BCS Preliminary Online Exam

BCS Preliminary Online Exam

BCS Preliminary Online Exam: Welcome, Smart Learning Approach Website.

You job hunter can do your examination with this online system. BCS, Bank, and so on.

/200
0 votes, 0 avg
1

BCS Preli Online Test

বিগত বিসিএস প্রিলি পরীক্ষায় আশা প্রশ্নের সমন্বয়ে তৈরি MCQ পরীক্ষায় যতবার খুশি ততবার অংশগ্রহন করুন

1 / 200

কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয়?

2 / 200

তিন সদস্যের একটি বিতর্কদলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?

3 / 200

অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

4 / 200

বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?

5 / 200

মূল্যবোধ (Values) কী?

6 / 200

3/x + 4/(x+1)=2 হলে, x এর মান কত?

7 / 200

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

8 / 200

ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

9 / 200

ভারী পানি (heavy water) - এর সংকেত হচ্ছে -

10 / 200

4x + 4x + 4x + 4x এর মান নিচের কোনটি?

11 / 200

বাংলাদেশের রাজধানী কোথায় অবস্থিত?

12 / 200

হাজার হ্রদের দেশ কোনটি?

13 / 200

Choose the correct synonym for - 'Menacing' -

14 / 200

In each of the following questions, out of the given alternatives, Choose the one that best expresses the meaning of the given word:Omnipotent -

15 / 200

A = {1, 2, 3}, B = Ø হলে A∪B = কত

16 / 200

সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -

17 / 200

নিচের কোন সাহিত্যক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?

18 / 200

The noise level in Dhaka city has increased exponentially. Here the underlined word means-

19 / 200

‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?

20 / 200

কোন সংখ্যার ০.১ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?

21 / 200

x3 + x2y, x2y + xy2 এর ল.সা.গু. কোনটি?

22 / 200

কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?

23 / 200

100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70. এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে, ছাত্রদের গড় নম্বর কত?

24 / 200

“আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?

25 / 200

রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?

26 / 200

Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair:Words: writer::

27 / 200

ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?

28 / 200

বাংলাদেশের কোন ছবি সম্প্রদি ‘কোলকাতা ফিল্ম ফেস্টিভাল’ পুরস্কার লাভ করে?

29 / 200

all at once I saw/a crowd, a host of golden daffodils?”

30 / 200

কম্পিউটারের মূল মেমরী তৈরি হয় কি দিয়ে?

31 / 200

In each of the following questions, a sentence has been given in Active (or Passive) voice. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in Passive (or Active) voice:-I know him.

32 / 200

.০৩x.০০৬x.০০৭ =?

33 / 200

ম্যানগ্রোভ কি?

34 / 200

কবি গানের প্রথম কবি কে?

35 / 200

If a person cannot stop taking drugs, he or she is -

36 / 200

‘অনীক’ শব্দের অর্থ

37 / 200

‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

38 / 200

বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়?

39 / 200

In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentences:-Time after twilight and before night -

40 / 200

ফল পাকানোর জন্য দায়ী কী?

41 / 200

একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?

42 / 200

loga(m/n) = কত?

43 / 200

বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে “শান্তি সংবিধান” বলা হয়?

44 / 200

বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

45 / 200

৩ সে.মি., ৪ সে.মি. ও ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?

46 / 200

চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?

47 / 200

বাংলা সাহিত্যের পঠন-পাঠনের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ -

48 / 200

কোনটি জৈব অম্ল?

49 / 200

মানব দেহে সাধারণত ক্রোমোজোম থাকে -

50 / 200

মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

51 / 200

প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

52 / 200

বাংলাদেশে টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?

53 / 200

মাইকেল মধুসূদন দত্তের ‘বীরঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?

54 / 200

১২ এর কত শতাংশ ১৮ হবে?

55 / 200

‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী?

56 / 200

তাম্বুল রাতুল হইল অধর পরশে।“ – অর্থ কি?

57 / 200

কোন আলোক তরঙ্গে (light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়?

58 / 200

Such claim needs to be tested empirically suggest that

59 / 200

Which is the correct sentence?

60 / 200

Choose the correct synonym for - 'Extempore' -

61 / 200

সংকর ধাতু পিতলের উপাদান -

62 / 200

Choose the meaning of the given expressions:A bird in hand is worth two in the bush.

63 / 200

বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

64 / 200

একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 300 হলে মিনারটির উচ্চতা কত?

65 / 200

৬-দফা দাবী কোথায় উত্থাপিত হয়?

66 / 200

কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি কত?

