হিসাববিজ্ঞান ১মপত্র ৩য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ১ম অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।
এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।
এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৩য় অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।
Read more:
এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।
মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।
পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।
পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।
মডেল টেস্ট-2
এই হিসাববিজ্ঞান ১মপত্র ৩য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন
বিশেষ দ্রষ্টব্যঃ
তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট ।
এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।
আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-
হিসাববিজ্ঞান ১মপত্র ৩য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন
অধ্যায়-০৩: ব্যাংক সমন্বয় বিবরণী
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
১। যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে তাহলে নিম্নের কোন দফাটি এ উদ্বৃত্ত হতে বাদ দেয়া হয়?
ক. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি
খ. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লিখা হয়নি
গ. ব্যাংক জমার সুদ
ঘ. ব্যাংক কর্তৃক কমিশন চার্জ✓
২। নিচের কোনটির জন্য ব্যাংক ডেবিট মেমো ইস্যু করে না?
ক. ব্যাংক সার্ভিস চার্জ
খ. ট্রাভেল চেক ইস্যু করলে
গ. ফান্ড জালিয়াতির জন্য
ঘ. প্রাপ্য নোট আদায়ের জন্য✓
৩। নিচের কোনটি ক্রেডিট মেমোরেন্ডাম-এর উদাহরণ?
ক. বকেয়া চেকসমূহ
খ. ট্রানজিটে জমাসমূহ
গ. প্রাপ্য নোটের অর্থ আদায়✓
ঘ. প্রদেয় নোট পরিশোধ
৪। ব্যাংক আমানতকারীর পক্ষ হয়ে ২,০০০ টাকা আদায় করল এবং তাকে সুদ মঞ্জুর করল ১,২০০ টাকা।নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গড়মিল দেখা দেবে কত টাকা?
ক. ৮০০
খ. ১,২০০
গ. ২,০০০
ঘ. ৩,২০০✓
৫। ব্যাংক চার্জ ২,০০০ টাকা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়েছে; এমতাবস্থায় ব্যাংক বিবরণীতে কত টাকা বেশি জমা বা খরচ দেখানো হয়েছে?
ক. ২,০০০ টাকা জমা বেশি
খ. ২,০০০ টাকা খরচ বেশি
গ. ৪,০০০ টাকা খরচ বেশি
ঘ. ৪,০০০ টাকা জমা বেশি✓
৬। আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি?
ক. নগদান বই
খ. ব্যাংক সমন্বয় বিবরণী
গ. চেক বই
ঘ. ব্যাংক বিবরণী✓
৭। ডেবিট মেমো ইস্যুর ফলে কী হয়?
ক. ব্যাংক জমাতিরিক্তর পরিমাণ কমে যায়
খ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কমে যাবে✓
গ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বেড়ে যাবে
ঘ. ব্যাংক উদ্বৃত্তের কোনো পরিবর্তন হয় না
৮। মাসের শেষে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা ৩৬,০০০ টাকা, বকেয়া চেক ১২,০০০ টাকা, পথিমধ্যে জমা ৪,০০০ টাকা এবং ব্যাংক ভূলবশত ৫০০ টাকা চার্জ করলে ব্যাংক বিবরণী অনুসারে সঠিক জমার পরিমাণ কত?
ক. ২৭,৫০০ টাকা
খ. ২৮,৫০০ টাকা✓
গ. ২০,৫০০ টাকা
ঘ. ৪৩,৫০০ টাকা
৯। প্রাপ্য নোটের টাকা আদায় ১০,০০০ টাকা ব্যাংক ভূলবশত পাস বইয়ে ডেবিট করেছে। পাস বইয়ে কত টাকা ডেবিট বা ক্রেডিট করতে হবে?
ক. ১০,০০০ টাকা ডেবিট
গ. ১০,০০০ টাকা ক্রেডিট
গ. ২০,০০০ টাকা ডেবিট
ঘ. ২০,০০০ টাকা ক্রেডিট✓
১০। উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কী করা হয়?
ক. নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করা হয়✓
খ. নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে বিয়োগ করা হয়
গ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হতে বিয়োগ করা হয়
ঘ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ করা হয়
১১। চেক প্রস্তুতকারীকে কী বলা হয়?
