শ্বসন ও শ্বাসক্রিয়া জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৫ম অধ্যায়) শ্বসন ও শ্বাসক্রিয়া জ্ঞানমূলক সাজেশন এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন ও অনুশীলন হিসেবে দেওয়া হয়েছে।
মানুষের শ্বসনতন্ত্র
প্রশ্ন ১। অ্যালভিওলাস কী? [ব. বো, ‘১৯]
উত্তর : ফুসফুসে স্কোয়ামাস এপিথেলিয় কোষে গঠিত ও কৈশিক জালিকাসমৃদ্ধ অ্যালভিওলাস প্রকোষ্ঠের মতো গ্যাসীয় বিনিময়’ তলই হলো অ্যালভিওলাস।
প্রশ্ন ২। এপিগ্লটিস কী? [সকল বোর্ড ‘১৮]
উত্তর : এপিগ্লটিস হলো ঢাকনার মতো অংশ যা গ্লটিসকে ঢেকে রাখে।
প্রশ্ন ৩। প্লুরা কী?
উত্তর : ফুসফুস দ্বিস্তরী যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তাই প্লুরা ।
প্রশ্ন ৪। সারফেকট্যান্ট কী? [ব. ‘বো. ১৭]
উত্তর : ফুসফুসের অ্যালভিওলাস প্রাচীরের কিছু বিশেষ কোষ হতে এর ভেতরের তলে ডিটারজেন্টের মতো যে রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় তাই সারফেকট্যান্ট ।
প্রশ্ন ৫। শ্বসন কাকে বলে? [দি. বো, ‘১৬]
উত্তর : যে বিশেষ জৈবনিক প্রক্রিয়ায় জারণের ফলে সজীব কোষস্থ খাদ্যের স্থিতিশক্তি তাপ ও গতি শক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শ্বসন বলে ।
প্রশ্ন ৬ । বহিঃশ্বসন কী?
উত্তর : যে প্রক্রিয়ায় শ্বসন অঙ্গে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে তাই বহিঃশ্বসন।
প্রশ্ন ৭। ব্রঙ্কাস কী?
উত্তর : শ্বাসনালির শেষ অংশ দু’ভাগে বিভক্ত হয়ে যে শাখানালি গঠন করে তাই ব্রঙ্কাস।
প্রশ্ন ৮। ব্রঙ্কিওল কী?
উত্তর : ব্রঙ্কাস বার বার বিভক্ত হয়ে যে সূক্ষ্ম নালির সৃষ্টি করে তাই ব্রঙ্কিওল ।
প্রশ্ন ৯। ‘Adam’s Apple’ কী?
উত্তর : স্বরযন্ত্রের থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড় এবং এটি গলার সামনে উঁচু হয়ে ওঠে একে Adam’s Apple বলে।
প্রশ্ন ১০। স্বরযন্ত্র কী দিয়ে গঠিত?
উত্তর : টুকরো টুকরো তরুণাস্থি দিয়ে স্বরযন্ত্র গঠিত।
শ্বাসকার্য : প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম
প্রশ্ন ১১। ডায়াফ্রাম কী? (ব. বো. ১৯)
উত্তর : ডায়াফ্রাম হলো নরম মাংশপেশি দিয়ে তৈরি একটি পর্দা যা পেট ও বুককে ভিতর দিক দিয়ে দুইভাগে ভাগ করেছে।
প্রশ্ন ১২। লোবিউল কী?
উত্তর : ডান ও বাম ফুসফুস যথাক্রমে ৩টি ও ২টি লোবে বিভক্ত। প্রতিটি লোব অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। এ ক্ষুদ্র অংশই হলো লোবিউল।
প্রশ্ন ১৩। কোয়ানি কী?