67 / 200

√2/√6+2 = কত?

68 / 200

বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?

69 / 200

Othello is a Shakespeare’s play about-

70 / 200

কপালকুণ্ডলা” কোন প্রকৃতির রচনা?

71 / 200

Fill in the blanks in/the following sentences by selecting the most appropriate alternative from among the four choices given:-Rishan walks as if he ___ lame.

72 / 200

In each of the following questions, Choose the word opposite in meaning to the given word:Repeal -

73 / 200

Choose a suitable word/phrase to fill in the blanks of the given sentences:After food has been dried or canned ___ for later consumption.

74 / 200

কম্পিউটার-টু-কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিতে বলা হয় -

75 / 200

বাংলাদেশের White gold কোনটি?

76 / 200

A formal composition or speech expressing high praise of somebody -

77 / 200

কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা?

78 / 200

Grammatically wrong. Choose the wrong sentence:

79 / 200

সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভাল হয়ে চলি - এই চরণদ্বয়ের লেখক -

80 / 200

“To be, or not to be, that is the question”- is a famous dialogue from-

81 / 200

Riders to the Sea is-

82 / 200

“প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।“-গানটির গীতিকার কে?

83 / 200

কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

84 / 200

‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?

85 / 200

বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?

86 / 200

প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত?২ √৯ ৪ √২৫ ?

87 / 200

‘তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে?

88 / 200

Anatomy শব্দের অর্থ -

89 / 200

“উইঘুর” হল-

90 / 200

মঙ্গলকাব্যের কবি নন কে?

91 / 200

মাশরুম এক ধরনের -

92 / 200

ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার -এর নাম কোনটি?

93 / 200

৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে?

94 / 200

In many ways, riding a bicycle is similar to -

95 / 200

জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?

96 / 200

IMF (International Monitory Fund) is the result of -

97 / 200

Each of the following idioms is followed by some alternatives. Choose the one which best expresses its meaning:-To keep one's head -

98 / 200

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

99 / 200

‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।’ - এটি কোন বাক্য?

100 / 200

মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?

101 / 200

কার্টাগেনা প্রটোকল হচ্ছে-

102 / 200

হীরক উজ্জ্বল দেখার কারণ -

103 / 200

আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?

104 / 200

কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?

105 / 200

একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কর্ণক্ষেত্রের পরিসীমা কত?

106 / 200

প্রাণদঃ জলঃঃ মহীজঃ?

107 / 200

স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান -

108 / 200

রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

109 / 200

সুষম খাদ্যের উপাদান কয়টি?

110 / 200

যদি (64)2/3 + (625)1/2 = 3K হয় তবে K এর মান -

111 / 200

হাজার হ্রদের দেশ কোনটি?

112 / 200

নিচের কোনটি ধবনি-পরিবর্তনের উদাহরণ নয়?

113 / 200

আপনার কাছে পাঁচটি আদুলি, ৮টা সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?

114 / 200

একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৬৮ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা - এর দৈর্ঘ্য কত?

115 / 200

‘আলোকিত মানুষ চাই’ - এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?

116 / 200

‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?

117 / 200

দুইটি সংখ্যার গ সা গু 11 এবং ল সা গু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি –

118 / 200

কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?

119 / 200

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

120 / 200

কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?

121 / 200

পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?

122 / 200

0.47. কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?

123 / 200

কোপেনহেগেন কোন দেশের রাজধানী?

124 / 200

World No-Tobacco Day is observed on -

125 / 200

f(x) = x3 = 2x + 10 হলে f(0) = কত?

126 / 200

কোনটি সঠিক বানান?

127 / 200

ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

128 / 200

CALCUTTA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?

129 / 200

শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?

130 / 200

একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, সাধারণ অনুপাত কত?

131 / 200

কোথায় সেনাবাহিনী নেই?

132 / 200

ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে -

133 / 200

বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?

134 / 200

চর্যাপদ কোন ছন্দে লেখা?

135 / 200

প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?

136 / 200

কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?

137 / 200

৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

138 / 200

'The French' refers to -

139 / 200

একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?

140 / 200

কম্পিউটার সিস্টেমে এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?

141 / 200

কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?

142 / 200

বিশ্ব পরিবেশ দিবস কোনটি?

143 / 200

‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?

144 / 200

কিরগিজিস্তানের রাজধানী কোথায়?

145 / 200

অশোক সৈয়দ কার ছদ্মনাম?

