কোষ ও এর গঠন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স

কোষ ও এর গঠন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স

কোষ ও এর গঠন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে। সো অনুসরন করো ও পড়।

সর্বশেষ বোর্ডে আসা প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ সাইক্লোসিস কী?
উত্তরঃ কোষপ্রাচীর যুক্ত প্রোটোপ্লাজম জলস্রোতের মত যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে।

প্রশ্ন জিন কি?
উত্তরঃ ডিএনএর নির্দিষ্ট অংশ যা একটি নির্দিষ্ট্য বৈশিষ্ট্য বহন করে তাকে জিন বলে।

ট্রান্সমিশন কি?
উত্তরঃ উত্তর : উদ্ভিদ প্রাণিদেহ বিভিন্ন মাধ্যমের (যেমন- বায়ু, পানি, হাঁচি-কাশি, বীজ, কীটপতঙ্গ ইত্যাদি) সহায়তায় ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়াকে ট্রান্সমিশন বলে।

কোষের প্রকারভেদ

প্রশ্ন ১। আদিকোষ কী?
উত্তর : যে কোষে নিউক্লিয়ার আবরণী পরিবেষ্টিত সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদিকোষ বলে।

প্রশ্ন ২। কোষীয় কঙ্কাল কী?
উত্তর : অণুনালিকা, অণুতন্তু ও মাধ্যমিক তন্তুকে একত্রে কোষীয় কঙ্কাল বলে।

কোষ প্রাচীর

প্রশ্ন ৩। কুপ কী?
উত্তর : কোষপ্রাচীরে গর্তের ন্যায় অনেক পাতলা এলাকা দেখা যায়,গর্তের ন্যায় ঐ অংশগুলােই হচ্ছে কূপ।

প্রশ্ন ৪। প্লাজমােডেসমাটা কী?
উত্তর : পাশাপাশি কোষগুলাে কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রােটোপ্লাজমের সূত্রবৎ অংশের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে।প্রােটোপ্লাজমের সূত্রবৎ এ অংশগুলােই হলাে প্লাজমােডেসমাটা।

প্রশ্ন ৫। একক পর্দা কী?
উত্তর : কোষের যেসব পর্দা প্রােটিন লিপিড প্রােটিন (P-L-P) নামক তিনটি স্তর নিয়ে গঠিত তাদেরকে একক পর্দা বলে ।

প্রশ্ন ৬। প্রােটোপ্লাজম কী?
উত্তর : কোষের অভ্যন্তরে স্বচ্ছ; আঠালাে এবং জেলির ন্যায় অর্ধ তরল, কলয়ডাল ধৰ্মী সজীব পদার্থকে প্রােটোপ্লাজম বলে।

প্লাজমামেমব্রেন বা কোষঝিল্পি।

প্রশ্ন ৭। কোষঝিল্লি কী?
উত্তর : কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রােটোপ্লাজমকে ঘিরে স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য লিপােপ্রােটিন জাতীয় পদার্থ দিয়ে গঠিত সজীব ঝিল্লিই কোষ ঝিল্লি।

প্রশ্ন ৮। মাইক্রোভিলাই কী?
উত্তর : কতিপয় প্রাণিকোষের বহিঃস্থ ঝিল্লি আঙ্গুলের মতাে বর্ধিত হয়ে যে অংশ গঠন করে তাই মাইক্রোভিলাই।

সাইটোপ্লাজম

প্রশ্ন ৯। সাইটোপ্লাজম কী?
উত্তর : নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রােটোপ্লাজমীয় অংশের নামই হলাে সাইটোপ্লাজম।

রাইবােসােম

প্রশ্ন ১০। রাইবােসােম কী?
উত্তর : রাইবােসােম হলাে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ক্ষুদ্র দানাদার রাইবােনিউক্লিও প্রােটিন কণা যা প্রােটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে।

গলজি বস্তু

প্রশ্ন ১১। গলজি বস্তু কী?
উত্তর : ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকট ক্ষরণে অংশগ্রহণকারী একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতাে এবং ক্ষুদ্র গহ্বরের মতাে যেসব অঙ্গাণু পরস্পর সমান্তরালে সজ্জিত থাকে, তাদের গলজি বস্তু বলে।

