HSC Biology 1st paper Online Test | এইচএসসি উদ্ভিদবিজ্ঞান MCQ পরীক্ষা | Botany mcq exam
এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত সবগুলো চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্টগুলো পরীক্ষার জন্য ভীষণ কাজে দিবে। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। জীববিজ্ঞান ১মপত্র(উদ্ভিদবিজ্ঞান) এর সাতটি চ্যাপ্টার এখানে কভার করা হয়েছে।
এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।
প্রত্যেকটি মডেল টেস্টে ২৫টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ২০ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে। পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।
অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট
কোষ ও এর গঠন
১। কোষ ও এর গঠন অনলাইন পরীক্ষা- ১
২। কোষ ও এর গঠন অনলাইন পরীক্ষা- ২
৩। কোষ ও এর গঠন অনলাইন পরীক্ষা- ৩
৪। কোষ ও এর গঠন অনলাইন পরীক্ষা- ৪
Read more:
এই HSC Biology 1st paper Online Test | এইচএসসি উদ্ভিদবিজ্ঞান MCQ পরীক্ষা | Botany mcq exam আরো জানুন
বিশেষ দ্রষ্টব্যঃ
তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ২৫টি MCQ এর জন্য ২০মিনিট ।
এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও মেডিক্যাল, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।