ক. আদেষ্টা ✓
খ. আদিষ্ট
গ. প্রাপক
ঘ. স্বীকৃতিকারী
১২। নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
ক. শেয়ার
খ. ঋণপত্র
গ. স্টক
ঘ. চেক✓
১৩। ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স ৩,০০০ টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ১,০০০ জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক ২,০০০ টাকা হলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত?
ক. ২,৫০০ টাকা✓
খ. ৩,০০০ টাকা
গ. ৩,৫০০ টাকা
ঘ. ৪,০০০ টাকা
১৪। পাশ বই কে সংরক্ষণ করেন?
ক. ক্রেতা
খ. বিক্রেতা
গ. আমানতকারী
ঘ. ব্যাংকার✓
১৫। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখাত হলে-
i. নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট জের বেশি হবে
ii. ব্যাংক বিবরণীতে উক্ত হিসাবের ক্রেডিট জের কম হবে
iii. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✓ (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। আমানতকারীর নির্দেশ মতো ব্যাংক সরাসরি আদায় হবে-
i. বিনিয়োগ সুদ
ii. বিমা কোম্পানি প্রদত্ত ক্ষতিপূরণ
iii. দেনাদারের নিকট হতে প্রাপ্য অর্থ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii✓
১৭। আমানতকারীর নির্দেশে ব্যাংকে সরাসরি পরিশোধ করতে পারে-
i. ঋণের সুদ
ii. প্রদেয় বিল ও বিমা সেলামির অর্থ
iii. শেয়ার তলবের অর্থ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii✓
১৮। চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণ-
i. নমুনা স্বাক্ষরের সাথে চেকের স্বাক্ষর না মিললে
ii. নির্দিষ্ট স্থানে অর্থের পরিমাণ কথায় ও অংকে না মিললে
iii. দাগ কাটা চেক সরাসরি ব্যাংকে উপস্থাপিত হলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii✓
১৯। নগদান বই ও পাশ বইয়ের গরমিলের কারণ-
i. চেক ব্যাংকে জমা কিন্তু আদায় না হওয়া
ii. বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যান
iii. সরাসরি ব্যাংক কর্তৃক আদায় ও পরিশোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii✓
►নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রাজিনের ব্যবসায়ের নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১০,০০০ টাকা। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ২,০০০ টাকার চেকটি এখনো আদায় হয়নি এবং ৫,০০০ টাকার ইস্যুকৃত অন্য একটি চেক এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
২০। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা?
ক. ৭,০০০ টাকা
খ. ৮,০০০ টাকা
গ. ১৩,০০০ টাকা ✓
ঘ. ১৫,০০০ টাকা
২১। নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তর পরিমাণ ৩,০০০ টাকা হলে পাস বইয়ের উদ্বৃত্ত এ কী প্রভাব পড়বে?
ক. ব্যাংক জমা উদ্বৃত্ত ১৩,০০০ টাকা হ্রাস পাবে✓
খ. ব্যাংক জমারিক্ত ৫,০০০ টাকা বৃদ্ধি পাবে
গ. ব্যাংক জমার উদ্বৃত্ত ৮,০০০ টাকা হ্রাস পাবে
ঘ. ব্যাংক জমারিক্ত ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে
►নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
সুমী ট্রেডার্স-এর নগদান বই ও এসবিএসি ব্যাংকের রক্ষিত তার ব্যাংক হিসাবের বিবরণী থেকে নিম্নলিখিত রক্ষিত তার ব্যাংক হিসাবের বিবরণী থেকে নিম্নলিখিত তথ্যাদি পাওয়া যায়-
দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৫,০০০ টাকা, ৬,০০০ টাকা ও ৭,০০০ টাকার তিনটি চেক ব্যাংকে জমা দেওয়া হলেও হিসাবকাল শেষে প্রথম ও তৃতীয় চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি।পাওনাদারদের পরিশোধের জন্য ১,০০০ টাকা, ২,০০০ টাকা ও ৩,০০০ টাকার তিনটি চেক ইস্যু করা হলেও ব্যাংকে প্রথম দুটি চেক উপস্থাপিত হয়নি।
২২। মোট বকেয়া চেকের পরিমাণ কত টাকা?
