হিসাববিজ্ঞান ২য়পত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ২য়পত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ২য়পত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ২য়পত্রের সিলেবাসভূক্ত ৯ম ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ    থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৯ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

2 / 30

প্রাপ্য নোট বাট্টাকরণ করা যায়-
i. দালালের মাধ্যমে
ii. দেনাদারের মাধ্যমে
iii. ব্যাংকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

3 / 30

প্রাপ্য হিসাবকে নগদ বাট্টা দেওয়া হয় কেন?

4 / 30

অনাদায়ি পাওনা সঞ্চিতি হলো-
i. সম্ভাব্য ক্ষতি
ii. ভবিষ্যৎ ব্যবস্থা
iii. প্রতি সম্পত্তি

নিচের কোনটি সঠিক?

5 / 30

কার দ্বারা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়?

6 / 30

প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?

7 / 30

কোনটি কন্ট্রা সম্পত্তি?

8 / 30

সাধারণত প্রাপ্যসমূহ কত প্রকার?

9 / 30

৪ মাস মেয়াদি ৩০,০০০ টাকার একটি সুদবিহীন প্রাপ্য নোট ১০% হারে ব্যাংকে বাট্টা করা হলো। এক্ষেত্রে নিট প্রাপ্তির পরিমাণ কত টাকা?

10 / 30

 কুঋণ প্রভিশন কী?

11 / 30

প্রাপ্য আয় সমন্বয় করা হলে-
i. আয় বৃদ্ধি পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. সম্পদ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক

12 / 30

অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিরি যোগফল পুরাতন সঞ্চিতি অপেক্ষা কম হলে তার স্থানান্তর জাবেদা দাখিলা কী হবে?

13 / 30

অবলােপনকৃত অনাদায়ি পাওনা আদায়-
i. প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করে
ii. প্রতিষ্ঠানের মালিকানাস্বত্ব বৃদ্ধি করে
iiii. প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

14 / 30

নতুন কুঋণ ৫,০০০ টাকা বাদ দেওয়ার পর নতুন কুঋণ সঞ্চিতি ৫% সমন্বয়ের পর ২% বাট্টা সঞ্চিতির পরিমাণ যদি ২০০ টাকা হয় তাহলে প্রারম্ভিক প্রাপ্ত হিসাব কত টাকা ছিল?

15 / 30

প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়
i. ধারে পণ্য বিক্রয়ের ফলে
ii. ধারে সেবা প্রদানের ফলে
iii. অর্থ ধার দেওয়ার ফলে

নিচের কোনটি সঠিক?

16 / 30

প্রাপ্য হিসাব কখন মূল্যায়ন করা হয়?

17 / 30

অনাদায়ি পাওনা আদায় হলে-
i. প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে
ii. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে
iii. নগদান হিসাব ডেবিট করতে হবে

নিচের কোনটি সঠিক?

18 / 30

০১/০১/২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, ৩১/১২/২০১৩ তারিখে ৪০,০০০ টাকা, ২০১৩ সালে প্রাপ্য হিসাব হতে আদায় ৩৫,০০০ টাকা, ২০১৩ সালের বাকিতে বিক্রয়ের পরিমাণ কত?

19 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বৃদ্ধির ফলে কী হয়?

20 / 30

প্রাপ্য নোটের সুদ কখন আদায় করা হয়?

21 / 30

কুঋণ সঞ্চিতির পরিমাণ ২,০০০ টাকা কমাতে হবে। রেওয়ামিলে কুঋণ সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে ৬,০০০ টাকা। নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে?

22 / 30

অনাদায়ি পাওনা ধার্য করা না হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iiiনিচের কোনটি সঠিক?

23 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?  (রেওয়ামিলে অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা)

24 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রকৃতি কী?

25 / 30

সাধারণত কতদিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়?

