Nu Degree 3rd year practical of Botany 2023-2024

Nu Degree 3rd year practical of Botany 2023-2024

সর্বশেষ ব্যবহারিক প্রশ্ন ২০২১( পরীক্ষা ২০২৩)

৫নং প্রশ্নের জন্য ব্যবহারিক( প্ল্যান্ট ফিজিওলজি)

অথবা সাইটোলজি

৬নং প্রশ্নের ব্যবহারিক (ইকোলজি নমুনা)

2নং প্রশ্নের জন্য ব্যবহারিক( ব্রায়ােফাইটা (BRYOPHYTA)

ভূমিকা : যে সকল ভ্রূণ উৎপাদনকারী অপুষ্পক উদ্ভিদ পরিবহন কলা বিহীন, থ্যালয়েড বা কাণ্ড ও পাতায় বিভক্ত রাইজয়েডযুক্ত এবং বন্ধ্যা কোষের আবরণযুক্ত বহুকোষী জননাঙ্গ ধারণকারী, তাদেরকে ব্রায়ােফাইটস বলে। বিবর্তনিক ধারা গবেষণায় ব্রায়ােফাইটস এর ব্যবহারিক কার্যক্রম, বিস্তার, পরিধি অপরিসীম।

(১) পরীক্ষণের নাম : Riccia থ্যালাস-এর বাহ্যিক অন্তর্গঠন পর্যবেক্ষণ ও শনাক্তকরণ-

নামকরণঃ ইতালিয় উদ্ভিদবিদ F.F. Ricci-এর নাম অনুসারে নামকরণ করা হয়।

বসতি সংগ্রহ : লিভার য়ার্ট নামে পরিচিত এই গণটি পার্বত্য অঞ্চল এর বাসিন্দা। জুলাই হতে অক্টোবর-এর মধ্যে এদের স্যাতসেঁতে দেয়াল পাহাড়ের ঢাল, পুরানাে গাছের গুড়ি বা মাটি হতে সংগ্রহ করা হয়। ফুলের টবে কবর স্থানে এদের প্রায় দেখা মেলে।

থ্যালাস-এর দৈহিক অর্গঠন :

Degree practical
Degree practical
Degree practical

সনাক্তকারী বৈশিষ্ট্য:

(i) উদ্ভিদ দেহ সবুজ, বিষমপৃষ্ঠ, দ্ব্যগ্র শাখাযুক্ত ও শায়িত থ্যালাস।
(ii) থ্যালাস-এর নিচের পৃষ্ঠে বহুকোষী স্কেল, মসৃণ অমসৃণ দুই প্রকার এককোষী রাইজয়েড বিদ্যমান।
( iii) থ্যালাস-এর উপর পৃষ্ঠের অঞ্চলটি সারি সারি ক্লোরােপ্লাস্টযুক্ত খাড়া কোষস্তর দ্বারা অনেক ফিলামেন্ট গঠিত।
(iv) বিভিন্ন
ফিলামেন্ট এর ফাঁকে ফাঁকে বায়ু প্রকোষ্ঠ বিদ্যমান এবং বায়ু প্রকোষ্ঠগুলাে বায়ু রন্ধ্রের মাধ্যমে বাহিরে উন্মুক্ত।
(v) থ্যালাস-এর সালােকসংশ্লেষণ অঞ্চলে আর্কিগােনিয়াম বিদ্যমান।
(vi) থ্যালাস-এর নিম্ন ভাগ ক্লোরােপ্লাস্টবিহীন ঘনসন্নিবেশিত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এদের মধ্যে কোষাবকাশ নেই একে সঞ্চয়ী অঞ্চল বলে।
(vi) রেণুধর উদ্ভিদ একটি ক্যাপসুল।