ক. ১২,০০০
খ. ৩,০০০✓
গ. ১৩,০০০
ঘ. ৬,০০০
২৩। মোট পরিবহনাধীন জমার পরিমাণ কত টাকা?
ক. ৩,০০০
খ. ৬,০০০
গ. ৯,০০০
ঘ. ১২,০০০✓
►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
মি. আলী তার ব্যবসায়ের লেনদেন নগদ ও ব্যাংকের মাধ্যমে সম্পাদন করেন। হিসাব বছর শেষে তিনি দেখেন নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত আর পাশ বইয়ের উদ্বৃত্ত এক নয়। এজন্য তার ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয়।
২৪। মি. আলীকে কত সময়ের জন্য ব্যাংক বিবরণী তৈরি করতে হবে?
ক. এক মাসের জন্য
খ. তিন মাসের জন্য
গ. চার মাসের জন্য
ঘ. নির্দিষ্ট দিনে✓
২৫। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে মি. আলী যে সুবিধা পেতে পারেন তা হল-
i. ব্যবস্থাপকের সন্তুষ্টি অর্জন
ii. ভূল ভ্রান্তি বের করা
iii. ভূল বোঝাবুঝির অবসান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii
একাদশ-দ্বাদশ শ্রেণি
হিসাববিজ্ঞান
প্রথম পত্র
অধ্যায়-০৩: ব্যাংক সমন্বয় বিবরণী
সৃজনশীল প্রশ্ন-উত্তর
হিসাববিজ্ঞান ১মপত্র ৩য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০১
২০১৭ সালের ৩১ মার্চ তারিখে সমিহ রহমানের তথ্যাবলি পড় এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। [ঢাকা বোর্ড. যশোর বোর্ড সিলেট বোর্ড দি.বো. ২০১৮]
১) পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৪৪,৪০০ টাকা।
২) ৩,০০০ টাকার ১টি প্রাপ্যবিল ২,৪০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি।
৩) সমিহ রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ৩,০০০ টাকা উত্তোলন করেছেন কিন্তু তা নগদানভুক্ত হয়নি।
৪) চেক কাটা হয়েছে, কিন্তু ভাঙানো হয়নি ১১,৪০০ টাকা।
৫) ব্যাংক কর্তৃক ৬,৬০০ টাকার একখানা বিলের বিপরীতে ৬,০০০ টাকা আদায় করেছে। কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে।
৬) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,০০০ টাকা এবং ব্যাংক কর্তৃক কর্তনকৃত ব্যাংক চার্জ ১,০০০ টাকা।
৭) ব্যাংক একজন পাওনাদারকে ৬,০০০ টাকা পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি।
৮) ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি।
ক) বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে?
খ) ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
গ) নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্ধৃত্ত ৩৫,০০০ টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
উত্তর: ক) বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট ব্যয়ের পরিমাণ ১,২০০ টাকা; খ) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৩৯,০০০ টাকা; গ) পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৪০,৪০০ টাকা।
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০২
জনাব তাসনিমের হিসাব বই হতে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে: [রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড ব.বো. ২০১৮]
১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৫০,০০০ টাকা।
২) ১৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।
৩) ২০,০০০ টাকার একপি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যংক কর্তৃক এখনও আদায় হয়নি।
৪) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
৫) ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের ১০,০০০ টাকা পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি।
৬) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি।
৭) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
ক) ব্যংক বিবরণীতে লেখা হয়নি এরুপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত?
খ) ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরুপ লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও।
গ) উপরিউক্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।
উত্তর: ক) ব্যাংক বিবরনীতে লেখা হয়নি এরুপ লেনদেনগুলোর মোট পরিমাণ ৩৫,০০০ টাকা; খ) জাবেদার যোগফল ১৮,০০০ টাকা; গ) ব্যাংক বিবরনী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৪২,০০০ টাকা।
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০৩
আলম ব্রাদার্স এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ; [ঢাকা বোর্ড. ২০১৭]
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত (৩১-১২-১৫) ২০,০০০ টাকা।
(২) জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৩,০০০ টাকা।
(৩) ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি ২,০০০ টাকা।
(৪) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৫০ টাকা।
(৫) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৪০ টাকা।
(৬) ব্যাংকে জমাকৃত চেক আদায়কৃত হয়ে ফেরত এসেছে ২,০০০ টাকা।
(৭) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি।
(৮) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি ৩,০০০ টাকা।
(৯) ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি ৫০০ টাকা।
করণীয়ঃ- (ক) ব্যাংক যত টাকার ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় কর।
(খ) ১, ২, ৩, ৪ ও ৫ নং লেনদেন দ্বারা একটি ব্যাংক জমার সমন্বয় বিবরণী তৈরি করো।
(গ) ৪, ৫, ৬ ও ৭ নং লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত করো। (ব্যাখ্যার প্রয়োজন নাই)
উত্তর: (ক) ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ পরিমাণ ৫৪০ টাকা; (খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা ১৯,০১০ টাকা; (গ) জাবেদার যোগফল যোগফল ৭,০৯০ টাকা।
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০৪
২০১৬ সালের ৩০ জুন তারিখে পিয়াস স্টোরের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৮৫,০০০ টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী উক্ত উদ্বৃত্ত সঠিক ছিল না। হিসাব যাচাই করে নিম্নোক্ত পার্থক্যগুলি পাওয়া যায়; [রাজশাহী বোর্ড ২০১৭]
(১) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৩৫,০০০ টাকার চেক আদায়ের ব্যাংকে জমা কিন্তু ব্যাংক কর্তৃক ৩০ জুন পর্যন্ত আদায় হয়নি।
(২) বিনিয়োগের সুদ ৫,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায়, কিন্তু এখনো নগদান বইতে লেখা হয়নি।
(৩) ব্যাংক কর্তৃক ১৫,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ কিন্তু ৩০ জুন পর্যন্ত নগদান বইতে লেখা হয়নি।
(৪) পাওনাদারকে পরিশোধের জন্য ২০,০০০ টাকার চেক ইস্যু করা হয় কিন্তু ব্যাংক কর্তৃক এখনো পরিশোধ হয়নি।
(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২,০০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
করণীয়ঃ- (ক) ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন এন্ট্রিগুলি চিহ্নিত কর।
(খ) ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
(গ) ২, ৩ ও ৫ নং লেনদেন গুলোর জাবেদা দাও।
উত্তর: (ক) ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন এন্ট্রিগুলোর পরিমাণ ৫৫,০০০ টাকা; (খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা ৬১,০০০ টাকা; (গ) জাবেদার যোগফল ২৩,০০০ টাকা।
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০৫
নিম্নলিখিত তথ্যাদি মি. রাজিবের হিসাব বই থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে নেয়া হয়েছে; [কুমিল্লা বোর্ড ২০১৭]
(১) ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত উত্তোলন ১২,০০০ টাকা।
(২) ২,৫০০ টাকার একটি চেক জমা দেয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি।
(৩) চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর ২০১৬ এর পরে ব্যাংকে উপস্থাপন করা হয়েছে ২,৫০০ টাকা।
(৪) ব্যাংক জমাতিরিক্তের সুদ ২০০ টাকা ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে কিন্তু নগদান বইয়ে লেখা হয়নি।
(৫) আদায়ের জন্য ৫,০০০ টাকার একখানা বিল ব্যাংকে প্রেরণ করা হয়েছে যা পরবর্তীতে প্রত্যাখ্যান হয়।
(৬) ব্যাংক ২০০ টাকা সুদসহ ৪,০০০ টাকার একটি প্রদেয় বিল পরিশোধ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৭) ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলে অর্থ আদায় ৭,০০০ টাকা।
করণীয়ঃ-(ক)ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় কর।
(খ) ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
(গ) ৪, ৫, ৬ এবং ৭নং লেনদেনগুলোর জন্য মি. রাজিবের বইতে জাবেদা দাখিলা দাও।
উত্তর: (ক) ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ ৪,৪০০ টাকা; (খ) নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ৯,৬০০ টাকা; (গ) জাবেদার যোগফল ১৬,৪০০ টাকা।
হিসাববিজ্ঞান ১মপত্র ৩য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন