Bar Council MCQ preparation 2024 has been given here for your better preparation and so on
1. দেওয়ানী কার্যবিধির “বিধি সমূহ” কে পরিবর্তন করিতে পারেন?*
- জাতীয় সংসদ
- সুপ্রীম কোর্ট
- জেলা জজ কোর্ট
- কোনটি নয়
2.বাদীর অনুপস্থিতির জন্য মোকদ্দমা খারিজের সিদ্ধান্ত-*
- ডিক্রির অন্তর্ভূক্ত নয়
- সোলে ডিক্রির অন্তর্ভূক্ত
- প্রাথমিক ডিক্রির অন্তর্ভূক্ত
- চূড়ান্ত ডিক্রির অন্তর্ভূক্ত
3.ডিক্রিদার বলতে সেই ব্যক্তিকে বুঝায়-*
- যাহার বিপক্ষে সমন দেওয়া হয়
- যাহার স্বপক্ষে ডিক্রি দেওয়া হয়
- যাহার বিপক্ষে ডিক্রি দেওয়া হয়
- যাহার স্বপক্ষে সমন দেওয়া হয়
4.0নিচের কোন মামলাটি দেওয়ানী প্রকৃতির মামলা নয়?*
Read More
- স্বত্ব ঘোষণার মামলা
- জমিতে দখলের মামলা
- বন্টনের মামলা
- ডাকাতির মামলা
5. টাঙ্গাইল জেলা জজ আদালতের পাশে ‘ক’ দশ বৎসর যাবৎ কাগজ-কলমের দোকানের ব্যবসা করছেন। সাধারণ কাগজ-কলমের দোকান হলেও বেচা-কেনা প্রচুর। ‘ক’ এর দোকানের পাশে ‘খ’ নতুন দোকান দিল। এতে ‘ক’ এর বেচা-কেনা কমে গেল। ‘ক’ ‘খ’ এর বিরূদ্ধে কোন প্রকার মামলা দায়ের করতে পারবেন?*
- নিষেধাজ্ঞা মামলা
- ক্ষতি পূরণ মামলা
- উচ্ছেদ মামলা
- কোন প্রকার মামলা নয়
6.ক এবং খ এর মধ্যে ১০ কাঠা জমি নিয়ে এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা চলমান, ক এর বড় ছেলে গ, খ এর বিরূদ্ধে উক্ত বিষয়ে আরেকটি নতুন মামলা দায়ের করল। নতুন মামলাটির কি অবস্থা হবে?*
- ১০ ধারা অনুযায়ী মামলা স্থগিত হবে
- ১৪ ধারা অনুযায়ী মামলা স্থগিত হবে
- ১১ ধারা অনুযায়ী মামলা স্থগিত হবে
- ১৩ ধারা অনুযায়ী মামলা স্থগিত হবে
আট লক্ষ টাকা মূল্যের স্থাবর সম্পত্তির মামলা কোন আদালতে দায়ের করিতে হইবে? *
- যুগ্ম জেলা জজ
- সহকারী জজ আদালতে
- জেলা জজ আদালত
- সিনিয়র সহকারী জজ আদালত
ঢাকা শহরে একটি জনসভায় মানহানির উক্ত করা হইল- বাদীর বসবাস ঢাকায়, বিবাদীর বসবাস চট্টগ্রামে। উক্ত বিষয়ের মোকদ্দমাটি কোন আদালতে দায়ের করা যাবে?*
- দুই আদালতে ভিন্ন ভিন্ন ভাবে
- ঢাকায়
- ঢাকা বা চট্টগ্রামের যে কোন আদালতে
- চট্টগ্রামে
দেওয়ানী মমলা স্থানান্তরের জন্য হাইকোর্ট বিভাগ ও জেলা জজ আদালতের সাধারণ ক্ষমতা সম্পর্কে কোন ধারায় বর্ণনা করা হয়েছে?*
2 points
- ধারা ২৪
- ধারা ২৮
- ধারা ১৬
- ধারা ২৩
আপীল আদালতের অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বা এরূপ সাক্ষ গ্রহণের নির্দেশদানের ক্ষমতা সম্পর্কে বিধান কোথায় রয়েছে?*
- ধারা ১০৭ এর ১(ঘ)
- ধারা ১০৭ এর ১
- ধারা ১০৫
- ধারা ১০৫ এর ১
ক আপনার মক্কেল একটি মামলায় সহকারী জজ আদালতে কর্তৃক ডিক্রি পেয়েছেন। উক্ত ডিক্রির বিরূদ্ধে রিভিউ আবেদন করা যায়। আপনি উক্ত রিভিউ আবেদন কোন আদালতে করিবেন?*
জেলা জজ আদালত
ডিক্রি প্রদানকারী আদালত
হাইকোর্ট বিভাগ
বিশেষ আদালত
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার দখল পূনরোদ্ধারের মামলা ইনকোয়ারী পরিসর কেমন?*
