকে নগদ বাট্টা দেওয়া হয় কেন?

2 / 30

প্রাপ্য আয় সমন্বয় করা হলে-
i. আয় বৃদ্ধি পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. সম্পদ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক

3 / 30

অনাদায়ি পাওনা সঞ্চিতি হলো-
i. সম্ভাব্য ক্ষতি
ii. ভবিষ্যৎ ব্যবস্থা
iii. প্রতি সম্পত্তি

নিচের কোনটি সঠিক?

4 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রকৃতি কী?

5 / 30

০১/০১/২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, ৩১/১২/২০১৩ তারিখে ৪০,০০০ টাকা, ২০১৩ সালে প্রাপ্য হিসাব হতে আদায় ৩৫,০০০ টাকা, ২০১৩ সালের বাকিতে বিক্রয়ের পরিমাণ কত?

6 / 30

অবলােপনকৃত অনাদায়ি পাওনা আদায়-
i. প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করে
ii. প্রতিষ্ঠানের মালিকানাস্বত্ব বৃদ্ধি করে
iiii. প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

7 / 30

প্রাপ্য নোট বাট্টা করে কোন পক্ষ?

8 / 30

কার দ্বারা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়?

9 / 30

কোনটি কন্ট্রা সম্পত্তি?

10 / 30

অনাদায়ি পাওনা আদায় হলে-
i. প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে
ii. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে
iii. নগদান হিসাব ডেবিট করতে হবে

নিচের কোনটি সঠিক?

11 / 30

প্রাপ্য নোট বাট্টাকরণ করা যায়-
i. দালালের মাধ্যমে
ii. দেনাদারের মাধ্যমে
iii. ব্যাংকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

12 / 30

প্রাপ্য নোটের সুদ কখন আদায় করা হয়?

13 / 30

 কুঋণ প্রভিশন কী?

14 / 30

প্রাপ্য হিসাব কখন মূল্যায়ন করা হয়?

15 / 30

অনাদায়ি দেনা সৃষ্টির ফলে-
i সম্পদ হ্রাস পায়
ii. দায় বৃদ্ধি পায়
iii. মালিকানা স্বত্ব হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

16 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বৃদ্ধির ফলে কী হয়?

17 / 30

নতুন কুঋণ ৫,০০০ টাকা বাদ দেওয়ার পর নতুন কুঋণ সঞ্চিতি ৫% সমন্বয়ের পর ২% বাট্টা সঞ্চিতির পরিমাণ যদি ২০০ টাকা হয় তাহলে প্রারম্ভিক প্রাপ্ত হিসাব কত টাকা ছিল?

18 / 30

অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিরি যোগফল পুরাতন সঞ্চিতি অপেক্ষা কম হলে তার স্থানান্তর জাবেদা দাখিলা কী হবে?

19 / 30

অনাদায়ি পাওনা ধার্য করা না হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iiiনিচের কোনটি সঠিক?

20 / 30

প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হবে না বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তাকে কী বলে?

21 / 30

সাধারণত প্রাপ্যসমূহ কত প্রকার?

22 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?  (রেওয়ামিলে অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা)

23 / 30

অনাদায়ী পাওনার ধার্য না করা হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iii. সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?

24 / 30

কুঋণ সঞ্চিতির পরিমাণ ২,০০০ টাকা কমাতে হবে। রেওয়ামিলে কুঋণ সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে ৬,০০০ টাকা। নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে?

25 / 30

সাধারণত কতদিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়?

26 / 30

প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?

27 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

28 / 30

৪ মাস মেয়াদি ৩০,০০০ টাকার একটি সুদবিহীন প্রাপ্য নোট ১০% হারে ব্যাংকে বাট্টা করা হলো। এক্ষেত্রে নিট প্রাপ্তির পরিমাণ কত টাকা?

29 / 30

জনাব জামাল ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করে ৬ মাসের জন্য ২৫০ টাকা সুদ প্রদান করেন। এক্ষেত্রে সুদের হার কত?

