Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্র্যতা mcq সাজেশন
১. নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত? (ঢা বো, ২০২১)
ক) রেচন
খ) শ্বসন।
গ) পরিপাক
ঘ) সংবহন
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
যে প্রক্রিয়ায় নাইট্রোজেনঘটিত দূষিত পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে রেচন বলে।
• নেফ্রিডিয়া Annelida পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ।
Annelida পর্বের প্রাণীদের দেহের প্রায় প্রতিটি খণ্ডকে নেফ্রিডিয়া অবস্থিত ।
এজন্য এ অঙ্গকে সেগমেন্টাল অর্গান বলা হয় ।
আরো পড়ুনঃ
২. ঝিনুক কোন পর্বের প্রাণী?ঢা বো, ২০২১, সি, বো ২০১৯
ক) Platyhelminthes
খ) Echinodermata
গ) Annelida
(ঘ) Mollusca
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
• ঝিনুক Mollusca পর্বের প্রাণী।
এদের কম্বােজ প্রাণীও বলা হয়ে থাকে।
এদের দেহ ম্যান্টল নামক আবরণে আবৃত ।
Platyhelminthes পর্বের প্রাণীগুলাে হলাে— ফিতাকৃমি, যকৃত কৃমি, চ্যাপ্টাকৃমি ইত্যাদি।
Annelida পর্বের প্রাণীগুলাে হলাে— জোক, কেচো ইত্যাদি।
Echinodermata পর্বের প্রাণীগুলাে হলাে— সমুদ্র তারা, সাগর অচিন, সমুদ্র শসা ইত্যাদি।
৩। নালিকা পদ’ কোন পর্বের প্রাণীর চলনা? চ বো ২০২১
ক) Nematoda
খ) Annelida
গ) Mollusca
ঘ) Echinodermata
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
Echinodermata পর্বের প্রাণীদের চলন অঙ্গ হলাে নালিকা পদ বা টিউব ফিট।
এ অঙ্গ পানি সংবহনতন্ত্রের অংশবিশেষ।
Mollusca পর্বের প্রাণীদের মাংসল পদ চলনের জন্য ব্যবহৃত হয়।
Annelida পর্বের প্রাণীদের চলনাঙ্গ সিটি বা প্যারাপােডিয়া
৪। কোন পর্বে শিখা কোষ পাওয়া যায়? » বো, যা বো ২০২১ বো ২০১৯ , বো ২০১৫
ক) Nematoda
খ). Arthropoda
গ) Platyhelminthes
ঘ) Echinodermata
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
Platyhelminthes পর্বের প্রাণীদের রেচনতন্ত্র রেচননালি ও শিখাকোষ নিয়ে গঠিত।
এদের রেচনতন্ত্র শাখা-প্রশাখা যুক্ত ।
• Arthropoda পর্বের প্রাণীদের রেচনতন্ত্র মালপিজিয়ান নালিকা।
Echinodermata পর্বের প্রাণীদের রেচন অঙ্গা অনুপস্থিত।
৫. অ্যামােসিট (Ammocete) লার্ভা দশা দেখা যায় কোনটিতে? মা বো ২০২১
ক) হ্যাগফিশ
খ) হাঙর
গ) স্টিংরে।
(ঘ) ল্যামপ্রে
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
• Petromyzontida শ্রেণিভূক্ত মাছে Ammocete লার্ভা দশা দেখা যায়।
এরা ল্যামপ্রে নামে পরিচিত।
• Myxini পর্বের মাছদের হ্যাগফিশ বলা হয় ।
• হাঙ্গর ও স্টিংরে Chondricthyes শ্রেণির অন্তর্গত।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
৬। বাদুড়-এর হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কতটি? মা বো ২০২১
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য বাদুড় Mammalia শ্রেণির অন্তর্ভুক্ত।
বাদুড় উডডয়নে সক্ষম।
এদের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠবিশিষ্ট।
বাদুড়ের হৃৎপিণ্ড দুটি অ্যাট্রিয়াম ও দুটি ভেন্ট্রিকল নিয়ে গঠিত।
৭। ত্রিপদী নামের প্রবর্তক কোন বিজ্ঞানী? (রা বো ২০২১, চ বো ২০১৯)
(ক) ক্যারােলাস লিনিয়াস
খ) দ্য ল্যামার্ক
(গ) মিগেল
(ঘ) আর্নেস্ট মায়ার
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
পাখি বিজ্ঞানী স্লিগেল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন।
গণ, প্রজাতি ও উপপ্রজাতি এ তিনটি পদ ত্রিপদ নামকরণে ব্যবহার হয়। এ নামকরণ ICZN কর্তৃক স্বীকৃত।
ক্যারােলাস লিনিয়াস প্রাণীর দ্বিপদ নামকরণ করেন।
ল্যামার্ক বিবর্তন তত্ত্ব প্রবর্তন করেন।
৮. কোনটি অরীয় প্রতিসম প্রাণী? দিনাপুর ২০২১
ক) কীটপতঙ্গ।
খ হাইড্রা
গ) তারামাছ।
(ঘ) স্পঞ্জ
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য- অরীয় প্রতিসাম্যতায় প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যেকোনাে তলে দুই এর বেশি সংখ্যক সমান ভাগে ভাগ করা যায়।
• হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন অরীয় প্রতিসম প্রাণী।
কীটপতঙ্গ দ্বিপার্শ্বীয় প্রতিসম।
তারামাছ পঞ্চঅরীয় প্রতিসম।
৯। কোন পর্বটি সিলােমবিহীন? (দি, বে ২০২১’ মা বো, ২০১৫)
ক) Cnidaria
খ) Mollusca
গ) Arthropoda
ঘ) Echinodermata
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
Cnidaria পর্বের প্রাণীৱা অ্যাসিলােমেট।
এদের সিলােমের পরিবর্তে স্পঞ্জি প্যারেনকাইমা কোষ থাকে।
• Mollusca, Arthropoda ও Echinodermata পর্বের প্রাণীরা প্রকৃত সিলােমযুক্ত।
এদের ভ্ৰণীয় মেসােডার্মের অভ্যন্তর থেকে গব্বররূপে সিলােম উদ্ভূত হয়।
১০. নিচের কোনটি সঠিক? /কু বো ২০২১/
ক) প্যারাপােডিয়া- Mollusca
খ) র্যাডুলা – Arthropoda
(গ) স্পঞ্জোসিল→ Porifera
(ঘ) নটোকর্ড→ Echinodermata
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
Porifera পর্বের প্রাণীদের স্পঞ্জোসিল নামক গহ্বর থাকে।
* প্যারাপােডিয়া Annelida পর্বের প্রাণীদের চলন অঙ্গ।
• র্যাডুলা Mollusca পর্বের প্রাণীদের পরিপাক তন্ত্রের অংশ ।
• নটোকর্ড Chordata পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
১১. শ্রেণি Sarcopterygii-এর বৈশিষ্ট্য হলাে—কু বো ২০২১
ক) Sarcopterygii শ্রেণীর মাছ গুলো পিন্ডময় পাখনা বিশিষ্ট
(খ) বায়ু পটকা রক্তজালক সমৃদ্ধ
(ক) অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়
(গ) লেজ হেটারােসার্কাল ফে আঁইশ প্লাকয়েড
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
• Sarcopterygii শ্রেণির মাছগুলো পিন্ডময় পাখনাবিশিষ্ট।
এদের অন্তঃকঙ্কাল অস্থিময়।
লেজ ডাইফিসার্কাল।
দেহ গ্যানয়েড ধরনের আঁইশে আবৃত।