146 / 200

'The origin and Development of Bengali Language' - গ্রন্থটি রচনা করেছেন -

147 / 200

Choose the word/phrase that best retains the meaning of the underlined word/phrase in the given sentences:Despite being a brilliant scientist, he does not seem to get his ideas across.

148 / 200

কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?

149 / 200

ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?

150 / 200

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?

151 / 200

‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

152 / 200

নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়?

153 / 200

১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন ‘আগামীকাল’। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?

154 / 200

Let us begin by looking at the minutes of the meeting. Here the underlined word means -

155 / 200

Find the odd-man out-

156 / 200

রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

157 / 200

One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:-

158 / 200

“Global Terrorism Index” ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-

159 / 200

জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?

160 / 200

“লবণ” শব্দের বিশেষ্য কোনটি?

161 / 200

x2 - 8x -8y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?

162 / 200

মধ্যযুগের কবি নন কে?

163 / 200

MKS পদ্ধতিতে ভরের একক -

164 / 200

নিম্নের কোন বাক্যটি সত্য নয়?

165 / 200

বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?

166 / 200

কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?

167 / 200

নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

168 / 200

Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?

169 / 200

শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?

170 / 200

গম্ভিরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

171 / 200

“WIPO” এর সদর দপ্তর-

172 / 200

নিচের কোনটি মীর মশাররফ জন্ম-মৃত্যু সাল?

173 / 200

বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?

174 / 200

একটি সাবানের আকার ৫ সে.মি. x ৪ সে.মি. x ১.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

175 / 200

In each of the following questions, choose the word opposite in meaning to the given word. HATE

176 / 200

দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?

177 / 200

খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?

178 / 200

Lunar eclipse occurs on -

179 / 200

এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?

180 / 200

14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?

181 / 200

জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?

182 / 200

.x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জড় সংখ্যা হবে?

183 / 200

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ( Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকগুলোর উপর গুরুত্ব দেয়া হয়েছে?

184 / 200

মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?

185 / 200

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

186 / 200

বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?

187 / 200

মৌমাছির চাষ হলো -

188 / 200

Choose the pair of words that expresses a relationship similar to that of “Harm:Damage”--

189 / 200

জীবনঢুলী কি?

190 / 200

অপটিক্যাল ফাইবারে আলো কোন ঘটনাটি ঘটে?

191 / 200

The Art of War” গ্রন্থের রচয়িতা -

192 / 200

'Subject-Verb Agreement' refers to -

193 / 200

অ্যালটিমিটার (Altimeter) কি?

194 / 200

x+y=2, x2+y2=4 হলে x3+y3= কত?

195 / 200

The word 'Shrug' indicating doubt or indifference is associated with -

196 / 200

Only those who are not serious to their success work by ___ and starts.

197 / 200

রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?

198 / 200

“লয়াজিরগা” কোন দেশের আইন সভা?

199 / 200

সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?

200 / 200

One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer

Your score is

0%

BCS exam BCS (Cadre) Recruitment Examination Procedure According to the BCS (Age, Eligibility and Direct Recruitment Examination)

Rules-2014 framed for conducting recruitment examination in Bangladesh Civil Service, 3 level examination is conducted by the Commission for recruitment of suitable candidates in the following 26 cadres of BCS.

BCS’s three-tier examination system As per the provisions of BCS (Age, Eligibility and Direct Recruitment Examination) Rules-2014, for the purpose of nominating suitable candidates for Bangladesh Civil Service, the Public Service Commission conducts the following 3 level recruitment examination.

First Level: 200 number MCQ Type Preliminary Test. Second Level: Written Test of 900 marks for successful candidates in Preliminary Test. Level 3: An oral test of 200 marks for the successful candidates in the written test.

BCS Preliminary Online Exam

First Level: 200 number MCQ Type Preliminary Test Due to a large number of candidates as compared to the vacancies, Bangladesh Public Service Commission conducts MCQ Type Preliminary Test No. 200 in accordance with Rule-6 of BCS (Age, Eligibility and Direct Recruitment Examination) Rules-2014 for selection of suitable candidates through written test. Until the 34th BCS exam, the preliminary test was taken at 100 marks. BCS exam.

As per the provisions of BCS Examination Rules-2014, the system has been introduced to take the MCQ Type Preliminary Test on 10 subjects in 2 hours from the 35th BCS Exam.

Candidates declared successful by the Commission in the Preliminary Test have to appear for the written test of 900 marks. According to the prescribed educational qualifications, 26 cadres are divided into general cadres and technical/professional cadres into these two categories. A. Written test of 900 marks for general cadre candidates. B. Written test of 900 marks for candidates of technical/professional cadre.

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top