NU Plant Pathology short suggestion 2024 / প্ল্যান্ট প্যাথোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

NU Plant Pathology short suggestion 2024 / প্ল্যান্ট প্যাথোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

NU Plant Pathology short suggestion 2024 / প্ল্যান্ট প্যাথোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

NU Plant Pathology short suggestion 2023  প্ল্যান্ট প্যাথোলজি শর্ট সাজেশন ২০২৩  অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩

National University অনার্স ৩য় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা তোমাদের ২০২৩ সালের নগ্নবীজী , Palynology ও প্যালিওবোটানি বিষয়ের প্যালিনোলজি অংশটির শর্ট সাজেশন দেওয়া হয়েছে। তোমরা ২০২২ সালের পরীক্ষার্থী হলেও তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৩ সালে।

আরো পড়ুনঃ

এই শর্ট সাজেশন থেকে ৯৯% কমন আসবে!

Paleobotany

অতি সংক্ষিপ্ত প্রশ্ন( উত্তরসহ)

উদ্ভিদ রোগতত্ত্ব কি?
উত্তর || উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের রোগ এবং এর কারণ, বৃদ্ধি, লক্ষণ, নিদানতত্ত্ব, প্রতিকার ইত্যাদি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ রোগতত্ত্ব (Plant Pathology) বলে ।

উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
উত্তর ||| গ্রিক দার্শনিক থ্রিওফ্রাস্টাস।

লেবুর ক্যানকার রোগের জন্য দায়ী জিন কে?
উত্তর | Xanthomonas citri.

অসংক্রামক রোগ কী?
উত্তর ||| যে সকল রোগ পরিবেশগত কারণে সৃষ্টি হয়, এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে ছড়ায় না তাকে অসংক্রামক রোগ বলে ।

এন্ডেমিক রোগ কী?
উত্তর || যে সমস্ত রোগ কোন নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় তাকে আঞ্চলিক বা এন্ডেমিক রোগ বলে।

আলুর লেট ব্লাইট রোগের কারণ কি? কোন বিজ্ঞানী তা সঠিকভাবে নির্ণয় করেন?
উত্তর || লেটব্লাইট রোগের কারণ Phytophthora infestans. জার্মান বিজ্ঞানী Anton de Bary তা প্রথম ১৮৬১ খ্রিস্টাব্দে সঠিকভাবে নির্ণয় করেন।

বর্দোমিশ্রণ কে আবিষ্কার করেন?
উত্তর || ফ্রান্সের বিজ্ঞানী P.M.A. Millardet (1885) বোর্দোমিশ্রন আবিষ্কার করেন।

. আইরিশ দুর্ভিক্ষের কারণ কী?
উত্তর || Late Blight of Potato.

. একটি আগাছা নিধনকারী আগাছার নাম লিখ।
উত্তর || Cercospora.

বাধাকপির Club root রোগের প্যাথোজেনের নাম কী?
উত্তর || Plasmopara brassicae ছত্রাক।

NU Plant Pathology short suggestion 2024 / প্ল্যান্ট প্যাথোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

জিন-ফর-জিন (gene-for-gene) মতবাদ প্রবর্তন কে করেন?
উত্তর || আমেরিকান বিজ্ঞানী H. H. Floor.

ভারতের আধুনিক উদ্ভিদ রোগবিদ্যার জনক কে?
উত্তর || E. J. Butler.

বিক্ষিপ্ত রোগ কী?
উত্তর ||| যে সকল সংক্রামক রোগ এখানে-সেখানে অনিয়মিতভাবে মাঝে-মধ্যে কখনো কখনো দেখা দেয় তাকে বিক্ষিপ্ত রোগ বলে।

প্যানডেমিক রোগ কী?
উত্তর ||| যখন কোনো মহামারী রোগ একটি বা একাধিক মহাদেশের প্রায় সর্বত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বহু উদ্ভিদের মৃত্যু ঘটায় তখন তাকে প্যানডেমিক রোগ বলে। যেমন ১৮৪০-১৮৫০ সালের আঙ্গরের পাউডারী মিলডিউ রোগ বিশ্বজুড়ে প্যানডেমিক হিসেবে দেখা দেয়।

সিস্টেমিক রোগ কী?
উত্তর || যখন রোগজীবাণু আক্রান্ত উদ্ভিদের প্রায় সর্বাঙ্গে বিস্তৃত হয়ে রোগ সৃষ্টি করে তখন তাকে সিস্টেমিক রোগ বলে। যেমন— গমের লুজ স্মাট, আখের হুইপ স্মাট ইত্যাদি ৷

রবিগালিয়া কী?
উত্তর || প্রাচীনকালের মানুষ মনে করত যে মানুষের খারাপ কাজের জন্য ঈশ্বরের অভিশাপে শাস্তি দেওয়ার জন্য উদ্ভিদে রোগ সৃষ্টি হয়। প্রাচীনকালে মানুষেরা শস্যকে রোগ থেকে রক্ষা করার জন্য দেবতার পূজা করত। রোমানরা মরিচা রোগ থেকে গমকে রক্ষা করার আশায় প্রতি বছর রোবিগো (Robigo) নামক রাস্ট দেবতাকে তুষ্ট করার জন্য লাল কুকুর ও মেষ উৎসর্গ করে যে উৎসব পালন করতো তাকে রোবিগালিয়া (Robigalia) বলা হয়।

NU Plant Pathology short suggestion 2024 / প্ল্যান্ট প্যাথোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

অর্গোটিজম’ বলতে কী বুঝ?
উত্তর ||| আরগট হচ্ছে Claviceps-এর ঘন সন্নিবিষ্ট সিডোপ্যারেনমাটাস টিস্যু দ্বারা গঠিত শিং-এর ন্যায় বাঁকা প্রতিকূলতা সহ্যকারী কাল বা গাঢ় বাদামি বর্ণের স্ক্লেরোসিয়াম, যা আক্রান্ত পুষ্পের ধ্বংসপ্রাপ্ত গর্ভাশয় থেকে বেরিয়ে থাকে। Clavecelps-এর আরগটের টক্সিন দ্বারা মানুষ ও গবাদিপশুর বিভিন্ন রোগ সংগঠনকে আরগটিজম বলা হয়। রাই-এর আর্গট সৃষ্টিকারী ছত্রাক Claviceps purpuria.

উদ্ভিদে রোগ সৃষ্টিকারী একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর || উদ্ভিদে রোগ সৃষ্টিকারী একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া : Staphylococcus aureus.

উদ্ভিদ রোগ বলতে কী বুঝ?
উত্তর || উদ্ভিদ রোগ বলতে বুঝায় প্যাথোজেন দ্বারা বা প্রতিকুল পরিবেশগত কারণে উদ্ভিদদেহের উত্তেজনা বা বিশৃঙ্খলা যা দেহের স্বাভাবিক কাজের ব্যাঘ্যাত ঘটায় এবং গঠনগত পরিবর্তন হয় এমনকি উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

আধুনিক উদ্ভিদ রোগতত্ত্বের জনক কে?
উত্তর || জার্মান বিজ্ঞানী Anton de Bary (1831-1888) কে আধুনিক উদ্ভিদ রোগতত্ত্বের জনক বলা হয়।

রোগ কি?
উত্তর ||| আধুনিক ধারণায় রোগ হচ্ছে পোষক, পরজীবী এবং পরিবেশের ক্রিয়া-প্রতিক্রিয়া যার ফলে পোষকের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে এবং গঠনগত পরিবর্তন হয়, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

সিস্টেমিক রোগ কি?
উত্তর || যখন রোগ জীবানু আক্রান্ত উদ্ভিদের প্রায় সর্বাঙ্গে বিস্তৃত হয়ে রোগ সৃষ্টি করে তখন তাকে সিস্টেমিক রোগ বলে। যেমন— গমের লুজ স্মাট, আখের হুইপ স্মাট ইত্যাদি।

উদ্ভিদ রোগের কারণ (cause) কি?
উত্তর | যার দ্বারা উদ্ভিদের রোগ সৃষ্টি হয় তাকে রোগের কারণ (Cause) বলে। যেমন- আলুর লেট ব্লাই রোগের কারণ Phytophthora infestans ছত্রাক।

NU Plant Pathology short suggestion 2024 / প্ল্যান্ট প্যাথোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

সংক্রামক রোগ কি?
উত্তর || যে রোগ সহজেই এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে জীবিত প্যাথোজেনের মাধ্যমে সংক্রমিত হয় তাকে সংক্রামক রোগ বলে।

উদ্ভিদের মহামারী রোগ কি?

উত্তর ||| যে সকল রোগ অতিদ্রুত বহু সংখ্যক উদ্ভিদে প্রায় একই সময় ছড়িয়ে পড়ে তাকে উদ্ভিদ মহামারী রোগ বলে।

প্যানডেমিক রোগ কি?

উত্তর ||| যখন কোনো মহামারী রোগ একটি বা একাধিক মহাদেশের প্রায় সর্বত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বহু উদ্ভিদের মৃত্যু

ঘটায় তখন তাকে প্যান ডেমিক রোগ বলে। যেমন ১৮৪০-১৮৫০ সালের আঙ্গুরের পাউডারী মিলডিউ রোগ বিশ্বজুড়ে

প্যানডেমিক হিসেবে দেখা দেয়।

ককের স্বীকার্য বলতে কী বুঝ?

উত্তর || কোন প্যাথোজেন কোনো রোগের কারণ কি না, তা সঠিকভাবে নির্ণয়ের জন্য রবাট কক (Robert Koch) যে

চারটি নীতি প্রদান করেন তাকে ককের স্বীকার্য বলে।

পরজীবী ও পরজীবিতা বলতে কী বুঝ? (৯৯%) [জাবি-২০১৭]

উত্তর || যখন একটি জীব অন্য একটি জীবদেহে অবস্থান করে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে, তখন তাকে পরজীবী বলে। আর পরজীবী এবং এর পোষকের সম্পর্ককে পরজীবিতা বলা হয়।

মিথোজীবিতা কি?

উত্তর || যখন দুটি জীব একত্রে বাস করে এবং একটি অন্যটির ক্ষতি করে না, বরং উভয়েই উপকৃত হয়, তখন এ প্রক্রিয়াকে মিথোজীবিতা বলে।

প্যারাসাইট কাকে বলে?

উত্তর || যখন কোন প্যাথোজেন রোগ সৃষ্টি করতে অক্ষম হয় তখন তাকে প্যারাসাইট বলে।

NU Plant Pathology short suggestion 2023 / প্ল্যান্ট প্যাথোলজি শর্ট সাজেশন ২০২৩ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩

ইনোকুলাম এবং ইনোকুলেশন বলতে কী বুঝ?

উত্তর ||| প্যাথোজেন বা এর যে অংশ পোষককে আক্রমণ করে তাকে ইনোকুলাম বলে। আর ইনোকুলামের পোষক দেহের সংস্পর্শে আসার প্রক্রিয়াকে ইনোকুলেশন জ্বলে।

ইনোকুলাম কী? ।

উত্তর ||| প্যাথোজেন বা এর যে অংশ পোষককে আক্রমণ করে তাকে ইনোকুলাম বলে। আর ইনোকুলামের পোষক দেহের সংস্পর্শে আসার প্রক্রিয়াকে ইনোকুলেশন বলে।

প্যাথোজেনেসিস কী?