১২. ‘ম্যান্টল’ নামুক পাতলা আবরণ থাকে- (চ বো, ২০২১)
ক) Porifera
খ) Mollusca
গ) Annelida
ঘ) Nematoda
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
• Mollusca পর্বের প্রাণীদের দেহ ‘ম্যান্টল’ নামক পাতলা আবরণে আবৃত।
ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থ দ্বারা চুনময় খােলক গঠিত।
Porifera পর্বের প্রাণীর দেহ অস্টিয়া নামক ছিদ্রযুক্ত।
Nematoda ও Annelida পর্বের প্রাণীদের দেহ কিউটিকল দিয়ে আবৃত।
১৩. প্রকৃত সিলােমযুক্ত প্রাণী কোনটি? (চ বো, ২০২১)
ক) Taenia solium
খ) Ascaris lumbricoides
গ) Metaphire posthuma
ঘ) Fasciola hepatica
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
Mollusca হতে Chordata পর্যন্ত পর্বের প্রাণীসমূহ প্রকৃত সিলােমেট।
Metaphire posthuma Annelida পর্বের অন্তর্গত।
Taenia solium ও Faciola hepatica অ্যাসিলোমেট
Ascaris lumbricoides অপ্রকৃত সিলােমযুক্ত প্রাণী।
১৪. কোন পর্বের প্রাণীরা সমুদ্রের rain forest নামে পরিচিত? সি বো ২০২১
ক) Cnidaria
খ) Nematoda
গ) Arthropoda
ঘ) Echinodermata
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
Cnidaria পর্বের প্রাণীরা সমুদ্রের rain forest নামে পরিচিত।
এ পর্বের প্রাণীরা প্রবাল ও প্রবাল প্রাচীর গঠন করে।
Nematoda পর্বের প্রাণীরা গােলকৃমি নামে পরিচিত।
Arthropoda পর্বের প্রাণীরা সন্ধিপদী প্রাণী নামে পরিচিত।
Echinodermata পর্বের প্রাণীদের দেহ কাঁটাযুক্ত।
১৫। Chondrichthyes শ্রেণির প্রাণীদের ফুলকারন্দ্রের সংখ্যা-
ক) ৪-৫ জোড়া
(খ) ৫-১২ জোড়া
(গ) ৫-৭ জোড়া
(ঘ) ৫-১৫ জোড়া।
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
Chondrichthyes শ্রেণির মাছেরা তরুণাস্থিময়।
এদের শ্বসন অংগ ফুলকা।
মাথার দুপাশে ৫-৭ জোড়া ফুলকার দেহের বাইরে উন্মুক্ত।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
১৬, কোষীয় গঠনমাত্রার প্রাণী পর্ব কোনটি? সি বো ২০২১
ক) Cnidaria
খ) Porifera
গ) Platyhelminthes
ঘ) Nematoda
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
• প্রাণীর কোষীয় মজটিলতার প্রতিটি স্তর হলাে সংগঠন মাত্রা।
Porifera কোষীয় সংগঠনমাত্রার প্রাণী।
Cnidaria কোষ-কলা সংগঠনমাত্রার প্রাণী।
• Platyhelminthes কলা-অঙ্গ সংগঠনমাত্রার প্রাণী।
Nematoda অঞ্জাতন্ত্র পর্যায়ের প্রাণী।
১৭. ‘অঞ্চলায়ন’ কোন পর্বের শ্রেণিবিন্যাসের জন্য গুরুত্বপূর্ণ? সি বো ২০২১
Mollusca
Arthropoda
Annelida
Echinodermata
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
আর্থোপােডাদের দেহ খণ্ডকের অলীকরণকে অলায়ন বলে।
• প্রতিটি অঞল হলাে ট্যাগমাটা।
• আর্থোপােডাদের দেহের কিছু খণ্ড একত্রে মিলিত হয়ে দেহে সুনির্দিষ্ট অঞল সৃষ্টি করে।
যে বিবর্তনিক প্রক্রিয়ায় অঞ্জলায়ন সম্পন্ন হয় তাকে ট্যাগমােসিস বলে।
১৮. নিচের কোন প্রাণীটি দ্বিস্তরী? /য, বো, ২০২১/
ক তারামাছ
খ) ঘাসফড়িং
গ) জোক
ঘ) হাইড্রা
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য।
ভ্রুণের যেসব কোষস্তর থেকে ভবিষ্যতে বিবিধ কলা ও অঙ্গ প্রস্ফুটিত হয় তাদের ভূণস্তর বলে।
ভূণস্তরের উপর ভিত্তি করে প্রাণীদের দু’ভাগে ভাগ করা হয় । যথা— দ্বিস্তরী ও ত্রিস্তরী ।
Cnidaria পর্বের প্রাণীরা দ্বিস্তরী। যেমন— Hydra।
Arthropoda, Echinodermata, Mollusca ত্রিস্তরী ।
১৯. প্রাণিবিদ্যার জনক কে? ব বো ২০২১
ক লিনিয়াস
খ) খ্রিওফ্রাস্টাস
গ অ্যারিস্টটল
ঘ) ডারউইন
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়।
তিনিই প্রথম প্রাণীদের ভিন্নতা লক্ষ করে।
একে একটি স্বতন্ত্র শাখাহিসেবে গড়ে তুলতে আগ্রহী হন।
ক্যারােলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক।
থিওফ্রাস্টাস আধুনিক উদ্ভিদ বিজ্ঞানের জনক।
চার্লস ডারউইন বিবর্তনের জনক।
২০. সিলােমবিহীন পর্ব কোনটি?
Nematoda
Annelida
Platyhelminthes
Chordata
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
• ভূণীয় মেসােডার্ম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহগহ্বর হলাে সিলােম ।
Platyhelminthes পর্বের প্রাণীদের সিলােম থাকে না।
Nematoda পর্বের প্রাণীদের সিলােম অপ্রকৃত ।
Annelida ও Chordata প্রাণীদের সিলােম প্রকৃত ।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
২১। ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট-
i দেহ টিকনিক দ্বারা আবৃত
ii পরিনত প্রানীরা নিশ্চল
iii আজীবন নটোকর্ড উপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
খ) ii ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
ইউরােকর্ডাটা উপ-পর্বের সকল প্রাণীই সামুদ্রিক।
• পরিণত অবস্থায় এদের নটোকর্ড থাকে না।
এদের লার্ভা দশা মুক্তজীবী তবে পরিণত অবস্থায় এরা নিশ্চল ।
• দেহ টিউনিক বা টেস্ট নামক আবরণে আবৃত।
২২. উভচর (অ্যাম্ফিবিয়া) এর বৈশিষ্ট্য- দি, বে ২০২১
1. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট
ii. ত্বকে আঁশ থাকে না
iii. জীবনচক্রে লার্ভা দশা উপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
খ) ii ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
উভচর পর্বের প্রাণীরা এন্ডোথার্মিক
এরা লার্ভাদশায় জলচর তবে পূর্ণাঙ্গ অবস্থায় স্থলচর।
হৃৎপিণ্ডে দুটি অলিন্দ ও একটি নিলয় রয়েছে।
ত্বক মসৃণ, আর্দ্র ও গ্রন্থিময় ।
২৩. রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত –
i Nematoda
ii. Mollusca
ili. Platyhelminthes
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
খ) ii ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
Nematoda ও Platyhelminthes পর্বের অধিকাংশ প্রাণীরাই পরজীবী.
