BCS Preliminary Online Exam

BCS Preliminary Online Exam

BCS Preliminary Online Exam: Welcome, Smart Learning Approach Website.

You job hunter can do your examination with this online system. BCS, Bank, and so on.

/200
0 votes, 0 avg
2

BCS Preli Online Test

বিগত বিসিএস প্রিলি পরীক্ষায় আশা প্রশ্নের সমন্বয়ে তৈরি MCQ পরীক্ষায় যতবার খুশি ততবার অংশগ্রহন করুন

1 / 200

বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন?

2 / 200

কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

3 / 200

The idiom "put up with" means -

4 / 200

শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়?

5 / 200

বাংলাদেশে টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?

6 / 200

বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?

7 / 200

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?

8 / 200

In each of the following questions, out of the given alternatives, Choose the one that best expresses the meaning of the given word:Omnipotent -

9 / 200

রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

10 / 200

বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় -

11 / 200

ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

12 / 200

কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?

13 / 200

মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?

14 / 200

'সোয়াচ অব নো গ্রাউন্ড" কোথায় অবস্থিত?

15 / 200

স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় -

16 / 200

শালবন বিহার কোথায়?

17 / 200

Lunar eclipse occurs on -

18 / 200

একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?

19 / 200

সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?

20 / 200

Who is known as the 'Lady of the Lamp'?

21 / 200

বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ -

22 / 200

Choose the correctly spelt word:

23 / 200

In Cricket game the lenghth of pitch between the two wickets is -

24 / 200

অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -

25 / 200

যকৃতের রোগ কোনটি

26 / 200

‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

27 / 200

কোন জেলায় চা-বাগান বেশি?

28 / 200

ভারী পানি (heavy water) - এর সংকেত হচ্ছে -

29 / 200

কোনো সংখ্যার 40% এর সাথে ৪২ যোগ করলে যোগফফ হবে ঐ সংখ্যাটি কত?

30 / 200

Cricket enjoys a huge------------- in Bangladesh

31 / 200

‘নীলদর্পণ’ নাটকটির বিষয়বস্তু কি?

32 / 200

In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentences:-Time after twilight and before night -

33 / 200

কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

34 / 200

For which of the following disciplines Nobel Prize is awarded?

35 / 200

প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?

36 / 200

একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?

37 / 200

কপালকুণ্ডলা” কোন প্রকৃতির রচনা?

38 / 200

60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমান কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে?

39 / 200

একটি সাবানের আকার ৫ সে.মি. x ৪ সে.মি. x ১.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

40 / 200

What is the masculine gender of "mare"?

41 / 200

Which one of the following ecosystems covers the largest area of the earth's surface?

42 / 200

বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে -

43 / 200

কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?

44 / 200

Choose the correct antonym for - ' Oblige' -

45 / 200

Choose the correctly spelt word:

46 / 200

Choose the word/phrase that best retains the meaning of the underlined word/phrase in the given sentences:What may be considered courteous in one culture may be arrogant in another.

47 / 200

বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?

48 / 200

The word 'Shrug' indicating doubt or indifference is associated with -

49 / 200

বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?

50 / 200

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

51 / 200

‘কাঁঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?

52 / 200

বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?

53 / 200

2 সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেমি?

54 / 200

Fill in the blank of the following sentences with the right form of verb. If I ___ a king!

55 / 200

‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।’ - এটি কোন বাক্য?

56 / 200

The idiom “A stitch in time saves nine”—refers the importance of -

57 / 200

One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer

58 / 200

.x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জড় সংখ্যা হবে?

59 / 200

শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?

60 / 200

জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?

61 / 200

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

62 / 200

ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?

63 / 200

পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন -

64 / 200

গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ -

65 / 200

কোন বানানটি শুদ্ধ?

66 / 200

Pick appropriate preposition for the following sentences: Noureen will discuss the issue with Nasir - phone.

67 / 200

নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে ?

68 / 200

“অসমাপ্ত আত্মজীবনী” কার রচিত?

69 / 200

ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

70 / 200

গ্রীনিচ মানমন্দির অবস্থিত -

71 / 200

কোন আলোক তরঙ্গে (light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়?

72 / 200

“It is time to review the protocol on testing nuclear weapons”. Here the underlined word means-

73 / 200

Each of the following idioms is followed by some alternatives. Choose the one which best expresses its meaning:-To keep one's head -

74 / 200

১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন ‘আগামীকাল’। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?

75 / 200

“উইঘুর” হল-

76 / 200

সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?

77 / 200

চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?

78 / 200

রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?