26 / 30

অনাদায়ি দেনা সৃষ্টির ফলে-
i সম্পদ হ্রাস পায়
ii. দায় বৃদ্ধি পায়
iii. মালিকানা স্বত্ব হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

27 / 30

অনাদায়ী পাওনার ধার্য না করা হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iii. সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?

28 / 30

জনাব জামাল ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করে ৬ মাসের জন্য ২৫০ টাকা সুদ প্রদান করেন। এক্ষেত্রে সুদের হার কত?

29 / 30

প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হবে না বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তাকে কী বলে?

30 / 30

প্রাপ্য নোট বাট্টা করে কোন পক্ষ?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ২য়পত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ২য়পত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-৯: ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। যে ব্যয় পূর্বে ঘটেছিল, এটি এখন আদায়যোগ্য নয় তাকে কী বলে?

ক. নিমজ্জিত ব্যয়✓  

খ. সুযোগ ব্যয়

গ. ঐতিহাসিক ব্যয়  

ঘ. কালীন ব্যয়

২। অনিয়ন্ত্রিত ব্যয় কোনটি?

ক. কাচাঁমাল   

খ. প্রত্যক্ষ শ্রম

গ. কর্মচারীর বেতন✓  

ঘ. প্রত্যক্ষ খরচ

৩। যে অতীত ব্যয় আর উদ্ধার করা যায় না তাকে কী বলা হয়?

ক. সুযোগ ব্যয়   

খ. নগদ ব্যয়

গ. তুলনামূলক ব্যয়   

ঘ. নিমজ্জিত ব্যয়✓

৪। যে ব্যয় পণ্যের মজুদকরণ ব্যয়ের সাথে যুক্ত থাকে তাকে বলা হয়?

ক. কালিন ব্যয়   

খ. পণ্য ব্যয়✓

গ. কারখানা ভাড়া

ঘ. পরিবর্তন ব্যয়

৫। কোনটি নিয়ন্ত্রনযোগ্য ব্যয়?

ক. অপিস ভাড়া   

খ. কর্মকর্তার বেতন

গ. কারখানা ভাড়া   

ঘ. প্রত্যক্ষ কাচামাল✓

৬। কার্যস্তর পরিবর্তন হলে যে ব্যয়ের মোট  ও এককপ্রতি পরিবর্তন হয় তাকে কোন ব্যয় বলে?

ক. স্থায়ী ব্যয়   

খ. রুপান্তর ব্যয়

গ. পরিবর্তনশীল ব্যয়  

ঘ. আধা-পরিবর্তনশীল ব্যয়✓

৭। আর্থিক ত্যাগের ভোগকৃত বা সুবিধা গ্রহণকৃত অংশকে কী বলে?

ক. খরচ✓  

খ. ব্যয়  

গ. ক্ষতি  

ঘ. মুনাফা

৮। একটি প্রতিষ্ঠানের কোন বিভাগ বিক্রয়জনিত আয় অর্জনের জন্য দায়ী থাকে?

ক. আয় কেন্দ্র✓   

খ. ব্যয় কেন্দ্র

গ. বিনিয়োগ কেন্দ্র   

ঘ. মুনাফা কেন্দ্র

৯। কোন ব্যয়কে যে হিসাবকালে সংঘটিত হয় সেই হিসাবকালের আয়ের বিবরনীতে খরচ হিসাবে দেখাতে হয়?

ক. পণ্য ব্যয়  

খ. নিয়ন্ত্রনযোগ্য ব্যয়

গ. অনিন্ত্রণযোগ্য ব্যয়   

ঘ. কালীন ব্যয়✓

১০। উৎপাদন বৃদ্ধি পেলে এককপ্রতি কোন ব্যয় কমতে থাকে?

ক. পরিবর্তনশীল  

খ. স্থায়ী✓

গ. মিশ্র   

ঘ. নিমজ্জিত

১১। যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে কি বলে?