এদের রক্তসংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত।
• Mollusca পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত।
এদের ফুলকা, ফুসফুস অথবা ম্যান্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন হয়।
২৪. র্যাডুলা কোন কোন প্রাণীতে দেখা যায়? /সি বে ২০২১/
i. অক্টোপাস
ii. জোক
iii. শামুক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
খ) ii ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
অক্টোপাস ও শামুক Mollusca পর্বের প্রাণী।
এদের রেতি-জিহ্বা র্যাডুলা নামক অংগ রয়েছে
র্যাডুলা কাইটিন দ্বারা গঠিত।
এটি পরিপাকতন্ত্রের অংশবিশেষ ।
২৫. Aves শ্রেণির বৈশিষ্ট্য হলাে-
1: উষ্ণ রক্তবিশিষ্ট
ii. দেহ পালকে আবৃত
iii. অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
খ) ii ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
Aves শ্রেণিভুক্ত প্রাণীরা পাখি নামে পরিচিত।
এরা এন্ডােথার্মিক বা সমােষ্ণশােণিত।
দেহ পালকে আবৃত।
অস্থি বায়ুগহ্বর পূর্ণ ও হালকা।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
২৬. কর্ডাটা পর্বভুক্ত প্রাণীর দেহের – ব বো ২০২১
i জীবনের কোনাে না কোনাে দশায় নটোকর্ড থাকে
ii. গলবিলীয় ফুলকা রন্দ্র বিদ্যমান
iii. অপ্রকৃত সিলােম থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
খ) ii ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
• নটোকর্ড কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য।
• গলবিলের দুপাশে কয়েকজোড়া ফুলকার থাকে ।
এদের স্নায়ুরজু পৃষ্ঠীয় ও ফাপা।
• এরা প্রকৃত সিলােমযুক্ত প্রাণী।
নিচের উদ্দীপকটি লক্ষ করাে এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
কা, কে ২০২১, ঢ বের ২০১৭/
২৭. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বের?
ক) Porifera
খ) Platyhelminthes
গ) Nematoda
ঘ) Annelida
২৮. উদ্ভিদকে উল্লিখিত প্রাণীটির ক্ষেত্রে প্রযােজ্য।
i অ্যাসিলােমেট
ii. রেচন অঙ্গ শিখা কোষ
iii. মুক্তজীবী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
• যকৃত কৃমি Platyhelminthes পর্বের অন্তর্ভুক্ত।
এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম।
দেহ সিলােমবিহীন।
রেচনতন্ত্র শিখাকোষ বা প্রােটোনেফ্রিডিয়া দ্বারা গঠিত।
• এদের অধিকাংশ পরজীবী, কিছুসংখ্যক মক্তজীৰী ।
নিচের উদ্দীপক থেকে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
২৯. উল্লিখিত প্রাণীটির পর্বের নাম কী?
Mollusca
Arthropoda
Echinodermata
Annelida
৩০. উল্লিখিত পর্বের বৈশিষ্ট্য-
i দেহ দ্বিপাশ্মীয় প্রতিসম
ii. দেহ ম্যান্টল পর্দায় আবৃত
iii. দেহ নরম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
শামুক Mollusca পর্বের অন্তর্ভুক্ত।
এদের দেহ নরম তাই এদের কম্পােজ প্রাণী বলা হয় এদের দেহ ম্যান্টল নামক পর্দা দ্বারা আবৃত ।
ম্যান্টল নিঃসৃত রস দিযে চুনময় খােলক তৈরি হয় এদের অধিকাংশই দ্বিপার্শ্বীয় প্রতিসম তবে এ পূর্বের গ্যাস্ট্রোপােডরা অপ্রতিসম ।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
উদ্দীপকটি পড়াে এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
রুই ও হাঙর উভয়ই মাছ হলেও এদের মধ্যে শ্রেণিবিন্যাসগত ও গাঠনিক পার্থক্য বিদ্যমান।
৩১. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি যে শ্রেণির অন্তর্গত
Myxini
Sarcopterygii
Actinopterygii
Chondrichthyes
৩২. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় প্রাণীটির ক্ষেত্রে প্রযােজ্য-
i. প্লাকয়েড আঁশ বিদ্যমান
ii. পুচ্ছ পাখনা হেটারােসার্কাল
৪ জোড়া ফুলকা থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
রুই মাছ Actinopterygii শ্রেণির অন্তর্গত।
এদের অন্তঃকঙ্কাল অস্থিময়।
হাঙ্গর Chondricthyes শ্রেণির অন্তর্গত ।
এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়।
এদের মাথার দুপাশে ৫-৭ জোড়া ফুলকার থাকে।
নিচের উদ্দীপকের আলােকে ৩৩ ও ৩৪ নং প্রশের উত্তর দাও:
ফারহান ও মাহি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে অনেকগুলাে শামুক ও তারামাছ সংগ্রহ করলাে।
৩৩. ফারহান ও মাহির সংগৃহীত দ্বিতীয় প্রাণীটি কোন পর্বভুক্ত?
Cnidaria
Arthropoda
Echinodermata
Mollusca
৩৪. উদ্দীপকে উল্লিখিত প্রাণীগুলাের শ্রেণিবিন্যাসের ভিত্তি
i, শ্বসন কৌশল
ii. কঙ্কালতন্ত্র
iii. আবাস স্থল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
• শামুক Mollusca পর্বের প্রাণী।
তারামাছ Echinodermata পর্বের প্রাণী।
• শামুক ফুলকা, ফুসফুস অথবা ম্যান্টল দ্বারা শ্বসন সম্পন্ন করে।
এদের দেহ নরম ও মাংশল।
এদের বহিঃকঙ্কাল কন্টকযুক্ত।
৩৫. সিলােমযুক্ত প্রাণী কোনটি? ২০১৮
ক) স্পঞ্জ
(খ) জেলিফিশ
গ) চ্যাপ্টা কৃমি
(ঘ) তেলাপোকা।
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য।
• মেসােডার্ম উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহব্বরই হলাে সিলােম ।
এসব প্রাণীর দেহে সিলােম বা প্রকৃত দেহগহ্বর বিদ্যমান। তাই সিলােমযুক্ত প্রাণীরা অপেক্ষাকৃত উন্নত প্রাণী।
• চ্যাপ্টাকৃমি হলাে সিলােমবিহীন এবং স্পঞ্জ ও জেলিফিশ হলো অপ্রকৃত সিলােমযুক্ত, প্রাণী। তেলাপােকা এদের চেয়ে অপেক্ষাকৃত উন্নত এবং সিলােমযুক্ত।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
৩৬, নিম্নের কোন প্রাণীতে সুডােসিলােম দেখা যায়? ল বো ২০১৯/
Fasciola hepatica
Taenia solium
Ascaris lumbricoides
Metaphire posthuma
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
• সিলােমের উপস্থিতি, অনুপস্থিতি ও প্রকৃতির উপর নির্ভর করে।
প্রাণীর তিন ধরনের, যথা- ১. সিলােমবিহীন, ২. অপ্রকৃত সিলােমযুক্ত বা অ্যাডােসিলােমেট এবং ৩, প্রকৃত সিলােমযুক্ত।
Fasciola hepatica এবং Taenia solium
Metaphire posthuma হলাে প্রকৃত সিলােমযুক্ত প্রাণী।
দেহগহ্বর পেরিটোনিয়াম পর্দার বদলে পেশিস্তর দ্বারা আবৃত থাকায় Ascaris Zambricoides অ্যাডােসিলােমেট