সীমিত
ব্যপক
বিস্তৃত
কোনটি নয়
যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদনের আদেশ দেয়া যায় সেই ক্ষেত্র গুলোর মধ্যে একটি হল ক. খ. গ. ঘ.*
কাজটি এমন কারুকাজের যা অন্য ব্যক্তি দ্বারা সম্পাদন করা যায় না
যখন সম্মতিভূক্ত কার্য সম্পাদন না করা হইলে যে ক্ষতি হইবে তাহা নির্ণয় করিবার আদালতের কোন অস্তিত্ব থাকে না
সম্পতিভূক্ত কাজ সম্পাদনের জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন
কোনটি নয়
খ ক এর নিকট একটি বাড়ী ২০,০০,০০০ টাকা বিক্রয়ের চুক্তিবদ্ধ হয়। চুক্তির দুই দিন পর প্রাকৃতিক কারণে বাড়িটি বিধ্বস্ত হইয়া যায়। এমতাবস্থায় খ চুক্তি মোতাবেক কার্যসম্পাদনে ক কে বাধ্য করিতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী?*
১৩ ধারা
৯ ধারা
১২ ধারা
৭ ধারা
ঘোষণামূলক মামলায় প্রতি ঘোষণায় জন্য ফিক্সড কোর্ট ফি কত ?*
১০০০ টাকা
৩০০ টাকা
২০০ টাকা
Ad-valorem
বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বর্ণিত আছে?*
2 points
৫৫ ধারা
৫২ ধারা
৪২ ধারা
৪৫ ধারা
শুনানির পর মামলার গুনাগুনের উপর ভিত্তি করিয়া প্রদত্ত ডিক্রি দ্বারা যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তাকে বলা হয়-*
- চিরস্থায়ী নিষেধাজ্ঞা
- অস্থায়ী নিষেধাজ্ঞা
- অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা
- কোনটি নয়
ক বৈধভাবে একটি নির্দিষ্ট জমি দখল করেছে। পাশ্ববর্তী গ্রামের অধিবাসীরা উক্ত জমির মাঝ দিয়া যাতায়াতের অধিকার দাবী করল। তারা তাদের দাবীকৃত অধিকারের অধিকারী নয়। এই মর্মে ঘোষণার জন্য ক কত ধারার মামলা করিতে পারে?*
2 points
৪২ ধারা
২৪ ধারা
৪৯ ধারা
৪০ ধারা
দলিল বাতিলের মোকদ্দমা সময়সীমা কত?*
2 points
৩ বৎসর
২ বৎসর
১ বৎসর
৬ বৎসর
নিরোধক প্রতিকার মঞ্জুর করা আদালতের কোন ধরনের ক্ষমতা?
2 points
ইচ্ছাধীন
বাধ্যতামূলক
ক ও খ
কোনটি নয়
এজাহারদাতাকে এজাহারের সাদা কাগজে তৃতীয় কপি বিনা খরচে প্রদান করতে হবে- উক্ত বিধান কোথায় আছে? *
2 points
পুলিশ রেগুলেশন (PRB) নিয়ম ২৪৬
CRPC ধারা ১৫৪
CRPC ধারা ১৫০
Evidence Act ধারা ১৫৪
একটি অপরাধ সংঘটন সম্পর্কে পৃথকভাবে দুই স্থানে দুইজন ব্যক্তি পুলিশের কাছে এজাহার দেয়, উক্ত ক্ষেত্রে কী হবে? গ. ঘ.*
2 points
যে কোন একটি
সময়ের দিক থেকে যেটি প্রথম সেটি এজাহার হিসাবে স্বীকৃত হবে
দ্বিতীয়টি
দুইটিই
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলের অযোগ্য অপরাধের সংবাদ পাইলে ফৌজদারী কার্যবিধির কোন ধারার বিধান মোতাবেক তাহা লিপিবদ্ধ করবেন? *
2 points
১৫৫ ধারা
ধারা ১৫৪
১৪৫ ধারা
কেনটি নয়
এজাহারের কপি জি.আর.ও এর নিকট কত ঘন্টার মধ্যে পাঠাইতে হবে? *
2 points
২৪ ঘন্টা
১২ ঘন্টা
৩৬ ঘন্টা
৭২ ঘন্টা
তদন্তকারী প্রত্যেক পুলিশ কর্মকর্তা ফৌজদারী কার্যবিধির ১৭২ ধারা অনুযায়ী তদন্তে অগ্রগতি বিষয়ে দিনলিপি বা ডায়েরী লিখিবেন। উক্ত ডায়েরীতে কোন বিষয় অন্তর্ভূক্ত করবেন?
2 points
কখন সংবাদ পেয়েছিলেন, কখন তদন্ত আরম্ভ ও শেষ করেছিলেন
যে স্থান বা স্থানগুলি পরিদর্শন করেছিলেন
তদন্তের মাধ্যমে নির্ধারন করা পরিস্থিতির একটি বিবৃতি
সবগুলো
একটি অপরাধে অভিযুক্ত ক কে পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করিলে আপনি ক আইনজীবী হিসাবে কী করবেন? *
রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন
জামিনের আবেদন
কিছুই করার নাই
রিমান্ড বাতিলের আবেদন
আপনি একটি মামলায় অভিযোগকারী পক্ষের আইনজীবী। তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছিলেন। আপনি না-রাজীর আবেদন করেছিলেন। উক্ত আবেদন খারিজ হয়েছে। আপনি কী করবেন? *
2 points
কিছুই করার নাই
আপীল
অন্য থানায় নতুন মামলা
রিভিশন
মামলা আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধির কত ধারা বিধান মোতাবেক বাদীর জবানবন্দি গ্রহণ করেন? *
2 points
- ধারা ২০০
- ধারা ১৬৪
- ধারা ১৬১
- ধারা ১৭৪
আমলে লইবার ক্ষমতা না থাকিলে ম্যাজিস্ট্রেট মন্তব্য লিপিবদ্ধ করিয়া নালিশটি বাদীকে ফেরৎ দিবে উক্ত বিধান কোন ধারায় আছে? *
2 points
- ধারা ২০১
- ধারা ২০২
- ধারা ২০৩
- ধারা ২০৪
ম্যাজিস্ট্রেট ধারা ২০৫ এর উপধারা ১ অনুযায়ী আসামীর ব্যক্তিগত হাজিরা হইতে রেহাই দিয়ে কার মাধ্যমে হাজির হওয়ার অনুমতি প্রদান করিতে পারিবেন? *
2 points
কৌসুলি
নিকট আত্মীয়
যে কোন ব্যক্তি
প্রতিনিধি
যৌথ দায় এর নীতির কথা বলা হয়েছে দণ্ডবিধির কত প্রারায়?
2 points
৩৪ ধারা
৩৫ ধারা
৪৩ ধারা
১০৪ ধারা
ধারা ১০৭ অনুসারে কুকর্মে সহায়তা করা যায কীভাবে? *
2 points
প্ররোচনা
চক্রান্ত বা ষড়যন্ত্র
কার্য করিয়া বা বিরত থাকিয়া ইচ্ছাপূর্বক সাহায্যে মাধ্যমে
সবগুলো
কোন ব্যক্তি নিজের বা অপরের দেহ বা সম্পত্তি রক্ষা করিবার উদ্দেশ্যে কতিপয় বিধি নিষেধ সাপেক্ষে বে-আইনি আক্রমনকারী ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাইলেও অপরাধ হইবে না- উক্তি অধিকারকে কি বলা হয়? *
2 points
আত্মরক্ষার অধিকার
ক্ষমতার অধিকার
মৃত্যু ঘটানোর অধিকার
কোনটি নয়
১৪১ ধারা অনুসারে বে আইনি সমাবেশের সদস্য কত জন হইতে হবে? *
2 points
দুই
চার বা ততোধিক
পাঁচ বা ততোধিক
দুই বা ততোধিক
মার্তৃগর্ভে কোন শিশুর মৃত্যু ঘটানো প্রাণহানি মর্মে পরিগণিত হইবে না- উক্ত বিধান দণ্ডবিধির কত ধারায় আছে? *
2 points
২৯৯ ধারার ব্যাখ্যা ৩
৩০০ ধারা
৩০২ ধারা
কোনটি নয়
একদিন বয়সের একটি শিশুকে আঘাত করিয়া হত্যা করা হইলে উক্ত বিষয়টি কোন ধরনের অপরাধ হইবে?*
2 points
অপরাধজনক নরহত্যা
আঘাত
প্ররোচনা
কোনটি নয়
৩০০ ধারায় কয়টি ব্যতিক্রম উলেখ করা আছে? *
0 points
সাত
ছয়
চার
পাঁচ
যে কোন চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট করা কোন ধরনের আঘাত? *