উত্তর ||| প্যাথোজেন যে প্রক্রিয়ার মাধ্যমে রোগ সৃষ্টি করে তাকে প্যাথোজেনেসিস বলে।

প্যাথোজেন কী?

উত্তর || যে সকল জীব বা সজীব উপাদান পোষক দেহে রোগ সৃষ্টি করে তাদেরকে প্যাথোজেন বলে। যেমন— ব্যাকটিরিয়া, ছত্রাক, নেমাটোডা ইত্যাদি।

পোষক কী?

উত্তর ||| দুটি জীবের সহবস্থানে যে জীব ক্ষতিগ্রস্থ হয় তাহলে তাকে পোষক বলে। অথবা, যে জীব অপরজীবকে আশ্রয় দেয় তাকে পোষক বলে।

. পরজীবী কী?

উত্তর || দুটি জীবের সহবস্থানে একটি জীব যদি অপর জীব দ্বারা ক্ষতিগ্রস্থ হয় এবং অপর জীব লাভবান হয় তাহলে যে জীব ক্ষতিগ্রস্থ হচ্ছে সে পোষক আর যে জীব লাভবান হয় তাকে পরজীবী বা প্যারাসাইট (Parasite) বলে।

হেটারোইসিয়াস কী?

উত্তর || এমন কিছু কিছু পরজীবী আছে যাদের জীবনচক্র সম্পূর্ণ করতে দুটি পোষকের (Host) প্রয়োজন হয়, তাদেরকে হেটারোইসিয়াস (Heteroccious) পরজীবী বলে। যেমন- Puccinia graminis tritici নামক ছত্রাক গম ও বাববেরী উদ্ভিদে বসবাসের মধ্যে দিয়ে জীবনচক্র সম্পূর্ণ করে।

বহিঃপরজীবী কী?

উত্তর || যে সকল বাধ্যতামূলক পরজীবী পোষকদেহের কলাকে ভেদ না করে কেবল পোষকদেহের বাইরের উপরিভাগে মাইসেলিয়াম বিস্তৃত করে জন্মে তাদেরকে বহিঃপরজীবী বলে।

অ্যাপ্রোসোরিয়াম কী?

উত্তর || ছাত্রাক এর স্পোরের টিউবটি যখন পোষক দেহের সংস্পর্শে আসে তখন তা স্কৈত হয়ে বাল্বের মতো বা সিলিন্ডাদের মত আকৃতি ধারণ করে একে অ্যাপ্রোসোরিয়াম বলা হয়।

NU Plant Pathology short suggestion 2023 / প্ল্যান্ট প্যাথোলজি শর্ট সাজেশন ২০২৩ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩

Infect কয় প্রকার?

উত্তর ||| ২ প্রকার। যথা- (র) স্থানিক সংক্রমণ, (রর) অস্থানিক সংক্রমণ।

সুপ্তিকাল কী?

উত্তর | ইনোকুলামের পোষক দেহে সংস্পর্শের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত সময়কে সুপ্তিকাল বলে।

একটি এককোষী বাধ্যতামূলক পরজীবীর নাম লিখ।

উত্তর || একটি এককোষী বাধ্যতামূলক পরজীবীর নাম : Synchytrium endobioticum.

রোগ ত্রিভুজ (Disease triangle) কী?

উত্তর | সংক্রামক রোগ সৃষ্টি ও বিকাশের জন্য প্যাথোজেন, পোষক এবং পরিবেশ এ তিনটি উপাদানকে একত্রে রোগ ত্রিভুজ (Disease triangle) বলে।

প্রকৃত পরজীবিতা কী?

উত্তর || জীবিত জীবদেহ ছাড়া যে সকল পরজীবীর কোনো অস্তিত্ব নেই এবং জীবদেহের বাইরে যারা জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না, তাদেরকে প্রকৃত পরজীবী বলে এবং এরূপ পরজীবিতাকে বলা হয় প্রকৃত পরজীবিতা।

সংক্রামক রোগ কী?

উত্তর || যে রোগ সহজেই এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে জীবিত প্যাথোজেনের মাধ্যমে সংক্রমিত হয় তাকে সংক্রামক রোগ বলে।

রোগচক্র বলতে কী বুঝ?

উত্তর || প্রতিটি সংক্রামক রোগে কতকগুলো ঘটনা পর্যায়ক্রমে সংঘটিত হয় ও রোগের বিকাশ ঘটে এবং রোগের ও প্যাথোজেনের পুনরাবির্ভাব (Perpetuation) হয়; এ চক্রাকার ঘটনাসমূহকে রোগ চক্র (Disease cycle) বলে। রোগ চক্রের মাধ্যমেই রোগের বিকাশ হয়।

বিকল্প পোষক কী?

উত্তর || প্যাথোজেন তার প্রধান পোষকের অনুপস্থিতিতে যখন অন্য পোষকে আক্রমণ করে জীবনধারণ করে তখন

এধরনের পোষককে বিকল্প পোষক বলে।

ওভার সামারিং ও ওভার উইন্টারিং বলতে কী বুঝঝ?

উত্তর || শীত ও গ্রীষ্ম এই দুটি মৌসুমের কোনোটিতে যখন প্যাথোজেনের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে তখন তারা

বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে অতি শীত বা অতি গ্রীষ্মকালীন প্রতিকূল অবস্থা অতিবাহিত করে, একেই Over

wintering or over Sumering বলে।

লক্ষণ তত্ত্ব (Symptomology) কি?

উত্তর || রোগবিজ্ঞানের যে শাখায় রোগের লক্ষণসমূহের পর্যালোচনা করা হয় তাকে লক্ষণতত্ত্ব (Symptomology) বলে ।

স্মার্ট কি?

উত্তর || ছত্রাক দ্বার উদ্ভিদের আক্রান্ত স্থানে কাল বর্ণের ঝুলের ন্যায় বৈশিষ্ট কে স্মাট বলে? যেমন: গমের লুজ স্মার্ট যা

Ustilago tritici ছত্রাক দ্বারা সৃষ্টি হয়।

গৌণ লক্ষন কি? ..

উত্তর || প্রাথমিক লক্ষন দেখা দেওয়ার পর ঐ আক্রান্ত অংশ থেকে দূরে ভিন্ন রকমের লক্ষন দেখা দিলে তাকে গৌন লক্ষণ

বলে।

রোগ লক্ষণ বলতে কী বুঝ?

উত্তর || রোগের কারণে যদি কোনো জীবের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং এর ফলে যদি জীব দেহের বাইরে ও

ভিতরে কিছু পরিবর্তন পরিলক্ষিত হয় এই পরিবর্তনই রোগ লক্ষণ। অর্থাৎ রোগের কারণে জীবদেহে যে পরিবর্তন হয়

তাকে রোগ লক্ষণ বলে।

হাইপারপ্লাস্টিক লক্ষণ কী?

উত্তর || প্যাথোজেনের আক্রমণে যদি পোষকের কোষ স্বাভাবিক অপেক্ষা বেশি বিভাজিত হয় তাহলে তাকে

হাইপারপ্লাস্টিক লক্ষণ বলা হয়।

অ্যান্ড্রাকোনোজ কী?

উত্তর || এধরনের রোগ লক্ষণে কাণ্ড, পাতা বা ফলে আলসারের ন্যায় লম্বা কোনাকার ক্ষতের সৃষ্টি হয় এবং ক্ষতটি বসে

যাওয়ার মতো দেখায়।

ক্যাংকার কী?

উত্তর || প্যাথোজেনের আক্রমণে পোষক উদ্ভিদের ত্বকও কর্টেকস পচে ফেটে গেলে এবং গভীর ক্ষতের সৃষ্টি হলে তাকে

ক্যাংকার বলে। যেমন, Xanthomonas citri দ্বারা লেবুর ক্যাংকার রোগ সৃষ্টি করে।

ব্লিচিং কী?

উত্তর | পাতা ও ফলের বহিঃত্বকে সামান্য নেক্রোসিসজনিত ক্ষতকে ব্লিচিং বলে।

শটহোল কী?

উত্তর || পাতায় প্যাথোজেনের আক্রমণের ফলে আক্রান্ত গমের টিস্যু ঝড়ে পড়ে পাতায় ছোট ছোট ছিদ্র তৈরি করে একে শর্ট হোল বলা হয়।

ক্লোরোসিস কী?

উত্তর || ভাইরাস এর আক্রমণে পাতার বা কাণ্ডের শীর্ষে যদি ক্লোরোফিল এর ঘাটতি দেখা দেয় এবং এর ফলে যদি

পাতায় সবুজ বা হলুদ বর্ণের ছোপ ছোপ দাগ পড়ে তাহলে তাকে ক্লোরোসিস বা পাণ্ডু বলে।

শিরাস্বচ্ছতা কী?

উত্তর || ভাইরাস এর আক্রমণে পাতার শিরায় বা শিরার নিকটবর্তী টিস্যু ক্লোরফিল হারিয়ে স্বচ্ছ বর্ণ ধারণ করে একে

শিরাস্বচ্ছতা বলা হয়।

■ টুংরো রোগ কী কারণে হয়?

উত্তর || ভাইরাস এর আক্রমণে।

অ্যানথ্রাকনোজ রোগের লক্ষণ কীরূপ?

উত্তর || কাণ্ড, পাতা বা ফলে আলসারের ন্যায় লম্বা কোণাকার ক্ষতের সৃষ্টি হয় এবং ক্ষতস্থানের কেন্দ্রস্থলটি নিচু এবং

কিনারা উঁচু হয়। ছত্রাক Collectoricum অধিকাংশ অ্যানথ্রাকনোস রোগ সৃষ্টি করে। যেমন- আম, শিম, পাট, মরিচ এবং

আখের অ্যান্থ্রাকনোস।

নেতিয়ে পড়া (damping off) কী?

উত্তর ||| চারাগাছের মাটি সংলগ্ন বা মাটির সামান্য উপর পর্যন্ত প্যাথোজেন দ্বারা আক্রমণের ফলে পচন এবং হেলে পড়াকে নেতিয়ে

পড়া (Damping off) বলে । সাধারণত আর্দ্র মাটিতে এ রোগ বেশি দেখা দেয়। তামাক, মরিচ, পেঁপে, পেঁয়াজ, শিম ইত্যাদি উদ্ভিদে এ

রোগ দেখা যায়। সাধারণত Phythium ছত্রাক এ রোগ ঘটায়। যেমন— Pythium debaryanmum কর্তৃক তামাকের Damping off

পাচাত রোগ লক্ষণের নাম লেখ।

উত্তর ||| দাগ বা স্পট (Spot), অ্যানথ্রাকনোস (Anthracnose), নেতিয়ে পড়া (Damping off), ব্লাইট

(Canker), গল (Gall), পাউডারী মিলডিউ।

ডাইনির ঝাটা কী?

উত্তর || প্যাথোজেনের আক্রমণে গাছের কাণ্ডের শীর্ষে অসংখ্য ঊর্ধ্বমুখী শাখার সৃষ্টি হয় যা দেখতে ঝাড়ুর মত দেখায়। একে ডাইনিঝাটা বলে।

দুটি পোষক অনির্দিষ্ট টক্সিনের নাম লেখ।

উত্তর || পোষক অনির্দিষ্ট দুটি টক্সিন হচ্ছে Pyricularin, Victorin..

ভিডোটক্সিন কি?

