Biology First Paper Cumilla Board 2021 MCQ Solution : ১৫/১২/২০২১ তারিখে অনুষ্ঠিত কুমিল্লা বোর্ডের জীববিজ্ঞান ১মপত্রের MCQ প্রশ্নের সমাধান
Plant Reproduction click here
Here are given HSC Cumilla Board Biology First paper MCQ Questions with answers for HSC examinees who try to do best in their upcoming Examination and so on. On the other hand, Students can take proper preparation. it will obviously help HSC candidates in practice.
তুমি যদি এইচএসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এটি তোমার জন্য অনুসরনীয়। এর মাধ্যমে তুমি খুব সহজে ধারনা লাভ করতে পারবে। কিভাবে কুমিল্লা বোর্ডের প্রশ্ন ও এর উত্তর দিতে হবে।
সমাজকর্ম বিভাগের জন্য কিছু এমসিকিউ
৫১. নিচের কোনটি পরম মূল্যবোধ?
ক. মানব মর্যাদার স্বীকৃতি
খ. গোপনীয়তা
গ. আত্মনিয়ন্ত্রণ অধিকার
ঘ. গ্রহণ
৫২. মূল্যবোধ মানুষের মধ্যে সৃষ্টি করে —
i. সচেতনতাবোধ
ii. বিশ্বাসবোধ
iii. দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. সাহায্যার্থীর সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে কোনটি?
ক. আত্মনিয়ন্ত্রণ অধিকার
খ. আত্মসচেতনতা
গ. ব্যক্তিস্বাধীনতা
ঘ. সামাজিক ন্যায়বিচার
৫৪. কোনটি সমাজে লিপিবদ্ধ থাকে না?
ক. সম্পদ খ. মর্যাদা
গ. মূল্যবোধ ঘ. আদর্শ
নিচের উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
টমাস মুর একজন পেশাদার সমাজকর্মী। তিনি সমস্যাগ্রস্তদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন না। কিন্তু তাদের মতামতকে মূল্যায়ন না করে নিজের মতামত তাদের ওপর চাপিয়ে দেন এবং সাহায্যার্থীর প্রয়োজনীয় তথ্য অন্যের কাছে প্রকাশ করে দেন।
৫৫. উদ্দীপকে টমাস মুর গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন সমাজকর্মের কোন মূল্যবোধ?
ক. ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি
খ. সবার সমান সুযোগ
গ. গণতান্ত্রিক অধিকার
ঘ. ব্যক্তিস্বাধীনতা
৫৬. উদ্দীপকে টমাস মুর সমাজকর্ম পেশার নীতি লঙ্ঘন করেছেন —
i. সাহায্যার্থীর আত্মনিয়ন্ত্রণ অধিকার
ii. সামাজিক দায়িত্ববোধ
iii. গোপনীয়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭. সমাজকর্মীর মূল্যবোধ নয় কোনটি?
ক. অধিকার সংরক্ষণ
খ. গোপনীয়তা রক্ষা
গ. অধিক পারিশ্রমিক
ঘ. চারিত্রিক সততা গ্রহণ
৫৮. সমাজকর্ম মূল্যবোধ কোনটি?
ক. সমাজসংস্কার
খ. সামাজিক দায়িত্ববোধ
গ. সামাজিক আন্দোলন
ঘ. সামাজিক উন্নয়ন
৫৯. একে–অপরের কার্যাবলির ওপর হস্তক্ষেপ না করে নিজ ইচ্ছা অনুসারে কাজ করাকে কী বলা হয়?
ক. স্বাধীনতা
খ. ব্যক্তিস্বাধীনতা
গ. স্বেচ্ছাচারিতা
ঘ. পরাধীনতা
৬০. ‘যেকোনো বিজ্ঞানকে কমবেশি মানবিক মূল্যবোধের আশ্রয় নিতে হয়’—উক্তিটি কার?
ক. হার্বার্ট স্পেনসার
খ. জর্জ সিমসন
গ. জর্জ ওয়াশিংটন
ঘ. জর্জ বার্নাড শ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৫১.ক ৫২.ঘ ৫৩.ক ৫৪.গ ৫৫.খ ৫৬.খ ৫৭.গ ৫৮.খ ৫৯.খ ৬০.খ