হিসাববিজ্ঞান ২য়পত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ২য়পত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ২য়পত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ২য়পত্রের সিলেবাসভূক্ত ২য় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ২য় অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

খতিয়ান বহির দুই দিকের পার্থক্য নির্ণয় করাকে কী বলে?

2 / 30

জনাব সাব্বির চুড়ান্ত হিসাব প্রস্তুতে বিবিধ পাওনাদাররের উপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণ করেন। তার হিসাব বহিতে ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখের স্বত্বাধিকার ও দায়ের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরুপ:
মূলধন ৮০,০০০ টাকা, সঞ্চিতি ২০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১০,০০০ টাকা, বিবিধ পাওনাদার ৩০,০০০ টাকা

পাওনাদারদের ওপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণের কারণে তার ব্যবসায়ের চুড়ান্ত হিসাবে-
i. নিট লাভের বৃদ্ধি ঘটবে
ii. সম্পত্তি বৃদ্ধি পাবে
iii. দায় কম প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?

3 / 30

তাইজুলের নিকট হতে ১০% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। বাট্টার পরিমাণ কত?

4 / 30

বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?

5 / 30

জনাব হাফিজ ৬০,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণের ফলে লেনদেনটিতে লিপিবদ্ধ হবে-
i. ক্রয় হিসাব ডেবিট
ii. ক্রয় হিসাব ক্রেডিট
iii. বিজ্ঞাপন হিসাব ডেবিট

নিচের কোনটি সঠিক?

6 / 30

খতিয়ানের চলমান জের ছকের প্রধান সুবিধা কী?

7 / 30

নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?

8 / 30

মালিকানা স্বত্ব বৃদ্ধির কারণ কী?

9 / 30

দেনালিপি কার নিকট প্রেরণ করা হয়?

10 / 30

বাংলাদেশ কত সালে ভ্যাট চালু হয়?

11 / 30

আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে কোনটি করা হয়?

12 / 30

 ১০% বাট্টায় ৫০০ টাকা বাট্টা বাদে অবশিষ্ট টাকা পরিশোধ করা হলো। পরিশোধিত টাকার পরিমান কত?

13 / 30

 দু-তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে-
i. লেনদেনের পুর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব
ii. লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটে
iii. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব
নিচের কোনটি সঠিক?

14 / 30

ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলে দু’ঘরা নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
i. ডেবিট পাশে নগদের ঘরে
ii. ক্রেডিট পাশে নগদের ঘরে
iii. ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে

নিচের কোনটি সঠিক?

15 / 30

মেসার্স হিমু ট্রেডার্স ২০১৫ সালের ১ জানুয়ারী তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ১০% কারবারি বাট্টায় ক্রয় করেন। দশ দিন পর উক্ত মালের মূল্যর অর্ধেক ১০% নগদ বাট্টায় পরিশোধ করেন।

অবশিষ্ট অর্থেক যদি বাট্টায় পরিশোধ করা না যায় তাহলে-
i. প্রত্যক্ষ পরিচালনা আয় কমবে
ii. পরোক্ষ পরিচালনা আয় কমবে
iii. সম্পত্তির পরিমান কমবে
নিচের কোনটি সঠিক?

16 / 30

ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় কোন দলিলটির প্রয়োজন হয়?

17 / 30

ক্যামেমোর মূলকপি কাকে দেয়া হয়?

18 / 30

ক্রেডিট নোট কখন প্রস্তুত করা হয়?

19 / 30

কন্ট্রা সম্পদ হলো-
i. অবচয় সঞ্চিতি
ii. অনাদায়ী পাওনা সঞ্চিতি
iii. বন্ডের অবহার
নিচের কোনটি সঠিক?

20 / 30

কিসের ভিত্তিতে ক্রয় ও বিক্রয়ের জাবেদা প্রস্তুত করা হয়?

21 / 30

 মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা না হলে কোন হিসাবখাত ডেবিট হবে?

22 / 30

প্রধান ক্যাশিয়ার হতে খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান কোন ধরনের লেনদেন?