উত্তর ||| পোষক দেহে প্যাথোজেন বা পোষক অথবা উভয় কর্তৃক সৃষ্ট পদার্থ যা উদ্ভিদে রোগ সৃষ্টি করে তাকে ভিডো টক্সিন

বলে।

■ Am Toxin কোন রোগ সৃষ্টি করে?

উত্তর | Chlorosis.

■ ফাইটোটক্সিন কি?

(Blight), ক্যাংকার

উত্তর || ফাইটোপ্যাথোজেন কর্তৃক নি:সৃত পদার্থ যদি উদ্ভিদের উপর বিষক্রিয়া করে তা হলে তাকে Phytotoxin বলে।

■ পোষক অনির্দিষ্ট টক্সিন কাকে বলে?

উত্তর || উদ্ভিদের রোগ সৃষ্টিকারী জীবাণু কর্তৃক সৃষ্ট যে সমস্ত বিষাক্ত পদার্থ কেবল পোষক উদ্ভিদেই রোগ সৃষ্টি করে না,

অন্য কিছু অ-পোষক উদ্ভিদেরও রোগ সৃষ্টি করে তখন এ ধরনের টক্সিন পোষককে অনির্দিষ্ট টক্সিন বলে।

■■ পোষক সুনির্দিষ্ট টক্সিন কাকে বলে? ( ৯৯%। [জাবি-২০১৬] :

উত্তর || কোন প্যাথোজেনিক জীবাণু যদি এমন টক্সিন সৃষ্টি করে যা নির্দিষ্ট শারীরতাত্ত্বিক মাত্রায় বা ঘনত্বে কেবল সুনির্দিষ্ট

পোষকের প্রতি বিষাক্ত হয় এবং রোগ সৃষ্টি করে, কিন্তু অন্য পোষকের প্রতি বিষাক্ত নয় এবং সাধারণত অন্য পোষকে

রোগ সৃষ্টি করে না, বা করলেও তা সামান্য, তা হলে তাদেরকে পোষক সুনির্দিষ্ট টক্সিন (Host specific toxin or

Selective toxin) বলে। যেমন, নাশপাতি, কমলা Spots রোগের Alternaria alternata (A. kikuchiana) প্যাথোজেন

দ্বারা উৎপন্ন টক্সিন AK-toxin

■ এন্টিবায়োটিক কি? (৯৯%) [জাবি-২০১২]

উত্তর ||| যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ অনুজীব থেকে উৎপন্ন হয় এবং অন্য অনুজীবের বৃদ্ধি রোহিত করে বা মৃত্যু ঘটায়

তাকে এন্টিবায়োটিক বলে।

| Lycomarasmin কী? (৯৯%)

উত্তর || Fusarium oxysporum f.sp. lycopersici প্যাথোজেন কর্তৃক টেেমটো, তুলা, মটর ইত্যাদি উদ্ভিদে সৃষ্ট টক্সিন

হচ্ছে Lycomarasmin.

Amilovorin কী? [জাবি-২০১৮]

উত্তর || নাশপাতির Fire blight রোগে Erwinia amylovora কর্তৃক সৃষ্ট টক্সিন হচ্ছে Amilovorin.

টক্সিন কী? [জাবি-২০১৮]

উত্তর || G. N. Agrios (2004)-এর সংজ্ঞাটি হলো : “অণুজীব কর্তৃক সৃষ্ট যৌগ যা উদ্ভিদ ও প্রাণীর জন্য বিষাক্ত তাকে

টক্সিন বলে।” অর্থাৎ প্যাথোজেন কর্তৃক নিঃসৃত যে সমস্ত জৈব-রাসায়নিক পদার্থ পোষকের প্রোটোপ্লাজমকে আক্রমণ করে

পোষকের ক্ষতিসাধন করে অথবা বিপাক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটিয়ে শারীরবৃত্তীয় কাজ ব্যাহত করে রোগ সৃষ্টি করে তাকে

টক্সিন বলে।

প্যাথোটক্সিন কী? [জাবি-২০২০)

উত্তর ||| জীবাণু নি:সৃত যেসব টক্সিন রোগ সৃষ্টির প্রাথমিক কারণ, তাদেরকেই প্যাথোটক্সিন বলা হয়।

উদ্ভিদের রোগ প্রতিরোধিতা বলতে কী বুঝ? (৯৯%),

উত্তর ||| উদ্ভিদের মধ্যে অনেক প্রজাতী আছে যারা প্যাথোজেনের আক্রমন আংশিক বা সম্পূর্ণ রূপে প্রতিহত করতে পারে

এদের কে রোগ প্রতিরোধী প্রজাতি (Resistant species) বলা হয়।

হাড়া লোড কী?

উত্তর || পাতার কিনারায় এক প্রকার প্রাকৃতিক পত্ররন্ধ্র পাওয়া যায় তাকে থাইতা থোক বলা হয়।

টাইলোসিস কী?

উত্তর || ট্রাকিয়া সংলগ্ন জাইলেম প্যারেনকাইমা কোষ আয়তনে বাড়তে বাড়তে বেলুনের মতো আকৃতি ধারণ করে এবং

টাইলোয়ান গহ্বর সৃষ্টি করে ফেলে। এ প্রক্রিয়াকে টাইলোসিস বলে।

অতি সংবেদনশীলতাজনিত প্রতিরোধ কি?

উত্তর || ছত্রাক কোষের মধ্যে প্রবেশ করলে সেখানে অনেক সময় অতি দ্রুত প্রতিরোধ গড়ে উঠতে পারে। এক্ষেত্রে

প্যাথোজেনের হাইফা কোষের অভ্যন্তরে প্রবেশ করলে কোষের নিউক্লিয়াস হাইফার দিকে এগিয়ে যায়। প্রথমে হাইফার

পাশের সাইটোপ্লাজম এবং পরে সমগ্র কোষের সাইটোপ্লাজম দানা দানা হয়ে যায় এবং প্লাজমামেমব্রেনটি ফুলে উঠে।

শেষে কোষটি মারা যায়। পরে খাদ্যের অভাবে হাইফাটিও মারা যায়। কোষের এরকম দ্রুত মরে যাওয়াকে অতি

সংবেদনশীলতা বলা হয়।

■ নির্বিষকরণ প্রতিরোধ কী?

উত্তর || প্যাথোজেন উদ্ভিদ (পোষক) দেহে প্রবেশের পর বিভিন্ন টক্সিন ও এনজাইম নিঃসৃত করে রোগ সৃষ্টি করে। রোগ

প্রতিরোধী জাতের উদ্ভিদ তাদের দেহে এমন সব পরিবর্তন করে যার ফলে প্যাথোজেন নিঃসৃত এনজাইম, টক্সিন নিষ্ক্রিয়

‘হয়ে পড়ে। উদ্ভিদের রোগ প্রতিরোধের এই পদ্ধতিকে বলা হয় নির্বিষকরণ পদ্ধতি।

■ ক্রস প্রটেকশন কী? (৯৯%।

উত্তর || কোন উদ্ভিদে অনেক সময় দুর্বল বা কম ক্ষতিকর জীবাণু প্রবেশ করালে বেশি ক্ষতিকর জীবাণু আক্রমণ করতে

পারে না। মনে করা হয় দুর্বল জীবাণুটির কারণে এমন কোন প্রতিরোধী রাসায়নিক বস্তু সৃষ্টি হয় যা ক্ষতিকর জীবাণুটিকে

প্রতিরোধ করে। একে ক্রস প্রোটেকশন (Cross protection) বলে। উদাহরণস্বরূপ, শ্বেত মোজাইক রোগের জীবাণু দ্বারা

আক্রান্ত গাছে ক্ষতিকর সাধারণ মোজাইক রোগের আক্রমণ প্রতিহত হয়।

ফাইটোঅ্যালেক্সিনের সংজ্ঞা দাও। (৯৯%) [জাবি-২০১৩, ২০১৬, ২০১৯]

উত্তর | এমন অনেক ফিললিক যৌগ আছে যেগুলো সুস্থ গাছে পাওয়া যায় না কিন্তু পোষক যখন প্যাথোজেন কর্তৃক

আক্রান্ত হয় তখন পোষক প্যাথোজেনের মিথোস্ক্রিয়ায় উৎপন্ন হয়। এসব জৈব রাসায়নিক পদার্থকে ফাইটোঅ্যালেক্সিন

বলা হয়।

ভারতবর্ষে কত সালে সংগনিরোধ আইন পাস হয়?

উত্তর || ১৯১৪ সালে।

রোগ দমনের রাসায়নিক পদ্ধতি কী?

উত্তর || বিভিন্ন রাসায়নিক পদার্থের মাধ্যমে রোগ দমন করাই হচ্ছে রোগ দমনের রাসায়নিক পদ্ধতি।

ফ্রান্সে আপেল ও নাশপাতির স্ক্যাব রোগের পূর্বাভাস কীভাবে করা হয়?

উত্তর || যদি প্রবহমান বাতাসে Venturia inacqualis এর এক্সোস্পোরের সংখ্যা প্রতি ঘণ্টায় ১০০০-১৫০০ পাওয়া যায়

তাহলে ফ্রান্সে আপেল ও নাশপাতির স্ক্যাব রোগের পূর্বাভাস প্রদান করা হয়।

উদ্ভিদরোগ ব্যবস্থাপনা বলতে কী বুঝ?

উত্তর || উদ্ভিদের বা ফসলে যাতে রোগ ছড়াতে না পারে তার জন্য প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং আক্রান্ত হলে তার

নিরাময়ের ব্যবস্থা গ্রহণ করাকে উদ্ভদের রোগ ব্যবস্থাপনা (Plant disease management) বলে।

রোগ নিয়ন্ত্রণের বিশেষ নীতি কী?

উত্তর || রোগ নিয়ন্ত্রণের একটি বিশেষ নীতি হলো রোগ দমনের খরচ যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং রোগ দমনের ফলে

যে ফলন বৃদ্ধি পাবে তার মূল্য যেন নিয়ন্ত্রণ খরচের চেয়ে বেশি হয়।

বিপরীত পোষক (Alternate host) বলতে কী বুঝ?

