HSC ICT 1st chapter MCQ Test -1 আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -১ ICT 1st chapter mcq exam -1

HSC ICT 1st chapter MCQ Test -1 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -১ / ICT 1st chapter mcq exam -1

HSC ICT 1st chapter MCQ Test -1 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -১ / ICT 1st chapter mcq exam -1

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ICT 1st চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/25
1 votes, 4 avg
16

HSC ICT

এইচএসসি আইসিটি ১ম অধ্যায়ঃ MCQ মডেল টেস্ট-১

এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস ভূক্ত আইসিটি ১ম অধ্যায়ের আলোকে এই মডেল টেস্টের মধ্যে  ১৫০+ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। তাই যতখুশি ততবার এক্সাম দিতে পারবে।
পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

মলিকুলার কম্পােনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে?

2 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও, ‘ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করে পড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে। . উদ্দীপকের ‘খ’ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি?

3 / 25

কম্পিউটার ইথিকসের নির্দেশনা কয়টি?

4 / 25

দশ ন্যানােমিটার = কত মিটার?

5 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও, ‘ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করে পড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে। . উদ্দীপকের আলােকে “ক” শিক্ষার্থীর কর্মকাণ্ড- i. কপিরাইট আইন মানা ii. টেলনেট iii. কম্পিউটার এথিকস , নিচের কোনটি সঠিক?

6 / 25

১ ন্যানােমিটার সমান কত মিটার?

7 / 25

হ্যাকার বলা হয় কাদেরকে?

8 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে । , উদ্দীপকের কর্মকাণ্ডে i. অর্থনৈতিক উন্নয়ন হবে ii. চিকিৎসাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে। iii. জীববৈচিত্র্যের উদ্ভব হবে, নিচের কোনটি সঠিক?

9 / 25

ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- i. কম্পিউটার ii. ক্রায়ােপ্রােব iii. রােবট ,নিচের কোনটি সঠিক?

10 / 25

কম্পিউটার অপরাধের অন্তর্ভুক্ত বিষয় হলাে- i. সফটওয়্যার পাইরেসি, ii. প্লেজিয়ারিজম iii. ডেটা চুরি। নিচের কোনটি সঠিক?

11 / 25

খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-

12 / 25

অনুমতি ব্যতীত কোনাে কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে?

13 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন। . বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি-

14 / 25

ন্যানাে অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে?

15 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : সােনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৫ বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। . উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবস্থায়- i. নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে ii. জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম করবে। iii. তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হবে, নিচের কোনটি সঠিক?

16 / 25

উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : মি, হাসান তার ফ্যাক্টরিতে উৎপাদিত, চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখতে প্যাকেটজাতকরণে পদার্থের মাইক্রোস্কোপিক অণু দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করে ।পণ্যের বিপণন, মজুদকরণ এবং উৎপাদনে গতিশীলতার কারণে বাজারে তার অবস্থা আরাে শক্তিশালী হয় । মি. হাসানের ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

17 / 25

নেটভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলে?

18 / 25

পলিথিন, ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়?

19 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন। . বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে— i. দেশীয় প্রজাতির বিলুপ্তি ii. ফলন কমে যাওয়া iii. নতুন রােগ সৃষ্টি হতে পারে ,নিচের কোনটি সঠিক?

20 / 25

ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে বলা হয়-

21 / 25

উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : মি, হাসান তার ফ্যাক্টরিতে উৎপাদিত, চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখতে প্যাকেটজাতকরণে পদার্থের মাইক্রোস্কোপিক অণু দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করে ।পণ্যের বিপণন, মজুদকরণ এবং উৎপাদনে গতিশীলতার কারণে বাজারে তার অবস্থা আরাে শক্তিশালী হয় ।. মি. হাসানের বাজারে শক্ত অবস্থানের কারণ পণ্যটি- i. আকর্ষণীয় মােড়কযুক্ত ii. আর্দ্রতা প্রতিরােধী iii. পরিবহনে সুবিধা, নিচের কোনটি সঠিক?

22 / 25

প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?

23 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : সােনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৫ বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি হচ্ছে-i. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ii. বায়ােমেট্রিক্স iii. বায়ােইনফরমেটিক্স, নিচের কোনটি সঠিক?

24 / 25

টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?

25 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে । উদ্দীপকে BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

Your score is

The average score is 45%

0%

এই HSC ICT 1st chapter MCQ Test -1 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -১ / ICT 1st chapter mcq exam -1 ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 1st Chapter MCQ Link

You cannot copy content of this page

Scroll to Top