23 / 30

বর্তমানে প্রতিষ্ঠানের সর্বাধিক চাহিদা পূরণের জন্য প্রচলন হয়েছে-
i. নগদ প্রাপ্তি জাবেদা
ii. নগদ প্রদান জাবেদা
iii. নগদ আয়-ব্যয় জাবেদা
নিচের কোনটি সঠিক?

24 / 30

২/১০, নিট ৩০ দ্বারা বোঝায়-
i. ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ২% বাট্টা পাওয়া যাবে
ii. ২ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ১০% বাট্টা পাওয়া যাবে
iii. ৩০ দিনের মধ্যে অবশ্যই মূল্য পরিশোধ
নিচের কোনটি সঠিক?

25 / 30

জাবেদাকে কী বলা হয়?

26 / 30

ব্যাক্তিবাচক হিসাব হতে পাওয়া যায়-
i. মোট দেনাদারের পরিমাণ
ii. মোট নগদের পরিমাণ
iii. মোট পাওনাদারের পরিমাণ
নিচের কোনটি সঠিক?

27 / 30

পাওনাদারকে ১,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৮৫০ টাকা প্রদান করা হলো। বাকি ১৫০ টাকার জন্য কোন হিসাবটি প্রভাবিত হবে?

28 / 30

লেনদেনের বৈশিষ্ট্য হলো-
i. স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
ii. সর্বদা দৃশ্যমান
iii. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
নিচের কোনটি সঠিক?

29 / 30

প্রাপ্য হিসাব সৃষ্টি হয়-
i. ধারে পণ্য বিক্রয় হতে
ii. বাকিতে সেবা প্রদানের মাধ্যমে
iii. প্রাপ্য সুদ হতে
নিচের কোনটি সঠিক?

30 / 30

সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শুণ্য হবে?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ২য়পত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ২য়পত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-২: অংশীদারি ব্যবসায়ের হিসাব

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। বিলোপসাধনের পর অংশীদারি ব্যবসায়ের সম্পত্তি ও দায় নিষ্পত্তি হয় কীভাবে?

ক. রাষ্ট্রীয় আইনে

খ. চুক্তির শর্তে✓

গ. সমন্বয়ের মাধ্যমে

ঘ. নিবন্ধকের মাধ্যমে

২। অংশীদারি কারবারে ঋণের ওপর সুদের হার দেয়া না থাকলে শতকরা কত হারে সুদ নির্ণয় করতে হয়?

ক. ০% 

খ. ৬%✓

গ. ৭% 

ঘ. ৮%

৩। প্রত্যেক অংশীদারের বিনিয়োজিত মূলধন হিসাব সংরক্ষনের জন্য কী প্রস্তত করা হয়?

ক. অংশীদারদের মূলধন হিসাব

খ. মূলধন চলতি হিসাব

গ. অংশীদারদের নামে পৃথক মূলধন হিসাব✓

ঘ. লাভ-লোকসান আবণ্টন হিসাব

৪। প্রতি মাসের শেষে ৩০০ টাকা করে সারা বছর উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?

ক. ৩০ টাকা   

খ. ১৬৫ টাকা✓

গ. ১৮০ টাকা    

ঘ. ৩৬০ টাকা

৫। অংশীদারদের মূলধন হিসাবের সর্বশেষ জেরগুলোর সাথে সমন্বয় করার জন্য কী প্রস্তুত করা হয়?

ক. লাভ-লোকসান সমন্বিত হিসাব

খ. অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব✓

গ. লাভ-লোকসান বণ্টন হিসাব

ঘ. অংশীদারদের মূলধন নির্ণয় হিসাব

৬। উত্তোলনের তারিখ না থাকলে সাধারণত সুদ ধরা হয় কত দিনের?

ক. এক বছরের    

খ. ছয় মাসের ✓

গ. সুদ ধরা হয় না    

ঘ. তিন মাসের

৭। ও এবং এর বণ্টনযোগ্য মুনাফা ৬০,০০০ টাকা এবং বণ্টনের অনুপাত ৩:২:১ হলে কত টাকা পাবে?