উত্তর ||| মূল পোষকের অনুপস্থিতিতে ঐ পোষকের কোনো প্যাথোজেন অন্যকোনো পোষকে বেঁচে থাকলে তাকে বিপরীত

পোষক (allernate host) বলে। যেমন গমের রাস্ট রোগের ছত্রাক Puccinia graminis গমের অনুপস্থিতিতে বিপরীত

পোষক বার্বেরী গাছে বেঁচে থাকে।

পেস্টিসাইড (Pesticides) কী? [জাবি-২০১৬]

উত্তর || উদ্ভিদ রোগের ক্ষেত্রে পতঙ্গরোধক (Insectisides) সহ সকল এন্টি প্যাথোজেনিক বস্তুকে একত্রে পেস্টি সাইড বলে।

Pest কাকে বলে? (৯৯%)

উত্তর || উদ্ভিদের প্যাথোজেন ও ক্ষতিকর কীটপতঙ্গকে একত্রে পেস্ট (Pests) বলে।

IPM-এর পূর্ণরূপ লিখ। [জাবি-২০১৭]

উত্তর ||| IPM-এর পূর্ণরূপ : Integrated pest management,

উদ্ভিদ রোগের পূর্বাভাসের সংজ্ঞা দাও। (৯৯%) [জাবি-২০১৭, ২০১৯]

উত্তর || উদ্ভিদ রোগের কারণ সম্পর্কীয় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে কোন এলাকার উদ্ভিদও ফসলের রোগ সৃষ্টির

সম্ভাবনা, আক্রমণের তীব্রতা ইত্যাদি সম্বন্ধে কৃষকদেরকে পূর্ব থেকে অবহিত করা বা সতর্ক করা এবং রোগ দমনের

প্রয়োজনীয় পরামর্শ প্রদানকে রোগের পূর্বাভাস বলে।

সংগনিরোধ বলতে কী বুঝ? (৯৯%) [জাবি-২০১৪, ২০১৯] :

উত্তর ||| বীজ, চারা, বংশ বিস্তারকারী অঙ্গসমূহ বা উদ্ভিদজাতদ্রব্য সমূহের মাধ্যমে রোগজীবাণু যাতে এক দেশ থেকে অন্য

• দেশে বাহিত হতে না পরে তার জন্য বিধি নিষেধ বা আইনকে সংগনিরোধ বলে।

জীবাণু ধ্বংসকারী মাটি কী? (৯৯%) (জাবি-২০১৬, ২০১৯]

উত্তর || অনেক মৃত্তিকায় বিভিন্ন রকম প্যাথোজেন বিরোধী অণুজীব (Trichoderma, Penicillium, Sporodesmium

ইত্যাদি থাকে। এরূপ মৃত্তিকাকে প্যাথোজেন প্রতিরোধী মৃত্তিকা (Supressive soil) বলে ।

ফাঁদ শস্য কাকে বলে? [জাবি-২০১৬, ২০১৮, ২০২০।

উত্তর || যে সকল শস্য বা উদ্ভিদ প্যাথোজেনবাহী পতঙ্গ বা সরাসরি প্যাথোজেনকে আটকিয়ে দিয়ে ফসলকে রক্ষা করে

তাদেরকে ফাঁদ শস্য (Trap crops) বা ফাঁদ উদ্ভিদ (Trap plants) বলে। এরা প্যাথোজেনের জন্য অনেকটা ফাঁদে

কাজ করে। যেমন : Root knot সৃষ্টিকারী Meloidogyne sp. কে erotataria উদ্ভিদ ধ্বংস করে।

ছত্রাক বারক কাকে বলে? | ৯৯%।

উত্তর || যে সমস্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে ছত্রাকজনিত রোগ দমন বা নিয়ন্ত্রণ করা হয় তাদেরকে ছত্রাক বারক বলা হয়।

■ বীজ শোধন বলতে কী বুঝ? (৯৯%) [জাবি-২০১৬, ২০১৯]

উত্তর || বীজের সাথে যুক্ত প্যাথোজেনকে ধ্বংশ করার বা প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকম প্যাথোজেন বিনাশক বস্তু

প্রয়োগ প্রক্রিয়াকে বীজ শোধন বলে।

1 নির্মূল কারক ছত্রাক বারক কাকে বলে?

উত্তর ||| যে সমস্ত ছত্রাক বারক আক্রান্ত গাছের ছত্রাককে মেরে ফেলে তাকে নির্মূল কারক ছত্রাক বারক বলে।

■ বীজবাহিত রোগের ছত্রাক বারক কাকে বলে?

উত্তর || বীজবাহিত রোগ দমনে যে ধরনের ছত্রাক বারক ব্যবহৃত হয়ে থাকে তাদেরকে বীজবাহিত রোগের ছত্রাক বারক

বলে। যেমন- ফরমালিন, গ্রানোসান, সেরেসান ইত্যাদি

একটি আদর্শ ছত্রাক বারকের বৈশিষ্ট্য কী?

উত্তর || পরজীবীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে বা এর বৃদ্ধি এবং ধ্বংস বৃদ্ধি রহিত করে পোষক উদ্ভিদের ক্ষতি সাধন করে

না, দামে সস্তা ইত্যাদি।

পেস্টিসাইড কি? |৯৯%)

উত্তর || উদ্ভিদের রোগের ক্ষেত্রে পতঙ্গরোধক সহ সকল সকল এন্টিপ্যাথোজেনিক রাসায়নিক বস্তুকে পেস্টিসাইড

(Pesticides) বলে।

সিস্টেমিক ফাঞ্জিসাইড কি?

উত্তর || যেসমস্ত রাসায়নিক বস্তু পোষক দেহের প্রয়োগের স্থান থেকে পরিশোধিত হয়ে দেহের ভিন্ন স্থানে পরিবাহিত হয়

এবং ছত্রাক প্যাথোজেনের ধ্বংশ সাধন করে তাদেরকে সিস্টেমিক ফাঞ্জিসাইড বলে।

উদ্ভিদের রোগ দমনে ব্যবহৃত হয় এরূপ দুটি এন্টিবায়োটিকস এর নাম লিখ।

উত্তর ||| উদ্ভিদ রোগে ব্যবহৃত হয় এরূপ দু’টি এন্টিবায়োটিকস হচ্ছে- স্ট্রেপটোমাইসিন, অক্সিটেট্রাসাইক্লিন

ধানের বাদামি রোগ বাংলায় কত সালে মহামারী আকার ধারণ করেছিল? ( ১৯%।

উত্তর ১৯৪২-১৯৪৩ সালে।

কয়েকটি তান্ত্রিক ছত্রাক বারকের নাম লিখ।

উত্তর | Oxonthins, Ferrozol, PP-675, Calixin ইত্যাদি।

বার্গান্ডি মিশ্রণের প্রধান উপকরণ কী?

উত্তর || CuSO4 5H2O (তুঁতে), Na2CO, ও পানি।

বোর্দো মিশ্রণের অনুপাত কত?

উত্তর | CuSO4. 5H2O CaO: H2O51b5:50 Gallons..

বার্গান্ডি মিশ্রণের অনুপাত কত?

উত্তর | CuSO4. 5H2O: Na, CO: H2O 10 পাউণ্ড : ১২ পাউণ্ড : ৫০ গ্যালন।

বোর্দোমিশ্রণ কী? (৯৯%) (জাবি-২০১৭)

উত্তর || বোর্দো মিশ্রণ একটি প্রাচীন ও বহুল প্রচলিত ছত্রাকবারক। বোর্দো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Millardet এবং তাঁর

সহকর্মীরা (১৮৮৫) আঙুরের মিলডিউ রোগ নিরাময়ের জন্য তুঁতে বা কপার সালফেট, কলিচুন এবং পানি নির্দিষ্ট অনুপাতে

(৫ : ৫ : ৫০) মিশিয়ে যে মিশ্রণ তৈরি করেন, তাকে বোর্দো মিশ্রণ বলা হয়। বোর্দো মিশ্রণের তাম্র যৌগ কিউপ্রিক হাইড্রো

অক্সাইড ছত্রাকের উপর বিষক্রিয়া করে এবং ক্যালসিয়াম পোষকের নিরাপত্তা বিধান করে।

দুটি সিস্টেম্যাটিক ফাঞ্জিসাইডের নাম লেখ। (৯৯%) [জাবি-২০১৮]

উত্তর | সিস্টেমিক ফাঞ্জিসাইডের উদাহরণ- বেভিস্টিন, ভিটাভেক্স (অক্সানথিন)।

-৬ ॥ মাটি শোধন কী? (৯৯%) [জাবি-২০১৮]

উত্তর || উদ্ভিদরোগের বহুসংখ্যক প্যাথোজেন মাটিতে থাকে এবং প্রাথমিক ইনোকুলাম হিসাবে উদ্ভিদকে আক্রমণ করে।

মৃত্তিকার উপকারী জীবকে ধ্বংস না করে প্যাথোজেনের বিনাশ করার পদ্ধতিকে মৃত্তিকা শোধন (Soil treatment) বলা

হয়। মৃত্তিকা শোধনের জন্য সাধারণত ক্যাপটান, চট্টঘই, ডায়াজোবেন, ক্লোরনেব, ট্রাইএডিমিফোন, ইথাজোল ইত্যাদি

রাসায়নিক রোগনাশক ব্যবহার করা হয়।

৭ ॥ দুটি সিস্টেমিক ছত্রাকবারকের নাম লেখ+ (৯৯%) [জাবি-২০১৯]

উত্তর || সিস্টেমিক ফাঞ্জিসাইডের উদাহরণ- বেভিস্টিন, ভিটাভেক্স (অক্সানথিন)।

৮। নন সিস্টেমিক ছত্রাকবারক কী? [জাবি-২০২০]

উত্তর || যে সমস্ত ছত্রাক বারক গাছে ছিটানোর পর তা বিশেষিত হয় না বা হলেও সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে, তাদেরকে নন

সিস্টেমিক ছত্রাক বারক বলে।

দুটি তাম্রঘটিত ছত্রাকবারকের নাম লেখ+ [জাবি-২০২০]

উত্তর || দু’টি তাম্র (কেপার) ঘটিত ছত্রাক বারক হচ্ছে (ক) বোর্দোমিশ্রণ, (খ) কিউপ্রাভিট

॥ ধানের বাদামী দাগ রোগের প্যাথোজেনের নাম কী? | ৯৯% [জাবি-২০১৪]

উত্তর || ধানের বাদামি দাগ রোগের প্যাথোজেন: Drechslera oryzae.

ধানের ব্লাস্ট রোগের প্যাথোজেনের নাম লিখ।

উত্তর ধানের ব্লাস্ট রোগের প্যাথোজেনের নাম: Pyricularia oryzae

গমের রাস্ট রোগের প্যাথোজেনের নাম লিখ। [জাবি-২০১২]

উত্তর || গমের রাস্ট রোগের ছত্রাক প্যাথোজেনের নাম: Puccinia graminis tritici.

আখের কাণ্ডপচা রোগের প্যাথোজেনের নাম লিখ।

৯।

উত্তর ||| আখের কাণ্ড পচা রোগের প্যাথোজেনের নাম: Colletotrichum falcatum

পাটের কাণ্ডপচা রোগের প্যাথোজেনের নাম লিখ।

উত্তর || পাটের কাণ্ড পচা রোগের প্যাথোজেনের নাম : Macrophomina phaseolina.

॥ পাটের অ্যানথ্রাকনোজ রোগের প্যাথোজেনের নাম লিখ।

উত্তর | পাটের অ্যানথ্রাকনোজ রোগের প্যাথোজেনের নাম: Colletotrichum corchori.

॥ চীনাবাদামের টিক্কারোগের প্যাথোজেনের নাম লিখ।। ৯৯%।

উত্তর || চীনাবাদামের টিকা রোগের প্যাথোজেন: Cercospora personata এবং C. arachidicola.

॥ আলুর আর্লি ব্লাইট রোগের প্যাথোজেনের নাম কী? ( ৯৯%| [জাবি-২০১৩, ২০১৫]

উত্তর || Alternaria solani আলুর অর্লি ব্লাইট রোগের প্যাথোজেন। ছত্রাকটি Deuteromyectes শ্রেণীর Moniliales বর্গের

Dematiaceae পরিবারের সদস্য।

আখের লালপচা রোগের দায়ী প্যাথোজেনের নাম লেখ+ [জাবি-২০২০]

উত্তর | Colletotrichum falcatum.

॥ উদ্ভিদে রোগ সৃষ্টিকারী একটি গ্রামপজেটিভ ব্যাক্টেরিয়ার গণের নাম লিখ।

উত্তর || উদ্ভিদে রোগ সৃষ্টিকারী গ্রাম পজেটিভ ব্যাক্টেরিয়া : Clavibacter (Corynebacterium)

দুটি গ্রাম পজেটিভ বায়বীয় ব্যাক্টেরিয়ার গণের নাম লিখ যারা উদ্ভিদে রোগ সৃষ্টি করে।

উত্তর || উদ্ভিদে রোগসৃষ্টিকারী গ্রামপজেটিভ, বায়বীয় ব্যাক্টেরিয়া হচ্ছে: Pseudomonas, Xanthomonas

ধানের ব্যক্টেরিয়া ঘটিত ব্লাইটরোগের প্যাথোজেনের নাম লিখ।

উত্তর || ধানের ব্যাক্টেরিয়াল ব্লাইটের প্যাথোজেন: Xanthomonas.campestris PV. Oryzae

[]

আলুর নরম পচা রোগের প্যাথোজেন কি?

উত্তর ||| আলুর নরম পচা রোগের প্যাথোজেন Erwinia carotovorg.

লেবুর ক্যাংকার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখ। (৯৯%) [জাবি-২০১২, ২০১৮]

উত্তর || লেবুর ক্যাংকার রোগের ব্যাক্টেরিয়া : Xanthomonas campesoris, PV citri.

॥ উদ্ভিদ রোগসৃষ্টিকারী একটি গ্রাম পজিটিভ বায়বীয় ব্যাকটেরিয়ার নাম লেখ। (৯৯%) [জাবি-২০১৯]

উত্তর || উদ্ভিদ রোগসৃষ্টিকারী একটি গ্রাম পজিটিভ বায়বীয় ব্যাকটেরিয়ার নাম : Mycobacterium tuberculosis

ভাইরাস কি?

উত্তর || ভাইরাস হলো নিউক্লিক এসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত অতি অণুবীক্ষণিক রোগ সৃষ্টিকারী বজ্র (উহঃরঃরবং)।

॥ উদ্ভিদ ভাইরাসের জেনেটিক বস্তু কি?

উত্তর | উদ্ভিদ ভাইরাসের জেনেটিক বস্তু প্রধানত RNA অথবা DNA, অধিকাংশ (প্রায় ৮০%) উদ্ভিদ ভাইরাসই RNA

ধারণ করে।

■ ধানের টুংরো রোগ বাংলাদেশে কত খ্রিস্টাব্দে প্রথম সনাক্ত হয়? কোন অঞ্চলে এ রোগ বেশি দেখা যায়?

উত্তর ||| ধানের টুংরো রোগ বালাদেশে ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রথাম সনাক্ত হয় এবং রোগ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশি দেখা যায়।

■ তামাকের মোজাইক রোগ কে প্রথম আবিষ্কার করেন?

উত্তর | Adlof Mayer (1886)।

তামাকের মোজাইক রোগের প্যাথোজেনের নাম লিখ।

উত্তর || Tobacco mosaic virus.

তামাকের মোজাইক রোগের বাহক কী?

উত্তর ||| Metrotra (1994) এর মতে, তামাকের মোজাইক ভাইরাসের কোন বাহক পতঙ্গ নেই। তবে কোন কোন বিজ্ঞানী

মনে করেন যেভাবে পোকা এ রোগের বাহক হতে পারে।

1 কলা গাছের গুচ্ছমাথা রোগের ভাইরাসের বাহক কি?

উত্তর || কলাগাছের গুচ্ছ মাথা রোগের ভাইরাসের বাহক এক ধরনের জাবপোকা (Pentalonia nigronervosa)।

■ ঢেঁড়সের শিরা স্বচ্ছতা রোগের প্যাথোজেনের এবং বাহকের নাম লিখ।

উত্তর || ঢেঁড়সের শিরা স্বচ্ছেতা রোগের প্যাথোজেন Vein clearing virus বা Abelmoschus virus এবং এ রোগের

ভাইরাসের বাহক এক ধরনের পতঙ্গ (Bemisia tabaci) |

॥ শিমের মোজাইক রোগের প্যাথোজেন ও বাহকের নাম লিখ।

উত্তর || শিমের মোজাইক রোগের প্যাথোজেন ইবধহ সড়ৎধরপ রিং এবং এ ভাইরাসের বাহক এফিড জাতীয় জাপপোকা

(Pentalonia nigronervosa) |

একটি বাধ্যতামুলক পরজীবীর নাম লিখ। [জাবি-১২]

উত্তর | Synchytrium endobioticum

1 RTSV কী?

উত্তর || RTSV

Rice tungro spherical virus.

RTBV কী?

| উত্তর || RTBV

Rice Tungoo Bacillus Form Virus.

1 কলা গাছের গুচ্ছ মাথা রোগের প্যাথোজেনের নাম লেখ।। ৯৯%। [জাবি-২০১৮]

১৪৫

উত্তর কলাগাছের গুচ্ছ মাথা রোগের প্যাথোজেন-Banana virus-1 বা Musa virus-1

1

বীজ রোগতত্ত্ব কী? [জাবি-২০১৬]

উত্তর || প্যাথোলজির যে শাখায় বীজের রোগ, বীজবাহিত রোগ এবং এদের দমন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে

বীজ রোগতত্ত্ব বলে।

1

বীজ রোগতত্ত্বের জনক কে? [জাবি-২০১৭]

উত্তর ||| বীজ রোগতত্ত্বের জনক হচ্ছেন ডেনিশ বিজ্ঞানী পল নিয়ারগার্ড (Paul Neergaard) 1

কোন শ্রেণির ছত্রাক সবচেয়ে বেশি বীজবাহিত রোগের নাম লিখ।

উত্তর | ডিউটারোমাইসেটিস শ্রেণির ছত্রাক সবচেয়ে বেশি বীজবাহিত রোগ ঘটায়।

1 ব্যাক্টেরিয়া ঘটিত দুটি বীজ বাহিত রোগের নাম লিখ।

উত্তর || (ক) গলরোগ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া (খ) তামাকের angular leaf spot রোগ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া

■■ ছত্রাক ঘটিত দুটি বীজবাহিত রোগের নাম লিখ।

উত্তর ||| বীজবাহিত দু ছত্রাক প্যাথোজেন হচ্ছে :

(ক) পাটের কাণ্ড পচা রোগের ছত্রাক; (খ) টমেটোর উইল্ট রোগ সৃষ্টিকারী ছত্রাক।

■ বীজের মাধ্যমে বাহিত হয় এমন দুটি ভাইরাসের নাম লিখ।

উত্তর ||| বীজের মাধ্যমে বাহিত হয় এমন দুটি ভাইরাস হচ্ছে-

ক. Bean yellow mosaic virus; খ. Cucumber mosaic virus.

বীজ রক্ষণাগারে বীজকে নষ্ট করে এরূপ দুটি প্যাথোজেনের নাম লিখ।

উত্তর || বীজ রক্ষণাগারে বীজ নষ্ট করে এরূপ দুটি প্যাথোজেন হচ্ছে— Aspergillus flavus Ges Fusarium oxysporum.

বীজ শোধন বলতে কী বুঝ? (৯৯%) [জাবি-২০১৩, ২০১৬]

উত্তর || বীজের সাথে যুক্ত প্যাথোজেনকে ধ্বংশ করার বা প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকম প্যাথোজেন বিনাশক বস্তু

প্রয়োগ প্রক্রিয়াকে বীজ শোধন বলে।

চিহ্নিত কাটা বাদ দিবেন। এডিটরিয়াল বোর্ড

🍒🍒🍒🍒

→ উদ্ভিদ রোগবিজ্ঞান কাকে বলে?

■ রোগ কী ও উদ্ভিদ রোগ বলতে কী বোঝ?

৷ অর্থনীতিতে উদ্ভিদ রোগের প্রভাব লিখ। (৯৯%)

উদ্ভিদ রোগবিজ্ঞান পাঠের গুরুত্ব লিখ। [জাবি-২০০৫)

■ স্থান, কাল উল্লেখপূর্বক ৫টি রোগের নাম (জীবাণুর নাম) লিখ যা মহামারী আকার ধারণ করেছিল।

■ উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব বর্ণনা কর। (৯৯%) [জাবি-২০১৮)

7. আধুনিক কৃষিবিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভিদ রোগবিজ্ঞানের ভূমিকা লেখ। (৯৯%) [জাবি-২০১৯]

৷ এজেন্টভিত্তিক উদ্ভিদরোগের শ্রেণিবিন্যাস কর। (৯৯%) [জাবি-২০১৯]

॥ উদ্ভিদ রোগ সনাক্তকরণ বা Diagnosis বলতে কী বুঝ?

ককের স্বীকার্যের সীমাবদ্ধতা লিখ। [জাবি-২০০৯]

■ অজানা রোগ নির্ণয়ে ককের স্বীকার্যের ভূমিকা লিখ। ( ৯৯%।

॥ কোনো অজানা রোগ শনাক্তকরণের ক্ষেত্রে ককের স্বীকার্যসমূহ বর্ণনা কর। [জাবি-‘১৩, ২০]

অথবা, কক-এর স্বীকার্যসমূহ বর্ণনা কর। [জাবি-২০০৩, ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১৮

[উ: স: রেনেসাঁ

1. প্যারাসাইটিজম ও প্যাথোজেনে সিটি বলতে কী বুঝ? [জাবি-২০০৩, ২০০৫, ২০০৭]

=1 প্রকৃতিতে ইনোকুলামের টিকে থাকার কৌশল বর্ণনা কর। (৯৯%) (জাবি-২০০৫]

■ অ্যাপ্রোসিরাম কী? পোষক উদ্ভিদে এর ভূমিকা লিখ। [জাবি-২০০৪]

অথবা, পোষক কোষ বিদ্ধকরণে অ্যাপ্রিসোরিয়ামের ভূমিকা লিখ। [জাবি-২০১৪, ২০১৯]

■ ব্যাক্টেরিয়া পোষক দেহে প্রবেশ পদ্ধতি ও রোগ বিস্তার আলোচনা কর।

1 ভাইরাসজনিত রোগ কিভাবে ছড়ায়, উল্লেখ কর। [জাবি-২০১২]

■ পোষক ও রোগাক্রান্ত উদ্ভিদের সম্পর্ক লিখ। (৯৯%) [জাবি-২০১২]

■■ ইনোকুলাম বলতে কী বুঝ? বিভিন্ন প্রকার ইনোকুলামের নাম লেখ। (৯৯%) [জাবি-২০১৮]

■ প্যাথোজেনের অতি শীত ও অতি গ্রীষ্ম অতিক্রম করার কৌশল বর্ণনা কর। (৯৯%) [জাবি- ২০০

1

1

উদ্ভিদ পরজীবী কীভাবে বিস্তার লাভ করে বর্ণনা কর। [জাবি-২০২০]

রোগ লক্ষণ ও উদ্ভিদ রোগের লক্ষণ বলতে কী বুঝ? (৯৯%)

লক্ষণ তত্ত্ব কী? উদ্ভিদ রোগের লক্ষণ কত প্রকার ও কী কী?

