HSC ICT First chapter test

HSC ICT MCQ Exam ║ HSC 1st chapter MCQ Test ║ ICT 1st chapter MCQ Test

HSC ICT MCQ test ║ HSC 1st chapter MCQ online ║ ICT 1st chapter MCQ exam ║ আইসিটি প্রথম অধ্যায় অনলাইন টেস্ট;

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত (Information and Communication Technology: World and Bangladesh Perspective) online Test

সরকার এইচএসসি লেভেলের আইসিটি শিক্ষার্থীদের জন্য যে পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে, আমাদের সিস্টেম তার উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে।

প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানাই। তোমাদের সিলেবাসভূক্ত আইসিটি বইয়ের প্রথম অধ্যায়-“তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত” -এর ২০১৬ সাল থেকে সর্বশেষ বোর্ড প্রশ্নে আসা সব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের মাধ্যমে এই অনলাইন টেস্ট এর আয়োজন করা হয়েছে।

তোমরা যতখুশি ততবার এই অনলাইন পরীক্ষায় অংশ নিতে পারবে। সাথে সাথে উত্তর পেয়ে যাবে।

অনলাইন পরীক্ষায় ভালো করার জন্য নিচের নৈর্বক্তিক গুলো আগে পড়ে নিতে পারো-

HSC ICT MCQ test ║ HSC 1st chapter MCQ online ║ ICT 1st chapter MCQ exam ║ আইসিটি প্রথম অধ্যায় অনলাইন টেস্ট

অনলাইন পরীক্ষা

0%
4 votes, 3 avg
0

HSC ICT First Chapter MCQ Online Test

ইন্টারমিডিয়েট আইসিটির প্রথম  অধ্যায়ের   MCQ দেওয়া হয়েছে। পরীক্ষায় যতবার খুশি ততবার অংশগ্রহন করুন!

1 / 25

কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?

2 / 25

প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?

3 / 25

কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানাে যায়?

4 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও, ‘ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করে পড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে। . উদ্দীপকের ‘খ’ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি?

5 / 25

ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- i. কম্পিউটার ii. ক্রায়ােপ্রােব iii. রােবট ,নিচের কোনটি সঠিক?

6 / 25

নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল। শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?

7 / 25

নিচের উদ্দীপকের আলােকে প্রশ্নের উত্তর দাও : মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন । তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন। উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলাে- i. শিক্ষা ক্ষেত্রে ii. গােয়েন্দা নজরদারিতে iii. সামাজিক যােগাযােগে। নিচের কোনটি সঠিক?

8 / 25

কোনটি বায়ােইনফরমেটিক্সের বৈশিষ্ট্য?

9 / 25

উদ্দীপকটি পড়ে নং প্রশ্নের উত্তর দাও : চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি আম গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এবছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুব খুশী হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।,উদ্দীপকের আলােকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন-i. অধিক ফলন ঘরে তুলতে পারবেii. টিস্যু কালচার ব্যবহার করতে পারবেiii. বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে পারবে।নিচের কোনটি সঠিক?

10 / 25

ই-কমার্স এর অন্তর্ভুক্ত নয়।

11 / 25

মলিকুলার কম্পােনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে?

12 / 25

বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?

13 / 25

কোনটি ডিএনএ-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?

14 / 25

নিচের উদ্দীপকের আলােকে প্রশ্নের উত্তর দাও : আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলােচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়ােজন করে। , আবিরের উদ্যোগের ফলে- i. প্রযুক্তির প্রসার ঘটবে ,ii. জনসম্পদ তৈরি হবেiii. কর্মসংস্থান হ্রাস পাবে ,নিচের কোনটি সঠিক?

15 / 25

উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : মি, হাসান তার ফ্যাক্টরিতে উৎপাদিত, চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখতে প্যাকেটজাতকরণে পদার্থের মাইক্রোস্কোপিক অণু দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করে ।পণ্যের বিপণন, মজুদকরণ এবং উৎপাদনে গতিশীলতার কারণে বাজারে তার অবস্থা আরাে শক্তিশালী হয় ।. মি. হাসানের বাজারে শক্ত অবস্থানের কারণ পণ্যটি- i. আকর্ষণীয় মােড়কযুক্ত ii. আর্দ্রতা প্রতিরােধী iii. পরিবহনে সুবিধা, নিচের কোনটি সঠিক?

16 / 25

কর্মসংস্থানের জন্য বর্তমানে- i. ঘরে বসেই কাজ পাওয়া যায়। ii. ইন্টারনেট সুবিধা নেওয়া যায় | iii. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায় নিচের কোনটি সঠিক?

17 / 25

কম্পিউটার ইথিকসের নির্দেশনা কয়টি?

18 / 25

গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কী?

19 / 25

নেটভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলে?

20 / 25

হ্যাকার বলা হয় কাদেরকে?

21 / 25

পলিথিন, ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়?

22 / 25

ভাচুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?

23 / 25

প্রথম ট্রান্সজেনিক প্রাণী-

24 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি, ‘ক’ ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় ।. মি. ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে- i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে। ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে ,নিচের কোনটি সঠিক?

25 / 25

ক্রায়ােসার্জারিতে -i. টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করা হয় ii. নাইট্রোজেন ব্যবহার করা হয় iii. অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করা হয় নিচের কোনটি সঠিক?

Your score is

MCQ বোর্ড প্রশ্ন ও সাজেসান্স

CQ বোর্ড প্রশ্ন ও সাজেসান্স

প্রথম অধ্যায়ের সৃজনশীল-এর বোর্ড প্রশ্নাবলী সাজেসান্স নিচে দেওয়া হয়েছে। তাই দেখে নাও বিভিন্ন সালে বোর্ড আসা “তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত” -এর প্রশ্নাবলী।

কিছু কথাঃ

অতীতের শিল্পবিপ্লবের অনুরূপ এই মুহূর্তে আমরা একটি শিল্পবিপ্লবের ভেতর দিয়ে যাচ্ছি যে বিপ্লবটিকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব বলে আখ্যায়িত করতে পারি। এই বিপ্লবটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটি পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের জীবনধারাকে স্পর্শ করেছে। পুরো পৃথিবীর সকল মানুষ প্রথমবার পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে একটি অভিন্ন মানবগোষ্ঠী হিসেবে নিজেদের উপস্থাপন করার সুযোগ পেয়েছে।

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা:
• বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
• বিশ্বগ্রামের ধারণা-সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে;
• বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করতে পারবে;
• ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ করতে পারবে;
• প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারবে;
 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করতে পারবে;
 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা বজায় রাখার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;
• সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবে;
• অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করতে পারবে;
• মূল্যবোধ বজায় রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হবে

HSC ICT MCQ test ║ HSC 1st chapter MCQ online ║ ICT 1st chapter MCQ exam ║ আইসিটি প্রথম অধ্যায় অনলাইন টেস্ট

এই অধ্যায়ের শীটঃ

HSC ICT MCQ test ║ HSC 1st chapter MCQ online ║ ICT 1st chapter MCQ exam ║ আইসিটি প্রথম অধ্যায় অনলাইন টেস্ট

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top