ক. ১০,০০০✓

খ. ৩৫,০০০

গ. ৩০,০০০       

ঘ. ২০,০০০

৮। অংশীদার কর্তৃক কারবার হতে পণ্য উত্তোলনের ওপর সুদ হবে?

ক. ৬% হারে ধার্য করা হয়

খ. ৮% হারে ধার্য করা হয়

গ. ১০% হারে ধার্য করা হয়

ঘ. ০% হারে ধার্য করা হয় ✓

৯। বাশার ও জামালের মুনাফা বণ্টনের হার ৭৫% ও ২৫% হলে তাদের মুনাফার অনুপাত হবে কত?

ক. ১:৩     

খ. ২:৩     

গ. ৪:৩    

ঘ. ৩:১✓

১০। অংশীদারি কারবারের দায় কেমন?

ক. আংশিক    

খ. অসীম✓

গ. নির্দিষ্ট    

ঘ. সসীম

১১। রাজু আহমেদ একজন অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তিনি প্রতি মাসের প্রথমে ব্যবসায় হতে ৪৫০ টাকা নগদ উত্তোলন করেন। উত্তোলনের ওপর বার্ষিক সুদের হার ৮%  হলে তিনি বছরে উত্তোলনের ওপর সুদ প্রদান করেন কত?

ক. ১৯৮ টাকা     

খ. ২১৬ টাকা

গ. ২৩৪ টাকা✓   

ঘ. ৪৩২ টাকা

১২। অংশীদারগণ প্রতি মাসের শেষে একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করলে উত্তলনের ওপর কত সময়ের সুদ ধরতে হবে?

ক. ৬.৫ মাসের সুদ ধার্য করতে হবে

খ. ৫.৫ মাসের সুদ ধার্য করতে হবে✓

গ. ৪.৫ মাসের সুদ ধার্য করতে হবে

ঘ. ২.৫ মাসের সুদ ধার্য করতে হবে

১৩। অংশীদারি ব্যবসায়ের স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব রাখলে চলতি হিসাবের কোন উদ্বৃত্ত হতে পারে?

ক. ডেবিট উদ্বৃত্ত   

খ. ক্রেডিট উদ্বৃত্ত

গ. ডেবিট/ক্রেডিট যে কোন উদ্বৃত্ত✓

ঘ. কোন উদ্বৃত্ত থাকে না

১৪। কারবার হতে অংশীদাগণ অসমহারে উত্তোলন করলে ক্ষতিগ্রস্থ হন কারা?

ক. বেশি উত্তোলনকারী   

খ. কম উত্তোলনকারী✓

গ. বেশি মুনাফাভোগী     

ঘ. কম মুনাফাভোগী

১৫। অ, ই ও ঈ তিনজন অংশীদার। তাদের নিট মুনাফা ৩০,০০০ টাকা। মুনাফা বণ্টন অনুপাত হলে কত টাকা পাবে?

ক. ২৫,০০০ টাকা    

খ. ২০,০০০ টাকা

গ. ১০,০০০ টাকা    

ঘ. ৫,০০০ টাকা✓

১৬। যে পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব কারবারের কোনো স্বার্থসংশ্লিষ্ট বিষয় দ্বারা প্রভাবিত হয় না তাকে কী বলে?

ক. পরিবর্তনশীল মূলধন   

খ. চলতি হিসাব

গ. স্থায়ী মূলধন✓    

ঘ. চলতি মূলধন হিসাব

১৭। রনি,বনি ও টনি কারবারে অমিত মুনাফা ৫:৩:২ অনুপাতে কর্তন করে নেয়। রনি বনিকে এই মর্মে নিশ্চিয়তা দেয় যে, সে মুনাফা বাবদ কারবার থেকে ৩০,০০০ টাকা কম পাবে না। বছরে কারবারের মুনাফা ১,২০,০০০ টাকা হলে বনির মুনাফা কত?

