46th BCS Circular 2023 – 2024
প্রতিবছরের নভেম্বরে ১টি করে নিউ বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করার যে ধারাবাহিকতা, এ বছরও সেটা বজায় রাখা হবে বলে জানিয়েছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে।
পিএসসির একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা আজ সোমবার ১ম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, বিসিএসের নিয়োগ বিধিমালায় আছে, যে মাসে বিসিএসের প্রজ্ঞাপন পাবলিশ করা হবে, সেই মাসের এক তারিখ থেকে বয়স গণনা করা হবে।
Exam and circular link click Bellow
পিএসসির একজন মেম্বার নাম পাবলিশ না করার শর্তে বলেন, পিএসসির বাসনা ছিল, আগামী বর্ষের প্রথম দিনে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি পাবলিশ করা। তা সত্ত্বেও সেটি বিধিমালায় পড়ে না। একারণে আছে বিধিমালা অনুযায়ী এ সালের নভেম্বর মাসের ৩০ তারিখ ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে। বয়স পরিমাপ করা হবে ১ নভেম্বর থেকে
৪৬তম বিসিএসের কোন ক্যাডারে কত পদ থাকতে পারে, সে ব্যপারে জানতে চাইলে পিএসসির ওই সদস্য বলেন, নানারকম মন্ত্রণালয় ও অধিদপ্তর হতে ডিমান্ড ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছে। ক্যাডার পদগুলো প্রায় চূড়ান্ত। পদসংখ্যা নির্দিষ্ট করতে এইরকম অল্পসংখ্যক দিন সময় লাগবে।
Read More: