HSC ICT first chapter MCQ Test -4 আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৪ ICT 1st chapter mcq exam -4

HSC ICT first chapter MCQ Test -4 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৪ / ICT 1st chapter mcq exam -4

HSC ICT first chapter MCQ Test -4 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৪ / ICT 1st chapter mcq exam -4

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ICT 1st চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/25
0 votes, 0 avg
1

HSC ICT

এইচএসসি আইসিটি ১ম অধ্যায়ঃ MCQ মডেল টেস্ট-৪

এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস ভূক্ত আইসিটি ১ম অধ্যায়ের আলোকে এই মডেল টেস্টের মধ্যে  ১৫০+ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। তাই যতখুশি ততবার এক্সাম দিতে পারবে।
পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

ভাচুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?

2 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :মিজান বুয়েটে ভর্তির সুযােগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবেi. ভার্চুয়াল ড্রাইভিং ii. অনলাইন ব্যাংকিং iii. আউটসাের্সিং,নিচের কোনটি সঠিক?

3 / 25

কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

4 / 25

রােবটিক্স-এর ক্ষেত্রে প্রযােজ্য- i. হার্ডওয়্যার ii. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স iii. নতুন গবেষণা পরিচালনা ,নিচের কোনটি সঠিক?

5 / 25

ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগৎ তৈরি হয়?

6 / 25

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ- i. এক্সপার্ট সিস্টেমii. ফাজি লজিকiii. লার্নিং সিস্টেম.,নিচের কোনটি সঠিক?

7 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি, ‘ক’ ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় ।. মি. ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে- i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে। ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে ,নিচের কোনটি সঠিক?

8 / 25

রােবটের হাত ও পা নাড়াচাড়া করার জন্য সেটির মধ্যে থাকে।

9 / 25

ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে-i. চিকিৎসাক্ষেত্রে ঝুঁকি কমেii. সৈনিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়iii. মানুষের দৃষ্টি ও শ্রবণ শক্তি বাড়ায়, নিচের কোনটি সঠিক?

10 / 25

নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।, ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল i. দ্বি-মাত্রিক দৃশ্য। ii. ত্রি-মাত্রিক দৃশ্য iii. কৃত্রিম জীবন্ত দৃশ্য, নিচের কোনটি সঠিক?

11 / 25

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ- i. এক্সপার্ট সিস্টেমii. ফাজি লজিকii. লার্নিং সিস্টেম,নিচের কোনটি সঠিক?

12 / 25

ভিজুয়্যাল ম্যানুফ্যাকচারিং সিস্টেম অটোমােশনে ব্যবহৃত হয়-

13 / 25

কম্পিউটার সিম্যুলেশন প্রয়ােগের ক্ষেত্র কোনটি?

14 / 25

কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারের চিন্তা-ভাবনা হয়-

15 / 25

মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?

16 / 25

মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?

17 / 25

কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

18 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :মিজান বুয়েটে ভর্তির সুযােগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়,. মিজানের খবরটি পাঠানাের ব্যবস্থা কোনটি?

19 / 25

নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল। শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?

20 / 25

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:শুভ সাহেব এর ছােট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।,উদ্দীপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে i. বিশেষ সফটওয়্যার প্রয়ােজন ii. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে। iii. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে,নিচের কোনটি সঠিক?

21 / 25

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:শুভ সাহেব এর ছােট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন। উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে?

22 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি, ‘ক’ ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় । দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে-

23 / 25

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়ােগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে- i. ভিডিও কনফারেন্স ii. টেলি মেডিসিন iii. ই-মেইল নিচের কোনটি সঠিক?

24 / 25

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়ােগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। ,বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে - i. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে। ii. রােগীর ব্যথা কম হবে iii. সুস্থ হতে সময় কম লাগবে, নিচের কোনটি সঠিক?

25 / 25

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?

Your score is

The average score is 72%

0%

এই আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৪ / ICT 1st chapter mcq exam -4 ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 1st Chapter MCQ Link

You cannot copy content of this page

Scroll to Top