ক. ৩,০০,০০০ টাকা    

খ. ৩৬,০০০ টাকা✓

গ. ৪০,০০০ টাকা      

ঘ. ৫০,০০০ টাকা

১৮। পাভেল ২ মাস অন্তর কারবার থেকে ১,০০০ টাকা করে উত্তোলন করেন বার্ষিক ১০% তার উত্তোলনের সুদ হবে কত?

ক. ১৫০ টাকা     

খ. ২০০ টাকা

গ. ২৫০ টাকা✓     

ঘ. ৩০০ টাকা

১৯। নতুন অংশীদার আগমনের ফলে ত্যাগের অনুপাত-এর সূত্র কি?

ক. পুরাতন অনুপাত-নতুন অনুপাত

খ. দ্বিগুন অনুপাত-পুরাতন অনুপাত

গ. নুতন অনুপাত-পুরাতন অনুপাত✓

ঘ. সমানুপাত

২০। ক ও খ নাফি এন্টারপ্রাইজের অংশীদার। তাদের বণ্টন অনুপাত ৫:৩। তারা ১/৬ অনুপাতে লাভ লোকসান দেওয়ার শর্তে গ-কে নতুন অংশীদার গ্রহণ করেন। নতুন লাভ-লোকসান অনুপাত কত?

ক. ২৫:১৫:৮✓    

খ. ২৫:১৫:৬

গ. ৫:৩:৬     

ঘ. ২৫:৮:১৫

২১। নাফি, নিধি ও লিজা অংশীদারের মুনাফা বণ্টনের অনুপাত ৩:২:১। তাদের ব্যবসায়ের মুনাফা ১৮,০০০ টাকা হলে, এবং নিধিকে ন্যূনতম ৪,০০০ টাকা মুনাফা দেওয়ার প্রতিশ্রæতি দেয়া থাকলে লিজার অংশ কত হবে?

ক. ৫,৪০০ টাকা    

খ. ৩,০০০ টাকা✓

গ. ৬,০০০ টাকা     

ঘ. ৯,০০০ টাকা

২২। যে অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহন করে না তাকে কী বলা হয়?

ক. সীমিত    

খ. ঐচ্ছিক

গ. স্বক্রীয়     

ঘ. নিষ্ক্রিয়✓

২৩। অংশীদারদের কমিশন-

i. চুক্তি অনুযায়ী প্রদান করা হয়

ii. মূলধনের ওপর প্রদান করা হয়

iii. নির্দিষ্ট হারে মুনাফার ওপর প্রদান করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii ✓

গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২৪। অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব-

i. বণ্টনযোগ্য মুনাফা নির্ণয় করা হয়

ii. প্রত্যেক অংশীদারের পাওনা নির্ণয় করা হয়

iii. প্রতি হিসাব বছর শেষে মূলধন বের করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

২৫। অংশীদারদের চলতি হিসাব লিপিবদ্ধ করা হয়-

i. উত্তোলনের সুদ

ii. ঋণের সুদ

iii. কমিশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii✓

২৬। অংশীদারি কারবারের বকেয়া খরচ বাবদ দায় হিসাবভূক্ত বাদ পড়লে-

i. কারবারের মুনাফা বৃদ্ধি পাবে

ii. অংশীদারদের মূলধন বৃদ্ধি পাবে

iii. কারবারের সুদ বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

২৭। স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদাদের কমিশন দেখাতে হবে-

i. লাভ-লোকসান আবণ্টন হিসাবে ডেবিট

ii. অংশীদাদের মূলধন হিসাবে ক্রেডিট

iii. অংশীদারদের চলতি হিসাব ক্রেডিট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii✓

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।

অও ই দুই জন অংশীদার। তারা লাভ লোকসান ৩:২ অনুপাতে ভাগ করে নেয়। ২০১৫ সালের বণ্টনযোগ্য মুনাফা ৯৫,০০০ টাকা অ নিশ্চয়তা দিয়েছে যে ই তার বার্ষিক বেতন ১০,০০০ টাকা সহ কমপক্ষে ৫০,০০০ টাকা পাবে।

২৮। অ নিশ্চয়তা মোতাবেক কত টাকা ই কে দিবে?