প্রশ্ন ১২। সিস্টারনি কী?
উত্তর : দুপাশে চাপা, লম্বা, শাখাবিহীন ও সাইটোপ্লাজমে সমান্তরালভাবে বিন্যস্ত এন্ডােপ্লাজমিক রেটিকুলামকে সিস্টারনি বলে।

লাইসােসােম

প্রশ্ন ১৩। অটোফ্যাগী কী?
উত্তর : প্রতিকুল পরিবেশে অর্থাৎ তীব্র খাদ্যাভাবের সময় বা ক্ষতিগ্রস্থ অবস্থায় লাইসােসােমের এনজাইম মুক্ত হয়ে কোষের অন্যান্য অঙ্গাণু বিনষ্ট হওয়ার প্রক্রিয়াই হচ্ছে অটোফ্যাগী বা স্বগ্রাস।

প্রশ্ন ১৪। লাইসােসােম কী?
উত্তর : সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসােসােম বলে ।

এন্ডােপ্লাজমিক রেটিকুলাম (ER)

প্রশ্ন ১৫। এন্ডােপ্লাজমিক রেটিকুলাম কী?
উত্তর : কোষের সাইটোপ্লাজমীয় মাতৃকা যেসব অসংখ্য, পরস্পরের সঙ্গে যুক্ত একক ঝিল্লিবেষ্টিত নালিকার অঙ্গাণুর দ্বারা অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত থাকে। তাদের এন্ডােপ্লাজমিক রেটিকুলাম বা আন্তঃপ্লাজমীয় জালিকা বলে।

প্রশ্ন ১৬। মসৃণ এন্ডােপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে?
উত্তর : রাইবােসােমবিহীন এন্ডােপ্লাজমিক রেটিকুলামকে মসৃণ এন্ডােপ্লাজমিক রেটিকুলাম বলে ।

মাইটোকন্ড্রিয়ন

প্রশ্ন ১৭। অক্সিসোম কী?
উত্তর : মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে সুবিন্যস্তভাবে বহু সুবৃন্তক বৃত্তাকার বস্তু থাকে, এদেরকে অক্সিসােম বলে।

বায়োলজি ১মপ্ত্রঃ কোষ এর গঠন জ্ঞানমূলক প্রশ্ন

প্লাস্টিড

প্রশ্ন ১৮। ক্লোরােপ্লাস্ট কী? [য়, বাে, ‘১৯]
উত্তর : উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন আকৃতির এবং সবুজ বর্ণের যে প্লাস্টিড সালােকসংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে তাই ক্লোরােপ্লাস্ট।

প্রশ্ন ১৯। অ্যামাইলােপ্লাস্ট কী?
উত্তর : স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টই হলাে অ্যামাইলােপ্লাস্ট।

প্রশ্ন ২০। টনােপ্লাস্ট কী?
উত্তর : প্রােটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষগহ্বর বেষ্টন করে তাকে টনােপ্লাস্ট বলে।

প্রশ্ন ২১। প্লাস্টিড. কী?
উত্তর : উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বিদ্যমান থালাকৃতির বা তারকাকৃতির কিংবা সুতাকৃতির সজীব বস্তুসমূহকে প্লাস্টিড বলে।

সেন্ট্রিওল

প্রশ্ন ২২। সেন্ট্রোস্ফিয়ার কী?
উত্তর: সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে ।

প্রশ্ন ২৩। সেন্ট্রিওল কী?
উত্তর : প্রাণিকোষ ও কিছু উদ্ভিদকোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত স্বপ্রজননক্ষম, আবরণবিহীন, দু’মুখ খােলা পিপার মতাে ৯টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত দণ্ডাকৃতির যে অঙ্গাণু দুটি পাশাপাশি অবস্থান করে, তাদের সেন্ট্রিওল বলে।

নিউক্লিয়াস

প্রশ্ন ২৪। নিউক্লিয়ােসােম কী?
উত্তর : নিউক্লিয়াসে যে ছােট ও অধিকতর ঘন, গােলাকার বস্তু দেশ যায় তাই হলাে নিউক্লিয়ােসােম।

ক্রোমােসােম ও বংশগতীয় বস্তু

প্রশ্ন ২৫। নিউক্লিওসাইড কী?
উত্তর : এক অণু পেন্টোজ সুগার এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাই নিউক্লিওসাইড।