2 points
গুরুতর আঘাত
আঘাত
আক্রমণ
সামান্য আঘাত
ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র বা বিপজ্জনক উপায়ে গুরুতর আঘাত দানের শাস্তি ৩২৬ ধারা অনুযায়ী কি? *
2 points
যাবজ্জীবন কারাদণ্ড
১০ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম করাদণ্ড
অর্থদন্ডেও দণ্ডিত
সবগুলো
৩৩৯ ধারার অবৈধ বাধা বা অন্যায় নিয়ন্ত্রণের শাস্তি কত ধারায়? *
2 points
- ধারা ৩৪১
- ধারা ৩৪০
- ধারা ৩২৩
- ধারা ৩৩৯
৩৪২ ধারায় বিচার প্রক্রিয়া হচ্ছে*
2 points
আমল যোগ্য/ জামিন যোগ্য
মীমাংসা যোগ্য
যে কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য
সবগুলো
তামাদির মেয়াদান্তে দায়েরকৃত মামলায় বিবাদী পক্ষ তামাদির প্রশ্ন না তুলিলেও উক্ত মামলা খারিজ বলিয়া বিবেচিত হইবে উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে? *
৩ ধারা
৪ ধারা
২ ধারা
৫ ধারা
তামাদি আইনের ৩ ধারার বিধান প্রয়োগ হয় কোন আদালতে? *
2 points
প্রাথমিক আদালতে
দায়রা আদালতে
জেলা জজ আদালতে
কোনটি নয়
দায় স্বীকারের ফলাফল তামাদি আইনের কত ধারায়? *
2 points
১৯ ধারায়
১২ ধারায়
২৩ ধারায়
১২ ধারায়
তামাদি আইনের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী স্থাবর সম্পত্তিতে অনিধিকার প্রবেশের দরুন ক্ষতিপূরন মামলার তামাদি মেয়াদ কত দিন? খ. গ. ঘ.*
2 points
১বৎসর
৩ বৎসর
১২ বৎসর
৬ মাস
খালাসের বিরূদ্ধে আপীলের তামাদি মেয়াদ কত দিন?*
2 points
১২ বৎসর
৬ মাস
৩ বৎসর
৭ দিন
ম্যাজিস্ট্রেট বা আদালত ব্যতীত অন্য কোন ব্যক্তি বা পক্ষের নিকট স্বীকারোক্তি করা হলে উক্ত স্বীকারোক্তি কোন ধরনের স্বীকারোক্তি বলে গণ্য হবে? *
2 points
এক্সট্রা জুডিশিয়াল
জুডিশিয়াল
প্রত্যাহারকৃত
কোনটি নয়
ক খ কে খুনের অভিযোগে অভিযুক্ত। ক পুলিশের নিকট স্বীকার করিল, আমি দা দিয়ে খ এর মাথায় আঘাত করিয়াছি। উক্ত দা আমি আমার বিছানার নিচে রাখিয়াছি। পুলিশ ক এর বিছানার নিচে হইতে দা’টি উদ্ধার করিল। উক্ত ক্ষেত্রে ক এর বিবৃতির কোন অংশ সাক্ষ্য হিসেবে গ্রহণীয়? *
2 points
আমি খ কে আঘাত করিয়াছি।
কে দা দিয়ে মাথায় আঘাত করিয়াছি
আমি দা’টি আমার বিছানার নিচে রাখিয়াছি
খ ও গ
বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল কত জন সদস্য নিয়ে গঠিত হইবে? *
2 points
৩ জন
৪ জন
৫ জন
৭ জন
কত বছর বয়সের মধ্যে এডভোকেট হলে বার কাউন্সিল কর্তৃক বেনভোলেন্ট ফান্ডের সুবিধা পাওয়া যাবে? *
2 points
৪০ বছর
৩৬ বছর
৫৫ বছর
বয়স উলেখ নেই
ফৌজদারী মামলায় একজন সরকারী আইনজীবীর দায়িত্ব কোনটি? *
2 points
অপরাধীর সাজা নিশ্চিতকরণ
বাদী পক্ষের জয় নিশ্চিতকরণ
আসামীর শাস্তি বৃদ্ধিকরণ
সুবিচার নিশ্চিতকরণ
Bar Council MCQ Preparation 2024