Chordates, Palacontology, Zoogeography, Ecology, Genetics, Animal Breeding and Applied Zoology । অনার্স ২য় বর্ষ
জাতীয় বিশ্ববিদ্যালয় [বিএসসি (অনার্স)
দ্বিতীয় বর্ষ; পরীক্ষা
প্রাণিবিজ্ঞান বিভাগ) বিষয় : [Zoology II (Chordates, Palacontology, Zoogeography, Ecology, Genetics, Animal Breeding and Applied Zoology)] বিষয় কোড : 223107 সময় : ৪ ঘণ্টা;
পূর্ণমান : ৮০ [দ্রষ্টব্য : প্রত্যেক বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র অংকন কর।]
ক-বিভাগ
১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০
(ক) হুইল অঙ্গ বলতে কী বুঝ? (What do you mean by wheel organ?)
উত্তর : Branchiostoma-র ভেস্টিবিউলের পশ্চাদে সিলিয়াযুক্ত একটি পাতলা পর্দার ন্যায় অঙ্গ থাকে যা ছন্দবদ্ধ চলাচলে ঘূর্ণায়মান চাকার মতো দেখায় বলে একে হুইল অঙ্গ বলে ।
(খ) টিউনিক কী? (What is tunic ? )
উত্তর : এক ধরনের পর্দা যা টিউনিসিন নির্মিত এবং ইউরোকর্ডাটার প্রাণীদের দেহ আবৃত থাকে, তাকে টিউনিকা বলে।
(গ) পিডোজেনেসিস কী? (What is paedogenesis?)
উত্তর : বয়স্ক দশায় পরিবর্তিত হতে যে সময় লাগে তার পূর্বে অর্থাৎ অপরিণত প্রাণী, লার্ভা বা বয়স্ক পূর্ব দশাতে যদি জননাঙ্গ বিকশিত হয়ে জননকোষ উৎপন্ন হবার প্রক্রিয়াকে পিডোজেনেসিস বলে।
(ঘ) পাইগোস্টাইল বলতে কী বুঝায়? (What is meant by pygostyle?)
উত্তর : পাইগোস্টাইল একটি কঙ্কালের অবস্থা বর্ণনা করে যেখানে শেষ কয়েকটি পুচ্ছ কশেরুকা একটি একক ওসিফিকেশনে মিশে যায়, লেজের পালক এবং পেশীকে সমর্থন করে। আধুনিক পাখিগুলোতে, রেক্ট্রিসগুলো এগুরো সাথে সংযুক্ত থাকে।
(ঙ) সিউডো-অ্যালিল বলতে কী বুঝ? (What do you mean by pseudo-alleles?)
উত্তর : যে সমস্ত জিন অত্যন্ত কাছাকাছি থাকার কারণে একই লোকাসে অবস্থানকারী অ্যালিলের ন্যায় আচরণ করে কিন্তু কদাচিত রিকম্বিনেশন ঘটে তাদেরকে Pseudo alleles বলে।
(চ) সিকোট্রফি কী? (What is caecotrophy?)
উত্তর : সিকোট্রফি, যাকে caccotrophs, caecal pellets বা রাতের মলও বলা হয়, Cecum এর উৎপাদক, যা Lagomorpha ডারের স্তন্যপায়ী প্রাণীদের পরিপাকতন্ত্রের একটি অংশ।
Chordates, Palacontology, Zoogeography, Ecology, Genetics, Animal Breeding and Applied Zoology । অনার্স ২য় বর্ষ
ছ) ইনসুলার ফনা বলতে কী বুঝায়? (What is meant by insular fauna?)
উত্তর : ইনসুলার (বিচ্ছিন্ন) প্রাণী হলো দ্বীপের প্রাণী বৈচিত্র্য। এটি বেশ কয়েকটি দ্বীপের প্রাণিজগতের একটি সংক্ষিপ্ত রূপরেখা, যা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এবং তিনটি বিবাগে বিভক্ত; মহাদেশীয় দ্বীপ, মহাসাগরীয় দ্বীপ ও প্রাচীন দ্বীপ।
(জ) মনোহাইব্রিড ক্রস কী? (What is monohybrid cross ? ) উত্তর : একটি মনোহাইব্রিড ক্রস হলো সমজাতীয় জিনোটাইপ সহ দুটি ব্যক্তির সংকর যা একটি নির্দিষ্ট জেনেটিক বৈশিষ্ট্যের জন্য বিপরীত ফিনোটাইপ তৈরি করে। দুটি মনোহাইব্রিড বৈশিষ্ট্যের TT এবং tt মধ্যে ক্রসকে মনোহাইব্রিড ক্রস বলা হয়। মনোহাইব্রিড ক্রস একটি জিনের উত্তরাধিকারের জন্য দায়ী।
(ঝ) লিংকেজ বলতে কী বুঝ? (What do you mean by linkage?)
