Microogranism Online Test (অণুজীব mcq test)

Microogranism Online Test (অণুজীব mcq test)

Microogranism Online Test (অণুজীব mcq test)

এইচএসসি উদ্ভিদবিজ্ঞানের এই অধ্যায়ের বহু নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী এখানে দেওয়া হয়েছে। এই মডেল টেস্টের প্রশ্নসমূহ ছবিসহ দেওয়া হয়েছে। প্রতিবার পরীক্ষা দেওয়ার জন্য ২৫/৩০ টি প্রশ্ন Randomly(দৈবক্রমানুসারে) আসবে।

Read More:

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ২৫টি MCQ এর জন্য ২০মিনিট এবং ৩০টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও মেডিক্যাল, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

মডেলটেস্ট-১

/25
0 votes, 0 avg
0

HSC Botany

অণুজীব পার্ট-১

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান) এর অণুজীব অধ্যায়ের MCQ Test-1
পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানবদেহে সংক্রমণ ঘটায়?

2 / 25

মশাবাহিত দুটি রােগের মধ্যে একটিতে রক্তের প্লেটলেট নষ্ট হয়ে যায় এবং অপরটিতে দেহের রক্তশূন্যতা দেখা দেয়।

উদ্দীপকের প্রথম রােগটির নাম কি?

3 / 25

.ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় –
i. ক্লোরোকুইন
ii. ডক্সিসাইক্লিন
iii. ম্যালারোন
নিচের কোনটি সঠিক?

4 / 25

শাওন শীতের ছুটিতে তার মামার সাথে রাঙ্গামাটিতে বেড়াতে যায়। ফিরে এসে জ্বরে আক্রান্ত হয়। নির্দিষ্ট
সময় পর পর গা কাঁপুনি দিয়ে জ্বর আসে.
উদ্দীপকের রােগটির নামকরণ কোন ভাষায় করা হয়েছে?

5 / 25

.টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণ করলে –
i. ফুলের পাঁপড়ি কুঁচকে যায়
ii. ফুলের পাঁপড়িতে বর্ণ বৈচিত্র্য তৈরি হয়
iii. ফুলকে আরও সুন্দর দেখায়
নিচের কোনটি সঠিক?

6 / 25

Plasmodium এর কোন পর্যায় মানুষকে সংক্রমিত করে?

7 / 25

Plasmodiur malariae-এর স্বাভাবিক সুপ্তিকাল কত দিন?

8 / 25

এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?

9 / 25

কোনটি ভাইরাসঘটিত রোগ?

10 / 25

ভাইরাস-এর মাথার দ্বিস্তরী প্রােটিন নির্মিত আবরণকে কী বলে?

11 / 25

কোনটি ব্যাকটেরিয়াজনিত রােগ?

12 / 25

ব্যাকটেরিয়ার কোষের রাইবোজোম –
i. RNA ও প্রোটিন দ্বারা গঠিত
ii. ৮০S আকৃতির
iii. প্রোটিন সংশ্লেষণ করে
নিচের কোনটি সঠিক?

13 / 25

মানুষের ভাইরাসঘটিত রােগ কোনটি?

14 / 25

ব্যাকটেরিয়া একটি এককোষী অণুজীব যার –
i. কোষ প্রাচীর বিদ্যমান
ii. কোষীয় সংগঠন প্রাককেন্দ্রিক
iii. সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া দ্বিবিভাজন
নিচের কোনটি সঠিক?

15 / 25

নিচের কোন দশাটি মশকীর লালাগ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে?

16 / 25

কোনটিকে কেলাসিত করা যায়?

17 / 25

Streptococcas lactis ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত?

18 / 25

কোন ধাপটি বহু নিউক্লিয়াসযুক্ত?

19 / 25

টোবাকো মােজাইক ভাইরাসের আকার কোন ধরনের?

20 / 25

কোন ব্যাকটেরিয়াটি ভিটামিন উৎপন্ন করে?