Degree practical

সনাক্তকরণ : উপরিউক্ত বৈশিষ্ট্যের কারণে প্রদত্ত নমুনাটি Riccia-এর থ্যালাস।

বি: দ্র: নমুনাটি থ্যালাস হলে (vii) নং বৈশিষ্ট্য লেখার প্রয়ােজন নেই।

(i) এটা নির্ভর করে থ্যালাস-এর বয়স এর উপর। যদি জননাঙ্গ তৈরি না হয়ে থাকে অথবা যদি প্রস্থচ্ছেদটি জননাঙ্গের মাঝখান দিয়ে না যায় তাহলে উক্ত প্রস্থচ্ছেদে আর্কিগােনিয়াম অথবা অ্যান্থেরিডিয়াম দেখা যাবে না -এর বদলে শুধু সালােকসংশ্লেষণ সঞ্চয়ী অঞ্চল দেখা যাবে।

(ii) থ্যালাস-এর যে স্থানে আর্কিগােনিয়াম অবস্থিত পরবর্তীকালে ঠিক সেই স্থানে রেণুধর উদ্ভিদ সৃষ্ট হয়। যেহেতু এই রেনুধর উদ্ভিদের বিদীর্ণ হওয়ায় কোনাে নির্দিষ্ট নিয়ম নেই, সেজন্য একে ক্যাপসুল বলে।

শ্রেণিগত অবস্থান
Phyllum — Bryophyta
Class – Hepaticopsida
Order – Marchantiales
Family – Ricciaccae
Genus – Riccia

শ্রেণিবিন্যাসসহ (গণ পর্যন্ত) সনাক্তকরণ :

i) উদ্ভিদদেহ সরল প্রকৃত মূল সংবহন কলা অনুপস্থিত ……………. Bryophyta.
(ii) বিষম পৃষ্ঠ শায়িত থ্যালাস, স্পােরােফাইটে সরল কলুমেলা অনুপস্থিত …………… Bryophyta / Hepaticopsida.
(iii) গ্যামেটোফাইটে কলা বিভেদ সুস্পষ্ট, বায়ু প্রকোষ্ঠ বায়ু রন্ধ্র বিদ্যমান নিম্নত্বক হতে দুই প্রকার রাইজয়েড উৎপন্ন হয় ………….. Marchantiales.
(iv) বায়ু প্রকোষ্ঠ সরু সবুজ কোষের সারি দিয়ে ঘেরা, স্পােরােফাইট শুধুমাত্র ক্যাপসুল দিয়ে ঘেরা ……… Ricciaceae.
(v) রােসেট গঠন করে …………….……………………. …………………. Rccia.

(২) পরীক্ষণের নাম : Ricciocarpus থ্যালাস এর বাহ্যিক অন্তর্গঠন পর্যবেক্ষণ ও সনাক্তকরণ

বসতি ও সংগ্রহ : লিভার ওয়ার্ট নামে পরিচিত এই গণটি পার্বত্য অঞ্চলের বাসিন্দা। জুলাই হতে অক্টোবর-এর মধ্যে এদের স্যাতসেঁতে মাটি, দেওয়াল, পাহাড়ের ঢাল প্রভৃতি স্থানে বাস করে। ফুলের টবে, কবরস্থানে এদের প্রায় দেখা যায়।

থ্যালাসের বাহ্যিক অন্তর্গঠন :

Degree practical

সনাক্তকারী বৈশিষ্ট্য :

(i) উদ্ভিদ দেহ বিষম পৃষ্ঠ, অপুষ্পক, সবুজ, শাখাযুক্ত অভাস্কুলার উদ্ভিদ।
(ii) দেহাভ্যন্তর সালােকসংশ্লেষী ও সঞ্চয়ী অঞ্চলে বিভক্ত।
(iii) সালােকসংশ্লেষণকারী ফিলামেন্ট শাখাযুক্ত ও বায়ুর সরল।
(iv) নিম্নত্বকে বহুকোষী স্কেল, মসৃণ ও অমসৃণ রাইজয়েড বিদ্যমান।
(v) রেণুধর উদ্ভিদ একটি ক্যাপসুল। ক্যাপসুলের মধ্যে স্পাের ট্রেটাড বিদ্যমান।

সনাক্তকরণ : উপিরউক্ত বৈশিষ্ট্যের কারণে প্রদত্ত নমুনাটি Ricciocarpus sp.