নিম্নোক্ত রোগসমূহের রোগ-জীবণুর নাম লেখ ও রোগ লক্ষণ বর্ণনা কর : (৯৯%)

(i) নরম পচা [জাবি-২০০৭, ২০১৮], (ii) মরিচা (Rust) [জাবি-২০০৬, ২০০৮, ২০১৮); (ii

(iv) স্ক্যার। [জাবি-২০১৯]

[উ: স: পৃষ্ঠ

টক্সিন (Toxin) কী? এটি কত প্রকার ও কী কী? [জাবি-২০০৩, ২০০৭, ২০০৯]

· প্যাথোটক্সিন, ভিভোটক্সিন ও ফাইটোটক্সিন এর মধ্যে পার্থক্য বর্ণনা কর। (৯৯%) [জাবি-২০১

২০১৬]

পোষক সুনির্দিষ্ট এবং পোষক অনির্দিষ্ট টক্সিন কী? উদাহরণসহ আলোচনা কর। (৯৯%) [জাবি

প্যাথোজেনের বিরুদ্ধে উদ্ভিদের প্রতিরোধ বলতে কী বোঝ?

নির্বিষকরণ জনিত প্রতিরোধ বর্ণনা কর।

উদ্ভিদ রোগের পূর্বাভাস বলতে কী বুঝ?

অথবা, উদ্ভিদরোগের পূর্বাভাস প্রদানের পদ্ধতিগুলো আলোচনা কর । [জাবি-২০১৩, ২০১৭]

উদ্ভিদ রোগের পূর্বাভাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখ। [জাবি-২০০৫, ২০০৬।

Quarantine আইনের সুবিধা ও অসুবিধাসমূহ লিখ। (৯৯%)

কলেজ-২০১৬][

অথবা, টিকা লিখ : সংগ নিরোধ আইনের সুবিধা ও অসুবিধা; [ঢাবি (অধিঃ) ৭

উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণে রোগ লক্ষণের ভূমিকা লেখ+ [জাবি-২০১২, ২০২০

উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণে উদ্ভিদ সঙ্গনিরোধ বিধির ভূমিকা লেখ। [জাবি-২০২০

অথবা, উদ্ভিদ সঙ্গরোগ কি? উদ্ভিদরোগ দমনে সঙ্গরোধের ভূমিকা লিখ। [জাবি-২০০৩, ২০০০

■। ছত্রাক বারক কাকে বলে? একটি আদর্শ ছত্রাক বারকের বৈশিষ্ট্য লিখ। (৯৯%) [জাবি-২০

অথবা, একটি আদর্শ ছত্রাকনাশকের বৈশিষ্ট্যগুলো লিখ। [জাবি-২০০৮, ২০১৫, ২০১৬,

অথবা, উত্তম ফাঞ্জিসাইডের বৈশিষ্ট্যসমূহ লিখ। [জাবি-২০১৩]

1. উদাহরণসহ প্রোটেকটিভ ও সিষ্টেমিক ছত্রাক বারকের সংজ্ঞা লিখ। [জাবি-২০০৬, ২০০৭

1 সিস্টেমিক ছত্রাক বারকের বৈশিষ্ট্য ও কাজ লিখ। [ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬]

1 কয়েকটি ছত্রাক বারকের নাম ও উপকরণ লিখ। (৯৯%।

অথবা, চারটি ছত্রাকবারকের নাম লিখ। [জাবি-২০১২]

1 Protcetants ও Systemic ছত্রাক বারক এর মধ্যে পার্থক্য লিখ।

■ বোর্ডোমিশ্রণ ও বার্গান্ডি মিশ্রণের পার্থক্য লিখ। (৯৯%)

• Organic protectans ও সিস্টেমিক Funjicide-এর মধ্যে পার্থক্য লিখ।

1 বোর্দো মিশ্রণ তৈরির পদ্ধতি ও ব্যবহার লেখ। [জাবি-২০১৮]

■ কার্যকারিতার ভিত্তিতে ছত্রাকবারকের শ্রেণিবিন্যাস কর । [জাবি-২০২০]

■ নিচের ছত্রাকজনিত রোগগুলোর জন্য দায়ী প্যাথোজেনের নাম লিখ।। ৯৯%

i.

বাদামের টিক্কা রোগ (Tikka disease of Ground nut) [জাবি-‘১২, ১৪, ১৭]

ii. পাটের কাণ্ডপচা রোগ (Stem rot of Jute) (জাবি-২০১২]

iii.

পাটের অ্যানথ্রাকনোজ রোগ/ শুকনো পত্র রোগ (Anthracnose disease of Jute) [

iv. পাটের কালো পট্টিরোগ (Black band of Jute) [জাবি-২০১৩]

V.

আলুর আগাম ধ্বসা (Early blight of potato )

vi.

আলুর বিলম্বিত ধ্বসা /নাভী ধ্বসা (Late blight of potato) / “মড়ক রোগ” উ

vii. শিমের মরিচা (Rust disease of Bean)

উ:

viii. শিমের পাতা দাগ পড়া রোগ (Leaf spat disease of bean)

ix. ধানের বাদামি দাগ রোগ (Brown spot of Rice) (৯৯%) (জাবি-‘১২, ১৭]

X

ধানের কাণ্ড পঁচা/গোড়া পঁচা রোগ (Stem rot disease of rice)

xi. ধানের ব্লাস্ট (পাতা পোড়া) রোগ (Blast disease of Rice)

xii. আখের লাল পচা রোগ (Red rot disease of sugarcane) (৯৯%) [জাবি-২০১২,

xiii. গমের কাণ্ডে মরিচা/কালো মরিচা রোগ (Stem rust disease of wheat) (৯৯%) [জা

xiv. গমের আগলা ভুষা /ঝুল রোগ (Loose smut disease of wheat) (৯৯% | জাবি-২০

xv. কলা গাছের পানামা রোগ (Panama disease of Banana)

উদ্ভিদ রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লিখ। (৯৯%) [জাবি-২০০৪, ২০০৬, ২০০৮)

পোষক কোষে ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ পদ্ধতি বর্ণনা কর।

অথবা, পোষক কলার উপর রোগসৃষ্টকারী ব্যাকটেরিয়া কার্য বর্ণনা কর । [জাবি-২০০৬)

নিম্নলিখিত ব্যাকটেরিয়াজনত রোেেগর পরজীবীর নাম লিখ।

ডি

i) তুলাগাছের কোনাচে দাগ রোগ (Angulor fact Spot of Cotton)

উঃ

ii) ধানের পাতা পোড়া রোগ/ধানের ব্লাইট রোগ (Bacterial blight of rice) (৯৯%) [জাি

উ:

iii) লেবুজাতীয় উদ্ভিদের ক্যাংকার রোগ (Citrus canker) (৯৯%) [জাবি-২০১৩]

iv) টমেটোর উইল্ট রোগ (Wilt disease)

v) আলুর নরম প্রচা রোগ (Soft Rot of Potato ) ( ৯৯% । (জাবি-২০১৩)

উদ্ভিদে রোগ সৃষ্টিকারী ভাইরাসের বৈশিষ্ট্য লিখ।

নিচের ভাইরাসজনিত রোগগুলোর প্যাথোজেনের

[উ:

নাম লিখ।

i) ধানের টুংরো রোগ (Tungro Disease of Rice)

ii) কলাগাছের গুচ্ছমাথা (Bunchy Top of Banana)

[উঃ

iii) ঢেঁড়সের শিরা স্বচ্ছতা রোগ (Vein clearing disease of ladys finger) (৯৯%) [জ

ডি:

iv). টমেটোর পাতা কোকড়ানো রোগ (Leaf cural of Tomato)

v) শিমের মোজাইক রোগ (Mosaic of bean)

বীজের সঙ্গরোধ কী? ব্যাখ্যা কর।

সংক্ষিপ্ত টিকা লিখ : বীজের গর্ভপাত; [ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬]

বীজ রোগতত্ত্বের পরিসর বর্ণনা কর। [জাবি-২০২০]

সংক্রমণ ও অসংক্রমণ রোগ (৯৯%) [জাবি- ২০০৪, ২০০৭, ২০১৩, ২০১৭, ২০

জীবজ উদ্ভিদ রোগ ও অজীবজ উদ্ভিদ রোগ’ [জাবি-২০১৩]

■ পরজীবী ও অপরজীবীজনিত রোগ [জাবি-২০১৪]

■ প্যারাসাইটিজম ও প্যাথোজেনেসিটির [জাবি-২০০৮, ২০১২]

■ আলুর লেইট ব্লাইট ও আলুর আরলি ব্লাইট; (৯৯%) [জাবি-২০০৮, ২০১৬]

■ প্রোটেকট্যান্ট ফাঞ্জিসাইড, ইরেডিক্যান্ট ফাঞ্জিসাইড ও সিস্টেমিক ফাঞ্জিসাইড

অথবা, প্রোটেকটিভ ও সিস্টেমেটিক ফাঞ্জিসাইড; [জাবি-২০১৩]

■ ডাউনি মিলডিউ ও পাউডারি মিলডিউ। (৯৯%) [জাবি-২০১৬]

■ মরিচা (Rust) এবং ভূষা (Smut) রোগ (জাবি-২০১২]

■ লুজ স্মার্ট এবং কভার স্মাট

হাইপারট্রফি ও হাইপারপ্লাসিয়া; [জাবি-২০১৩]

– Organic protectans 3

Fungicide

স্পোরাডিক, এনডেমিক ওঁ এপিফাইটোটিক ও প্যানডেমিক রোগ

প্যাথোটক্সিন, ভিবেটক্সিন এবং ফাইটোটক্সিন (৯৯%) [ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০

অথবা, প্যাথোটক্সিন ও ভিভোটক্সিন; [জাবি-২০১৩]

এন্ডেমিক ও এক্সোটিক রোগ; [জাবি-২০১২]

রোগ ও রোগ সংক্রমণ

ইনোকুলেশন ও পেনিটেশন

অনুপ্রবেশ (Penetration) এবং সংক্রমণ (infection) (৯৯%) [জাবি-২০১২]

প্রাথমিক ও গৌণ ইনোকুলাম

অ্যান্টাগনিস্টিক ও ট্র্যাপ উদ্ভিদ। (৯৯%। [জাবি-২০১২]

ফাইটোটক্সিন ও প্যাথোটক্সিনের মধ্যে পার্থক্য লেখ। [জাবি-২০২০]

পোষক সুনির্দিষ্ট ও পোষক অনির্দিষ্ট টক্সিন এর পার্থক্য লেখ। [জাবি-২০২০)

রচনামূলক প্রশ্নোত্তর

॥ উদ্ভিদ রোগবিজ্ঞানের ইতিহাস লিখ।

■ নিম্নলিখিত বিজ্ঞানীগণের আবিষ্কার ও অবদান বর্ণনা কর। । ৯৯%।

Antony Van Leeuwen Hoek

i.

iii.

প্রতিটি প্রশ্নের উত্তর সহজে পেতে রেনেসাঁ ইজিবুক দেখুন।

[উ: স: রেনেসাঁ ইঞ্জি@ে; পৃষ্ঠা-১২; প্রশ্ন-১.১]-

M. Tillete

V.

Anton de Bary

vii. P.M.A. Millardet

ix. E. J. Buttler

ii.

iv.

vi.

viii.

Pier Antonio micheli

B. Prevost

O. Brefild

H. H. Floor

J.G. Kun

X.

