HSC ict MCQ Solution 2023 cumilla Board এর পুরো সলভ এখানে দেওয়া হলঃ
Read more:
উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও :
মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না। যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করল যার মাধ্যমে সফট্ওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়।
১। উদ্দীপকের সার্ভিসটির নাম কী?
(ক) Wi-Fi
(খ) Wi-Max
(গ) Bluetooth
ঘ) Cloud computing
২। উদ্দীপকের ব্যবহৃত সার্ভিসটির—
i) লাইসেন্স ফি প্রয়োজন হয় না
ii) রক্ষণাবেক্ষণ খরচ নাই
iii) ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন, তোমার ক্লাস রোল কত? করিম উত্তর দিল 3D.
৩। উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত?
(ক) ৬১
খ) ৭১
গ) ৮১
ঘ) ৯১
৪। উদ্দীপকে করিমের রোলের সাথে (৫)১০ যোগ করলে সংখ্যাটি কত হবে?
(ক) (২৮)৮
খ ) (৬৬)১০
(গ) (১০০০০১১)২
ঘ) (২৪)১৬
৫। (110110)2 এর সমকক্ষ মান-
i. (66)8
ii. (54) 10
iii. (36) 16
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬। ২ এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়?
(ক) যোগ করে
(খ) বিয়োগ করে
(গ) ভাগ করে
(ঘ) গুণ করে
৭। ডোমেইন নাম (Domain name) হলো-
(ক) ওয়েব ফাইলের নাম
(খ) সার্ভারের নাম
গ) ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম
(ঘ) ফোল্ডারের নাম
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
মীম একটি কম্পিউটার প্রোগ্রাম SQL ব্যবহার করে ইংরেজিতে ডেভেলোপ করল যা মানুষ সহজে বুঝতে পারে • এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়।
৮। উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত?
(ক) হাই লেভেল ভাষা
(খ) চতুর্থ প্রজন্মের ভাষা
(গ) মেশিন ভাষা
(ঘ) অ্যাসেম্বলি ভাষা
৯। প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন—
i. অ্যাসেম্বলার
ii. কম্পাইলার
iii. ইন্টার প্রেটার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১০। প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক ◊
খ ▱
গ ▭
ঘ ○
১১। C ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি—
ক) printf()
খ) sum ()
(গ) average ()
(ঘ) if ()
১২। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি?
(ক) হাই লেভেল ভাষা
(খ) অ্যাসেম্বলি ভাষা
গ) মেশিন ভাষা
(ঘ) ভেরি হাই লেভেল ভাষা
১৩। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কী বলে?
(ক) ক্রায়োবলেশন
(খ) ক্রায়োপ্রব
গ) ক্রায়োসার্জারি
(ঘ) ক্রায়োজেনিক
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও : কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে। যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে।
১৪। কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে?
(ক) বায়োমেট্রিক্স
(খ) ন্যানোটেকনোলজি
গ) রোবটিক্স
(ঘ) বায়োইনফরমেটিক্স
১৫। কামালের যন্ত্রটি ব্যবহার করা যায়—
i. চিকিৎসা ক্ষেত্রে
ii.গৃহব্যবস্থাপনায়
iii. শিল্প কারখানায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৬। bps এর পূর্ণরূপ কী?
ক) bit per second
খ) byte per second
(গ) binary per second
(ঘ) bit per system
১৭। ব্যান্ডউইথের অন্য নাম হলো-
i) ডেটা ট্রান্সমিশন স্পিড
ii) ব্যান্ড স্পিড
iii) মোবাইল স্পিড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৮। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি?
ক) ফ্যাক্স
খ) এসএমএস
(গ) এমএমএস
ঘ) টেলিগ্রাফ
১৯। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের ক্যাবল ব্যবহার করা হয়?
(ক) টুইস্টেড
(গ) থিকনেট
(খ) কো-এক্সিয়াল
(ঘ) অপটিক ফাইবার
২০। মৌলিক লজিক গেইট কয়টি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
২১।
চিত্রের আউটপুট হবে?
ক) AB
খ) AB ( A compliment B)
গ) AB
ঘ) AB
২৩। একটি ওয়েবসাইটের একক ঠিকানা—
(ক) IP Address
খ) HTTP
গ) URL
(ঘ) HTML
২৪। HTML ফাইলে-
i)শুরু ট্যাগ হিসেবে <html> থাকে
ii) প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে।
iii) অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৫। দিপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করেছে। এতে করে তার সাইটটি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। উদ্দীপকের দিপু কোন ট্যাগটি ব্যবহার করে ছবিটি যুক্ত করেছে?
(ক) < caption>
খ) <img >
(গ) <head>
(ঘ) <html>