30 / 30

প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়
i. ধারে পণ্য বিক্রয়ের ফলে
ii. ধারে সেবা প্রদানের ফলে
iii. অর্থ ধার দেওয়ার ফলে

নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ২য়পত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ২য়পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-৭: উৎপাদন ব্যয় হিসাব

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীকে কোন ভাতাটি প্রদান করা হয় ?

ক. বিশেষ ভাতা   

খ. মহার্য ভাতা✓

গ. ভ্রমণ ভাতা    

ঘ. আয়কর

২। একজন শ্রমিকের জন্য কোনটি অনার্থিক সুবিধা ?

ক. শিক্ষার সুযোগ✓   

খ. মূল বেতন

গ. চিকিৎসা ভাতা   

ঘ. বাড়ি ভাড়া

৩। কোনটি কারখানা উপরিব্যয় ?

ক. ভাড়া   

খ. আসবাবপত্রর অবচয়

গ. যন্ত্রপাতির অবচয়✓   

ঘ. ডাক খরচ

৪। যে কার্ডে শ্রমিকের কাজের সময়ের হিসাব রাখা হয় তাকে কী কার্ড বলে ?

ক. জব কার্ড   

খ. সময় কার্ড✓  

গ. আইডি কার্ড  

ঘ. বিন কার্ড

৫। বিক্রয়ের ওপর ৩০% মুনাফার অর্থ কী ?

ক. মোট ব্যয়ের ওপর ২০%

খ. মোট ব্যয়ের ওপর ৪২.৮৬%✓

গ. উৎপাদন ব্যয়ের ওপর ২০%

ঘ. উৎপাদন ব্যয়ের ওপর ৩২%

৬। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূল বেতনের ৭% নিয়োগকর্তার দান ৯% হলে কর্তনের দিকে মূল বেতনের শতকরা কত টাকা লিখতে হবে ?

ক. ১৫%  

খ. ১৯%  

গ. ১৪%  

ঘ. ১৬%✓

৭। ভ্রমণ খরচ ৩,০০০ টাকা, আইন খরচ ১,৫০০ টাকা, আসবাবপত্রের অবচয় ১,২০০ টাকা, বিজ্ঞাপন ২,০০০ টাকা, অনাদায়ী পাওনা ৫০০ টাকা। ছাপা ও মনিহারি ৪০০ টাকা হলে বিক্রয় ও বিতরণ উপরিব্যয় কত টাকা হবে ?

ক. ৬,০০০ টাকা  

খ. ৬,৫০০ টাকা

গ. ৫,৫০০ টাকা✓  

ঘ. ৪,৫০০ টাকা

৮। বাংলাদেশের শ্রম আইন ১৯৬৫ অনুসারে কত ঘণ্টাকে সাপ্তাহিক স্বাভাবিক শ্রম ঘন্টা হিসেবে ধরা হয় ?

ক. ৪৮ ঘন্টা ✓   

খ. ৫২ ঘন্টা  

গ. ৫৬ ঘন্টা   

ঘ. ৬২ ঘন্টা

৯। মি. শাহীন সাপ্তাহিক ৫০ ঘন্টা ২০ টাকা হারে মজুরি প্রাপ্য। তিনি এক সম্পাহে ৬০ ঘন্টা কাজ করেন। ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির হারের দেড় গুন। ওভারটাইম মজুরি কত ?

ক. ২০০ টাকা  

খ. ৩০০ টাকা✓  

গ. ১,০০০ টাকা   

ঘ. ১২,০০ টাকা

১০। বিনষ্ট দ্রব্যের বিক্রয় পণ্য উৎপাদন ব্যয় বিবরণীতে কিভাবে দেখানো হয় ?

ক. কারখানা উপরিব্যয়ের সাথে যোগ করে

খ. বিক্রীত পণ্যের ব্যয় হতে বাদ দিয়ে

গ. কাঁচামাল ব্যয় থেকে বাদ দিয়ে

ঘ. কারখানার উপরিব্যয় থেকে বাদ দিয়ে ✓

১১। উৎপাদনকারী প্রতিষ্ঠান মজুরি পরিশোধের মাধ্যমে কী ক্রয় করে ?