প্রশ্ন ২৬। নিউক্লিক এসিড কী?
উত্তর : নিউক্লিক এসিড হলাে নাইট্রোজেনঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফোরিক এসিডের সমন্বয়ে গঠিত এসিড যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

প্রশ্ন ২৭। নিউক্লিওটাইড কাকে বলে?
উত্তর : এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে ।

প্রশ্ন ২৮। ডাইসেন্ট্রিক ক্রোমােসােম কাকে বলে?
উত্তর : দুই সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমােসােমকে ডাইসেন্ট্রিক ক্রোমােসােম বলে।

প্রশ্ন ২৯। ক্রোমােমিয়ার কী?
উত্তর : মায়ােটিক প্রােফেজের সূচনালগ্নে ক্রোমােসােমের ক্রোমােনেমা তন্তুটির স্থানে স্থানে ঘনীভূত হয়ে যে পুঁতি বা দানার মতাে অংশ গঠন করে, তাকে ক্রোমােমিয়ার বলে।

প্রশ্ন ৩০। পিউরিন কী?
উত্তর : অ্যাডেনিন ও গুয়ানিনকে একত্রে পিউরিন বলে।

প্রশ্ন ৩১। হেটারােক্রোমাটিন কী?
উত্তর : ক্রোমােসােমের যে অংশ বিশ্রামকৃত নিউক্লিয়াসে গাঢ় রঙে রঞ্জিত হয় কিন্তু বিভাজনের সময় ক্ষারীয় হালকা বর্ণ ধারণ করে তাই হেটারােক্রোমাটিন।

DNA (Deoxyribonucleic Acid)

প্রশ্ন ৩২। DNA এর পূর্ণরূপ কী?
উত্তর : DNA এর পূর্ণরূপ হলাে— Deoxyribo Nucleic Acid।

প্রশ্ন ৩৩। DNA কী?
উত্তর : DNA সজীব কোষে বিদ্যমান প্রতিলিপন ও পরিব্যক্তিতে সক্ষম বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক, জীবদেহের সব জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং ডি-অক্সিরাইবােজ শর্করা সমৃদ্ধ নিউক্লিক এসিড অণুকে ডি-অক্সিরাইবােনিউক্লিক এসিড বা DNA বলে ।

DNA এর ভৌত ও রাসায়নিক গঠন

প্রশ্ন ৩৪। ডাবল হেলিক্স কাকে বলে?
উত্তর : DNA অণু দ্বিসূত্রক, লােহার সিঁড়ির মতাে ডানদিকে প্যাচানাে থাকে। একে ডাবল হেলিক্স বলে ।

RNA (Ribonucleic Acid)

প্রশ্ন ৩৫। RNA কী?
উত্তর : যে নিউক্লিক এসিডের পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের মনােমার এককগুলাের সুগার অণুটি রাইবােজ প্রকৃতির এবং বিশেষ নাইট্রোজেন বেস হিসেবে ইউরাসিল থাকে এবং প্রােটিন সংশ্লেষণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে রাইবােনিউক্লিক এসিড (RNA) বলে।

প্রশ্ন ৩৬। পলিজোম কী?
উত্তর : অনেকগুলাে রাইবােসােম একটি RNA সূত্রক দিয়ে সংযুক্ত থাকলে তাকে পলিজোম বা পলিরাইবােজোম বলে।

DNA অণুর প্রতিলিপি

প্রশ্ন ৩৭। SSBP কী?
উত্তর : SSBP হলাে Single Strand Binding Protein নামক এক ধরনের প্রােটিন যা DNA রেপ্লিকেশনের সময় DNA অণু আলাদা রাখে।

প্রশ্ন ৩৮। পলিরাইবােজোম কী?
উত্তর : প্রােটিন সংশ্লেষণের সময় mRNA-এর সঙ্গে বহু রাইবােসােম যুক্ত হয়ে যে রাইবােসােম শৃঙ্খল তৈরি হয়, তাই পলিরাইবােজোম । রাইবােসােমগুলাে Ng++ দ্বারা পরস্পর যুক্ত হয় ।

