HSC ICT 1st chapter MCQ Test -6 আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ICT 1st চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/25
0 votes, 0 avg
1

HSC ICT MCQ Online Exam

ইন্টারমিডিয়েট আইসিটির সকল অধ্যায়ের সমন্বয়ে তৈরি MCQ পরীক্ষায় যতবার খুশি ততবার অংশগ্রহন করতে পারবে। প্রতিবার তোমার জন্য ২৫টি প্রশ্ন দৈবক্রমে আসবে। তাই বহুবার পরীক্ষায় অংশ নিতে পারবে। সব অধ্যায় এর সমন্বয়ে ১০০০+ প্রশ্ন দেওয়া হয়েছে। 

1 / 25

ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযােগকে কী বলা হয়?

2 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন। . বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি-

3 / 25

নিচের কোডটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
link text
উক্ত কোডের "url" দ্বারা বুঝায়-

4 / 25

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:শুভ সাহেব এর ছােট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।,উদ্দীপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে i. বিশেষ সফটওয়্যার প্রয়ােজন ii. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে। iii. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে,নিচের কোনটি সঠিক?

5 / 25

নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।, ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল i. দ্বি-মাত্রিক দৃশ্য। ii. ত্রি-মাত্রিক দৃশ্য iii. কৃত্রিম জীবন্ত দৃশ্য, নিচের কোনটি সঠিক?

6 / 25

ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে?

7 / 25

প্রতিটি HTML ডকুমেন্টকে কী বলে?

8 / 25

আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি?

9 / 25

HTML এর সুবিধাগুলো হলো—
i.HTML-এর সাথে XML-এর (Extended Markup Language) অনেক সাদৃশ্য রয়েছে।
ii. বেশির ভাগ ডেভেলপমেন্ট টুলস HTML সমর্থন করে
iii. বেশির ভাগ সার্চ ইঞ্জিন HTML বান্ধব নয়।
নিচের কোনটি সঠিক?

10 / 25

হলো-

11 / 25

নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : ডা, মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারের রােগী তার কাছে এলে তিনি তাকে –120°C তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন ,ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-- i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না। iii. আশেপাশের কোষের ক্ষতি হয় না। নিচের কোনটি সঠিক?

12 / 25

ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে-i. চিকিৎসাক্ষেত্রে ঝুঁকি কমেii. সৈনিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়iii. মানুষের দৃষ্টি ও শ্রবণ শক্তি বাড়ায়, নিচের কোনটি সঠিক?

13 / 25

নীল কালারের কোড হলো—

14 / 25

হেডিং ট্যাগ কয়টি?

15 / 25

ট্যাগ হলো-

16 / 25

br' এর HTML tag এ থাকে না-
i. ওপেনিং ট্যাগ
ii. ক্লোজিং ট্যাগ ।
iii. টেক্সট ফিল্ড।
নিচের কোনটি সঠিক?

17 / 25

HTML-এর সুবিধা হলো—
i. সর্বব্যাপী ব্যবহার
ii. অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে ।
iii. কোডিং করা সহজ
নিচের কোনটি সঠিক?

18 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেইজ সমূহ বহুস্তরে বিন্যস্ত পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করল।
ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি?

19 / 25

কম্পিউটারে HTML ব্যবহার করে Home Page-এ যুক্ত করা যায়-
i. গ্রাফিক্স
ii, স্থির চিত্র
iii. চলমান চিত্র
নিচের কোনটি সঠিক

20 / 25

মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি?

21 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও, ‘ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করে পড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে। . উদ্দীপকের আলােকে “ক” শিক্ষার্থীর কর্মকাণ্ড- i. কপিরাইট আইন মানা ii. টেলনেট iii. কম্পিউটার এথিকস , নিচের কোনটি সঠিক?

22 / 25

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম-

23 / 25

RGB (255 255 255) দ্বারা কোন রং নির্দেশ করে?

24 / 25

কোনটি ওয়েব ব্রাউজার?

25 / 25

টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে?

Your score is

0%

এই HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6 ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 1st Chapter MCQ Link

You cannot copy content of this page

Scroll to Top