Ecology suggestion & Question Bank । বাস্তুবিদ্যা সাজেশন ও প্রশ্নব্যাংক । অনার্স ৩য়বর্ষ প্রাণিবিজ্ঞান সাজেশন
read more
তোমার নিশ্চয় জানো , জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ণ সেখানে মূলত বিগত বছরের প্রশ্নগুলো অনুসরন করলেই ৯০% কমন আসে।
বিষয় : Ecology বিষয় কোড : ২৩৩১০৩
ক-বিভাগ
১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও :
[দ্রষ্টব্য : প্রত্যেক বিভাগের প্রশ্নর উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক) বায়োম কাকে বলে? [What is biome? ]
উত্তর : কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমণ্ডলকে বায়োম (Biome) বলে
খ) পরিবেশ কাকে বলে? [What is environment?]
উত্তর : কোনো জীব যেখানে বাস করে সেখানকার সকল ধরনের অবস্থা, যেমন— আলো, তাপমাত্রা, বাতাস, আর্দ্রতা, বৃষ্টিপাত, পানি ও অন্যান্য জীব প্রভৃতির উপর প্রভাব সৃষ্টিকারী সকল ধরনের ভৌত ও জীবীয় প্রভাবকে পরিবেশ বলে।
গ) অটোইকোলজি কাকে বলে? [What is Autecology ?]
উত্তর : Ecology-এর যে শাখায় স্বাধীনভাবে এক একটি প্রজাতি নিয়ে আলোচনা করা হয় তাকে Autecology বলে।
ঘ) পুষ্টিস্তর কী? (What is trophic
উত্তর : বাস্তুতন্ত্রের উৎপাদক ও খাদক খাদ্য শিকলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হলে উভয়েই ভিন্ন ভিন্ন খাদ্যগোষ্ঠীতে বিভক্ত হয়ে থাকে, এদের প্রতিটি গোষ্ঠীকে এক একটি পুষ্টিস্তর (Trophic level) বলে ।
ঞ) সম্প্রদায় পর্যায়বৃত্তি কাকে বলে? (What is community periodicity?
উত্তর : ঋতু পরিবর্তন, জোয়ার-ভাটা, অমাবস্যা-পূর্ণিমা এবং দিনের দৈর্ঘ্য ইত্যাদি নিয়ন্ত্রক শক্তির প্রভাবে সম্প্রদায়ের জীবকুলে তাদের কার্যকলাপে যে ছন্দময় পরিবর্তন ঘটে তাকে সম্প্রদায় পর্যাবৃত্তি Community periodicity) বলে ।
চ) দশ শতাংশ (১০%) নীতি কী? [What is ten percent (10%) rule?]
উত্তর : খাদ্য শিকলের যেকোনো পুষ্টিস্তরের শতকরা দশ ভাগ জীবভর পরবর্তী পুষ্টিস্তরে স্থানান্তরিত হয়, এই ঘটনা দশ শতাংশ নীতি (Ten percent rule) নামে পরিচিত |
ছ) জৈবিক অক্সিজেন চাহিদা কী? [What is biological oxygen demand? |
উত্তর : নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একক আয়তনের পানিতে বিদ্যমান অণুজীবের জৈবিক জারণে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, তাকে জৈবিক অক্সিজেন চাহিদা (Biological Oxygen Demand) সংক্ষেপে BOD বলে।
জ) আর্সেনিকোসিস কাকে বলে? [What is Arsenicosis?]
উত্তর : আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগকে আর্সেনিকোসিস বলে।
ঞ) জেরোসিরি বলতে কী বুঝ? [What do you mean by Xerosere ? }
উত্তর : উদ্ভিদহীন উন্মুক্ত শিলাময় পাথুরে বা মরু অঞ্চলে উদ্ভিদ সম্প্রদায়ের যে ক্রমাগমন ঘটে তাকে জেরোসিরি বলে।
ট) জীবর্ভর বলতে কী বুঝ? [What do you mean by biomass?]
