জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স : শিক্ষার্থীরা তোমাদের প্রস্তুতির জন্য সর্বশেষ বোর্ড প্রশ্নের সমন্বয়ে Question and Answer দেওয়া হয়েছে।
টিস্যু কালচার
প্রশ্ন ১। টিস্যুকালচার প্রযুক্তির জনক কে?[রা, বে, ‘১৯]
উত্তর : টিস্যু কালচার প্রযুক্তির জনক হলাে জার্মান বিজ্ঞানী Harberlandt.
প্রশ্ন ২। টিস্যু কালচার কী?
উত্তর : উদ্ভিদের যেকোনাে বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনাে টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাই হলাে টিস্যু কালচার ।
টিস্যু কালচারের পদ্ধতিসমূহ
প্রশ্ন ৩। মেরিস্টেম কী? [দি, বাে, ‘১৬]
উত্তর : উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষে অবস্থিত বিভাজনক্ষম কোষই হলাে মেরিস্টেম।
প্রশ্ন ৪। এক্সপ্লান্ট কী?
উত্তর : টিস্যু কালচারের জন্য ব্যবহৃত উদ্ভিদাংশই হলাে এক্সপ্লান্ট।
প্রশ্ন ৫। ক্যালাস কী?
উত্তর : Explant মিডিয়ামে স্থাপন করার পর আলাে ও তাপ নিয়ন্ত্রিত করে রাখলে যে অবয়বহীন অবিন্যস্ত কোষগুচ্ছের সৃষ্টি হয় তাই ক্যালাস।
টিস্যু কালচারের ব্যবহার
প্রশ্ন ৬। সাইব্রিড কী? [ব, বাে, ‘১৯]
উত্তর : ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত দুটি উদ্ভিদের প্রােটোপ্লাস্ট পাশাপাশি রেখে তাদের মধ্যে মিলন ঘটিয়ে টিস্যু কালচার প্রয়ােগ করে যে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে সােমাটিক হাইব্রিড বা সাইব্রিড বলে।
প্রশ্ন ৭। টিস্যু কালচারে কোন পুষ্টি মাধ্যম সর্বাধিক ব্যবহৃত হয়?
উত্তর : টিস্যু কালচারে MS মিডিয়াম এবং বি৫ মিডিয়াম সর্বাধিক ব্যবহৃত হয়।
Biology: জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং
প্রশ্ন ৮। রেস্ট্রিকশন এনজাইম কী? [চ, বাে, ‘১৯]
উত্তর : যে এনজাইম DNA অণুর নির্দিষ্ট ক্ষারক বিন্যাসে আঘাত করে তাকে বিভক্ত করে দেয় তাই রেস্ট্রিকশন এনজাইম।
প্রশ্ন ৯। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
উত্তর : একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA খণ্ডাণু পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে ।
প্রশ্ন ১০। জীব প্রযুক্তি বা বায়ােটেকনােলজি কাকে বলে?
উত্তর : বিভিন্ন অণুজীব, উদ্ভিদ ও প্রাণীদের উপর সুনির্দিষ্ট প্রযুক্তির প্রয়ােগের মাধ্যমে মানব কল্যাণের প্রয়ােজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করার পদ্ধতিকে জীবপ্রযুক্তি বা বায়ােটেকনােলজি বলা হয়।
প্লাজমিড
প্রশ্ন ১১। প্লাজমিড কী? [কু, বাে, ‘১৯; ঢা, বে, ‘১৭; দি. বাে, ‘১৬; য, বাে, ‘১৫; চ, বাে, ‘১৫]
উত্তর : প্লাজমিড হচ্ছে অণুজীবে ক্রোমােসােম বহির্ভূত বৃত্তাকার DNA অণু।
প্রশ্ন ১২। কোল প্লাসমিড কাকে বলে?
উত্তর : যেসব প্লাসমিডে কোলিসিন উৎপাদনকারী জিন থাকে তাদেরকে কোল প্লাসমিড বলে ।
প্রশ্ন ১৩। Virulance plasmid কাকে বলে?
উত্তর : যেসব প্লাজমিড রােগ সৃষ্টি করতে পারে তাদেরকে Virulance প্লাজমিড বলে ।
জীববিজ্ঞান ১মপত্রঃ জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স
জিন ক্লোনিং
প্রশ্ন ১৪ | জিন ক্লোনিং কী?
উত্তর : জিন ক্লোনিং হলাে কোনাে জীবের DNA পৃথক করে তা থেকে কোনাে বিশেষ বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত জিন চিহ্নিত করে ঐ জিনকে হুবহু কপি করা অর্থাৎ কোনাে জিনের অভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক প্রতিরূপ তৈরির পদ্ধতি হলাে জিন ক্লোনিং।
প্রশ্ন ১৫। PCR কী?
উত্তর : PCR হলাে এমন একটি প্রজাতি যার মাধ্যমে রিকম্বিনেন্ট DNA কাক্ষিত জিন বহন করছে কি-না তা শনাক্ত করা যায় । PCR এর Polymerase chain reaction.com
প্রশ্ন ১৬। ক্লোনিং প্রযুক্তি কাকে বলে?
উত্তর : উদ্ভিদের কোনাে অংশ কালচার করে মাতৃ ও পিতৃ গুণসম্পন্ন প্রজন্ম তৈরি করাকে ক্লোনিং প্রযুক্তি বলে।
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়ােগ
১৭। GM ফসল কী?
উত্তর : রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি প্রয়ােগে পরিবর্তিত ফসলই হলাে GM বা Genetically Modified ফসল।
প্রশ্ন ১৮ | GMO কী?
উত্তর : Genetically Modified Organism
প্রশ্ন ১৯। ট্রান্সজেনিক জীব কী?
উত্তর : রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে কোনাে জীবে জিনগত পরিবর্তন ঘটিয়ে নতুন ও ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ যে জীব তৈরি করা হয় তাকে ট্রান্সজেনিক জীব বলে।
পাঠ কৃষি উৎপাদনে জীব প্রযুক্তির ব্যবহার
প্রশ্ন ২০. Bt বেগুন কী? কু, বাে, ‘১৭
উত্তর : Bt বেগুন হলাে এক প্রকার ইনসেক্ট রেজিস্টেন্স ক্ষমতাসম্পন্ন ট্রান্সজেনিক উদ্ভিদ।
প্রশ্ন ২১। BRRI কী?
: Bangladesh Rice Research Institute (BRRI).
চিকিৎসা ও ওষুধ শিল্পে জীবপ্রযুক্তির ব্যবহার
প্রশ্ন ২২। ইন্টারফেরন কী?[ঢা. ৰাে, ‘১৯; দি, বাে, ‘১৬; রা, বাে. ‘১৫]
উত্তর : ইন্টারফেরন হলাে এক ধরনের উচ্চ আনবিক ওজন সম্পন্ন প্রােটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয় । এক কথায় এটি হলাে— প্রতিরক্ষামূলক প্রােটিন ।
প্রশ্ন ২৩। সােমাটোট্রপিন কী?
উত্তর : সােমাটোট্রপিন হলাে এক ধরনের বৃদ্ধি হরমােন ।
প্রশ্ন ২৪। ইনসুলিন কী?
উত্তর : ইনসুনি হলাে এক ধরনের হরমােন যা মানব অগ্ন্যাশয়ে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ক্ষরিত হয় ।
প্রশ্ন ২৫। জিন থেরাপি কী?
উত্তর : যে প্রযুক্তিতে ক্ষতিকর জিন অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপন করা যায় তা জিন থেরাপি নামে পরিচিত।
জিনােম সিকোয়েন্সি এর প্রয়ােগ
প্রশ্ন ২৬। জিনােম কী?
উত্তর : জীবের হ্যাপ্লয়েড ক্রোমােসােমে বিদ্যমান DNA-এর সমষ্টিকে জিনােম বলে।
প্রশ্ন ২৭। জিনােম সিকোয়েন্সিং কী?
উত্তর : কোনাে জীবের জিনােমে নাইট্রোজেন ক্ষারগুলাে কিভাবে সজ্জিত থেকে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তা নির্ণয় করার পদ্ধতিকে জিনােম সিকুয়েন্সি বলে।
প্রশ্ন ২৮। মানুষের জিনােমে কতটি বেস পেয়ার আছে?
উত্তর : মানুষের জিনােমে মাত্র তিনশ কোটি বেস পেয়ার রয়েছে।
জীবপ্রযুক্তির প্রয়ােগে জীবনিরাপত্তার বিধানসমূহ
প্রশ্ন ২৯। NCB-এর পূর্ণরূপ কী?
উত্তর : NCB-এর পূর্ণরূপ National Committee on Biosafety (জাতীয় জীব নিরাপত্তা কমিটি)।
এই জীবপ্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স ছাড়াও আরো জানতে ক্লিকঃ