HSC ICT 3th chapter MCQ exam part-1 আইসিটি ৩য় অধ্যায় নৈর্ব্যক্তিক পরীক্ষা -১ সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস mcq

HSC ICT 3th chapter MCQ exam part-1 / আইসিটি ৩য় অধ্যায় নৈর্ব্যক্তিক পরীক্ষা -১ / সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস mcq

HSC ICT 3th chapter MCQ exam part-1 / আইসিটি ৩য় অধ্যায় নৈর্ব্যক্তিক পরীক্ষা -১ / সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস mcq

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত আইসিটি ৩য় চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/25
1 votes, 5 avg
1

HSC ICT

এইচএসসি আইসিটি ৩য় অধ্যায়ঃ MCQ মডেল টেস্ট ,পার্ট-১

এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস ভূক্ত আইসিটি ৩য় অধ্যায়ের আলোকে এই মডেল টেস্টের মধ্যে ২৫ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। তাই যতখুশি ততবার এক্সাম দিতে পারবে।
পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

(11011110.1)2 এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?

2 / 25

পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান

নির্ণয় করার জন্য দরকার—
i. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান
ii. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান
iii. সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি

নিচের কোনটি সঠিক?

3 / 25

কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কার্যাবলী সম্পাদন করে?

4 / 25

ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

5 / 25

সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

6 / 25

MSB-এর পূর্ণরূপ হচ্ছে-

7 / 25

প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?

8 / 25

শূন্যের ব্যবহার কোথায় প্রথম শুরু হয়েছিল?

9 / 25

2BAD.8C কোন ধরনের সংখ্যা?

10 / 25

বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত?

11 / 25

হেক্সাডেসিমেল পদ্ধতির ভিত্তি বা বেজ কত?

12 / 25

সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি?

13 / 25

111 সংখ্যাটি হতে পারে –

i. বাইনারি
ii. অকটাল
iii. ডেসিমেল।

নিচের কোনটি সঠিক?

14 / 25

(1110.11)2 এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?

15 / 25

762 সংখ্যাটি হতে পারে-

i. দশমিক
ii. অকটাল
iii. হেক্সাডেসিমেল

নিচের কোনটি সঠিক?

16 / 25

(37.125)10 এর বাইনারি মান কত?

17 / 25

সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে-
i. দশমিক সংখ্যার ভিত্তি 10
ii. অকটাল সংখ্যার ভিত্তি ৪
iii. হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি 16

নিচের কোনটি সঠিক?

18 / 25

(29)10 সংখ্যাটির বাইনারি মান কত?

19 / 25

ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার?

20 / 25

(11011.110111)2 এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?

21 / 25

বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে দশমিকে কত?

22 / 25

(1010) এর সমতুল্য মান-

i. (10)10
ii. (12)8
iii. (14)16

নিচের কোনটি সঠিক?

23 / 25

(100101.101011)2 এর হেক্সাডেসিমেল মান কত?

24 / 25

(BFE)16 এর সমতুল্য অকটাল মান কত?

25 / 25

(12)10 এর সমকক্ষ বাইনারি কোনটি?

Your score is

The average score is 40%

0%

এই HSC ICT 3th chapter MCQ exam part-1 / আইসিটি ৩য় অধ্যায় নৈর্ব্যক্তিক পরীক্ষা -১ / সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস mcq ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 3th Chap. MCQ Link

You cannot copy content of this page

Scroll to Top