21 / 25

শাওন শীতের ছুটিতে তার মামার সাথে রাঙ্গামাটিতে বেড়াতে যায়। ফিরে এসে জ্বরে আক্রান্ত হয়। নির্দিষ্ট
সময় পর পর গা কাঁপুনি দিয়ে জ্বর আসে.
শাওনকে আক্রমণকারী জীবাণু
i. প্রথমে যকৃতকে আক্রমণ করে।
jj, সব সময়ে ডিপ্লয়েড অবস্থায় থাকে
iii. লােহিত কণিকা ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?

22 / 25

নিম্নের কোনটি DNA ভাইরাস?

23 / 25

Plasmodium vivax-এর গ্যামেটোগনি কোথায় সম্পন্ন হয়?

24 / 25

মানবদেহ আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কি?

25 / 25

ধানের ব্লাইট রোগের ব্যাকটেরিয়া?

 

Your score is

The average score is 0%

0%

পাসওয়ার্ডের জন্য নিচের ইউটিউব চ্যালেনে সাবস্ক্রাইব করে নাও এবং প্রোফাইলে পাসওয়ার্ড দেওয়া হয়েছে।

মডেলটেস্ট-

/30
0 votes, 0 avg
0

HSC Botany

Tissue and Tissue System ,Part-2

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান) এর টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়ের MCQ Test-2
পূর্ণমানঃ ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য?

2 / 30

প্যারেনকাইমার কাজ –

i. খাদ্য প্রস্তুত

ii. খাদ্য সঞ্চয়

iii. খাদ্য পরিবহন

নিচের কোনটি সঠিক?

3 / 30

পাটের আঁশ উৎপন্ন হয়-

4 / 30

নিচের অনুচ্ছেদটি পড়ো  প্রশ্নের উত্তর দাও।

আরিফদের কলেজের শ্রেণি শিক্ষক ক্লাসে একটি টিস্যু সম্পর্কে পড়াচ্ছিলেন, যা সর্বদাই বিভাজনরত অবস্থায় থাকে। তিনি বললেন, এ টিস্যুর

কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত।

 উদ্দীপকে কোন টিস্যুর কথা বলা হয়েছে?

5 / 30

স্টিলির কেন্দ্রে ভাস্কুলার বান্ডল ব্যতীত অৱশিষ্ট অংশকে কী বলে?

6 / 30

পাতার গ্রাউন্ড টিস্যু

  1. মেসোফিল নামে পরিচিত
  2. প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত
  3.  ভাস্কুলার টিস্যুতন্ত্রের অংশ

নিচের কোনটি সঠিক?

7 / 30

হাইডাথোড়ের প্যারেনকাইমা টিস্যু কী নামে পরিচিত?

8 / 30

.প্রোটোডার্মের ভাজক কোষের পরিবর্তিত রূপ –
i. এপিডার্মিস
ii. এন্ডোডার্মিস
iii. এপিব্লেমা
নিচের কোনটি সঠিক?

9 / 30

উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?

10 / 30

একবীজপত্রী উদ্ভিদের মূলের –

i. ভাস্কুলার বান্ডল অরীয়
ii. এপিব্লেমা কিউটিকলবিহী
iii. জাইলেম বা ফ্লোয়েমগুচ্ছের সংখ্যা ৪-এর কম
নিচের কোনটি সঠিক?

11 / 30

বিষমপৃষ্ঠ পাতায় থাকে—

i.প্যালিসেড প্যারেনকাইমা

ii.স্পঞ্জি প্যারেনকাইমা

iii. স্টোম্যাটা কম

নিচের কোনটি সঠিক?

 

12 / 30

‘ধান, টমেটো, কচু ইত্যাদি উদ্ভিদ শরীর থেকে অতিরিক্ত পানি কখনো কখনো তরলাকারে বের করে দেয়। ’

 উপরোক্ত উদ্ভিদের কোন অঙ্গ দিয়ে পানি তরলাকারে বের হয়?

13 / 30

যে ভাজক টিস্যুর কোষগুলো একতলে বিভাজিত হয় তাকে কী বলে?

14 / 30

গ্রন্থিটিস্যু হতে ক্ষরিত হয় –

i. মধু

ii. টমেটো

iii. রঁজন

নিচের কোনটি সঠিক?