ক. যানবাহন   

খ. শ্রম✓  

গ. যন্ত্রপাতি   

ঘ. কাচাঁমাল

১২। প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা, ক্রয় ৪৫,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা, লাভ বিক্রয়ের ১০% হলে সমাপনী মজুদের পরিমাণ কত ?

ক. ৪,০০০ টাকা   

খ. ৫,০০০ টাকা✓

গ. ৫,৫০০ টাকা   

ঘ. ৬,০০০ টাকা

১৩। প্রারম্ভিক কাচাঁমাল মজুদ ৭২,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ২,২০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল ৩০,০০০ টাকা, কাঁচামাল ফেরত ২,০০০ টাকা, প্রত্যাক্ষ মজুরি ১,৮০,০০০ টাকা। কারবারের মূখ্য ব্যয় কত টাকা ?

ক. ৪,৪০,০০০ টাকা✓   

খ. ৪,৬০,০০০ টাকা

গ. ৪,৭০,০০০ টাকা    

ঘ. ৪,৯০,০০০ টাকা

১৪। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদনের প্রমাণ সময় প্রতি একক ১০ মিনিট এবং স্বাভাবিক মজুরির হার ২৪ টাকা প্রতি ঘন্টা হলে একক প্রতি মজুরির হার কত ?

ক. ৬ টাকা  

খ. ৪ টাকা✓ 

গ. ৮ টাকা  

ঘ. ৯ টাকা

১৫। উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান মূলত কী ?

ক. আর্থিক হিসাববিজ্ঞানের শাখা✓

খ. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের শাখা

গ. কম্পিউটার হিসাববিজ্ঞানের শাখা

ঘ. প্রশাসনিক হিসাববিজ্ঞানের শাখা

১৬। অনিয়ন্ত্রনযোগ্য ব্যয় কোনটি ?

ক. মজুরি  

খ. সম্পদের অবচয়

গ. কাঁচামালের অবচয়  

ঘ. অস্বাভাবিক খরচ✓

১৭। নিয়োগকর্তা কমীদের পক্ষে যে সকল ব্যয় বহন করেন তার মূল্যকে কী বলে ?

ক. আর্থিক সুবিধা   

খ. পরিপূরক সুবিধা✓

গ. বোনাস   

ঘ. আনুতোষিক

১৮। কর্মচারীদের কে প্রদত্ত বেতন স্কেলের প্রারম্ভিক স্তরকে কী বলে ?

ক. নিট বেতন   

খ. বেতন পূরক

গ. মূল বেতন✓   

ঘ. মোট বেতন

১৯। উৎপাদনকারীর বিক্রীত দ্রব্যের ব্যয়= ?

ক. উৎপাদিত পণ্যের ব্যয় + প্রারম্ভিক চলতি কার্য-সমাপনী চলতি কার্য

খ. উৎপাদিত পণ্যের ব্যয় + সমাপনী চলতি কার্য-প্রারম্ভিক চলতি কার্য

গ. উৎপাদিত পণ্যের ব্যয় +  তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ-তৈরি পণ্যের সমাপনী মজুদ✓

ঘ. উৎপাদিত পণ্যের ব্যয় + তৈরি পণ্যের সমাপনী মজুদ-তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ

২০। পরিচালন ব্যয়ের অন্তর্ভূক্ত-

i. উৎপাদন উপরিব্যয়

ii. অফিস ও প্রশাসনিক উপরিব্যয়

iii. বিক্রয় ও বণ্টন উপরিব্যয়

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                   ঘ. i, ii ও iii✓

২১। কর্মচারীদের অনার্থিক সুবিধা হলো-

i. ভর্তুকি সুবিধা

ii. বিনোদনের ব্যবস্থা

iii. টিফিন ভাতা

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

২২। বেতন পূরক বলতে-

i. বাড়ি ভাড়া  ভাতা বোঝায়

ii. টিফিন ভাতা বোঝায়

iii. ভ্রমণ ভাতা বোঝায়

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                   ঘ. i, ii ও iii✓

২৩। বেতন  ও মজুরি থেকে কর্তন করা হয়-

i. আয়কর

ii. ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান

iii. ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii                      খ. i ও iii

