ব্যবসায়ের আইনগত পরিবেশ সাজেশন ২০২৪ । ব্যবস্থাপনা বিভাগ । অনার্স ২য়বর্ষ : অনার্স ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা তোমাদের জন্য সর্বশেষ সাজেশন এর আর্টিকেল নিয়ে আসলাম। এটি থেকে ১০০% কমন আসবে।
Read more:
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষ; (ব্যবস্থাপনা বিভাগ)
বিষয় : ব্যবসায়ের আইনগত পরিবেশ ; পূর্ণমান : ৮০ বিষয় কোড: 222605
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ।
ক-বিভাগ
নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।
(ক) পাল্টা প্রস্তাব কী?
(খ) প্রতিদান কী?
(গ) অবৈধ চুক্তি বলতে কী বুঝায়?
(ঘ) পারস্পরিক প্রতিশ্রুতি কি?
(ঙ) চুক্তি ভঙ্গ কী?
(চ) গচ্ছিত প্রদান কী?
(ছ) উপ-প্রতিনিধি কে?
(জ) ক্রেতা সাবধান নীতি কী?
(ঝ) দাগকাটা চেক কী?
(ঞ) লক-আউট কী?
(ট) সালিশ আইনে ‘ব্যক্তি’ বলতে কী বুঝায়?
(ঠ) বর্জ্য কী?
খ-বিভাগ,
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।
প্রতিদান সংক্রান্ত চুক্তি আইনের বিধানগুলো সংক্ষেপে লেখ।
সংক্ষেপে জামিনের প্রকারভেদ বর্ণনা কর।
মুখ্য শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য দেখাও।
অংশীদারি চুক্তি লিখিত হওয়ার সুবিধাগুলো লেখ।
শ্রমিক ছাঁটাই সংক্রান্ত বিধানসমূহ উল্লেখ কর।
অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ কী?
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে দূষণ এর সংজ্ঞা দাও।
গ-বিভাগ
চুক্তির অপরিহার্য উপাদানসমূহ লেখ ।
“বিনা প্রতিদানে চুক্তি হয় না”-ব্যাখ্যা কর।
চুক্তির পরিসমাপ্তির উপায়গুলো বর্ণনা কর।
জামিনের চুক্তি বলতে কী বুঝায়?
জামিনদারের দায়মুক্তি আলোচনা কর ।
“কোনো বিক্রেতা তার নিজ অপেক্ষা উন্নততর স্বত্ব এর ক্রেতাকে অর্পণ করতে পারে না”-এই নিয়মের ব্যক্রিমসমূহ উদাহরণসহ লেখ।
চেক বলতে কী বুঝায়?
চেক সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের রক্ষা ব্যবস্থা বর্ণনা কর।
অংশীদারি ব্যবসায় কী?
অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু উল্লেখ কর।
শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রমিকের কর্মঘণ্টা ও ছুটি সংক্রান্ত বিধানসমূহ লেখ।
(মিথ্যা ট্রেডমার্ক ও ট্রেড বর্ণনা ইত্যাদি ব্যবহারের দণ্ডসমূহ উল্লেখ কর।
ট্রেডমার্ক নিবন্ধনের ফলাফল বর্ণনা কর।
ব্যবসায়ের আইনগত পরিবেশ সাজেশন ২০২৪ । ব্যবস্থাপনা বিভাগ । অনার্স ২য়বর্ষ