ক. ৫,০০০ টাকা    

খ. ৪,০০০ টাকা

গ. ৩,০০০ টাকা    

ঘ. ২,০০০ টাকা✓

২৯। মুনাফা সমনভাবে (১ঃ১) বণ্টিত হলে ই বেতনসহ কত টাকা পেতো?

ক. ৫৫,৫০০ টাকা    

খ. ৫৬,৫০০ টাকা

গ. ৫৭,৫০০ টাকা✓   

ঘ. ৫৮,৫০০ টাকা

►নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।

২০১৫ সালের একটি অংশীদারি কারবারের অংশীদার ‘ক’ প্রতি মাসের শেষে সারা বছর ধরে ১,০০০ টাকা এবং খ ১-১০-১৫ তারিখে ১৫,০০০ টাকা ইসদ উত্তোলন করে। উভয়ের উত্তোলনের ওপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে।

৩০। অংশীদারদের উত্তোলনের ওপর সুদের পরিমাণ কত?

ক. ১,২০০ টাকা ও ১,৫০০ টাকা

খ. ১,০০০ টাকা ও ১,২০০ টাকা

গ. ৫৫০ টাকা ও ৩৭৫ টাকা✓

ঘ. ২২৫ টাকা ও ২৫০ টাকা

৩১। উত্তোলনের ওপর সুদের হার ১০% স্থলে ৫% ধার্য করলে হিসাবের ওপর কী প্রভাব পড়বে?

i. বণ্টনযোগ্য লাভের পরিমাণ হ্রাস পাবে

ii. অংশীদারি মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে

iii. অংশীদারি মূলধনের পরিমাণ হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

অধ্যায়-২: অংশীদারি ব্যবসায়ের হিসাব

সৃজনশীল প্রশ্ন-উত্তর

১। X ও Y এবং Z একটি ফার্মের আংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ২: ২: ১ অনুপাতে বন্টন করে নেয়। ১ জানুয়ারি ২০১৭ তারিখে তদের মূলধন ছিল X এর ৬০,০০০ টাকা, Y এর ৪৫,০০০ টাকা এবং Z এর ৩০,০০০ টাকা। বছরব্যাপী সেবা প্রদানের জন্য X ৩,০০০ টাকা বেতন পাবে। মূলধনের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে কিন্তু উত্তোলনের উপর সুদ ধার্য হবে না। বছরে ঢ, Y ও  Z এর উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৯,০০০ টাকা, ৬,০০০ টাকা এবং ৩,০০০ টাকা। মূলধনের উপর সুদ  এবং X এর বেতন ধার্য করার পূর্বে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে ব্যবসায়ের নিট মুনাফা দাঁড়ায় ৬৯,৬০০ টাকা। ১ জুলাই ২০১৭ তারিখে  X ব্যবসায়ে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে।                              [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় কর। 

খ. লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করা। 

গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর। 

উত্তর: ক. মূলধনের সুদ: X ৩,৭৫০ টাকা, Y ২,২৫০ টাকা ও Z ১,৫০০ টাকা; খ. মুনাফার অংশ: X ২৩,৬৪০ টাকা, Y ২৩,৬৪০ টাকা, Z ১১,৮২০ টাকা; গ. মূলধন হিসাবের উদ্বৃত্ত: X ১,১১,৩৯০ টাকা, Y ৬৪,৮৯০ টাকা, Z ৪০,৩২০ টাকা। 

