HSC ICT first chapter MCQ Test -3 আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৩ ICT 1st chapter mcq exam -3

HSC ICT first chapter MCQ Test -3 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৩ / ICT 1st chapter mcq exam -3

HSC ICT first chapter MCQ Test -3 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৩ / ICT 1st chapter mcq exam -3

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ICT 1st চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/25
1 votes, 2 avg
0

HSC ICT

এইচএসসি আইসিটি ১ম অধ্যায়ঃ MCQ মডেল টেস্ট-৩

এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস ভূক্ত আইসিটি ১ম অধ্যায়ের আলোকে এই মডেল টেস্টের মধ্যে  ১৫০+ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। তাই যতখুশি ততবার এক্সাম দিতে পারবে।
পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়?

2 / 25

বায়ােমেট্রিক্স ব্যবহার করা হয়-

3 / 25

ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান -

4 / 25

ক্রায়ােসার্জারি কোন ধরনের রােগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

5 / 25

বায়ােমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে- i. জাতীয় পরিচয়পত্রে ii. পাসপাের্টে iii. জন্ম নিবন্ধনে নিচের কোনটি সঠিক?

6 / 25

ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত হয়- i. তরল হাইড্রোজেন ii. আর্গন গ্যাস iii. হিলিয়াম গ্যাস নিচের কোনটি সঠিক?

7 / 25

নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : ডা, মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারের রােগী তার কাছে এলে তিনি তাকে –120°C তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন । প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে-

8 / 25

বায়ােমেট্রিক্স ব্যবহৃত হয়- i.কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে ii. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে iii. পাসপাের্ট তৈরিতে নিচের কোনটি সঠিক?

9 / 25

কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানাে যায়?

10 / 25

বায়ােমেট্রিক্স পদ্ধতিতে কোনটি বেশি ব্যবহৃত হয়?

11 / 25

রােবট ব্যবহৃত হয়-i. বাসাবাড়িতে গৃহস্থালি কাজেii. পরিকল্পনা প্রণয়নেii. খনির অভ্যন্তরীণ কাজে, নিচের কোনটি সঠিক?

12 / 25

বায়ােমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

13 / 25

কোনটি ক্রায়ােসার্জারির সাথে সম্পর্কিত?

14 / 25

কোনটি রােবটের ব্যবহার?

15 / 25

বায়ােমেট্রিক্স-এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে- i. কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়। ii. নতুন প্রজাতি সৃষ্টি করা হয় iii. অনুমােদিত ব্যক্তিকে শনাক্ত করা হয় নিচের কোনটি সঠিক?

16 / 25

মােবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?

17 / 25

ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলাে –i. ক্রায়ােপ্রােবii. স্প্রে ডিভাইসiii. অ্যাকচুয়েটর, নিচের কোনটি সঠিক?

18 / 25

ক্রায়ােসার্জারিতে কোন প্রযুক্তি প্রয়ােগ করা হয়?

19 / 25

ক্রায়ােসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়।

20 / 25

নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : ডা, মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারের রােগী তার কাছে এলে তিনি তাকে –120°C তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন ,ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-- i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না। iii. আশেপাশের কোষের ক্ষতি হয় না। নিচের কোনটি সঠিক?

21 / 25

ক্রায়ােসার্জারিতে -i. টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করা হয় ii. নাইট্রোজেন ব্যবহার করা হয় iii. অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করা হয় নিচের কোনটি সঠিক?

22 / 25

বায়ােমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য -

23 / 25

নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশ পথে কাউকে হাতের আঙুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের ওপর রেখে অফিসে ঢুকতে হয় । কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব-স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর। উদ্দীপকে অফিসের প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?

24 / 25

ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?

25 / 25

আচরণগত বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স হচ্ছে- i. ফেইস রিকগনিশন ii. ভয়েস রিকগনিশন

Your score is

The average score is 0%

0%

এই আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৩ / ICT 1st chapter mcq exam -3 ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 1st Chapter MCQ Link

You cannot copy content of this page

Scroll to Top