৩৭. Platyhelminthes পর্বের রেচন অঙ্গার নাম কী? ‘দি বো ২০১৯
ক নেফ্রিডিয়া
খ শিখাকোষ
গ) মালপিজিয়ান নালিকা
ঘ) নেফ্রন।
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
• প্রতিটি কোষে বিপাকীয় কাজের ফলে উৎপন্ন নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ রেচন অঙ্গের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়।
Annelida পর্বের প্রাণীরা তাদের প্রধান রেচন অঙ্গ নেফ্রিডিয়ার মাধ্যমে রেচন পদার্থ অপসারিত করে।
Arthropoda পর্বের প্রাণীর মালপিজিয়ান নালিকার মাধ্যমে এবং Chordata পর্বের প্রাণীরা নেফ্রনের মাধ্যমে রেচন পদার্থ অপসারণ করে থাকে।
• শিখাকোষ হলাে Platyhelminthes পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ।
৩৮, নিচের কোনটি Platyhelminthes পৰ্বভুক্ত প্রাণী? (য, বো ২০১৯)
Seypha
Fasciola
Ascaris
Metaphire
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
• নন-কর্ডাটা প্রাণীদের স্নায়ুরজ্জর ফুলকাছিদ্র, পায়ু, হৃৎপিণ্ড, রক্ত সংবহনতন্ত্র ইত্যাদি বৈশিষ্ট্যের আলােকে বিভিন্ন পর্বে বিন্যস্ত করা হয়েছে।
বৈশিষ্ট্যের আলােকে Seypha, Ascaris এবং Metaphare হলাে যথাক্রমে Porifera, Nematoda এবং Annelida পর্বের প্রাণী।
• ফিতার ন্যায় চ্যাপ্টা, কোষযুক্ত, শিখাকোষ ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় Fasciola হলাে Platyhelminthes পর্বের প্রাণী।
৩৯, কোন প্রাণীতে ৭ জোড়া গলবিলীয় ফুলকার পাওয়া যায়? ব বো ২০১৯
Myxine glutinosa
Petromyzon marimus
Scoliodon laticaudus
Channa punctatus
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
* কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রেণির প্রাণীতে ভিন্ন সংখ্যক গলবিলীয় ফুলকার দেখা যায়।
Mixine glutinosa-তে ৫-১৫ জোড়া গলবিণীয় ফুলকার রয়েছে।
• Scoliodon lacticaudus এবং Channa punctatus এ যথাক্রমে ৫-৭ এবং চারজোড়া ফুলকার বিদ্যমান।
• ল্যামপ্রে বা Petromyzon marinus-এ সাত জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায় ।
৪০. সম্পূর্ণ চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? ঢাকা বোর্ড ২০১৯
(ক) টিকটিকি
খ) কুমির
(গ) কচ্ছপ
ঘ) সাপ
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
• টিকটিকি, কুমির, কচ্ছপ এবং সাপ হলো Reptilia শ্রেণির প্রাণী।
• Reptilia শ্রেণির প্রাণীদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলাে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড ।
এর কারণ হলাে মৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণভাবে বিভক্ত থাকে। একমাত্র কুমিরের হৃৎপিণ্ডই সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠবিশিষ্ট।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
৪১. কোনটির পুচ্ছপাখনা হেটারােসার্কাল ধরনের? (দি বো ২০১৯)
ক) রুই
খ) লাংফিশ
গ টাকি
ঘ) হাঙ্গর
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
• টাকি ও রুই মাছের পুচ্ছপাখনা হােমােসাকাল ধরনের।
লাংফিশে ডাইফিসার্কাল ধরনের পুচ্ছপাখনা বিদ্যমান।
হাঙ্গরে হেটারােসার্কাল ধরনের পুচ্ছপাখনা দেখা যায় ।
• হেটারােসার্কাল পুচ্ছপাখনা Chondrichthyes শ্রেণির একটি অন্যতম বৈশিষ্ট্য।
৪২. অরীয় প্রতিসাম্যের উদাহরণ হলাে— /য, ব ২০১৯/
1. Hydra
ii. Taenia
iii. Astropecten
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii (খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
• অরীয় প্রতিসাম্যে কোন প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যেকোনাে তলে সমান অংশে ভাগ করা যায় ।
সাধারণ Cnidaria ও Echinodermata পর্বের অধিকাংশ প্রাণীতে এ ধরনের প্রতিসাম্য পরিলক্ষিত হয়।
Taenia-তে দ্বিপাশীয় প্রতিসাম্য দেখা যায় ।
Hydra এবং Astropecter হলাে অরীয় প্রতিসাম্যের উদাহরণ।
৪৩, Echinodermata পর্বের বৈশিষ্ট্য-
i, অৱীয় প্রতিসম
ii. পানি সংবহন তন্ত্র
iii. নালিকা পদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য
Echinodermata পর্বের প্রাণীদের কন্টকত্বকী প্রাণী বলা হয় । পূর্ণাঙ্গ প্রাণীরা অখণ্ডায়িত ও পঞ্চঅরীয় প্রতিসম।
শ্বসন, চলন ও খাদ্য সংগ্রহের জন্য বৈশিষ্ট্যমণ্ডিত পানি সংবহনতন্ত্র বিদ্যমান।
ত্বক কাটাময় এবং নালিকা পদ রয়েছে।
নিচের উদ্দীপকটি পড়াে এবং ৪৪ ও ৪৫ নং প্রশ্নগুলাের উত্তর দাও:
পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুস দ্বারা শ্বসন কার্য সম্পন্ন করে।
৪৪. উদ্দীপকে উল্লিখিত প্রাণী কোন শ্রেণিভুক্ত?
Amphibia
Aves
Reptilia
Mammalia
৪৫. উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের-
i. রক্ত শীতল প্রকৃতির
ii, আঙ্গুল নখরযুক্ত
iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য-
Amphibia শ্রেণির প্রাণীরা মেরুদণ্ডী। জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পূর্ণাঙ্গ দশায় ফুসফুস দিয়ে শ্বাসকার্য সম্পন্ন করে। এই শ্রেণির প্রাণীরা শীতল রক্ত বিশিষ্ট এবং এদের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠে বিভক্ত থাকে। নখরযুক্ত আঙ্গুল Reptilia শ্রেণির বৈশিষ্ট্য।
প্রাণিজগত (ভিন্নতা, শ্রেণিবিন্যাসের ভিত্তি ও নীতি)
৪৬. প্রতিসাম্যতা হলাে— দি বো ২০১৬
(ক) তিনটি ভ্ৰণ স্তরবিশিষ্ট দশা
(খ) যে কোনাে তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান
(গ) একই ধরনের খণ্ডাংশবিশিষ্ট অবস্থা
(ঘ) প্রাণীকে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতি
যে কোনাে তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থানই হলাে প্রতিসাম্যতা। ত্রিস্তরী প্রাণীদের ভ্রুণ এক্টোডার্ম, এন্ডােডার্ম ও মেসােডার্ম নামক তিনটি ভূণ স্তরবিশিষ্ট দশা নিয়ে গঠিত। একই ধরনের খণ্ডাংশবিশিষ্ট অবস্থাই হলাে খণ্ডকায়ন। প্রাণীদেহকে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতিকে বলা হয় অঞলায়ন।
৪৭. কোনটি অপ্রতিসম প্রাণী?