গ. ii ও iii                   ঘ. i, ii ও iii✓

২৪। কন্ট্রিবিউটরি বা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করে-

i. নিয়োগকর্তা

ii. কর্মী

iii. ব্যাংক

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii                   ঘ. i, ii ও iii

২৫। প্রভিডেন্ট ফান্ডে দান-

i. মালিকের দান

ii. কর্মীর কর্তন

iii. উপার্জন ও কর্তন

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii                   ঘ. i, ii ও iii✓

২৬। মূখ্য ব্যয়ের মিশ্রন হলো-

i. কাঁচামালের ব্যয়

ii. প্রত্যক্ষ মজুরি

iii. পরোক্ষ মজুরি

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।

সাব্বির ট্রেডার্স-এর  উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি হলো : মোট উৎপাদন ৭০,০০০ টাকা, প্রত্যাক্ষ মজুরি ১২,০০০ টাকা, অগ্রিম প্রত্যক্ষ মজুরি ২,০০০ টাকা। কারখানা উপরিব্যয় ২০,০০০ টাকা।

২৭। নিট প্রত্যক্ষ মজুরির পরিমাণ কত টাকা ?

ক. ৩২,০০০ টাকা   

খ. ২০,০০০ টাকা

গ. ১২,০০০ টাকা   

ঘ. ১০,০০০ টাকা✓

২৮। ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের পরিমাণ কত টাকা ?

ক. ৮২,০০০ টাকা   

খ. ৬০,০০০ টাকা

গ. ৫৮,০০০ টাকা   

ঘ. ৪০,০০০ টাকা✓

অধ্যায়-৭: উৎপাদন ব্যয় হিসাব

সৃজনশীল প্রশ্ন-উত্তর

১।  ABC লি. এর উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলি নিম্নরুপ: [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

   টাকা

ব্যবহৃত কাঁচামাল ৪০,০০০

অর্ধসমাপ্ত পণ্য (০১-০১-২০১৭) ৫,০০০

অর্ধসমাপ্ত পণ্য (৩০-০৬-২০১৭) ৬,৫০০

প্রস্তুতকৃত পণ্য (০১-০১-২০১৭) ১৩,৫০০

প্রস্তুতকৃত পণ্য (৩০-০৬-২০১৭) ৮,৫০০

প্রত্যক্ষ মজুরি ২৪,০০০ ঘন্টা (ঘন্টা প্রতি ২ টাকা করে) 

পরোক্ষ কাঁচামাল ৪,৫০০

পরোক্ষ শ্রম ৯,০০০

কারখানার বিবিধ খরচ ৫,০০০

প্রাশাসনিক খরচ ১০,০০০

বিক্রয় খরচ ১০,০০০

মুনাফা বিক্রয়ের উপর ২৫%।

ক. মূখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর।

গ. কোম্পানীর নিট লাভ নির্ণয় কর।

উত্তর: ক. মুখ্য ব্যয়ের পরিমাণ ৮৮,০০০ টাকা; খ. বিক্রীত পণ্যের ব্যয় ১,১০,০০০ টাকা; গ. মোট ব্যয় ১,৩০,০০০ টাকা। 

২। লিরা মিলস্ লি. এর উৎপাদন ব্যয় সংক্রন্ত তথ্যগুলো নিম্নে দেওয়া হলো:             [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

বিবরণ টাকা

কাঁচামালে মজুত (০১-০১-২০১৭)

উৎপাদিত পণের মজুত (০১-০১-২০১৭)

কাঁচা মাল ক্রয়

প্রত্যক্ষ  মজুরি

পরোক্ষ মজুরি

কারখানার উপরি ব্যয়

কাঁচামালে মজুত (৩১-১২-২০১৭)

উৎপাদিত পণ্যের মজুত (৩১-১২-২০১৭)

