HSC ICT 4th chapter MCQ quiz -4 আইসিটি ৪র্থ অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৪ ICT 4th chapter mcq quiz -4

HSC ICT 4th chapter MCQ quiz -4 / আইসিটি ৪র্থ অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৪ / ICT 4th chapter mcq quiz -4

HSC ICT 4th chapter MCQ quiz -4 / আইসিটি ৪র্থ অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৪ / ICT 4th chapter mcq quiz -4

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ICT 4th চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 28টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 25 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০3 মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/28
0 votes, 0 avg
1

HSC ICT

এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ঃ MCQ মডেল টেস্ট-4

এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস ভূক্ত আইসিটি ৪র্থ অধ্যায়ের আলোকে এই মডেল টেস্টের মধ্যে  ১৫০+ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। তাই যতখুশি ততবার এক্সাম দিতে পারবে।
পূর্ণমানঃ ২৮ সময়, ২৫ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 28

HTML এর body অংশে থাকে
i. ছবি ।
ii. টেবিল।
iii. ওয়েব পেইজ টাইটেল
নিচের কোনটি সঠিক?

2 / 28

html ওয়েব পেইজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন-
i.html
ii.htm
iii.doc
নিচের কোনটি সঠিক?

3 / 28

কম্পিউটারে HTML ব্যবহার করে Home Page-এ যুক্ত করা যায়-
i. গ্রাফিক্স
ii, স্থির চিত্র
iii. চলমান চিত্র
নিচের কোনটি সঠিক

4 / 28

html>
ICT



প্রাপ্ত আউটপুটে কী দেখাবে?

5 / 28

ওয়েব পেইজ ডিজাইন করতে হলে বিভিন্ন ধরনের কুয়েরি ল্যাংগুয়েজ ব্যবহার করতে হয়-
i. MySQL
ii. SQL Server
iii. Oracle
নিচের কোনটি সঠিক?

6 / 28

নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না?
i.
ii.
iii.
নিচের কোনটি সঠিক?

7 / 28

ওয়েব পেইজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি?

8 / 28

HTML এর সুবিধাগুলো হলো—
i.HTML-এর সাথে XML-এর (Extended Markup Language) অনেক সাদৃশ্য রয়েছে।
ii. বেশির ভাগ ডেভেলপমেন্ট টুলস HTML সমর্থন করে
iii. বেশির ভাগ সার্চ ইঞ্জিন HTML বান্ধব নয়।
নিচের কোনটি সঠিক?

9 / 28

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেইজ সমূহ বহুস্তরে বিন্যস্ত পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করল।
গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে-
i. ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করা।
ii. ওয়েব পেইজসমূহ সমান করা
iii. ওয়েবসাইট হোস্টিং করা।
নিচের কোনটি সঠিক?

10 / 28

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও :
তমালের তৈরিকৃত ওয়েব পেইজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন।
তমালের তৈরিকৃত ওয়েব পেইজটি কোন ধরনের?

11 / 28

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেইজ সমূহ বহুস্তরে বিন্যস্ত পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করল।
ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি?

12 / 28

পান্না নতুন ওয়েব পেইজ ডিজাইনার। সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েব পেইজে হাইপারলিঙ্ক ব্যবহার করার পদ্ধতিটি শিখেছে ।
পান্না কোডিং করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার।

13 / 28

হোম পেইজ দেখার জন্য আবশ্যক -
i. ওয়েব ব্রাউজার
ii. সার্চ ইঞ্জিন
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?

14 / 28

একটি HTML ফাইলে-
i. শুরু ট্যাগ হিসেবে থাকে
ii. প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে
iii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে
নিচের কোনটি সঠিক?

15 / 28

পান্না নতুন ওয়েব পেইজ ডিজাইনার। সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েব পেইজে হাইপারলিঙ্ক ব্যবহার করার পদ্ধতিটি শিখেছে ।
পান্না সম্প্রতি যে পদ্ধতিটি শিখেছে তার মাধ্যমে সে ওয়েব পেইজ-
i. সমৃদ্ধ করতে পারবে।
ii. তথ্যবহুল করে তুলতে পারবে
iii. দৃষ্টি নন্দন করতে পারবে
নিচের কোনটি সঠিক?

16 / 28

HTML হচ্ছে—
i. শেখা সহজ
ii. কেস সেনসিটিভ
iii, রক্ষণাবেক্ষণ সহজ
নিচের কোনটি সঠিক

17 / 28

br' এর HTML tag এ থাকে না-
i. ওপেনিং ট্যাগ
ii. ক্লোজিং ট্যাগ ।
iii. টেক্সট ফিল্ড।
নিচের কোনটি সঠিক?

18 / 28

ওয়েব ব্রাউজার হলো—
i. গুগল ক্রোম
ii. সাফারি।
iii. ইউটিউব।
নিচের কোনটি সঠিক?

19 / 28

HTML-এর সুবিধা হলো—
i. সর্বব্যাপী ব্যবহার
ii. অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে ।
iii. কোডিং করা সহজ
নিচের কোনটি সঠিক?

20 / 28

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও :
তমালের তৈরিকৃত ওয়েব পেইজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন।
ওয়েবপেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হলো-
i. ASP
ii. PHP
ii. JSP
নিচের কোনটি সঠিক?

21 / 28

কিছু কিছু ট্যাগ-
i. বৈশিষ্ট্য প্রকাশ করে ।
ii. Empty ট্যাগ ব্যবহার হয়।
iii. প্রতিটি ট্যাগ শুরু হয় <> চিহ্ন দ্বারা।
নিচের কোনটি সঠিক?

22 / 28

HTML এর সুবিধাগুলো হলো—
i.HTML-এর সাথে XML-এর (Extended Markup Language) অনেক সাদৃশ্য রয়েছে।
ii. বেশির ভাগ ডেভেলপমেন্ট টুলস HTML সমর্থন করে
iii. বেশির ভাগ সার্চ ইঞ্জিন HTML বান্ধব নয়।
নিচের কোনটি সঠিক?

23 / 28

HTML দিয়ে ওয়েব প্রেজেন্টেশন তৈরি করার সময় কোন এডিটর ব্যবহার করা হয়-
i. Wordpad
ii. Notepad
iii. Dos Editor
নিচের কোনটি সঠিক?

24 / 28

নীল কালারের কোড হলো—

25 / 28

কোনো ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না?
i.
ii.
iii


নিচের কোনটি সঠিক?

26 / 28

URL এর অংশগুলো হলো
i. প্রোটোকল নেম
ii. হোস্ট নেম।
iii. ডাইরেক্টরি নেম।
নিচের কোনটি সঠিক?

27 / 28

Bangladesh

উদ্দীপকে এট্রিবিউট ভেলু কোনটি?
উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি?

28 / 28

টিম বার্নাস লী-র সাথে সম্পর্কযুক্ত-
i. www ও MIT এর অধ্যাপক
ii. Google এর জনক ও তড়িৎ প্রকৌশল
iii. HTML ও জেনেভার সার্ন
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 57%

0%

এই HSC ICT 4th chapter MCQ quiz -4 / আইসিটি ৪র্থ অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৪ / ICT 4th chapter mcq quiz -4 ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 4th Chapter MCQ Link

You cannot copy content of this page

Scroll to Top