ক ইলিশ
খ) তারা মাছ
গ) হাইড্রা
(ঘ) অ্যামিবা
৪৮. অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি? (ঢাকা ও চট্রগ্রাম বোর্ড ২০১৭)
ক) Volvox
খ) Julus
গ) Pila
ঘ) Hydra
৪৯, কোন প্রাণীটি দ্বিঅরীয় প্রতিসম? কু বো ২০১৭
ক) Metridium
খ) Clioda
গ) Ceoloplana
ঘ) Aurelia
৫০. ICZN কোনটির সংক্ষিপ্ত রূপ? দিনাজপুর ১৬
(ক) International Commission on Zoological Nomenclature
খ) International Code of Zoological Nomenclature
গ) International Code on Zoological Nomenclature
ঘ) International Commission of Zoological Nomenclature
৫১, শ্রেণিকরণের যে কোনাে ধাপের জনগােষ্ঠীকে বলে— য বো ২০১৬
ক) প্রজাতি
খ) গণ
গ) ট্যাক্সন
ঘ) পর্ব
৫২। কলা সংগঠন মাত্রার পর্ব কোনটি?
Porifera
Cnidaria
Nematoda
Chordata
Cnidaria পর্বভুক্ত প্রাণীতে কলা সংগঠন মাত্রা দেখা যায় । Porifera পর্বভুক্ত প্রাণীতে কোষীয় সংগঠন মাত্রা দেখা যায়। অঙ্গ-তন্ত্র মাত্রার গঠন দেখা যায় Nematoda হতে Chordata পর্যন্ত সকল পর্বভুক্ত প্রাণীসমূহে।
৫৩. নিচের কোন প্রাণীটি অরীয়ভাবে প্রতিসম?
ক) বিড়াল
(খ) কেঁচো
গ শামুক
(ঘ) হাইড্রা
হাইড্রা অরীয় প্রতিসম প্রাণীর উদাহরণ। কেঁচো ও বিড়ালে দ্বিপাশ্মীয় প্রতিসাম্যতা দেখা যায় । শামুক অপ্রতিসম প্রাণীর উদাহরণ।
৫৪. নিচের কোন প্রাণীটি মৌলিকভাবে অরীয় হলেও দ্বিঅরীয় প্রতিসম প্রাণী হিসেবে গণ্য হয়-
Metridium
Ceolopalan
Aurelia
Hydra
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
৫৫. কোন প্রাণীটি অসমখন্ডকায়ন প্রদর্শন করে?
ক)প্রজাপতি
খ) কেঁচো
গ) ব্যাঙ
(ঘ) ঝিনুক
প্রজাপতি অসমখণ্ডকায়ন প্রদর্শন করে। কেঁচোর দেহে সমরূপ খণ্ডকায়ন দেখা যায়। ঝিনুক অখন্ডয়িত প্রাণী অর্থাৎ এ প্রাণীতে কোনাে খণ্ডকায়ন নেই।
৫৬. প্রাণিদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে?
ক) সিলােম
খ) ভ্রূনস্তর
গ) খণ্ডক
ঘ) নটোকর্ড
৫৭. নিচের কোনটি থেকে ভূণস্তর সৃষ্টি হয়?
ক) সিলোম
খ জাইগােট
(গ) খন্ডকায়ন
(ঘ) নটোকর্ড
৫৮. মেসােডার্মবিহীন প্রাণীদের সূণে কয়টি স্তর থাকে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৫৯. Volvox-এর প্রতিসাম্যতা হলাে—
(ক) দ্বিপাশ্বীয়
খ) গোলীয়
গ ) অরীয়
(ঘ) অপ্রতিসাম্য
৬০. কোনটি প্রকৃত সিলােমযুক্ত প্রাণী?
Taenia solium
Periplaneta americana
Fasciola hepatica
Loa loa
৬১. কোন প্রাণীতে পেরিটোনিয়াম পর্দা অনুপস্থিত?
Hirudo medicinalis
Sepia aculeata
Asterias vulgaris
Wuchereria bancrofti
৬২. প্রাণীর জাইগােট বিভাজনের কোন পর্যায়ে ভ্রূণে দুইস্তর বা তিনস্তরের উদ্ভব ঘটে?
ক) মরুলা
খ) গ্যাস্টুলা
গ) ব্লাস্টুলা
(ঘ) ব্লাস্টোমিয়ার
৬৩. অস্টিয়ামসমৃদ্ধ উভলিঙ্গ প্রাণী কোনটি?
ক হাইড্রা
(খ) জেলিফিশ
(গ) স্পষ্ট
(ঘ) আরশােলা
৬৪. প্রাণীদের বিভিন্ন শ্রেণিবিন্যাসের ধাপে সাজানােকে কী বলে?
ক) জেনেটিক হায়ারার্কি
খ) সিমেট্রিক্যাল হায়ারার্কি
গ) ট্যাক্সোনমিক হায়ারার্কি
(ঘ) জামাল হায়ারার্কি
৬৫. নিডারিয়া পর্বের প্রাণীর লার্ভা দশার নাম কী?
ক ট্রোকোফোর
(খ) প্লানুলা
গ প্যারেনকাইমুলা
(ঘ) ক্যাটারপিলার
নিডারিয়া পর্বের প্রাণীর লার্ভা দশাকে বলা হয় প্লানুলা। পরিফেরা পর্বের প্রাণীদের জীবনচক্রে প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা বিদ্যমান। অ্যানিলিডা পর্বের প্রাণীদের পরিস্ফুটনের সময় ট্রোকোফোর নামক লার্ভার বিকাশ ঘটে। প্রজাপতির লার্ভাকে বলা হয় ক্যাটারপিলার।
৬৬. প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থাটির নাম কী?
ICBN
ICZN
ICUN
CITES
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
৬৭. লিনিয়ান হায়ারার্কি কতটি স্তর রয়েছে?
ক) ৫
(খ) ৮
গ) ৭
ঘ) ৬
৬৮, ক্রোমােসােমের সংখ্যা, আকার ও প্রকার এর বৈশিষ্ট্য প্রাণীর কী নির্ধারণে ভূমিকা রাখে?
ক) প্রজাতি
খ) গােত্র
গ) গণ
ঘ) শ্রেণি
৬৯, বর্গের অধীনে কোনটি থাকে?
ক) গোত্র
খ) গণ
গ) শ্রেণি
(ঘ) পর্ব
৭০, প্রাণী শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ স্তর কোনটি?
ক) Kingdom
খ) Genus
গ) Species
ঘ Order
প্রাণী শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ স্তর হলাে Kingdom বা রাজ্য। এক বা একাধিক গােত্রের সমন্বয়ে Order (বর্গ) গঠিত হয় । শ্রেণিবিন্যাস প্রজাতি পরবর্তী উচ্চতর স্তরটি হলাে Genus (গণ)। শ্রেণিবিন্যাসে সর্বনিম্ন স্তরটি হচ্ছে Species বা প্রজাতি।
৭১. প্রাণিজগতের মুখ্য পর্বের অন্তর্গত হলাে-
i. ৮ টি নন-কর্ডাটা পর্ব
ii. ১ টি কর্ডাটা পর্ব
iii. ৫ হাজার প্রজাতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৭২, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বিশিষ্ট প্রাণীদের পর্ব-
i. Platyhelminthes
ii. Arthropoda
iii. Chordata
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৭৩, ত্রিস্তরী প্রাণী হলাে-
i Fasciola hepatica
ii. Hydra vulgaris
iii. Cavia porcellus
নিচের কোনটি সঠিক?