অথবা, Anton De Bary, H. H. Floor, P. M. A. Millardet. E. J. Butter & Diener এর রোগতত্ত্বে অবদান সম্বন্ধে

আলোচনা কর । [জাবি-২০১৬]

[উ: স: পৃষ্ঠা-১৪; প্রশ্ন-১.২/

অথবা, উদ্ভিদ রোগতত্ত্বে Anton de Bary, H. Floor, P.M.A. Millardet, E.J. Butter Ges M. Tillet এর অবদান

সম্পর্কে আলোচনা কর । [জাবি-২০১৯]

৷ উদ্ভিদ রোগের কারণ বর্ণনা কর।

উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস লিখ ।

অথবা, রোগ সৃষ্টিকরণের উপর ভিত্তি করে উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর। [ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬]

॥ উদ্ভিদ রোগ সম্পর্কে তোমার ধারণাটি বর্ণনা কর। [জাবি-২০০৪, ২০০৭]

[উ: স: পৃষ্ঠা-২১; প্রশ্ন-১.৫

[উ: স: পৃষ্ঠা-১৭; প্রশ্ন-১.৩]

[উ: স: পৃষ্ঠা-১৮; প্রশ্ন-১৪]

■ উদ্ভিদ রোগতত্ত্বের উদ্দেশ্য ও পরিধি লিখ।

■ উদ্ভিদ রোগের গুরুত্ব আলোচনা কর। (৯৯%) [জাবি-২০০৪, ২০০৮, ২০১৬, ঢাবি (অধিঃ) ৭ ব

ডি

■■ কৃষিতে উদ্ভিদ রোগ তত্ত্বের গুরুত্ব আলোচনা কর। (৯৯%) [জাবি-২০১৮/

অথবা, আধুনিক কৃষিবিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভিদ রোগবিজ্ঞানের ভূমিকা লিখ। [জাবি-২০০৭, ২০১৫)

■■ উদ্ভিদ রোগ সৃষ্টিতে পারিপার্শ্বিক অবস্থার প্রভাব। [৯৯%| [জাবি-২০১৮]

ডি

। কারণ, আক্রান্ত অংশ ও উৎসের উপর ভিত্তি করে উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর। [জাবি- ২০১৪

■■ উদ্ভিদ রোগ নির্ণয়ের মূল পদ্ধতি বর্ণনা কর।

■■

একটি অজানা উদ্ভিদ রোগ নির্ণয়ের ধাপসমূহ বর্ণনা কর। (৯৯%)

অথবা, একটি অজানা রোগ নির্ণায়ার্থে তুমি কী পদক্ষেপ নিবে তা বর্ণনা কর। [জাবি-২০০৮, ২০১

অথবা, কর্কের স্বীকার্যের সাহায্যে কীভাবে অজানা রোগের কারণ নির্ণয় করা যায় তা আলোচনা কর। [ঢানি

॥ একটি ছত্রাকজনিত রোগ কিভাবে শনাক্ত করা যায়? বর্ণনা কর।

1 ব্যাক্টেরিয়া দ্বারা সৃষ্ট রোগ সনাক্তকরণ পদ্ধতি লিখ ।

॥ মাইক্রোপ্লাজমা ঘটিত রোগ নির্ণয় পদ্ধতি লিখ।

1 ভাইরাস ঘটিত রোগ নির্ণয় পদ্ধতি লিখ।

बनन

ডি

ডি:

1 পরজীবিতা বা প্যারাসাইটিজম কী? এর প্রকারভেদ লিখ।

11. রোগচক্র কাকে বলে? উদ্ভিদ রোগ বিকাশের পর্যায়গুলি আলোচনা কর। (৯৯%) [জাবি-২০১৩, ২

অথবা, উদ্ভিদরোগ পরিস্ফুটনের পর্যায়সমূহ বর্ণনা কর। [জাবি-২০১৯]

অথবা, উদ্ভিদরোগ বিকাশের পর্যায়গুলো বর্ণনা কর। [জাবি-২০১৭]

অথবা. উদ্ভিদ রোগ-জীবাণু বিস্তারের পদ্ধতিগুলো আলোচনা কর । [জাবি-২০০৪, ২০১৬]

অথবা, ওভার সামারিং এবং ওভার উইন্টারিং বর্ণনা কর। [ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬]

অথবা, ইনোকুলেশন এবং ইনফেকশন কী? [ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬]

■■ ছত্রাকের রোগ সংক্রমণের ক্ষেত্রে অনুপ্রবেশ পূর্ব ও অনুপ্রবেশ উত্তর পর্যায়ের সংক্ষিপ্ত বর্ণনা কর।

অথবা, ছত্রাক পরজীবীর ইনোকুলেশন বর্ণনা কর। [জাবি-২০০৪, ২০০৯]

উ:

পেনিট্রেশন কী? উদ্ভিদ পরজীবীর পোষকদেহে প্রবেশের সচিত্র বর্ণনা দাও। (৯৯%) [জাবি-২০০৫

ব্যাকটেরিয়া কর্তৃক সৃষ্ট রোগের লক্ষণগুলো লিখ। (৯৯%) [জাবি-২০১২, ২০১৬)

ভাইরাস কর্তৃক সৃষ্ট রোগের লক্ষণগুলো লিখ। (৯৯%) [জাবি-২০১৭

প্যাথোজেনের নাম উল্লেখ পূর্বক উদ্ভিদ রোগের নিচের লক্ষণ এর বর্ণনা দাও।

১. দাগ;

। পেনিট্রেশন কী? উদ্ভিদ রোগ সৃষ্টিতে ছত্রাকের পোষক কোষে পেনিট্রেশনের ধাপগুলো বর্ণনা ক

(অধিঃ)-২০১৬]

উ:

1 টিকা লেখ। পরজীবীতা ও প্যাথোজেনিসিটি [জাবি-২০১৮, ২০২]

উ:

■ উদাহরণসহ উদ্ভিদের বিভিন্ন প্রকার রোগের লক্ষণসমূহ আলোচনা কর।

ডি

■ ভাইরাস এবং ব্যাকটেরিয়া কর্তৃক সৃষ্ট উদ্ভিদ রোগের লক্ষণগুলো উদাহরণসহ লেখ। ৯৯% [জানি

[উ: স: পৃষ্ঠা-৬

২. অ্যানথ্রাকনোস [জাবি-২০০৩, ২০০৮];

৫. পচন;

৬. ক্যাংকার;

৭. স্ক্যাব [জাবি-২০০৩, ২০০৭);

৮. ব্লাইট/ধ্বসা [জাবি-২০০৭];

৯. ব্লাস্ট/ঝলসানো;

১৩. গ্যামোসিস;

২৩. ডাইনি মিলডিউ;

২৪. পাউডারী মিলডিউ

২৮. রিং রট;

২৯. ব্লাক রুট;

৩৪. শিরা স্বচ্ছতা;

৪০, রিং স্পট;

৪৩. পচন (Necrosis) [জাবি-২০১৫];

৫৫. কালো আচিল (জাবি-২০০৭)।

প্রতি ক্ষেত্রে একটি প্যাথোজেনের নাম উল্লেখপূর্বক রোগ লক্ষণসমূহ বর্ণনা কর : (৯৯%) [জাবি-=

(1) মিলডিউ (জাবি-২০০৬, ২০১৮), (ii) মোজাইক [জাবি-২০০৬, ২০১৮) (iil) ডাম্পিং অফ/নেতি

‘০৮, ‘১৮), (iv) গল [জাবি-‘০৬, ‘১৫, ‘১৮), (v) স্মাট (জাবি-২০০৭, ২০১৮), (vi) ডাইব্যাক/আগাম

লিফ স্পট/পত্র দাগ [জাবি-‘০৬, ‘১৮]।

[উ: স: পৃষ্ঠা-৬৯; প্রশ্ন-৪, ৭(২২, ১

। রিক-রোগসমূহের রোগজীবাণুর নাম-লেখ ও রোগ-শক্ষণ বর্ণনা কর+(1) ঢল পড়া; (জাবি-

২০২০) (ii) – শিরা-¬তা। (জাবি-২০২০।

। ছত্রাব কর্তৃক সৃষ্ট উদ্ভিদ রোগের লক্ষণগুলো উদাহরণসহ-লেখ+ (জাবি-২০১৩, ২০২০)

॥ টিকা লেখ+মেক্রোটিক লক্ষণ (জাবি-২০২০)

॥ টক্সিন কী? বিভিন্ন প্রাকর টক্সিন সম্পর্কে লিখ। ৯৯% । (জাবি-২০১২, ২০১৪, ২০১৬]

?

অথবা, বিভিন্ন প্রকার টক্সিন সম্পর্কে লেখ। ৯৯%) (জাবি-২০১৯)

অথবা, টক্সিন কী? ফাইটোটক্সিনের শ্রেণিবিভাগ দেখাও। [জাবি-২০০৯]

ডি

টি

fe

অথবা, প্যাথোটক্সিন, ভিভোটক্সিন ও ফাইটোটক্সিন কী? উদাহরণসহ আলোচনা কর । [জাবি-২০১

৷ কয়েকটি পোষক অনির্দিষ্ট টক্সিন (Non-host specific toxin) এর কার্যকারিতা বর্ণনা কর।

উন্ন

॥ কয়েকটি পোষক সুনির্দিষ্ট টক্সিন (Host specific-toxin) এর কার্যকারীতা বর্ণনা কর।

॥ পোষক উদ্ভিদের কোষ প্রাচীর নষ্ট করা পরজীবীর উৎসেচকের ভূমিকা বর্ণনা কর। [ঢাবি (অধিঃ)

ডি:

ডি

ডি:

উদ্ভিদ রোগ সৃষ্টিতে টক্সিনের ভূমিকা লেখ। [জাবি-২০১৭, ২০২০)

অথবা, উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিতে টক্সিনের প্রভাব আলোচনা কর । [জাবি-২০০৩]

॥ উদ্ভিদের রোগ প্রতিরোধিতা কী ? প্যাথোজেনের আক্রমনের বিরুদ্ধে উদ্ভিদের প্রতিরোধ ব্যবস্থা

(৯৯%। [জাবি-২০০৯]

অথবা, পরজীবী প্রতিরোধের পোষকের i) গাঠনিক এবং ii) জৈবরাসায়নিক নিষ্ক্রিয় প্রতিরোধ

[ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬]

॥ উদ্ভিদের নিষ্ক্রিয় প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লিখ।

ডি:

অথবা, গঠনগত প্রতিরোধ ব্যবস্থা বলতে কী বুঝ? পোষক উদ্ভিদের সংক্রমণ পূর্ববর্তী গঠনগত

কর । [জাবি-২০১৩]

॥ উদ্ভিদের সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লিখ।

অথবা গঠনগত প্রতিরোধ ব্যবস্থা কাকে বলে? পরজীবী প্রতিরোধে পোষকের সংক্রমণ পরবর্তী

বর্ণনা কর। (৯৯%) [জাবি-২০০৩, ২০০৬, ২০১৫, ২০১৭]

অথবা, পরজীবী প্রতিরোধে পোষকের দেহে রোগজীবাণু সংক্রমণ পরবর্তী বিভিন্ন গাঠনিক প্রতি

[জাবি-২০০৮]

অথবা, মোচনস্তর সৃষ্টির মাধ্যমে কীভাবে উদ্ভিদ রোগ প্রতিরোধ করে? [জাবি-২০১৮]

৷৷ ফাইটোঅ্যালিক্সিন বলতে কী বুঝ ? এটি সম্পর্কে Muller ও Borger তা এর ধারণা লিখ। ফাইল

লিখ।

1. অতিসংবেদনশীলতা জনিত প্রতিরোধ প্রক্রিয়া বর্ণনা কর এবং এর মৌলিক বৈশিষ্ট অজানা

২০০৫, ২০০৮]

রোগ প্রতিরোধের ক্ষেত্রে উচ্চ শ্রেণির উদ্ভিদের কোষপ্রাচীরের অবদান লিখ।

উঃ

। উদ্ভিদ রোগের পূর্বাভাস প্রদানের ভিত্তি আলোচনা কর। [ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬]

। উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণের ভৌত পদ্ধতি আলোচনা কর। (৯৯%) [জাবি-২০১৪, ২০১৫।

উঃ

॥ উদ্ভিদের রোগ দমনে রাসায়নিক পদ্ধতি আলোচনা কর। (৯৯%) [জাবি-২০১৫)

অথবা, উদ্ভিদ রোগ দমনে রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতি লিখ। [ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬] (উ:

উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণে চাষাবাদ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর। । ৯৯%। [জাবি-২০০৪, ২০০৭, ২০

অথবা, চাষাবাদ পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ রোগ দমন বর্ণনা কর। [জাবি-২০০৯]

॥ উদ্ভিদরোগ নিয়ন্ত্রণের ভৌত ও রাসায়নিক পদ্ধতি আলোচনা কর । । ৯৯%) (জাবি-২০১৯)

(উ: স: পৃষ্ঠা-১১৩

॥ উদ্ভিদ রোগ দমনে নিয়ন্ত্রণমূলক পদ্ধতি বা আইন প্রয়োগের মাধ্যমে রোগ দমন পদ্ধতি সম্পর্কে লি

অথবা, টীকা লিখ : উদ্ভিদ সংগনিরোধ (Plant quarantine); [জাবি-২০১৭]

IIIPM বা Intregreted Pest Manesment বলতে কী বোঝ?

