অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
মূলভাব : মানুষের ধর্ম পরের সাহায্য করা। সত্যে ধর্মের উৎপত্তি, দয়াতে বৃদ্ধি, ক্ষমাতে স্থিতি এবং লোভেতে বিনাশ। তবুও মানুষ যখন এ ধর্মচ্যুত হয়, তার পরিণাম হয় ভয়াবহ। কুকর্ম, অসত্য ও অন্যায় তাকে জড়ত্বে রুপান্তর করে। নৈতিক অবক্ষয়ের দরুন পাপবোধ অলটাইম তাকে পীড়িত করে তোলে। যার হাত থেকে নিষ্কৃতি পাওয়া পসিবল হয় না। পরিণামে তার বিনাশ অনিবার্য।
সম্প্রসারিত-ভাব : কবি বানার্ডশ লিখেছেন, মানুষের সবচেয়ে বৃহৎ ইন্ট্রোডিউস মানুষ বলেই, আর কিছু নয় (Man is a man for all that)। সত্যবোধই মানুষকে আত্মিক সম্পর্ক বলে বলীয়ান করে। আর তার ফলেই মানুষ মরণ হতে অমৃতের দিকে এগুতে পারে। কিন্তু যে অধর্মের রাস্তায় চলে সে আপাতদৃষ্টিতে জয়লাভকারী হয়েও পরিণামে মানসিক শক্তি হারিয়ে জীবন অসমর্থ করে তোলে, নিজের এবং আত্মীয়স্বজনের ডেকে আনে। আসত্যকে ভিত্তি করে যিনি জীবনের পথে-চলেন মানসিক দিক দিয়ে অলটাইম উনি অক্ষম হয়েই থাকেন। শ্রদ্ধার বিশ্ব থেকে সর্বদাই থাকেন নির্বাসিত। ধর্মের নীতিচক্র কেবল কথার কথা নয়। এজন্য নীতিচক্র পৃথিবী ও জীবনকে সত্যিই নিয়ন্ত্রণ করছে। পূণ্যকর্ম যেমন কল্যাণকামী
আরো পড়ুনঃ