শ্রেণিগত অবস্থান
Phyllum — Bryophyta
Class – Hepaticopsida
Order – Marchantiales
Family – Ricciaccae
Genus – Ricciocarpus

শ্রেণিবিন্যাসসহ (গণ পর্যন্ত) সনাক্তকরণ :

i) উদ্ভিদদেহ দেহ সবুজ , অভাস্কুলার অপুষ্পক ……………. Bryophyta.
(ii) উদ্ভিদ দেহ সালোকসংশ্লেষী ও সঞ্চয়ী অঞ্চলে এ বিভক্তি…………… Hepaticopsida.
(iii) উদ্ভিদদেহ উর্ধ্ব-পৃষ্ঠে নিন্মপৃষ্ঠে বিভক্ত থ্যালাস আকৃতির নিন্মপৃষ্ঠে এককোষী রাইজয়েড ও বহুকোষী শুল্ক বিদ্যমান ………….. Marchantiales.
(iv) জননাঙ্গ থ্যালাস-এর মধ্যে নিমজ্জিত ……… Ricciaceae.
(v) স্পোরোফাইট গোলাকার ক্যাপসুল আকৃতির ফটোসিনথেটিক ফিলামেন্ট শাখাযুক্ত সঞ্চয়ী অঞ্চল প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত …………….……………………. …………………. Ricciocarpus sp

(৩) পরীক্ষণের নাম : Marchantia থ্যালাসের বাহ্যিক অন্তর্গঠনের পর্যবেক্ষণ ও শনাক্তকরণ

নামকরণ : ফ্রান্সের উদ্ভিদ বিজ্ঞানী Nicholas Marchant এর নাম অনুসারে নামকরণ হয়।

বসতি ও সংগ্রহ: পার্বত্য অঞ্চল বিশেষ করে ঝরণার কাছে সঁতসেঁতে স্থানে এদেরকে জন্মাতে দেখা যায়। সমতল বা খালের পানিতেও এরা জন্মে। স্যাতসেঁতে পােড়া মাটিতে Marchantia ভালাে জন্মে। বাংলাদেশে সিলেট, দিনাজপুর, নেত্রকোনা, তেঁতুলিয়া ইত্যাদি স্থানে এদের দেখা মেলে।

থ্যালাসের দৈহিক অন্তর্গঠন :

Degree practical
Degree practical

সনাক্তকারী বৈশিষ্ট্য : (i) বিষমপৃষ্ঠ থ্যালয়েড, দ্ব্যগ্র শাখাযুক্ত ও সবুজ অভাস্কুলার দেহ। (ii) সালােকসংশ্লেষণকারী ফিলামেন্ট শাখাযুক্ত। (ii) দেহাভ্যন্তর সালােকসংশ্লেষী ও সঞ্চয়ী অঞ্চলে বিভক্ত। (iv) দুই প্রকার এককোষী রাইজয়েড বিদ্যমান। (v) আর্কিগােনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম রিসেপটেকল বৃতযুক্ত। (vi) রেণুধর উদ্ভিদ ক্যাপসুল, ফুট এবং সিটাতে বিভক্ত।

সনাক্তকরণ : উপরিউক্ত বৈশিষ্ট্যের কারণে প্রদত্ত নমুনাটি :archantia-এর থ্যালাস। কেবল থ্যালাস থাকলে সনাক্তকারী বৈশিষ্ট্য নিম্নরূপ হবেঃ (i) বিষমপৃষ্ঠ থ্যালয়েড, দ্ব্যগ্র শাখাযুক্ত, সুবজভাস্কুলার দেহ। (i) দেহাভ্যন্তর সঞ্চয়ী ও সালােকসংশ্লেষী অঞ্চলে বিভক্ত। (i) বায়ুর যৌগিক, সালােকসংশ্লেষণকারী ফিলামেন্ট শাখাযুক্ত। (iv) দুই প্রকার রাইজয়েড এবং বহুকোষী স্কেল বিদ্যমান।

শ্রেণিগত অবস্থান
Phyllum — Bryophyta
Class – Hepaticopsida
Order – Marchantiales
Family – Marchantiaceae
Genus – Marchantia

HSC ICT

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top