বিক্রয় খরচ

অফিস ও প্রশাসনিক খরচ

উৎপাদিত পণের বিক্রয়

পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয় ৪৫,০০০

৭০,০০০

৬,৬০,০০০

৪,৮০,০০০

৯০,০০০

৭৫,০০০

৩০,০০০

৮২,০০০

৪৮,৫০০

১,১০,০০০

১৮,৩০,০০০

৩,৫০০

ক. ব্যবহৃত কাঁচামালে ব্যয় নির্ণয় কর।

খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর।

গ. আয়ের বিবরণী প্রস্তুত কর এবং নিট লাভ অনুপাত নির্ণয় কর।

উত্তর: ক. ব্যবহৃত কাঁচামালের ব্যয় ৬,৭৫,০০০ টাকা; খ. বিক্রীত পণ্যের ব্যয় ১৩,০৪,৫০০ টাকা; গ. নিট লাভ ৩,৬৭,০০০ টাকা এবং নিট লাভ অনুপাত ২০.০৫%। 

৩। জননী লিঃ ২০১৬ সালে ১লা জানুয়ারি হতে উৎপাদন শুরু করেছিল। ৩১ জানুয়ারি তারিখে কোম্পানির হিসাব বই হতে নিম্নের তথ্যাবলি গ্রহণ করা হল;           [ঢা.বো. ২০১৭]

টাকা

মোট উৎপাদন ব্যয় (কারখানার ব্যয়) ২৭,০০,০০০

প্রত্যক্ষ মজুরি ৭,০০,০০০

পণ্য বিক্রয় ২৬,৭০,০০০

প্রশাসনিক উপরি ব্যয় ২,০০,০০০

বিক্রয় ও বন্টন উপরি ব্যয় ১,১৩,০০০

আংশিক উৎপাদিত পণ্য (৩১-১-২০১৬) ১,৫০,০০০

উৎপাদিত পণ্যর মজুদ (৩১-০১-২০১৬) ২,২০,০০০

প্রত্যক্ষ মজুরির ১২০% কারখানার উপরিব্যয় হিসাবে ধরতে হবে।

করণীয়ঃ- ক. জননী লিঃ এর বাণিজ্যিক খরচের পরিমাণ নির্ণয় কর।

খ. কোম্পানির জানুয়ারি মাসে ব্যবহৃত প্রত্যেক্ষ কাঁচামালের ব্যয় নির্ধারণ কর।

গ. কোম্পানির জানুয়ারি মাসের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর: ক. বাণিজ্যিক খরচের পরিমাণ ৩,১৩,০০০ টাকা; খ. ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় ১১,৬০,০০০ টাকা; গ. বিক্রীত পণ্যের ব্যয় ২৩,৩০,০০০ টাকা, মোট ব্যয় ২৬,৪৩,০০০ টাকা এবং মুনাফা ২৭,০০০ টাকা। 

৪। আলম লিমিটেড এর ২০১৫ সালের উৎপাদন ব্যয় সংক্রান্ত নিম্নোক্ত উদ্বৃত্তসমূহ দেয়া হলো;            [চ.বো. ২০১৭]

বিবরণ ১-১-১৫, টাকা ৩১-১২-১৫, টাকা

কাঁচামাল

আংশিক উৎপাদন পণ্য

উৎপাদন পণ্য (১৫০ একক)

সংশ্লিষ্ট বছরে অন্যান্য তথ্যাবলি ছিল নিম্নরূপ;

কাঁচামাল ক্রয় ২,২৫,০০০

প্রত্যক্ষ মজুরি ১,৭৫,০০০

কারখানা উপরিব্যয় ১,৫০,০০০

বিক্রয় (২,২৫০ একক) ৭,৫০,০০০

সমাপনী মজুদ পণ্য (২৫০ একক)

উৎপাদন ব্যায়ের উপর ৩০% প্রশাসনিক ব্যয় এবং বিক্রয়ের উপর ৭% বিক্রয় খরচ ধার্য করতে হবে।

করণীয়ঃ- 

ক. মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

খ. বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কর।

গ. আয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর: ক. মুখ্য ব্যয় ৪,০৩,০০০ টাকা; খ. বিক্রীত পণ্যের ব্যয় ৫,৩১,১৭০ টাকা; গ. নিট মুনাফা ৪৩০ টাকা। 

হিসাববিজ্ঞান ২য়পত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page

Scroll to Top