Botany First year Non Major practical here given for Honours first year Non major Botany examinees.
গােত্র :Poaceae
barley (Hordeum vulgare); ভুট্টা (Zea mays)
নমুনা : Oryza sativa L. (ধান)
সাধারণ বৈশিষ্ট্যঃ
- পুষ্পমঞ্জরি : স্পাইকলেট, মঞ্জরিদণ্ডের উপর প্যানিকলের মতাে। প্রতিটি পুষ্টিকাতে 2টি মঞ্জরিপত্র থাকে, নিচের মঞ্জরিপত্রকে লেমা এবং উপরের মঞ্জরিপত্রকে প্যালিয়া বলে (লেমাতে শুঙ্গ থাকতে পারে।)
- পুষ্প : অবৃন্তক, একপ্রতিসম গর্ভপাদপুষ্পী।
- পুষ্পপুট : অতিক্ষুদ্র শল্কপত্রের মতাে, এদের লডিকিউল বলে।
- পুংস্তবক : পুংকেশর 6টি, 3টি করে 2 চক্রে সজ্জিত, ইনটোর্স, 2 প্রকোষ্ঠযুক্ত, সর্বমুখ।
- স্ত্রীস্তবক : গর্ভপত্র 1টি, গর্ভদণ্ড সংক্ষিপ্ত, গর্ভাশয় 1 প্রকোষ্ঠযুক্ত, ডিম্বক 1 টা।
- অমরাবিন্যাস : মূলীয়।
- ফল : ক্যারিওপসিস।
- বীজ : সস্যল।
পুষ্পসংকেত :
চিত্রঃ Poaceae (Oryza Sativa)
ক. উদ্ভিদ, খ. স্পাইকলেট, গ, স্ত্রীস্তবক, ঘ, লডিকিউল, ৬. লেমা ও প্যালিয়া, চ. পুংস্তবক
শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শ্রেণিগত অবস্থান/কারণসহ গোত্র পর্যন্ত শনাক্তকরণ।
- ডিম্বক গর্ভাশয়ের মধ্যে আবৃত ••• • • • • • • • • • ••• ••• Angiospermae
- সমান্তরাল শিরাবিন্যাস, মূল গুচ্ছাকার • • • • • • • ••• ••• Monocotyledons
- পুষ্পমঞ্জরি স্পাইকলেট ••• ••• ••• ••• • • • • • • ••• •• Glumaceae
- কাণ্ড সিলিন্ড্রিক্যাল, পুষ্পপুট লডিকিউল, ফল ক্যারিওপসিস … … …Poaceae
- স্পাইকলেট একক, ১ম ও ২য় গুম উপস্থিত Oryza-তাই নমুনাটি Oryza গণ
- শস্যের পরিমাণ বেশি ……………….. O. sativa
- তাই প্রদত্ত নমুনাটি Oryza sativa প্রজাতি।
উপরােক্ত বৈশিষ্ট্যের কারণে সরবরাহকৃত নমুনাটি Poaceae গােত্রভুক্ত।
Botany First year Non Major practical
গোত্রঃ Solanaceae
Solanum capsicoides (তিত বেগুন) , eggplant (Solanum melongena) , potato (Solanum tuberosum) , tomato (Solanum lycopersicum)
সাধারণ বৈশিষ্ট্য (General characters)
- উদ্ভিদ ও সাধারণত বীরুৎ বা গুল, কখনও ক্ষুদ্র বৃক্ষ বা রােহিনী।
- কাণ্ড: খাড়া, নরম, কখনও শক্ত ও কাষ্ঠল, কদাচিৎ কাটাযুক্ত।
- পাতা: সরল, একান্তর, পুষ্পমঞ্চরীর নিচে অভিমুখ, উপপত্রহীন, জালিকা শিরাবিন্যাস।
- পুষ্পমঞ্জরী: সাইমােস।
- ফুল: উভলিঙ্গ, সমাঙ্গ ও বহুপ্রতিসম, কখনও একপ্রতিসম, গর্ভপাদ, মঞ্জরীপত্রহীন।
- বৃতি: বৃত্যংশ ৫টি, যুক্ত, স্থায়ী, ও ভালভেট।
- দলঃ দল ও পাপড়ি ৫টি, যুক্ত, সাধারণত ফানেলাকৃতি (Datura metel) বা চক্ৰাকৃতি (Solanum), কখনও ঘণ্টাকৃতি (Physalis), পাপড়িবিন্যাস টুইস্টেড বা ইন্ত্রিকেট, কখনও ভালভেট।
- পুংস্তবকঃ পুংকেশর সাধারণত ৫টি, পাপড়ির সাথে একান্তর, কদাচিৎ ৪টি ও দীর্ঘদ্বয়ী বা ২টি, দললগ্ন, পরাগধানীঃ দ্বিকোষী, পাদলগ্ন।
- স্ত্রীস্তবকঃ গর্ভপত্র ২টি, যুক্ত গর্ভপত্রী, মাতৃ অক্ষের সাথে তির্যকভাবে অবস্থিত, গর্ভাশয় অধিগর্ভ, অমরাবিন্যাস অক্ষীয়।
- ফলঃ সাধারণত বেরী, কতিপয় ক্ষেত্রে ক্যাপসিউল।
পুষ্প সংকেতঃ
- বহুপ্রতিসম= ⊕
- উভয়লিঙ্গ = ⚥
- K(5) =বৃত্যাংশ পাঁচটি যুক্ত
- C(5) = পাপড়ি পাঁচটি যুক্ত
- A(5) = পুংস্তবকের পুংকেশর ৫টি যুক্ত এবং দলমন্ডল সংলগ্ন
- G(2) = স্ত্রীস্তবক এর গর্ভাশয় ২ প্রকোষ্ঠ বিশিষ্ট এবং গর্ভাশয় অধিগর্ভ।
শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শ্রেণিগত অবস্থান/কারণসহ গোত্র পর্যন্ত শনাক্তকরণ।
- ডিম্বক গর্ভাশয়ের মধ্যে আবৃত ••• • • • • • • • • • ••• ••• Angiospermae
- পাতা জালিকাকার শিরাবিন্যাস, মূল গুচ্ছাকার • • • • • • • ••• ••• Dicotyledons
- কাণ্ড খাড়া , নরম কখনও শক্ত, ফুল উভয়লিঙ্গ, ফল বেরি কিংবা ক্যারিওপসিস … … …Solanaceae
- সাইমোস পাপডি টুইস্টেড, ইম্ব্রিকেট কখনও ভাল্ভেট————-Solanum
- শস্যের পরিমাণ বেশি ……………….. S. nigrum
- তাই প্রদত্ত নমুনাটি Solanum nigrum প্রজাতি।
উপরােক্ত বৈশিষ্ট্যের কারণে সরবরাহকৃত নমুনাটি Solanaceae গােত্রভুক্ত।
Botany First year Non Major practical
গােত্র-Malvaceae
কয়েকটি উদ্ভিদের নামঃ okra(ঢেডস) , cotton(তুলা) , Terminalia catappa( কাঠ বাদাম) ।
সাধারণ বৈশিষ্ট্য (General Characters)
- উদ্ভিদ : বীরুৎ, গুল্ম বা বৃক্ষ; রােম ও মিউসিলেজ বা পিচ্ছিল রসযুক্ত।
- কাণ্ড : প্রায়ই কাষ্ঠল, তন্তযুক্ত ও তারকাকার, শঙ্কিত রােমযুক্ত।
- পাতা : সরল, একান্তর, মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত, জালিকা শিরাবিন্যাসযুক্ত।
- পুষ্পমঞ্জরী : প্রধানত নিয়ত বা সাইমােস, তবে প্রায়ই কাক্ষিক ও এককভাবে উৎপন্ন হয়।
- পুষ্প : একক, সুদর্শন, বৃহৎ, সমাঙ্গ, উভলিঙ্গ , উপবৃতি-যুক্ত, গর্ভপাদপুষ্পী।
- উপবৃতি : উপবৃত্যংশ ৩-১০টি, মুক্ত অথবা যুক্ত ।
- বৃতি : বৃত্যংশ ৫টি, যুক্ত বা মুক্ত, ভালভেট (প্রান্তস্পর্শী)।
- দলমন্ডল : পাপড়ি ৫টি, নিজেদের মধ্যে মুক্ত, কিন্তু তলদেশে পুংকেশরীয় নালি (staminal tube)- এর সাথে যুক্ত, টুইস্টেড (পাকানাে)।
- পুংস্তবক : পুংকেশর অসংখ্য , একগুচ্ছ, পুংকেশরীয় দণ্ডগুলাে যুক্ত হয়ে একটি ফাঁপা পুংকেশরীয় নালি সৃষ্টি করে, পরাগধানী বৃক্কাকার (reniform), একপ্রকোষ্ঠী; পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত।
- স্ত্রীস্তবক : গর্ভপত্র ১-২০ বা এর বেশি, সাধারণত ৫-১০টি, সংযুক্ত, গর্ভাশয় অধিগর্ভ, ১ বা বহুপ্রকোষ্ঠবিশিষ্ট, সাধারণত ৫ প্রকোষ্ঠবিশিষ্ট; গর্ভদণ্ডের সংখ্যা গর্ভপত্রের সংখ্যার সমান, সংযুক্ত, গর্ভমুন্ডের সংখ্যা গর্ভদন্ডের সংখ্যার সমান, কখনও দ্বিগুণ। (Plagianthus গণে গর্ভপত্র ১টি বা ২টি , Abutilon গণে গর্ভপত্র ১৫-২০টি এবং Malva গণে গর্ভপত্র অনেক।)
- অমরাবিন্যাস : অক্ষীয়।
- ফল : ক্যাপসুল, বেরি বা সাইজোকার্প।
- বীজ : প্রায়ই রােমশ, সাধারণত সস্যল, সস্য তৈলাক্ত।
পুষ্প সংকেতঃ
শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শ্রেণিগত অবস্থান/কারণসহ গোত্র পর্যন্ত শনাক্তকরণ।
- ডিম্বক গর্ভাশয়ের মধ্যে আবৃত ••• • • • • • • • • • ••• ••• Angiospermae
- জালিকাকার শিরাবিন্যাস, মূল প্রধান মূলতন্ত্র • • • • • • • ••• •••Dicotyledons
- পুষ্পমঞ্জরি নিয়ত এবং সাধারণত একক ••• ••• ••• ••• • • • • • • •Dicotyledoneae
- কচি কান্ডে তারকাকৃতির রোম থাকে এবং উদ্ভিদ বহুবর্ষজীবী, ফুল সবৃন্তক, ফল ক্যাপসুল, বেরি বা সাইজোকার্প … …Malvaceae
- পাপড়ি টুইস্টেড এবং পরাগধানী বৃক্কাকার, গর্ভাশয় অধিগর্ভ —–Hisbiscus
- পরাগরেনু বড় ও কন্টকিত, উপপত্র বিদ্যমান ……………….. H. rosa-sinensis
- তাই প্রদত্ত নমুনাটি Hibiscus rosa-sinensis প্রজাতি।
উপরােক্ত বৈশিষ্ট্যের কারণে সরবরাহকৃত নমুনাটি Malvaceae গােত্রভুক্ত।