79 / 200

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?

80 / 200

According to experts a good way-

81 / 200

পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায়?

82 / 200

ঝুম” চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলা সমূহে দেখা যায়?

83 / 200

Depression is often hereditary. The underlined word is a/an-

84 / 200

কোন সংখ্যার ০.১ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?

85 / 200

Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair:Heart : human::

86 / 200

কোনটি এন্টিবায়োটিক?

87 / 200

আকাশে বিদ্যুৎ চমকায় -

88 / 200

কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?

89 / 200

আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?

90 / 200

একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কর্ণক্ষেত্রের পরিসীমা কত?

91 / 200

Grammatically wrong. Choose the wrong sentence:

92 / 200

'Making of a Nation Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?

93 / 200

কোনটি ইংরেজী শব্দ?

94 / 200

সুনামীর কারণ হল -

95 / 200

কোনটি ‘কোলন’?

96 / 200

Find the odd-man out-

97 / 200

আপনার কাছে পাঁচটি আদুলি, ৮টা সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?

98 / 200

একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

99 / 200

আমেরিকার চালক বিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’টি কি?

100 / 200

ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার -এর নাম কোনটি?

101 / 200

√169 is equal to -

102 / 200

In each of the following questions, out of the given alternatives, Choose the one that best expresses the meaning of the given word:Sporadic -

103 / 200

০.০৩, ০.১২, ০.৪৮ - শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?

104 / 200

নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?

105 / 200

একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 300 হলে মিনারটির উচ্চতা কত?

106 / 200

Dengue fever is spread by -

107 / 200

Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair:Words: writer::

108 / 200

Excise duty -র পরিভাষা কোনটি?

109 / 200

Societies living in the periphery are always ignored. Here the underlined word means-

110 / 200

কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?

111 / 200

বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা -

112 / 200

কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?

113 / 200

“লয়াজিরগা” কোন দেশের আইন সভা?

114 / 200

কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?

115 / 200

‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন?

116 / 200

আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?

117 / 200

সেট A = {x ∈ N : x2 > 8, x3 < 30}হলে x এর সঠিক মান কোনটি?

118 / 200

রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?

119 / 200

খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?

120 / 200

Each of the following idioms is followed by some alternatives. Choose the one which best expresses its meaning:-To put the cart before the horse -

121 / 200

He is quite --- in dealing with people.

122 / 200

Choose the correctly spelt word:

123 / 200

“লবণ” শব্দের বিশেষ্য কোনটি?

124 / 200

ডায়োড সবচেয়ে বেশী ব্যবহৃত হয় -

125 / 200

বাংলাদেশের White gold কোনটি?

126 / 200

choose the best translation ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো’ from the alternatives below -

127 / 200

He was a rather disagreeable man." Here the word disagreeable is a/an

128 / 200

হারারে’র পূর্ব নাম কি?

129 / 200

The sentences "Who would have thought Shylock was so unkind" expresses -

130 / 200

এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?

131 / 200

কোথায় সেনাবাহিনী নেই?

132 / 200

অপটিক্যাল ফাইবার (Optical fibre) হচ্ছে -

133 / 200

Which of the following writers belong to the Elizabethan period?

134 / 200

কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি কত?

135 / 200

The word 'Officialese' means -

136 / 200

টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

137 / 200

পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?

138 / 200

Grammatically wrong. Choose the wrong sentence:

139 / 200

In each of the following questions, a sentence has been given in Active (or Passive) voice. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in Passive (or Active) voice:-A lion may be helped even by a little mouse.

140 / 200

পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?

141 / 200

Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?

142 / 200

The correct passive form of “You must shut these doors” is-

143 / 200

Crafty men condemn studies, simple men admire them and wise men use them.

144 / 200

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?

145 / 200

Ix-3I < 5 হলে –

146 / 200

Who among the following writers is not a Nobel Laureate?

147 / 200

The poem “Isle of Innisfree” is written by -

148 / 200

কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?

149 / 200

Choose the correctly spelt word:

150 / 200

x2 - 8x -8y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?

151 / 200

যদি সেট A = (5, 15, 20, 30) এবং B = (3, 5, 15, 18, 20) হয় তবে নিচের কোনটি A ∩ B নির্দেশ করবে?

152 / 200

মিলির হাতে স্টেনগান”- গল্পটি কার লেখা?

153 / 200

কম্পিউটারের মূল মেমরী তৈরি হয় কি দিয়ে?

154 / 200

নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?

155 / 200

ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

156 / 200

‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?