ক) ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৭৪. শ্রেণিবিন্যাসের মাধ্যমে
i. প্রাণী সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞান লাভ করা যায়
ii. সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণীকে শনাক্ত করা যায়
iii. প্রাণী বিলুপ্তি সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
৭৫, শ্রেণিবিন্যাস করা হয়-
i প্রাণীর আচরণ ও স্বভাব জেনে
ii. জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে
iii. প্রাণীর বাসস্থান জেনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উপরের চিত্র থেকে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও:
৭৬. চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?
ক) অরীয়
খ) গোলীয়
(গ) অপ্রতিসম
ঘ) দ্বিপার্শ্বীয়
৭৭. উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো-
i. সন্ধিযুক্ত উপাংগ
ii. শিখাকোষ
iii. পুঞ্জাক্ষি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকে P, Q এবং R চিহ্নিত প্রাণীগুলাে হলাে যথাক্রমে Volvox, সী এনিমেন (Metridium) এবং প্রজাপতি (Pleris brassicae) এদের মধ্যে সী অ্যানিমন অরীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে । ‘Volvox, গােলীয় প্রতিসাম্যতা এবং প্রজাপতি দ্বিপাশ্মীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে। R চিত্রের প্রাণীটি অর্থাৎ প্রজাপতি, আর্থোপােডা পর্বভুক্ত প্রাণী। এ পর্বের প্রাণীরা সন্ধিযুক্ত উপাঙ্গবিশিষ্ট এবং মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বিদ্যমান। প্লাটিহেলমিনসেস পর্বের প্রাণীদের রেচনতন্ত্র শিখাকোষের সমন্বয়ে গঠিত।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
নিচের উদ্দীপকটি পড়াে এবং ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও।
গ্রীক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম প্রাণীর বৈশিষ্ট্যগত সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণিকুলকে শ্রেণিবিন্যস্ত করতে উদ্যোগী হন। তিনি সমগ্র প্রাণীদের Anaima ও Enaima নামক দুটি দলে ভাগ করেন।
৭৮. অনুচ্ছেদে উল্লিখিত প্রথম দলটিতে কোন প্রাণী পাওয়া যাবে?
ক) Columba livia
খ) Panthera tigris
গ) Tenualosa ilisha
ঘ) Metaphire posthuma
৭৯ দল দুটিতে বিভক্ত করার জন্য অ্যারিস্টটল যেসব বিষয়ের ওপর জোর দেন তা হলাে-
i. মেরুদণ্ড
ii. রক্ত
iii. পুঞ্জাক্ষি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
** নন-কর্ডাটা (প্রধান পর্ব পর্যন্ত শ্রেণিবিন্যাস)
৮০. নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? (দি, বো, বো ২০১৬
Hydra
Taenia
Pila
spongilla
৮১ কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী? (য, বো, ২০১৬)
ক নিডারিয়া।
খ) একাইনােডার্মাটা
গ) পরিফেরা
(ঘ) মলাস্কা
৮২. নিচের কোন পর্বের প্রাণীদের সডােসিলােমেট বলা হয়? . রা বো ২০১৬
ক) পরিফেরা
খ) নিডারিয়া
গ) নেমাটোডা
(ঘ) মলাস্কা
৮৩, অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? (দি, বো ২০১৭)
Volvox
Pila
Hydra
Julus
৮৪. নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? চবো২০১৮
Cnidaria
Platyhelminthes
Annelida
Mollusca
৮৫, Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী? (সি, বো, ২০১৬)
ক অ্যামােসিট
খ) ট্রকোফোর
গ) প্যারেনকাইমুলা
ঘ) মিরাসিডিয়াম
৮৬. Arthropoda পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি? চ বো ২০১৭
ক প্যারাপােডিয়া
খ) র্যাডুলা
গ) হিমােসিল
(ঘ) নালিকা পদ
৮৭, Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি?
ক) পানি সংবহনতন্ত্র
খ) পুঞ্জাক্ষি
গ) শিখাকোষ
ঘ) রক্ত সংবহনতন্ত্র
Echinodermata পর্বের প্রাণীদের দেহে অনন্য গড়নের পানি সংবহনতন্ত্র রয়েছে। Arthropoda পর্বের প্রাণীদের মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বিদ্যমান। Platyhelminthes পর্বের প্রাণীদের প্রধান রেচন অংগ শিখাকোষ।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
৮৮. নিম্নের কোন প্রাণী অ্যাসিলােমেট?
Ascaris lumbricoides
Taenia solium
Julus rerrestris
Metaphire posthuma
৮৯. কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?
(ক) পরিফেরা
খ) একাইনােডার্মাটা
গ) অ্যানিলিডা
ঘ) আর্থোপােড়া
৯০, কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? দি, বে, ২০১৬
Mollusca
Annelida
Echinodermata
Cnidaria
৯১. কোন বিজ্ঞানী প্রাণিজগতকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী- এ দুভাগে বিভক্ত করেন?
ক. অ্যারিস্টটল
(খ) ল্যামার্ক
গ) লিনিয়াস
(ঘ) ভাইজম্যান
৯২. কোনটি সমুদ্রের Rain Forest হিসেবে পরিচিত?
ক)Porifera
খ) Cnidaria
গ) Mollusca
ঘ) Echinodermata
Cnidaria পর্বের প্রাণীরা সমুদ্রের Rain Forest হিসেবে পরিচিত। Porifera পর্বের প্রাণীদের বলা হয় ছিদ্রাল প্রাণী । Mollusca পর্বের প্রাণীরা কম্বােজ প্রাণী হিসেবে পরিচিত । Echinodermata পর্বের প্রাণীদের বলা হয় কণ্টকত্বকী প্রাণী।
৯৩. নীলবুতাম কোন পর্বের প্রাণী?
ক Cnidaria
খ Annelida
গ Mollusca
ঘ Echinodermata
৯৪.র্যাডুলা বা রেতি জিহ্বার দেখা যায় কোন পর্বে?
ক) Porifera
খ) Cnidaria
গ Annelida
ঘ Mollusca
৯৫. Annelida পর্বের প্রাণীর রক্তরসে কোনটি থাকে?
ক হিমােগ্লোবিন
খ) হিমােএরিথ্রিন
গ ক্লোরােকুয়ােরিন
ঘ সবগুলি।
৯৬. আর্থোপিেডদের দেহে থাকে না-
ক) কিউটিকল
(খ) ট্যাগমা
গ) র্যাডুলা
(ঘ) কঙ্কাল গ্রন্থি
৯৭. নালিকা পদ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?
ক) Porifera
খ) Cnidaria
গ) Echinodermata
ঘ) Platyhelminthes
৯৮. নিচের কোনটি সঠিক নয়?
ঘ) গােলকৃমি-শিখাকোষ
ক) কেঁচো-নেফ্রিডিয়া
(খ) তারা মাছ -পানি সংবহনতন্ত্র
গ) চিংড়ি -হিমােসিল।
৯৯. ফুলকা ও ম্যান্টল পর্দা দ্বারা শ্বসনকার্য সম্পন্ন করে কোন পর্বের প্রাণীরা?
ক) Platyhelminthes
খ) Nematoda
গ) Mollusca
ঘ) Arthropoda
Mollusca পর্বের প্রাণীরা ফুলকা ও ম্যান্টল দ্বারা শ্বসনকার্য সম্পন্ন করে । Platyhelminthes এবং Nematoda পর্বের প্রাণীদের দেহে শ্বসনতন্ত্র অনুপস্থিত। ট্রাকিয়া, ফুলকা, দেহত্বক অথবা বুক ল্যাঙ দ্বারা Arthropoda পর্বের প্রাণীরা শ্বসন সম্পন্ন করে।
১০০, কোন পর্বের প্রাণীতে প্যারাপােডিয়া পাওয়া যায়?
ক) Arthropoda
খ) Annelida
গ) Bryozoa
ঘ) Echinodermata
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
১০১, Annelida পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক) মালপিজিয়ান নালিকা
খ শিখাকোষ
গ নেফ্রন
ঘ নেফ্রিডিয়া
Annelida পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ নেফ্রিডিয়া।
Arthropoda পর্বের প্রাণীরা মালপিজিয়ান নালিকার মাধ্যমে রেচন সম্পন্ন করে। শিখাকোষ Platyhelminthes পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ। Vertebrata উপপর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ বৃক্ক । বৃক্কের গঠনগত ও কার্ষিক এককই হলাে নেফ্রন ।
১০২. বৃহৎ অমেরুদণ্ডী প্রাণীর পর্ব কোনটি?
ক) আর্থোপােড়া
(খ) মলাস্কা
গ অ্যানিলিডা
ঘ) একাইনােডার্মাটা
১০৩, পেডিসিলারি নামক বহিঃকঙ্কাল থাকে কোন পর্বের প্রাণীদের?
ক) একাইনােডার্মাটা
(খ) মলাস্কা
গ) নেমাটোডা
ঘ) পরিফেরা
১০৪, পরিফেরা পর্বে রয়েছে-
i স্পিকিউল
ii. মেডুলা।
iii. অসকুলাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
পরিফেরা পর্বের প্রাণীদের অন্তঃকঙ্কাল সিলিকা নির্মিত স্পিকিউল বা কোলাজেন নির্মিত স্পঞ্জিন বা উভয় পদার্থ দ্বারা গঠিত। এদের দেহে বিদ্যমান স্পঞ্জোসিল নামক প্রশস্ত গহ্বরটি অসকুলাম নামক ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত হয়। নিডারিয়া পর্বের প্রাণীদের জীবনচক্রে মেডুসা দশা বিদ্যমান।
১০৫, প্যারাজোয়ার বৈশিষ্ট্য—
i. অজ্ঞাতন্ত্র অনুপস্থিত
ii. টিস্যুবিহীন
iii. সুগঠিত অজাতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১০৬. কোন বৈশিষ্ট্য দ্বারা কম্বোজ প্রাণীদের চিহ্নিত করা যায়?
I র্যাডুলার উপস্থিতি
ii. শিখাকোষের অনুপস্থিতি
iii. দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৭. জীবনের এক পর্যায়ে গলবিলীয় ফুলকার বহন করে।
i Petromyzon marinus
ii. Haplobatrachus tigerinus
iii. Columba livia
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ i , iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
১০৮, Platyhelminthes পর্বের প্রাণীরা —
i. একলিঙ্গ বিশিষ্ট
ii. স্ব-নিষেক ঘটায়
iii. শ্বসনতন্ত্র ধারণ করে না।
নিচের কোনটি সঠিক?
ক i, ii
খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
Platyhelminthes পর্বের প্রাণীরা উভলিঙ্গা এবং স্ব-নিষেকের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদের দেহে শ্বসনতন্ত্র অনুপস্থিত অর্থাৎ এরা শ্বসনতন্ত্র ধারন করে না।
নিচের উদ্দীপকটি পড়ে এবং ১০৯ ও ১১০ নং প্রশ্নের উত্তর দাও:
অমিত সমুদ্রসৈকত থেকে স্টারফিশ ও একটি হাঙ্গর সংগ্রহ করল। রনি তাকে বলল তার সংগৃহীত শেষোক্ত প্রাণীটি মাছ হলেও প্রথমটি কিন্তু মাছ নয়।
১০৯. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি কোন পর্বভুক্ত?
Cnidaria
Arthropoda
Echinodermata
Chordata
১১০. উদ্দীপকের প্রথম প্রাণীটি শেষােক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি হলাে—
i. শ্বসন কৌশল
ii, অন্তঃকংকাল
iii. আবাসস্থল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii (খ) i ও iii ক) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও:
Arthropoda পর্বের প্রাণীদের বিশেষ ধরনের বৈশিষ্ট্য, তাদেরকে অন্যান্য পর্ব থেকে পৃথক করেছে।
১১১. উল্লিখিত প্রাণীর সংবহন তন্ত্রের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
ক) হিমােলিম্ফ পৃষ্ঠীয় মহাধমনি হতে মস্তকে যায়
(খ) অস্টিয়ার মুখে কপাটিকা থাকে না
গ) হিমােসাইট নামক শ্বেতকণিকা থাকে
ঘ) শ্বাসরঞ্জক থাকে না
১১২. কোলাটারিয়াল গ্ৰস্থির বৈশিষ্ট্য হলাে-
i. স্ত্রী জননরন্দ্রের পৃষ্ঠদেশে উন্মুক্ত
ii পুং জননতন্ত্রে থাকে
ii. সিমেন্ট জাতীয় পদার্থ নিঃসরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
নিচের ছকটি লক্ষ করাে এবং ১১৩ ও ১১৪ নং প্রশ্নের উত্তর দাও:
১১৩, x প্রাণীর বৈশিষ্ট্য কোনটি?
X প্রাণী | নিডােসাইট সমৃদ্ধ |
Y প্রাণী | অস্টিয়াযুক্ত |
ক দেহ খণ্ডায়িত
গ ত্বকে স্পাইন রয়েছে (ঘ) মেসােগ্নিয়া থাকে ।
১১৪. X ও Y উভয় প্রাণীই—
i ফাঁপা গহব্বরযুক্ত
ii. দৃশ্যমান মস্তকবিহীন
iii. কলাতন্ত্রবিহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii (খ) i ও iii গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকে X ও Y যথাক্রমে নিডারিয়া ও পরিফেরা পর্বভুক্ত প্রাণী। নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরা দ্বিস্তরী, এ দুই স্তরের মাঝে মেসােগ্লিয়া নামক অকোষীয় পদার্থ থাকে। X এবং Y উভয় প্রাণীই কলাতন্ত্রবিহীন এবং এদের দেহে দৃশ্যমান কোনাে মস্তক নেই। এরা উভয়ই ফাপা গহ্বরযুক্ত যা একটি ছিদ্র দ্বারা বাইরে মুক্ত হয় ।
কর্ডাটা (শ্রেণি পর্যন্ত বিন্যাস)
১১৫. রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ’ (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি? ব বো, ২০১৬
ক) Myxini
খ) Chondrichthyes
গ) Actinopterygii
ঘ) Sarcopterygii
Actinopterygii শ্রেণির মাছ। রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ নামে পরিচিত। Sarcopterygii শ্রেণিভুক্ত মাছ পিণ্ডাকার- পাখনাবিশিষ্ট মাছ নামে পরিচিত। Myxini শ্রেণিভুক্ত মাছকে হ্যাগফিশ বলা হয়।Chondrichthyes শ্রেণিভুক্ত মাছগুলাে তরুণাস্থিবিশিষ্ট।
১১৬. ভেনাস হার্ট পাওয়া যায় /য, বো, ২০১৬
ক) ব্যাঙ
খ) কুমির
গ) মাছ
ঘ) পাখি
১১৭. কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান? /সি বো ২০১৭/
ক) ব্যাঙ
খ) সাপ
গ) কচ্ছপ
ঘ) ডলফিন
১১৮, Myxini শ্রেণির প্রাণীর ফুলকারন্দ্রের সংখ্যা কয়টি?