ক. প্রত্যক্ষ ব্যয়✓   

খ. পরোক্ষ ব্যয়

গ. স্থির ব্যয়   

ঘ. মিশ্র ব্যয়

১২। সর্ব্বোত্তম বিকল্প গ্রহণের ফলে বর্জনকৃত বিকল্পের ত্যাগকৃত সুবিধাকে কী বলে?

ক. সুযোগ ব্যয়✓   

খ. পার্থক্যমূলক ব্যয়

গ. প্রাসঙ্গিক ব্যয়   

ঘ. নিমজ্জিত ব্যয়

১৩। কোন ব্যয়টি সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই সংঘটিত হয়?

ক. নিমজ্জিত ব্যয়✓ 

খ. সুযোগ ব্যয়

গ. স্থির ব্যয়    

ঘ. পণ্য ব্যয়

১৪। সিদ্ধান্তের ভিত্তিতে ব্যয়কে কয়ভাগে ভাগ করা হয়?

ক. তিন   

খ. চার 

গ. পাঁচ   

ঘ. ছয়✓

১৫। প্রত্যক্ষ মাল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১৬,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ৬,০০০ টাকা, রূপান্তর ব্যয় ৪০,০০০ টাকা এবং অফিস উপরিব্যয় ১২,০০০ টাকা হলে, কালীন ব্যয় কত?

ক. ১৮,০০০ টাকা✓  

খ. ৪৬,০০০ টাকা

গ. ৫৬,০০০ টাকা   

ঘ. ৫৮,০০০ টাকা

১৬। কোন ব্যয়ে স্থায়ী ও পরিবর্তনশীল উভয় ব্যয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে?

ক. স্থায়ী ব্যয়  

খ. কালীন ব্যয়

গ. পণ্য ব্যয়   

ঘ. মিশ্র ব্যয়✓

১৭। একটি সম্পদের ক্রয়মূল্য ২,৪০,০০০ টাকা। উক্ত সম্পদের আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর, ৮ বছর পর সম্পদডঁ ৩০,০০০ টাকায় বিক্রয় করা হলো। এখানে নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত?

ক. ১৮,০০০ টাকা✓   

খ. ১৫,০০০ টাকা

গ. ২৪,০০০ টাকা    

ঘ. ৩৯,০০০ টাকা

১৮। প্রত্যক্ষ কাঁচামালের সাথে সকল প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করলে কী পাওয়া যায়?

ক. ব্যবহৃত কাঁচামাল   

খ. মুখ্য ব্যয়✓

গ. উৎপাদন ব্যয়   

ঘ. মোট ব্যয়

১৯। দুইটি প্রকল্পের মোট ব্যয়ের পার্থক্য কোনটি?

ক. নির্গত ব্যয়   

খ. পার্থক্যমূলক ব্যয়✓

গ. সুযোগ ব্যয়   

ঘ. রূপান্তর ব্যয়

২০। বিকল্প নির্বাচনে ত্যাগ স্বীকার করতে যে ব্যয় হয় তাকে কী ব্যয় বলে?

ক. স্বীকৃত ব্যয়   

খ. সুযোগ ব্যয়✓

গ. নিমজ্জিত ব্যয়   

ঘ. আরোপনীয় ব্যয়

২১। নিমজ্জিত ব্যয় হচ্ছে-

i. প্রাসঙ্গিক ব্যয়

ii. অতীত ব্যয়

iii. অপ্রাসঙ্গিক ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii               খ. i ও iii

গ. ii ও iii✓                    ঘ. i, ii ও iii

২২। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যয়-

i. প্রান্তিক ব্যয়

ii. সুযোগ ব্যয়

iii. নিমজ্জিত ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓  খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

২৩। স্থির ব্যয়ের বৈশিষ্ট্য হলো-

i. মোট ব্যয় স্থির থাকবে

ii. একক প্রতি ব্যয় স্থির থাকবে

iii. একক প্রতি ব্যয় হ্রাস/বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii✓