প্রশ্ন ৩৯। রেপ্লিজোম কী?
উত্তর : রেপ্লিজোম হলাে DNA প্রতিলিপনের সময় কতকগুলো গুরুত্বপূর্ণ এনজাইম ও প্রােটিন সমন্বয়ে গঠিত একটি জটিল আণবিক যান্ত্রিক গঠন।

এইচএসসি বায়োলজিঃ কোষ ও এর গঠন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স

ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন

প্রশ্ন ৪০। ট্রান্সমিশন কী?
উত্তর : উদ্ভিদ ও প্রাণিদেহ বিভিন্ন মাধ্যমের (যেমন- বায়ু, পানি, হাঁচি-কাশি, বীজ, কীটপতঙ্গ ইত্যাদি) সহায়তায় ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়াকে ট্রান্সমিশন বলে।

প্রশ্ন ৪১। ট্রান্সলেশন কী?
উত্তর : ট্রান্সক্রিপসনে সৃষ্ট mRNA তে ধারণকৃত তথ্য বা সংকেত অনুযায়ী অ্যামিনাে এসিডের শৃঙখল বা পলিপেপটাইড সৃষ্টির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বা অনুবাদন বলে।

জিন, জেনেটিক কোড

প্রশ্ন ৪২। জেনেটিক কোড কী?
উত্তর : DNA অণুর নাইট্রোজেন বেস সিকুয়েন্স পলিপেপটাইড শৃঙ্খলের অ্যামিনাে এসিডের ক্রমের মধ্যে যে সাংকেতিক সম্পর্ক তাকেই জেনেটিক কোড বলে।

প্রশ্ন ৪৩। মাস্টার ব্লু-প্রিন্ট কী?
উত্তর : মাস্টার ব্লু-প্রিন্ট হলো জিনােম যা জীবের জেনেটিক বা বংশগতীয় তথ্যভাণ্ডার এবং জীবের সকল বৈশিষ্ট্যের নীলনকশা ধারণ করে।

আরো কিছু গুরুত্ব পূর্ণ সাজেশন

জ্ঞানমূলক প্রশ্ন | Knowledge Based Quesions

১. অটোফ্যাগি কী?
২. নিউক্লিওসাইড কী?
৩. ক্লোরােপ্লাস্ট কী?
৪. কুপ কী?
৫. SSBP কী?
৬ একক পর্দা কী?
৭. জিন কী?
৮, স্যাটেলাইট কী?
৯. প্লাজমােলাইসিস কী?
১০. ট্রান্সমিশন কী?
১১. জেনেটিক কোড কি?
১২. নিউক্লিক এসিড কী?
১৩, পলিরাইবােসােম কী?
১৪. নিউক্লিওটাইড কাকে বলে?
১৫. কোষীয় অঙ্গাণু কী?
১৬. মাইসেলি কী?
১৭. সেন্ট্রিওল কী?
১৮. রাইবােসােম কী?
১৯. ক্রোমােসােম কী?
২০. বংশগতীয় বস্তু কী?
২১. DNA অনুলিপন কী?
২২. ট্রান্সক্রিপশন কী?
২৩. ট্রান্সলেশন কী?
২৪. ট্রিপ্লয়েড কোডন কী?

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

অনুধাবনমূলক প্রশ্ন | Comprehension Based Questions

১. রাইবােসােমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন?
২. র্যাফাইড কী—ব্যাখ্যা কর।
৩ কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয় কেন?
৪. জেনেটিক কোডকে ট্রিপলেট কোড বলা হয় কেন?
৫ কোন অঙ্গাণুকে কেন কোষের প্রােটিন তৈরির কারখানা বলা হয়?
৬. ট্রান্সলেশন প্রক্রিয়া বলতে কি বুঝ?
৭. লাইসােসােমকে আত্মঘাতী বলা হয় কেন?
৮. মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন?
৯. নিউক্লিওটাইড বলতে কী বুঝ?
১০. ট্রান্সক্রিপশন বলতে কী বুঝ?
১১. অর্ধ-সংরক্ষণশীল অনুলিপন কিভাবে হয়?
১২. প্রােটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন?
১৩. নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন?
১৪. রাইবােসােমকে কেন প্রােটিন তৈরির কারখানা বলা হয়?

এই কোষ এর গঠন জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সাজেশান্স ছাড়া ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top