উত্তর : নাসাগহ্বরদ্বয় যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসাগলবিলে উন্মুক্ত হয় তাকে কোয়ানি বলে।
শ্বসন ও শ্বাসক্রিয়া জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৫ম অধ্যায়) শ্বসন ও শ্বাসক্রিয়া জ্ঞানমূলক সাজেশন
প্রশ্ন ১৪। পশ্চাৎ নাসারন্দ্র কী?
উত্তর : নাসা গহ্বরদ্বয় যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসাগলবিলে উন্মুক্ত হয় তাই পশ্চাৎ নাসারঞ্জ।
প্রশ্ন ১৫। নিষ্ক্রিয় প্রক্রিয়া কাকে বলা হয়?
উত্তর : নিঃশ্বাস বা শ্বাসত্যাগ প্রক্রিয়াকে নিষ্ক্রিয় প্রক্রিয়া বলা হয় ।
প্রশ্ন ১৬। শ্বাসকার্য কী?
উত্তর : যে প্রক্রিয়া দ্বারা অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাই শ্বাসকার্য ।
প্রশ্বাস-নিঃশ্বাস নিয়ন্ত্রণ
প্রশ্ন ১৭। শ্বাসকেন্দ্র কী?
উত্তর : শ্বাসকেন্দ্র হলো মস্তিষ্কের পনসের পার্শ্বদেশে অবস্থিত দু’জোড়া স্নায়ুকোষ এবং মেডুলার পার্শ্বদেশে অবস্থিত দু’জোড়া স্নায়ুকেন্দ্র যা প্রশ্বাস-নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন ১৮। বায়ু ধারণ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়?
উত্তর : ব্যায়াম ও শরীরচর্চার মাধ্যমে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায়।
প্রশ্ন ১৯। আমাদের শরীরে স্বরতন্ত্রের সংখ্যা কয়টি?
উত্তর : আমাদের শরীরে স্বরতন্ত্রের সংখ্যা দুটি।
শ্বাসরঞ্জক
প্রশ্ন ২০। শ্বাসরঞ্জক কী?
উত্তর : রক্তের হিমোগ্লোবিন শ্বসন গ্যাস O2 পরিবহন করে বলে একে শ্বাসরঞ্জক বলা হয়।
প্রশ্ন ২১। অক্সিহিমোগ্লোবিন কী?
উত্তর : অক্সিজেন ও হিমোগ্লোবিনের সমন্বয়ে গঠিত যৌগই অক্সিহিমোগ্লোবিন ।
প্রশ্ন ২২। রক্তের শ্বাসরঞ্জক কী পরিবহন করে?
উত্তর : রক্তের শ্বাসরঞ্জক O2 ও CO2 পরিবহন করে।
শ্বাসনালি সমস্যা, লক্ষণ ও প্রতিকার
প্রশ্ন ২৩। সাইনুসাইটিস কী?(ঢা. বো, ‘১৭: রা. বো, ১৫)
উত্তর : ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণে সাইনাসের মিউকাস ঝিল্লিতে সৃষ্ট প্রদাহই সাইনুসাইটিস।
প্রশ্ন ২৪। সাইনাস কী?
উত্তর : মুখমণ্ডলের অভ্যন্তরে ছোট ছোট বায়ু পূর্ণ গহবরই হলো সাইনাস।
প্রশ্ন ২৫। ওটিটিস মিডিয়া কী? (চ. বো, ‘১৫)
উত্তর : কানের মধ্যকর্ণে সংক্রমণজনিত প্রদাহই হলো ওটিটিস মিডিয়া ।
প্রশ্ন ২৬। এমফাইসেমা কী?
উত্তর : ধূমপানের ফলে ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীর ফেটে গিয়ে শ্বসন তল কমে যায়। এ অবস্থাকে এমফাইসেমা বলে ।
এই শ্বসন ও শ্বাসক্রিয়া জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৫ম অধ্যায়) শ্বসন ও শ্বাসক্রিয়া জ্ঞানমূলক সাজেশন ছাড়াও আরো জানতে ক্লিকঃ