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

২৪। পরোক্ষ মজুরি হলো-

i. পণ্য ব্যয়

ii. কালীন ব্যয়

iii. পরিবর্তনশীল ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii✓

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

২৫। যে সকল দফা উৎপাদন ব্যয় বিবরণীতে অন্তর্ভূক্ত হয় না-

i. অনুদান

ii. ক্ষতিপূরণ

iii. বিক্রয়কর্মীর কমিশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

২৬। পণ্য ব্যয়ের উপাদান হলো-

i. প্রত্যক্ষ কাঁচামাল

ii. প্রত্যক্ষ মজুরি

iii. উৎপাদন উপরিব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii             ঘ. i, ii ও iii✓

২৭। আচরণের ভিত্তিতে শ্রেণিভূক্ত ব্যয় হচ্ছে-

i. পরিবর্তনশীল ব্যয়

ii. আধা পরিবর্তনশীল ব্যয়

iii. প্রাসঙ্গিক ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

২৮। কালীন ব্যয় হচ্ছে-

i. বিক্রয় ও বণ্টন খরচ

ii. প্রশাসনিক খরচ

iii. প্রত্যক্ষ মজুরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

২৯। পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য হলো এর-

i. একক প্রতি ব্যয় স্থির থাকে

ii. একক প্রতি ব্যয় পরিবর্তিত হয়

iii. বিভিন্ন কার্যস্তরে ব্যয় বিভিন্ন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii✓

গ. ii ও iii             ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।

মুন কোম্পানির উৎপাদন সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ :

প্রত্যক্ষ কাঁচামাল প্রতি একক ২০ টাকা, প্রত্যক্ষ মজুরি প্রতি একক ১০ টাকা, উপরিব্যয় প্রতি একক ১২ টাকা (২৫% পরিবর্তনশীল), উৎপাদন ৬,০০০ একক।

৩০। মোট স্থায়ী ব্যয় কত টাকা?

ক. ৫৪,০০০ টাকা✓   

খ. ১,৮০,০০০ টাকা

গ. ২,২৮,০০০ টাকা   

ঘ. ২,৫২,০০০ টাকা

৩১। উৎপাদন ৬,০০০ একক-এর পরিবর্তে ৫,০০০ একক হলে-

i. মোট কাচামালের ব্যয় হবে ১,০০,০০০ টাকা

ii. মোট প্রত্যক্ষ মজুরি হবে ৫০,০০০ টাকা

iii. মোট উপরিব্যয় হবে ৬০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii             ঘ. i, ii ও iii

অধ্যায়-৯: ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ

সৃজনশীল প্রশ্ন-উত্তর

১। বি আর বি কেবলস ২০১৩ সালের ১ জানুয়ারি একটি মেশিন ১,২৫,০০০ টাকায় ক্রয় করেছিল।  ২০১৭ সালে ৩১ ডিসেম্বর তারিখে উক্ত মেশিনটির বইমূল্য ৫০,০০০ টাকা এবং উহার ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। ২০১৭ সালে জানুয়ারি মাসে তার উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ: [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

কাঁচামাল ব্যয় ৬৫,০০০ টাকা

মজুরি ২৫,০০০ টাকা

কারখানার উপরিব্যয় ১৫,০০০ টাকা

অফিস উপরিব্যয় ১০,০০০ টাকা

বিক্রয় ও উপরিব্যয় ১৫,০০০ টাকা

কেবলস্ তৈরির ছাচ ব্যয় ১২,৫০০ টাকা

ক. উক্ত মেশিনের নিমজ্জিত ব্যয় নির্ণয় কর।

খ.  মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

গ. কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে ১০% হারে অবচয় ধার্য করে থাকে। চার বছর পরে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ১০,০০০ টাকা। চার বছর পরে মেশিনটির নিমজ্জিত ব্যয় নির্ণয় কর।

উত্তর: ক. মেশিনের নিমজ্জিত ব্যয় ৪০,০০০ টাকা; খ. মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ ১,০২,৫০০ টাকা; গ. ৪ বছর পর মেশিনটির নিমজ্জিত ব্যয় ৬৫,০০০ টাকা।  

