HSC ICT MCQ test ║ HSC 1st chapter MCQ online ║ ICT 1st chapter MCQ exam ║ আইসিটি প্রথম অধ্যায় অনলাইন টেস্ট;
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত (Information and Communication Technology: World and Bangladesh Perspective) online Test
সরকার এইচএসসি লেভেলের আইসিটি শিক্ষার্থীদের জন্য যে পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে, আমাদের সিস্টেম তার উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে।
প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানাই। তোমাদের সিলেবাসভূক্ত আইসিটি বইয়ের প্রথম অধ্যায়-“তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত” -এর ২০১৬ সাল থেকে সর্বশেষ বোর্ড প্রশ্নে আসা সব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের মাধ্যমে এই অনলাইন টেস্ট এর আয়োজন করা হয়েছে।
তোমরা যতখুশি ততবার এই অনলাইন পরীক্ষায় অংশ নিতে পারবে। সাথে সাথে উত্তর ও পেয়ে যাবে।
অনলাইন পরীক্ষায় ভালো করার জন্য নিচের নৈর্বক্তিক গুলো আগে পড়ে নিতে পারো-
HSC ICT MCQ test ║ HSC 1st chapter MCQ online ║ ICT 1st chapter MCQ exam ║ আইসিটি প্রথম অধ্যায় অনলাইন টেস্ট
অনলাইন পরীক্ষা
MCQ বোর্ড প্রশ্ন ও সাজেসান্স
CQ বোর্ড প্রশ্ন ও সাজেসান্স
প্রথম অধ্যায়ের সৃজনশীল-এর বোর্ড প্রশ্নাবলী ও সাজেসান্স নিচে দেওয়া হয়েছে। তাই দেখে নাও বিভিন্ন সালে বোর্ড আসা “তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত” -এর প্রশ্নাবলী।
কিছু কথাঃ
অতীতের শিল্পবিপ্লবের অনুরূপ এই মুহূর্তে আমরা একটি শিল্পবিপ্লবের ভেতর দিয়ে যাচ্ছি যে বিপ্লবটিকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব বলে আখ্যায়িত করতে পারি। এই বিপ্লবটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটি পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের জীবনধারাকে স্পর্শ করেছে। পুরো পৃথিবীর সকল মানুষ প্রথমবার পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে একটি অভিন্ন মানবগোষ্ঠী হিসেবে নিজেদের উপস্থাপন করার সুযোগ পেয়েছে।
এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা:
• বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
• বিশ্বগ্রামের ধারণা-সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে;
• বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করতে পারবে;
• ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ করতে পারবে;
• প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারবে;
• তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করতে পারবে;
• তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা বজায় রাখার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;
• সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবে;
• অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করতে পারবে;
• মূল্যবোধ বজায় রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হবে
HSC ICT MCQ test ║ HSC 1st chapter MCQ online ║ ICT 1st chapter MCQ exam ║ আইসিটি প্রথম অধ্যায় অনলাইন টেস্ট
এই অধ্যায়ের শীটঃ
HSC ICT MCQ test ║ HSC 1st chapter MCQ online ║ ICT 1st chapter MCQ exam ║ আইসিটি প্রথম অধ্যায় অনলাইন টেস্ট