অভাগীর স্বর্গ MCQ এর বিস্তারিত নিচে দেওয়া হল যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। তাই এই আর্টিকেলটি অনুসরণ করো এবং অনুশীলন অব্যাহত রাখো। তোমাদের জন্য শুভকামনা।
১. কোন নদীর তীরে শশানঘাট অবস্থিত?
ক। শঙ্খ
খ। গরুড়
গ। গড়াই
ঘ। পদ্মা
২. রসিক বেল গাছটি কী কাজে ব্যবহার করতে চেয়েছিল?
ক। অভাগীর শবদাহ
খ। ঘরবাড়ি তৈরি
গ। রান্নার কাঠ সংগ্রহ
ঘ। কাঙালীর জন্য
উদ্দীপকটি পড়ে ৩ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
তর্করত্ব কহিলেন ধার নিবি শুধবি কীভাবে? গফুর বলিল, যেমন করে পারি শুধব বাবা ঠাকুর, তােমাকে ফাকি দেব না।
৩. তর্করত্ন ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ক। ঠাকুর দাস মুখুজ্যে
খ। রসিক দুলে
গ। দারােয়ানজী
ঘ। অধর
৪. শরশ্চন্দ্র চট্টোপাধ্যায়কে ডি.লিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
ক। ঢাকা বিশ্ববিদ্যালয়
খ। কোলকাতা বিশ্ববিদ্যালয়
গ। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
ঘ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
৫. ‘সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়’ ‘অভাগীর স্বর্গ গল্পে এ বক্তব্যে কোন ভাব ফুটে উঠেছে?
ক। বিরক্তি
খ। ক্রোধ
গ। ক্ষোভ
ঘ। বিদ্রুপ
৬. দাও বাবা, দাও একটু পায়ের ধুলাে। এ কথা কে বলেছিলেন?
ক। কাঙালী
খ। ঈশ্বর নাপিত
গ। বিন্দির পিসি
ঘ। রাখালের মা
৭. সব বেটারাই এখন বামুন-কায়েত হতে চায়। – বাক্যটিতে ফুটে উঠেছে
ক। ঘৃণা
খ। অবঞ্জী,
গ। উপহাস
ঘ। তাচ্ছিল্য
৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয়?
ক। ১৯৩৬
খ। ১৯৩৭
গ। ১৯৩৮
ঘ। ১৯৩৯
৯. শীত, তাপ, ক্ষুধা তৃঞ্জার জালা
সবাই আমরা সমান বুঝি
চরণ দুইটির বক্তব্য ‘অভাগীর স্বর্গ গল্পের কোন দিকটির বিপরীত?
ক। সামাজিক বৈষম্য
খ। জাতি বৈষম্য
গ। ধনী দরিদ্র বৈষম্য
ঘ। শ্রেণি বৈষম্য
১০. ‘বলিসনে মা বলিসনে আমার বড় ভয় করে’- এ ভয়ের কারণ কী?
ক। শ্মশানের দৃশ্য দেখে।
খ। রূপকথার গল্প শুনে
গ। ভূতের গল্প শুনে
ঘ। মৃত্যুর কথা শুনে
১১. সে যেন একটা উৎসব’ বাধিয়া গেল— এখানে কোন উৎসবের কথা বলা হয়েছে?
(ক) শ্রাদ্ধের
(খ) ব্রাহ্মণ ভােজের
(গ) শবযাত্রার
(ঘ) কাঙালি ভােজের
১২. ‘পাড়ে, ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দে তা’ – অধর রায়ের এ উক্তিতে প্রকাশ পেয়েছেরি, বাে, ‘১৫),
ক। উপেক্ষা
খ। তাচ্ছিল্য
গ। বিরক্তি
ঘ। উপহাস
১৩. অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কত দিনের জ্বরে মারা গিয়েছিল?
ক। পাচ
খ। সাত
গ। আট
ঘ। নয়
১৪. অভাগীর স্বর্গ গল্পে বেলগাছটির অবস্থান কোথায়?
ক। বাড়ির বাইরে
খ। কুটির প্রাঙ্গণে
গ। শুশানের ধারে
ঘ। নদীর ধারে
১৫. কলকাতা বিশ্ববিদ্যালয় শরশ্চন্দ্রকে কোন খেতাবে ভূষিত করেন?
ক। ডি. লিট.
খ। জগাত্তরণি
গ। কথাসাহিত্যিক
ঘ। পল্লিকবি
উত্তর: ১. খ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. খ
Read More: অভাগীর স্বর্গ MCQ