15 / 30

গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উপাদান—

  1. প্যারেনকাইমা
    ii. কোলেনকাইমা

iii. অ্যারেনকাইমা

নিচের কোনটি সঠিক?

 

16 / 30

মূলের বহিরাবরণের নাম কী?

 

17 / 30

একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত সাধারণ বৈশিষ্ট্য—

  1. জাইলেম উপাদানের বিন্যাস এন্ডার্ক
  2. ভাস্কুলার বান্ডল কেন্দ্রিক

iii. পিথ উপস্থিত

নিচের কোনটি সঠিক?

 

18 / 30

ক্ষারণকারী টিস্যু হলো –

i. রেজিন

ii. পদ

iii. আঠা

নিচের কোনটি সঠিক?

19 / 30

নিচের অনুচ্ছেদটি পড়ো  প্রশ্নের উত্তর দাও।

আরিফদের কলেজের শ্রেণি শিক্ষক ক্লাসে একটি টিস্যু সম্পর্কে পড়াচ্ছিলেন, যা সর্বদাই বিভাজনরত অবস্থায় থাকে। তিনি বললেন, এ টিস্যুর

কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত।

উদ্দীপকে উল্লিখিত টিস্যুর কোষে

i.কোষগহ্বর অনুপস্থিত

ii.আন্তঃকোষীয় ফাঁক থাকে না

 iii.নিউক্লিয়াস অস্পষ্ট

নিচের কোনটি সঠিক?

20 / 30

জটিল টিস্যু কোনটি?

21 / 30

প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় কোনটি থেকে?

22 / 30

. কচু মূলের এন্ডোডার্মিস-

  1. গোলাকৃতির প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত
  2. ব্যারেলাকৃতির প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত

iii. ক্যাসপেরিয়ান পট্টিযুক্ত

নিচের কোনটি সঠিক?

 

23 / 30

‘ধান, টমেটো, কচু ইত্যাদি উদ্ভিদ শরীর থেকে অতিরিক্ত পানি কখনো কখনো তরলাকারে বের করে দেয়। ’

উদ্দীপকের প্রক্রিয়াটি ঘটে—

24 / 30

সংযুক্ত ভাস্কুলার বান্ডলের প্রকৃতি-

i.অরীয়
ii. সমপার্শ্বীয়

iii. সমদ্বিপার্শ্বীয়

নিচের কোনটি সঠিক?

 

25 / 30

পত্ররন্ধ্রের অবস্থান –

i. বৃত্যংশে

ii. পাতায়

iii. পাপড়িতে

নিচের কোনটি সঠিক?

26 / 30

 

উদ্দীপকের চিত্র A ও B এর ক্ষেত্রে

i.উভয়টিতে ক্যাম্বিয়াম উপস্থিত

iiA-তে গৌণ বৃদ্ধি ঘটে

iii. B-তে জাইলেম এক্সার্ক

নিচের কোনটি সঠিক?

 

27 / 30

ক্যাসপেরিয়ান স্ট্রিপের অবস্থান কোথায়?

28 / 30

.জটিল টিস্যুর অন্তর্ভুক্ত –
i. ফ্লোয়েম টিস্যু
ii. জাইলেম টিস্যু
iii. তরুক্ষীর টিস্যু ও গ্রন্থি টিস্যু
নিচের কোনটি সঠিক?

29 / 30

 প্রোটোডার্মের কাজ হলো-

    i.এপিব্লেমা সৃষ্টি করা

    ii. কর্টেক্স তৈরি করা

    iii. এপিডার্মিস গঠন করা

নিচের কোনটি সঠিক?

30 / 30

উদ্ভিদের কোন অংশে অক্সিজেন সর্বোচ্চ পরিমাণ থাকে?

Your score is

The average score is 0%

0%

পাসওয়ার্ডের জন্য নিচের ইউটিউব চ্যালেনে সাবস্ক্রাইব করে নাও এবং প্রোফাইলে পাসওয়ার্ড দেওয়া হয়েছে।

এই Microogranism Online Test (অণুজীব mcq test) ছাড়াও আরো পড়ুন HSC Zoology suggestion here

Read More: English Grammar

Microogranism Online Test (অণুজীব mcq test)

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top