উত্তর : কোনো নির্দিষ্ট অঞ্চল অথবা বাসস্থানের অন্তর্ভুক্ত সব সজীব বস্তুর সমষ্টিগত ওজোনকে জীবভর (Biomass) বলে ।
ঠ) জীব ভূ-রাসায়নিক চক্র বলতে কী বুঝ? [What do you mean by bio-geochemical cycle?]
উত্তর : যে চক্রাকার পথে প্রোটোপ্লাজম তথা জীবের জন্য আবশ্যকীয় রাসায়নিক উপাদানসমূহ সব ধরনের মৌলিক পদার্থ জীব থেকে পরিবেশে এবং পরিবেশ থেকে জীবে সঞ্চালিত হয়, তাকে জীব ভূ-রাসায়নিক চক্র বা Biogeochemical cycle বলা হয়।
ঢ) চূড়ান্ত সম্প্রদায় কী? (What is climax community? ]
পরিবেশীয় অনুক্রমে জীব সম্প্রদায় পরিবর্তিত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে পৌঁছায়, তখন তাকে চূড়ান্ত সম্প্রদায় বা Climax Community বলে।
খ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :
২। পরিবেশ বিজ্ঞান ও বাস্তুবিদ্যার মধ্যে সম্পর্ক লেখ। [Write down the relations between environmental science and ecology.]
৩। জীবজ ও অজীবজ উপাদান বলতে কী বুঝ? [What is meant by biotic and abiotic factors?]
৪। সহযোগিতা ও প্রতিযোগিতার মধ্যে তুলনা কর। [Differentiate between co-operation and competition.]
৫। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য লেখ। [Write down the characters of mangrove forest.]
৬। গ্রেজিং খাদ্যশৃঙ্খল ও ডেট্রিটাস খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য লেখ।[Write down the differences between grazing and detritus food-chain.]
৭। নদী ও মোহনার বাস্তুতন্ত্রের মধ্যে তুলনা লেখ। [Compare between river and estuary ecosystem.] ৮। পৃথিবীর প্রধান প্রধান বায়োমের নাম লেখ। [Write down the names of major biomes of the world.] ৮। সরলবর্গীয় বন ও পাতাঝরা বনের মধ্যে তুলনা কর। [Compare between simple and deciduous forest.]
গ-বিভাগ
তাপমাত্রা ও আলো কীভাবে প্রাণীর জীবনকে প্রভাবিত করে তা উদাহরণসহ বর্ণনা কর। [Describe the examples how temperature and light influences the animal-life.]
বাস্তুতন্ত্র বলতে কী বুঝ? একটি পুকুরের বাস্তুতন্ত্রের উপাদানসমূহের বর্ণনা দাও। [What is meant by ecosystem? Describe the factors of pond ecosystem.]
কার্বনচক্র কী? পরিবেশে কার্বনচক্র বর্ণনা কর। [What is carbon-cycle ? Describe the carbon-cycle occurs in environment.]
বাস্তুতান্ত্রিক পিরামিড কী? বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিডের বর্ণনা দাও। [What is ecological pyramid? Describe different types of ecological pyramid.]
১০। বাস্তুবিদ্যার কর্মপরিধি আলোচনা কর। [Discuss the functional scope of ecology.]
জীব সম্প্রদায় কী? এর গঠন ও উপাদান বর্ণনা কর। [What is biotic community? Write down its structure and component.]
বাস্তুতান্ত্রিক অণুক্রম কীভাবে একটি উদ্ভিদসম্প্রদায় চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় বর্ণনা কর। [Describe how a plant community reach to climax stage by ecological succession.]
কীভাবে শিকারি প্রাণীরা একটি শিকার জনসংখ্যার স্থায়িত্ব বজায় রাখে উদাহরণসহ ব্যাখ্যা কর। [Explain with an example how to hold the stability of prey’s population by their predators.]
এই Ecology suggestion & Question Bank । বাস্তুবিদ্যা সাজেশন ও প্রশ্নব্যাংক । অনার্স ৩য়বর্ষ প্রাণিবিজ্ঞান সাজেশন ছাড়াও আরো জানুন