HSC Biology first paper test part-3 এইচএসসি উদ্ভিদবিজ্ঞান অনলাইন পরীক্ষা জীববিজ্ঞান ১মপত্র মডেল টেস্ট

HSC Biology first paper test part-3 |এইচএসসি উদ্ভিদবিজ্ঞান অনলাইন পরীক্ষা | জীববিজ্ঞান ১মপত্র মডেল টেস্ট

HSC Biology first paper test part-3 |এইচএসসি উদ্ভিদবিজ্ঞান অনলাইন পরীক্ষা | জীববিজ্ঞান ১মপত্র মডেল টেস্ট

HSC Biology first paper test part-3 এইচএসসি উদ্ভিদবিজ্ঞান অনলাইন পরীক্ষা  জীববিজ্ঞান ১মপত্র মডেল টেস্ট

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত সবগুলো চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। জীববিজ্ঞান ১মপত্র(উদ্ভিদবিজ্ঞান) এর সাতটি চ্যাপ্টার এখানে কভার করা হয়েছে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

প্রত্যেকটি মডেল টেস্টে ২৫টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ২০ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট/ পার্ট-
/25
0 votes, 0 avg
2

HSC Botany

HSC Botany MCQ Model Test-3(এইচএসসি উদ্ভিদবিজ্ঞান নৈর্বক্তিক মডেল টেস্ট-৩)

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান) এর সিলেবাস ভূক্ত সকল অধ্যায়ের MCQ Test-3
পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

নিচের কোনটি C4 উদ্ভিদ?

2 / 25

কোনটি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য?

3 / 25

পত্ররন্দ্রের খোলা ও বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে-

i. স্টার্চ

ii. pH

iii. Na

নিচের কোনটি সঠিক?

4 / 25

বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?

5 / 25

সাইকাসের পাতা কয় ধরনের?

6 / 25

. প্রাউন্ড টিস্যু—

iএকাধিক টিস্যু দ্বারা গঠিত

iiপেরিব্রেম ভাজক টিস্যু থেকে উৎপন্ন

iii. বহিরাবরণ সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?

7 / 25

অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা অঙ্গজ প্রজনন হয় কোনটির?

8 / 25

নিচের কোনটি নীল বর্ণের রঞ্জক পদার্থ?

9 / 25

কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?

10 / 25

মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলোকে ইংরেজি বিভিন্ন অক্ষরের মতো দেখায়-

11 / 25

A চিহ্নিত অংশকে কী বলা হয়?

12 / 25

চিত্রের অমরবিন্যাস দেখা যায় নিচের কোন উদ্ভিদে?

13 / 25

নিষেকের ফলে –

i. প্রজাতির ক্রোমোসোম সংখ্যার স্থিরতা

ii. নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা থাকে না

iii. অধিক ফলনশীল ও সহনশীল ফসল উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

14 / 25

ATP তৈরির প্রক্রিয়াকে বলা হয়-

i.ফটোলাইসিস

ii.ফটোফসফোরাইলেশন

iii. ফটোসিস্টেম

নিচের কোনটি সঠিক?

15 / 25

ভ্রুণকে পুষ্টি পান করে কোনটি?

16 / 25

“A” চিহ্রিত অংশে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলে?

17 / 25

চিত্রের বৈশিষ্ট্য হলো-

i.ভাস্কুলার বান্ডল অরীয়

ii.জাইলেম এক্সার্ক

iii. জাইলেম এন্ডার্ক

নিচের কোনটি সঠিক?

18 / 25

নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ হলো—

19 / 25

গ্লাইকোলাইসিস কোষের কোথায় ঘটে?

20 / 25

নিচের কোনটিতে পিচ্ছিল পদার্থ পাওয়া যায়?

21 / 25

সাইটোকাইনেসির বৈশিষ্ট্য হলো—

i.নিউক্লিয়াসের বিভাজন

ii.সাইটোপ্লাজমের বিভাজন

iii. কোষের সংখ্যা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

22 / 25

Poaceae গোত্রের বৈশিষ্ট্য হলো-

i পুষ্পপত্রের সংখ্যা ৩ বা এর গুণিতক

ii দলমণ্ডল টুইস্টেড

iii ঘৃণমুকুল পার্শ্বীয়

নিচের কোনটি সঠিক?

23 / 25

প্রান্তীয়করণ কোন উপপর্যায়ে ঘটে?

24 / 25

বন্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায় নিচের কোন উদ্ভিদ কাণ্ডে?

25 / 25

সরিষাতে নিম্নলিখিত কোন প্রকারের ডিম্বক দেখা যায়?

Your score is

The average score is 40%

0%

এই HSC Biology first paper test part-3 |এইচএসসি উদ্ভিদবিজ্ঞান অনলাইন পরীক্ষা | জীববিজ্ঞান ১মপত্র মডেল টেস্ট ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ২৫টি MCQ এর জন্য ২০মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও মেডিক্যাল, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top