157 / 200

ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো -

158 / 200

প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে -

159 / 200

Put appropriate preposition for the sentence below: Some writers sink-oblivion in course of time.

160 / 200

বাংলাদেশের জাতীয় দিবস কবে?

161 / 200

কিরগিজিস্তানের রাজধানী কোথায়?

162 / 200

কীসের স্রোতে নদীখাত গভীর হয়?

163 / 200

100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70. এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে, ছাত্রদের গড় নম্বর কত?

164 / 200

কোন কাব্যটি পল্লী কবি জসীম উদ্দীন রচিত?

165 / 200

সুষম খাদ্যের উপাদান কয়টি?

166 / 200

“তাহরির স্কয়ার” কোথায় অবস্থিত?

167 / 200

0.47. কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?

168 / 200

রকীব সাহেব ৩,৭৩,৮৯৯ টাকা ব্যাংকে রাখলেন। ৭(১/২) বছর পর তিনি আসল টাকার ১(১/৪) অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত?

169 / 200

সৈয়দ মুজতবা আলী প্রবন্ধ গ্রন্থ কোনটি?

170 / 200

বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?

171 / 200

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?

172 / 200

a - 1/a = 3 হলে a3 + 1/a3 এর মান কত?

173 / 200

মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?

174 / 200

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

175 / 200

বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে “শান্তি সংবিধান” বলা হয়?

176 / 200

গ্রীনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্ব ক্ষতি কী করে?

177 / 200

বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -

178 / 200

যদি (64)2/3 + (625)1/2 = 3K হয় তবে K এর মান -

179 / 200

বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?

180 / 200

দ্যা ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক_

181 / 200

অপ’ কী ধরনের উপসর্গ?

182 / 200

সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভাল হয়ে চলি - এই চরণদ্বয়ের লেখক -

183 / 200

পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

184 / 200

কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?

185 / 200

Each of the following idioms is followed by some alternatives. Choose the one which best expresses its meaning:-To read between the lines ___.

186 / 200

কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

187 / 200

BTRC - এর ইংরেজী পূর্ণরূপ কোনটি?

188 / 200

Choose a suitable word/phrase to fill in the blanks of the given sentences:After food has been dried or canned ___ for later consumption.

189 / 200

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ - এ গানের প্রথম সুরকার কে?

190 / 200

ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?

191 / 200

In the 18th Century the Mughal Empire begun to -

192 / 200

x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?

193 / 200

Of the four alternatives given under each sentence, find the one that best fits into the blank space:- The people who carry a coffin at a funeral are called ___.

194 / 200

নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

195 / 200

'Pass away' means -

196 / 200

বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?

197 / 200

‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পটভাবে ব্যাখ্যা করে?

198 / 200

I am in the process of collecting material for my story. The underlined word is a/an-

199 / 200

14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?

200 / 200

“জল” শব্দের সমার্থক নয় কোনটি?

Your score is

0%

BCS exam BCS (Cadre) Recruitment Examination Procedure According to the BCS (Age, Eligibility and Direct Recruitment Examination)

Rules-2014 framed for conducting recruitment examination in Bangladesh Civil Service, 3 level examination is conducted by the Commission for recruitment of suitable candidates in the following 26 cadres of BCS.

BCS’s three-tier examination system As per the provisions of BCS (Age, Eligibility and Direct Recruitment Examination) Rules-2014, for the purpose of nominating suitable candidates for Bangladesh Civil Service, the Public Service Commission conducts the following 3 level recruitment examination.

First Level: 200 number MCQ Type Preliminary Test. Second Level: Written Test of 900 marks for successful candidates in Preliminary Test. Level 3: An oral test of 200 marks for the successful candidates in the written test.

BCS Preliminary Online Exam

First Level: 200 number MCQ Type Preliminary Test Due to a large number of candidates as compared to the vacancies, Bangladesh Public Service Commission conducts MCQ Type Preliminary Test No. 200 in accordance with Rule-6 of BCS (Age, Eligibility and Direct Recruitment Examination) Rules-2014 for selection of suitable candidates through written test. Until the 34th BCS exam, the preliminary test was taken at 100 marks. BCS exam.

As per the provisions of BCS Examination Rules-2014, the system has been introduced to take the MCQ Type Preliminary Test on 10 subjects in 2 hours from the 35th BCS Exam.

Candidates declared successful by the Commission in the Preliminary Test have to appear for the written test of 900 marks. According to the prescribed educational qualifications, 26 cadres are divided into general cadres and technical/professional cadres into these two categories. A. Written test of 900 marks for general cadre candidates. B. Written test of 900 marks for candidates of technical/professional cadre.

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top