হাইড্রা ব্যবহারিক / Hydra Practical
পরীক্ষণ : ১. Hydra-র পূর্ণ মাউন্ড পর্যবেক্ষণ
প্রয়োজনীয় উপকরণ : Hydra-র স্থায়ী স্লাইড, কিংবা মডেল, অণুবীক্ষণযন্ত্র, চিত্র আঁকার জন্য শীট, পেন্সিল, রাবার ইত্যাদি ।
কার্যপদ্ধতি: শিক্ষার্থীরা গবেষণাগারে অণুবীক্ষণযন্ত্রের সাহায্যে Hydra-র স্থায়ী স্নাইড অথবা শিক্ষক প্রদত্ত Hydra-র মডেল পর্যবেক্ষণ করে, এটি শনাক্ত করবে, এর শ্রেণিবিন্যাস জানবে, ড্রইং শীটে এর চিহ্নিত চিত্র আঁকবে ও শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ লিখবে ।
শনাক্তকরণ
১. দেহটি নলাকার; একপ্রান্ত খোলা ও অন্যপ্রান্ত বন্ধ । প্রান্তে অবস্থিত মোচাকৃতি হাইপোস্টোমের চূড়ায় মুখছিদ্র অবস্থিত ।
৩. হাইপোস্টোমকে ঘিরে কয়েকটি সুতার মতো কর্ষিকা রয়েছে ।
৪. দেহের বদ্ধ (নিম্ন) প্রান্তে গোলাকার পাদ-চাকতি অবস্থিত।
৫. দেহে মুকুল দেখা যায় ।
[গবেষণাগারে পরীক্ষার জন্য Hydra সংগ্রহ : গবেষণাগারে পরীক্ষার জন্য খুব সহজেই Hydra সংগ্রহ করা যায়। শীতের শুরুতে যখন পুকুর, ডোবা, হ্রদ বা খালের পানি কমতে শুরু করে তখন এসব জলাশয়ের মাত্র ৩০ সেন্টিমিটার গভীর থেকে কিছু ডালপালা বা জলজ উদ্ভিদ কিংবা অন্য কোনো জলজ বস্তু তুলে আনতে হবে। যেহেতু Hydra সাধারণত কোনো বস্তুর সাথে আটকানো থাকে তাই পানি থেকে শুধু Hydra তুলে আনা সম্ভব নয় । জলাশয় থেকে সংগৃহিত এসব বস্তু পানিপূর্ণ একটি কাঁচের জার (Jar)-এ রেখে সেটি কিছু সময়ের জন্য আলোকিত স্থানে রাখতে হবে । কিছুক্ষণ পর দেখা যাবে Hydra গুলো (যদি সংগৃহীত বস্তুগুলোতে থেকে থাকে) জারের তলদেশ বা পার্শ্বপ্রাচীরে এসে আশ্রয় নিয়েছে । তখন পিপেট (pipette)-এর সাহায্যে এদেরকে পেট্রিডিস বা স্লাইডে উঠিয়ে অণুবীক্ষণযন্ত্রের নিচে নিরীক্ষণ করা হয় ।]
হাইড্রা ব্যবহারিক / Hydra Practical
পরীক্ষণ : ২. Hydra-র প্রস্থচ্ছেদের স্লাইড (T. S. of Hydra) পর্যবেক্ষণ
প্রদত্ত নমুনাটি Hydra-র প্রস্থচ্ছেদ
কারণ-
১. এটি দেখতে আংটির মতো দ্বিস্তরবিশিষ্ট অর্থাৎ এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস নিয়ে গঠিত ।
২. দুইস্তরের মাঝখানে অকোষীয় মেসোগ্নিয়া আছে ।
৩. কেন্দ্রে গোলাকার সিলেন্টেরন উপস্থিত ।
৪. এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস বিভিন্ন ধরনের কোষ, যেমন-পেশি-আরবণী, ইন্টারস্টিশিয়াল,গ্রন্থিকোষ, স্নায়ুকোষ, সংবেদী কোষ, নিডোসাইট ইত্যাদি দেখা যায় ।
আরো পড়ুনঃ