উত্তর : লিংকেজ হলো ক্রোমোজোম জিন বা অন্যান্য ডিএনএ মার্কার একে অপরের কাছাকাছি অবস্থান। একটি ক্রোমোজোমেজিনগুলো একে অপরের যত কাছাকাছি থাকে, তত বেশি তারা পিতামাতা থেকে সন্তানের মধ্যে একত্রে সংযুক্ত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়।
(ঞ) বার্ড ফ্লু কী? (What is bird flu?)
উত্তর : Avian influenz virus-Gi Type-A (HgN.) দ্বারা আক্রান্ত পাখির রোগকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জ বা বার্ড ফ্লু বলা হয়।
ট্রাফিক লেভেল বলতে কী বুঝায়? (What is meant by trophic level?)
উত্তর : খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে আলাদা আলাদাভাবে ট্রাফিক লেভেল বা স্তর বলে।
(ঠ) সর্পিল কপাটিকা কী? (What is spiral valve?)
উত্তর : ল্যাম্প্রেতে প্রকৃত পাকস্থলি অনুপস্থিত। অভাজযুক্ত অস্ত্র পায়ুতে মুক্ত। আন্ত্রিক গহ্বরে একটি টিফলোসোল উপস্থিত যা সর্পিলভাবে বিস্তৃত। এ কারণে একে সর্পিল কপাটিকা বলে।
খ-বিভাগ [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ × 5 = ২০
২। Ascidia ও Branchiostama এর গলাবিলীয় অঞ্চলের তুলনা কর। (Compare between the pharyngeal region of Ascidia and Branchiostoma.)
৩।বায়ু পটকার গঠন ও কাজ লেখ। (Write down the structure and functions of air bladder.)
Ammocete লার্ভার গঠন বর্ণনা কর। (Describe the structure of Ammocete Larva.)
৫। সিনোজোয়িক এরাকে স্তন্যপায়ীর যুগ বলা হয় কেন?
(Why cenozoic era is called the age of mammals ? )
উদাহরণসহ লিথাল জিন ব্যাখ্যা কর।(Explain lethal gene with example.)
সিনইকোলজি ও অটইকোলজির মধ্যে পার্থক্য লেখ। (Write down the differences between synecology and
৮। পাখি মহিমান্বিত সরীসৃপ—ব্যাখ্যা কর।(Birds are glorified reptiles-Explain.)
ধান, পাট, ইক্ষু ও গুদামজাত শস্যের ১টি করে পেস্টের বৈজ্ঞানিক নাম লেখ। (Write down the scientific name of a pest of rice, jute, sugarcane and stored grain.)
গ-বিভাগ
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১
সংক্ষেপে মানুষের প্রত্নতাত্ত্বিক ইতিহাস বর্ণনা কর। (Briefly describe the paleontological history of man.)
১১। টিকটিকির রেচন জননতন্ত্রের বর্ণনা দাও । (Describe the urinogential system of Hemidactylus.)
১২। তিনটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ Chondrichthyes শ্রেণিকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। (Classify chondrichthyes upto order with three diagonstic characteristics and one example from each.)
১৩। পাখির বিভিন্ন প্রকার পালকের বর্ণনা দাও। (Describe the different types of feathers of bird.)
১৪। Cavia এর করোটিক স্নায়ুসমূহের নাম, উৎপত্তি, বিস্তার ও কাজ বর্ণনা কর। ( (Describe the name, origin, distribution and function of cranial nerves of Cavia.)
১৫। নিআর্কটিক অঞ্চলের ভৌগোলিক সীমারেখা ও প্রাণিকূলের বর্ণনা [ড: ৪২৬ পৃষ্ঠার ২.২৪ নংগ্ন (Write down the geographical boudaries and fauna of Nearctic region.)
১৬। মিউটেশন কী? বিভিন্ন প্রকার মিউটেশন সম্পর্কে আলোচনা কর। (What is mutation? Discuss about different types of
১৭। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে পশুসম্পদ পালনের অর্থনৈতিক গুরুত্ব ও প্রভাব আলোচনা কর। (Discuss the economic importance and impact of livestock farming on the aspects of socio-economic condition of Bangaledesh.)
Chordates, Palacontology, Zoogeography, Ecology, Genetics, Animal Breeding and Applied Zoology । অনার্স ২য় বর্ষ