HSC economics 1st paper 3rd chapter MCQ Exam । অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন ব্যয় ও আয়
Read More:
পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।
১. C=f(Q) ,এখানে C= উৎপাদন ব্যয় , Q= উৎপাদনের পরিমাণ ,অপেক্ষকটি কী প্রকাশ করেছে ?
ক. উৎপাদন অপেক্ষক
খ. উৎপাদনের পরিমাণ
গ. মাত্রাগত উৎপাদন
ঘ. ব্যয় অপেক্ষক
উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, তৃতীয় অধ্যায়
২. ভূমি উৎপাদনের যে ধরনের উপাদান –
і. আদি
іі. আপেক্ষিক
ііі. মৌলিক
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ২. খ
৩. মোট স্থির ব্যয়কে মোট উৎপাদন দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
ক. মোট ব্যয়
খ. মোট উৎপাদন ব্যয়
গ. গড় ব্যয়
ঘ. গড় স্থির ব্যয়
উত্তরঃ ৩. ঘ
৪. মোট পরিবর্তনীয় ব্যয়কে মোট উৎপাদন দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
ক. মোট ব্যয়
খ. মোট উৎপাদন ব্যয়
গ. গড় পরিবর্তনশীল ব্যয়
ঘ. গড় স্থির ব্যয়
উত্তরঃ ৪. গ
৫. মোট উপযোগ সর্বোচ্চ হয় যখন প্রান্তিক উপযোগ –
ক. সর্বোচ্চ
খ. সর্বনিম্ন
গ. শূন্য
ঘ. ঋণাত্মক
উত্তরঃ ৫. গ
৬. সঞ্চয় কম হলে বিনিয়োগ কম হয় , বিনিয়োগ কম হলে –
і. মূলধন গঠনের প্রক্রিয়া ব্যাহত হয়
іі. উৎপাদন কম হয়
ііі. মূলধন গঠনের হার ও কম হয়
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ৬. ঘ
*. উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
স্বল্পকালে একটি কোম্পানিতে ২ জন শ্রমিক ১০ একক, ৩ জন শ্রমিক ১৫ একক ও ৪ জন শ্রমিক ১৮ একক দ্রব্য উৎপাদন করে।
৭. উদ্দীপকে কোন উৎপাদন বিধি কার্যকর হয়েছে?
ক. ক্রমবর্ধমান
খ. সমানুপাতিক
গ. ক্রমহ্রাসমান
ঘ. স্থির
উত্তরঃ ৭.গ
৮. এ বিধি অনুযায়ী
і. উপকরণ নিয়োগ যে হারে বাড়ে উৎপাদন সে হারে বাড়ে
іі. উপকরণ নিয়োগ যে হারে বাড়ে উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে
ііі. উপকরণ নিয়োগ যে হারে বাড়ে উৎপাদন উৎপাদনও একই হারে বাড়ে
নিচের কোনটি সঠিক ?
ক. і খ. і ও ііі
গ. іі ঘ. іі ও ііі
উত্তরঃ ৮. গ
৯. উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি ?
ক. ভূমি
খ. শ্রম
গ. মূলধন
ঘ. সংগঠন
উত্তরঃ ৯. গ
১০. যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে কী বোঝায় ?
ক. যোগান সৃষ্টি
খ. চাহিদা সৃষ্টি
গ. মজুদ সৃষ্টি
ঘ. উপযোগ সৃষ্টি
উত্তরঃ ১০. ঘ
*. চিত্রটি দেখে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
১১. উদ্দীপকের অঙ্কিত রেখাটি কী নির্দেশ করে ?
ক. মোট উৎপাদন
খ. গড় উৎপাদন
গ. প্রান্তিক উৎপাদন
ঘ. প্রান্তিক উপযোগ
উত্তরঃ ১১. গ
উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, তৃতীয় অধ্যায়,
১২. উদ্দীপকে অঙ্কিত রেখাটি ox অক্ষকে ছেদ করলে এর মান কত হবে ?
ক. ধনাত্নক
খ. ঋনাত্নক
গ. শূন্য
ঘ. সর্বনিম্ন
উত্তরঃ ১২. গ
১৩. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায় ?
ক. উপযোগ সৃষ্টি
খ. নতুন দ্রব্য তৈরি
গ. উপযোগ নিঃশেষ
ঘ. অভাব মোচন
উত্তরঃ ১৩. ক
১৪. উৎপাদন কম হারে বৃদ্ধি পেলে তাকে কোন মাত্রাগত উৎপাদন বিধি বলে ?
ক. ক্রমবর্ধমান
খ. ক্রমহ্রাসমান
গ. স্থির
ঘ. সমানুপাতিক
উত্তরঃ ১৪. খ
১৫. নতুন উপযোগ সৃষ্টি করাকে কী বলে ?
ক. সম্পদ
খ. উৎপাদন
গ. উপকরণ
ঘ. মোট আয়
উত্তরঃ ১৫. খ
১৬. গড় ব্যয় রেখাটি প্রথম দিকে কেমন আকৃতির হয়?
ক. ক্রমবর্ধমান
খ. ক্রমহ্রাসমান
গ. নিন্মগামী
ঘ. ঊর্ধ্বগামী
উত্তরঃ ১৬. গ
১৭. TFC= 10, TVC= 20 হলে উৎপাদনের পরিমাণ Q= 10, তাহলে TC কত?
ক. 5
খ. 10
গ. 20
ঘ. 30
উত্তরঃ ১৭. ঘ
১৮. একটি উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সাথে নিচে কোনটির সম্পর্ক প্রকাশ পায়?
ক. দামের
খ. উপকরণের
গ. সুদের
ঘ. চাহিদার
উত্তরঃ ১৮. খ
১৯. কোনটি সঠিক?
ক. STC= TFC X TVC
খ. STC= TFC/TVC
গ. STC= TFC+TVC
ঘ. STC= TFC-TVC
উত্তরঃ ১৯. গ
২০. মোট আয় নির্ধারণের সূত্র কোনটি ?
ক. TR= P+Q
খ. TR= P/Q
গ. TR= P x Q
ঘ. TR= P-Q
উত্তরঃ ২০. গ