ক ৫ জোড়া
খ) ৭ জোড়া।
গ ৫-৭ জোড়া
ঘ) ৫-১৫ জোড়া
১১৯, নিচের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?
Cavia procellus
Naja naja
Copsychus Saularis
Panthera tigris
১২০, নিচের কোনটিকে সাগর ফোয়ারা বলে?
Myxine
Branchiostoma
Ascidia
Petromyzon
Ascidia-কে সাগর ফোয়ারা বলা হয় । Myxine হ্যাগফিশ নামে পরিচিত। Branchiostoria কে অ্যাম্ফিঅক্সাস বলা হয়। Petrormyzon ল্যামপ্রে নামে পরিচিত।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
১২১. নিচের কোনটি কর্ডেট?
Branchiostoma
Jelly fish
Uno
Flat worm
১২২. কোনটি মাছ?
ক) জেলিফিশ
খ) হ্যাগ ফিশ
গ) তিমি মাছ
ঘ) চিংড়ি মাছ
১২৩, কাতল মাছের আঁইশ কোন ধরনের?
ক) প্ল্যাকয়েড
খ) সাইনয়েড
গ) টিনয়েড
(ঘ) সাইক্লয়েড
১২৪, লাংফিশ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Actinopterygii
Chondrichthyes
Sarcopterygii
Myxini
১২৫. মানুষ কোন Order ভুক্ত প্রাণী?
Homo
Mammalia
Chordata
Primates
১২৬, কর্ডাটা পর্বের প্রাণীদের নটোকর্ড কী রকম?
ক) নিরেট
খ ভক্তর
গ) ফাপা
ঘ) নরম
১২৭, Petroityzon-এ কত জোড়া ফুলকারন্দ্র রয়েছে?
ক) ৬ খ) ৭ গ) ৮ ঘ) ৯
১২৮, ইলিশ মাছে কোন ধরনের পুচ্ছ পাখনা রয়েছে?
ক ডাইফিসার্কাল
খ) হেটারােসার্কাল
গ) ট্রাইসার্কাল
ঘ) হােমােসার্কাল
ইলিশ মাছ Actinopterygii শ্রেণির অন্তর্গত প্রাণী। এই শ্রেণির মাছের পুচ্ছ পাখনা হােমােসাকাল ধরনের। Chondrichthyes শ্রেণির অন্তর্গত প্রাণীদের পুচ্ছ পাখনা হােটেরােসার্কাল ধরনের। Sarcopterygi শ্রেণির প্রাণীদের পুচ্ছ পাখনা ডাইফিসার্কাল ধরনের।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
১২৯, Actinopterygii ও Sarcopterygii শ্রেণিকে একত্রে কী বলে?
Chondrichthyes
Amphibia
Mammalia
Osteichthyes
১৩০, বায়ুথলি পাওয়া যায় কোন শ্রেণির প্রাণীতে?
Reptilia
Amphibia
Mammalia
Aves
Aves শ্রেণির প্রাণীতে বায়ুথলি পাওয়া যায়। এদের দেহ পালক দ্বারা আবৃত। এদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত।
১৩১, বক্ষগহ্বরের মধ্যস্থলে পেশিবহুল মধ্যচ্ছদা উপস্থিত থাকে কোন শ্রেণির প্রাণীদের?
Mammalia
Reptilia
Amphibia
Aves
Mammalia শ্রেণির প্রাণীর দেহ লােমাবৃত থাকে। এদের বক্ষগহ্বরের মধ্যস্থলে পেশিবহুল মধ্যচ্ছদা উপস্থিত থাকে। এদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠবিশিষ্ট।
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
১৩২. Actinopterygii-র বৈশিষ্ট্য হলাে-
1. তরুণাস্থিময়
ii. সাইক্লয়েড আঁইশ
iii. পটকা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩৩ ও ১৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
শ্রেণিকক্ষে তানিয়া দুটি প্রাণী নিয়ে পড়াশােনা করছে। যাদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত এবং এদের পাখনা রশি বিদ্যমান। সে আরো জানল, উক্তপ্রাণীর ন্যায় সকল প্রাণীরই নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে।
১৩৩, উদ্দীপক অনুসারে প্রাণীর বিশেষ নামের প্রবর্তক কে?
ক) অগাস্ট হেকেল
খ ক্যারোলাস লিনিয়াস
গ জোহান মেন্ডেল।
ঘ জ্যাকব ক্লেইন
১৩৪. উদ্দীপকের প্রাণীটি হলাে-
i. Scoliodon laticaudus
ii. Tenualosa ilisha
iii. Labeo rohita
নিচের কোনটি সঠিক?
কi ও ii (খ) i ও iii গ) ii ও iii (ঘ) i, ii ও iii
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
উদ্দীপকটি পড়াে এবং ১৩৫ ও ১৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
M ও N উভয়ই তরুণাস্থিময় মৎসগােষ্ঠী । M তে চোয়াল ও লার্ভা দশা নেই কিন্তু N প্রকৃত চোয়ালযুক্ত।
১৩৫. M এর ক্ষেত্রে কোনটি অনুপস্থিত?
ক কর্ষিকা
খ) পাখনা
গ) গ্রন্থিযুক্ত ত্বক
ঘ) ফুলকরন্ধ্র
১৩৬, N এর ক্ষেত্রে-
i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত
ii. ৫-৭ জোড়া ফুলকার রয়েছে
iii. লেজ ডাইফিসার্কাল ধরনের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
খ) ii ও iii
ঘ) i, ii ও iii
Biology MCQ suggestion / জীববিজ্ঞান MCQ সাজেশন / ১ম অধ্যায় জীববিজ্ঞান ২য় পত্র
নিচের উদ্দীপকটি থেকে ১৩৭ ও ১৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
১৩৭. ‘Q’ চিহ্নিত অংশটি ভূণীয় স্তরের কোন অংশ হতে সৃষ্টি হয়?
ক এপিমিয়ার
খ মেসােমিয়ার
গ হাইপােমিয়ার
ঘ এন্ডােমিয়ার
১৩৮, ‘P’ চিহ্নিত অংশটি থেকে পূর্ণাঙ্গা প্রাণীতে পরিবর্তিত হয়।
i. মেরুদণ্ড
ii, মস্তিষ্ক
iii. সুষুম্নাকাণ্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
খ) ii ও iii
ঘ) i, ii ও iii
উদ্দীপকের চিত্রে কর্ডেটদের দেহের মৌলিক গঠন দেখানাে হয়েছে। P ও Q চিহ্নিত অংশগুলাে হলাে যথাক্রমে ফাঁপা স্নায়ুরজ্জ এবং নিরেট নটোকর্ড। ভূণীয় স্তরের এপিমিয়ার অংশ হতে নটোকর্ড সৃষ্টি হয়।P চিহ্নিত অংশটি অর্থাৎ স্নায়ুরজ্জ্ব মেরুদন্ডী প্রাণীদের ক্ষেত্রে, পরিবর্তিত হয়ে মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড গঠন করে।