২। লুসাই ফার্নিচারের নিম্নোক্ত তথ্য উৎপাদন ব্যয় বিভাগ সরবরাহ করে:  [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

কাঠ ক্রয় ৪,৪৫,০০০, তারকাঁটা ক্রয় ১৫,০০০ আইকা ক্রয় ৬,০০০ টাকা, কাঠমিস্ত্রির মজুরি ৯৫,০০০ টাকা, কারখানা উপযোগ খরচ ৯,০০০ টাকা, কারখান ভাড়া প্রদান ১৪,০০০ টাকা, শো-রুম ব্যাবস্থাপকের বেতন ৩২,০০০ টাকা, অফিস উপযোগ খরচ প্রদান ১৭,০০০ টাকা, শো-রুমের ভাড়া প্রদান ২৮,০০০ টাকা, অফিস স্টাফদের বেতন ৩৬,০০০ টাকা, ডিজাইন বাবদ ব্যয় ৮,০০০ টাকা, স্পিরিট ও গালা ক্রয় ১৫,০০০ টাকা। 

ক. মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

খ. পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

গ. মোট কারখানার উপরিব্যয় নির্ণয় কর এবং মোট ব্যয়ের উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার কত?

উত্তর: ক. মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ ৫,৫৩,০০০ টাকা; খ. পণ্য ব্যয় ৬,১২,০০০ টাকা ও কালীন ব্যয়ের পরিমাণ ১,১৩,০০০ টাকা; গ. মোট কারখানা উপরিব্যয় ৫৯,০০০ টাকা ও মোট ব্যয়ের উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার ৮.১৪%। 

৩। অটবি কোম্পানি কাঠের বুক সেলফ প্রস্তুত করে। কোম্পানির বর্তমানে স্থানীয় বাজারে বিক্রয় করার জন্য পণ্য উৎপাদন করলেও ভবিষ্যতে বিদেশে রপ্তানি কারার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। ২০১৬ সালে স্থানীয় বাজারের চাহিদা পূরণের লক্ষ্যে কোম্পানির ৫০% কার্য-মাত্রায় ২,০০০ টি সেলফ বুক তৈরি করে। ২০১৬ সালের উৎপাদন সংক্রান্ত ব্যয়সমূহ নিম্নরূপ;   [ঢা.বো. ২০১৭]

ক্রমিক লেনদেন টাকা

১ কাঠ ও গ্লাস সিট  একক প্রতি ২১৫

২ সাধারণ অফিস খরচ (স্থির) ১,১০,০০০

৩ কারখানা তত্ত্বাবধায়কের বেতন ৭০,০০০

৪ বিক্রয়কর্মীর বেতন ৬০,০০০

৫ অবচয়-কারখানার দালান (স্থির) ৮০,০০০

৬ অফিস সাপ্লাইজ খরচ (স্থির) ২,০০০

৭ কারখানার পরোক্ষ কাঁচামাল একক প্রতি ২৫

৮ কারখানার মজুরি (কাটিং ও সংযোজন ) একক প্রতি ৪৫

৯ বিক্রয়কর্মীর কমিশন একক প্রতি ৫

১০ কারখানার উপযোগ খরচ (স্থির) ১০,০০০

করণীয়ঃ-

ক. অটবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এককে নির্ণয় কর।

খ. ২০১৬ সালের পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয় প্রদর্শনপূর্বক মোট ব্যয় নির্ণয় কর।

গ. ২০১৭ সালের সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন বারলে অনুমিত মোট ব্যয় নির্ণয় কর।

উত্তর: ক. সর্বোচ্চ উৎপাদন একক ক্ষমতা ৪,০০০ একক; খ. মোট ব্যয় ৯,১২,০০০ টাকা; গ. অনুমিত মোট ব্যয় ১৪,৯২,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ২য়পত্র ৯ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page

Scroll to Top