২। জাওয়াদ, নাসিফ ও নবীন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০১৭ সালের ১লা জানুয়ারি তারিখে তাঁদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা, ৬০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে তাঁদের চলতি হিসাবের ব্যালেন্স (উদ্বৃত্ত) ছিল জাওয়াদ ৫,০০০ টাকা (ক্রেডিট), নাসিফ ২,৫০০ টাকা (ডেবিট), নবীন ৩,৭০০ টাকা (ক্রেডিট)। সম্ভাব্য লাভের আশায় জাওয়াদ ও নাসিফ ব্যবসায় থেকে প্রতি মাসের শুরুতে ৮০০ টাকা ও ৫০০ টাকা এবং নবীন প্রতি মাসের শেষে ৭০০ টাকা করে নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও জাওয়াদ ব্যক্তিগত ব্যবহারের জন্য ৫,০০০ টাকার পণ্য ব্যবসায় হতে উত্তোলন করে যা হিসাব বইতে লেখা হয়নি। নাসিফ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে ১,২০০ টাকা করে বেতন পায়। মূলধন ও নগদ উত্তোলনের উপর বার্ষিক ৬% সুদ ধার্য করা হয়। তাঁরা যথাক্রমে ৩:২:১ অনুপাতে মুনাফা ও ক্ষতি বন্টন করে নেয়। 

উপরিউক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর মুনাফার পরিমাণ দাঁড়ায় ৫৪,৮০০ টাকা।   [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। 

খ. লাভ-লোকসান আবন্টন হিসাব তৈরি কর। 

গ. নাসিফ ও নবীব এর চলতি হিসাব তৈরি কর। 

উত্তর: ক. মূলধনের সুদ: জাওয়াদ ৩১২ টাকা, নাসিফ ১৯৫ টাকা এবং নবীন ২৩১ টাকা; খ. মুনাফার অংশ: জাওয়াদ ১৭,৩৬৯ টাকা, নাসিফ ১১,৫৭৯ টাকা এবং নবীন ৫,৭৯০ টাকা; গ. মূলধন হিসাবের উদ্বৃত্ত: নাসিফ ২০,৮৮৪ টাকা ও নবীন ৩,৮৫৯ টাকা। 

৩। রহিমা, ফাহিমা ও জামিলা একটি অংশীদারি ব্যবসায়ের তিন অংশীদার। তারা ব্যবসায়ের মুনাফা যথাক্রমে ৩ : ২ : ১ অনুপাতে বন্টন করে নেয়। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন ছিল যথাক্রমে ৫৭,০০০; ৪৫,০০০ ও ৩৭,০০০ টাকা। পরে দেখা গেল অংশীদারি চুক্তিপত্রে মূলধনের উপর বার্ষিক ৫% হারে সুদ দেয়ার ব্যবস্থা থাকলেও উহা হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়েছে। রহিমার ৭,২০০ টাকা বেতন বাদ দেয়ার পর ২০১৬ সালের ব্যবসায়ে মুনাফা হয় ৫৪,০০০ টাকা। ঐ বছরের অংশীদারদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে ১৬,২০০ টাকা, ৭,২০০ টাকা ও ৪,৮০০ টাকা। অংশীদারগণ মুনাফা বন্টনের অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন ১,৪৪,০০০ টাকায় রাখতে সম্মত হয়।   [ঢা.বো. ২০১৭]

করণীয়ঃ- ক. রহিমা, ফাহিমা ও জামিলার প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত নির্ণয় কর।

খ. মূলধনের সুদের প্রভাব দেখিয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে লাভলোকাসান সমন্বয় হিসাব তৈরি কর।

গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে রহিমা ও ফাহিমার সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত কর।

উত্তর: ক. প্রারম্ভিকের মূলধনের পরিমাণ: রহিমা ৩৯,০০০ টাকা, ফাহিমা ৩৪,২০০ টাকা এবং জামিলা ৩২,৮০০ টাকা; খ. সমন্বিত ক্ষতির অংশ: রহিমা ২,৬৫০ টাকা, ফাহিমা ১,৭৬৭ টাকা, জামিলা ৮৮৩ টাকা; গ. ঘাটতি বাবদ নগদ আনয়ন: রহিমা ১৫,৭০০ টাকা এবং ফাহিমা ৩,০৫৭ টাকা

হিসাববিজ্ঞান ২য়পত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page

Scroll to Top