অথবা, সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনার কৌশলসমূহ বর্ণনা কর।

অথবা, টিকা লিখ : সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনার কৌশলসমূহ। (ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১

উদ্ভিদ রোগের পূর্বাভাস কী? আলুর লেটব্লাইট রোগের পূর্বাভাস প্রদানের পদ্ধতি বর্ণনা কর। (জাবি

প্লান্ট প্যাথোলজি

উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণের মূলনীতিগুলো উল্লেখ কর । [জাবি-২০১২, ২০২০]

জীবজ পদ্ধতিতে উদ্ভিদের রোগ দমনের পদ্ধতি বর্ণনা কর। [জাবি-‘০৪, ‘০৫, ‘১২, ‘১৭, ২০

অথবা, জীবজ পদ্ধতি কাকে বলে? উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণের জীবজ পদ্ধতি বর্ণনা কর । [জাবি-২

অথবা, জৈবিক নিয়ন্ত্রণের দোষ ও গুণ লিখ । [জাবি-২০১৬]

অথবা, জৈবিক দমন পদ্ধতি সীমাবদ্ধতা লিখ। [জাবি-২০০৭]

দুটি তামা ঘটিত ছত্রাক বারকের প্রস্তুত প্রণালি প্রয়োগ, পদ্ধতি ও কার্যকারিতা লিখ। । ৯৯%

অথবা, কপার গঠিত দুটি করে ছত্রাকবারকের প্রস্তুতপ্রণালি ও ব্যবহার লিখ। [জাবি- ২০০৭,

অথবা, একটি কপারঘটিত ছত্রাকবারকের নাম, প্রস্তুতপ্রণালী ও ব্যবহার লিখ। [জাবি-২০০৯]

অথবা, বোর্দো মিশ্রণ তৈরির পদ্ধতি ও ব্যবহার লেখ। [জাবি-২০১৮]

অথবা, টীকা লিখ : খ. বোর্দোমিশ্রণ। [জাবি-২০১৫, ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬]

দুটি সালফারঘটিত ছত্রাক বারকের প্রস্তুত প্রণালি, কার্যকারিতা ও ব্যবহার বিধি উল্লেখ কর। |

অথবা, সালফার গঠিত দুটি করে ছত্রাকবারকের প্রস্তুতপ্রণালি ও ব্যবহার লিখ। [জাবি-২০০৬,

অথবা, একটি সালফারঘটিত ছত্রাকবারকের নাম, প্রস্তুতপ্রণালী ও ব্যবহার লিখ। [জাবি-০৯]

দুটি পারদঘটিত ছত্রাক বারকের উপকরণ, প্রস্তুত প্রণালি, ব্যবহার ও কার্য পদ্ধতি লিখ।

অথবা, মার্কারি গঠিত দু’টি করে ছত্রাকবারকের প্রস্তুতপ্রণালি ও ব্যবহার লিখ। [জাবি-২০১৪]

কয়েকটি ছত্রাক বারকের নাম এবং কাজ লিখ। গাঠনিক সংকেত ও কার্যকারিতা লিখ।

ফাঞ্জিসাইডের কার্য পদ্ধতি বর্ণনা কর।

অথবা, ছত্রাক বারক কিভাবে ছত্রাক পরজীবীর উপর কাজ করে।

সিস্টেমিক ছত্রাক বারক প্রতিরক্ষক (Protectant), নির্মূলক (Eradicants) ইত্যাদি নন-সিস্টেমি

কার্যকর ও সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।

ছত্রাক বারক প্রয়োগ পদ্ধতি লিখ।

অথবা, অ্যাডজুভান্ট সম্পর্কে লিখ। [জাবি-২০১৬/

অথবা, টীকা লিখ : অ্যাডজুভান্ট; [জাবি-২০১৫]

অথবা, নিচের বিষয়গুলোর উপর সংক্ষেপে লিখ।

i) স্প্রেইং (জাবি-২০০৪);

ii) ডাস্টিং [জাবি-২০০৪];

iv) মাটি শোধন [জাবি-২০০৩, ২০০৫, ২০০৯]

ফাঞ্জিসাইডের উদাহরণসহ শ্রেণিবিন্যাস কর। (৯৯%) [জাবি-২০১৮]

অথবা, ছত্রাক বারকের শ্রেণিবিন্যাস লিখ। [জাবি-২০০৩, ২০০৯]

প্রোটেক্টিভ ও সিস্টেমেটিক ছত্রাক বারক; (৯৯%) [জাবি-২০১৮]

কপার, সালফার ও পারদঘটিত দুটি করে ছত্রাকবারকের প্রস্তুতপ্রণালী ও ব্যবহার লেখ। (৯৯%) [জা

ডি: স: পৃষ্ঠা-১২৯

বীজ শোধন ও মাটি শোধনের জন্য ছত্রাকবারক প্রয়োগের পদ্ধতিগুলো বর্ণনা কর। [জাবি-২০] (উ

টিকা লেখ। বোঁদো মিশ্রণ [জাবি-২০২০)

iii) বীজশোধন [২০০৩

v) অ্যাডজুভ্যান্ট (Adju

নিচের ছত্রাকজনিত রোগগুলোর জন্য দায়ী প্যাথোজেনের নাম, রোগ লক্ষণ, রোগ চক্র ও নিয়ন্ত

i.

চিনাবাদামের টিক্কা রোগ (Tikka disease of Ground nut) (৯৯%। (জাবি-২০০৪, ২০

ii. পাটের কাণ্ড পচা রোগ (Stem rot of Jute) (৯৯%) [জাবি-০৩, ‘১২, ১৫, ১৭, ‘১৯) (উ:

iii. পাটের অ্যানথ্রাকনোজ রোগ/শুকনো পত্র রোগ (Anthracnose disease of Jute) (28

ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬]

ডি: স

iv. পাটের কালপট্টি রোগ (Black band of Jute) (৯৯%) (জাবি-২০১৭]

v. আলুর আগাম ধ্বসা (Early blight of potato )

[উঃ

vi.

গোল আলুর বিলম্বিত ধ্বসা রোগ/নাভী ধ্বসা (Late blight of potato)/ “মড়ক রোগ”।

vii. শিমের মরিচা (Rust disease of Bean)

[উ: স

viii. শিমের পাতা দাগ পড়া রোগ (Leaf spat disease of bean) [জাবি-০৪, ০৭] [উ: স

ix. ধানের বাদামি দাগ রোগ (Brown spot of Rice) (৯৯%) [জাবি-২০০৭, ঢাবি (অধিঃ)

LEH ORION

X.

ধানের কাণ্ড পঁচা/গোড়া পঁচা রোগ (Stem rot disease of rice)

xi. ধানের ব্লাস্ট (পাতা পোড়া) রোগ (Blast disease of Rice) (জাবি-২০০৬, ‘০৮, ০৯][উ

xii. আখের লাল পচা রোগ (Red rot disease of sugarcane) (৯৯%) (জাবি-২০০৪,

ডি:

xili. গমের আলগাভূষা রোগ/ঝুল রোগ (Loose smut disease of wheat)

xiv. কলা গাছের পানামা রোগ (Panama disease of Banana)

xiv. নিম্নোক্ত রোগসমূহের রোগ-জীবণুর নাম লেখ ও রোগ লক্ষণ বর্ণনা কর :

(ii) মরিচা; (ii) Rust.]

অথবা, গমের কাণ্ডে মরিচা/কালো মরিচা রোগ/গমের রাস্ট রোগ (Stem rust disease

উদ্ভিদরোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর।

নিম্নলিখিত ব্যাকটেরিয়াজনিত রোেেগর পরজীবীর নাম,

লক্ষণ, নিদানতত্ত্ব ও দমন পদ্ধতি নি

i) তুলাগাছের কোনাচে দাগ রোগ (Angulor fact Spot of Cotton)

iii)

ধানের পাতা পোড়া রোগ (Bactereal blight of rice)

iii) ধানের বাইট রোগ ।

iv)- টমেটোর উইল্ট রোগ/উইল্ট অফ টমেটো (Wilt disease)

v) নরম পচা অথবা, আলুর নরম পচা রোগ/ নরম পচা/ আলুর সফ্ট রট (Soft Rot of

। নিম্নলিখিত উদ্ভিদ রোগসমূহের রোগজীবাণুর নাম, লক্ষণ ও দমন পদ্ধতি লেখ। [জাবি-২০২০]

(ক) লেবুর ক্যাঙ্কার রোগ; [জাবি-২০১৫, ২০১৭, ২০২০]

7. নিচের ভাইরাসজনিত রোগগুলোর কারণ, রোগ লক্ষণ, ভেক্টর ও দমন পদ্ধতি লিখ।

(i) কলা গাছের গুচ্ছ মাথা রোগ/ কলার বানচি টপ (Bunchy Top of Banana)

ii) ঢেঁড়সের শিরা স্বচ্ছতা রোগ (Vein clearing disease of ladys finger)

iii) সিমের মোজাইক রোগ (Mosaic of bean)

iv) টমেটোর পাত কুঁকড়ানো রোগ।

নিম্নলিখিত উদ্ভিদ রোগসমূহের রোগজীবাণুর নাম, লক্ষণ ও দমন পদ্ধতি লেখ

ধানের টুংরো রোগ।

বীজের রোগতত্ত্ব বলতে কী বুঝ? প্যাথোজেনের বাহক হিসেবে বীজের গুরুত্ব লিখ।

অথবা, প্যাথোজেনের বাহক হিসেবে বীজের গুরুত্ব লিখ।

বীজবাহিত রোগের লক্ষণ ও ভূমিকা লিখ।

বীজের স্বাস্থ্য পরীক্ষা বর্ণনা কর।

অথবা, বীজবাহিত রোগজীবাণু অনুসন্ধানের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর। [ঢাবি (অধিঃ) ৭ কে

= উদ্ভিদের বীজ বাহিত রোগসমূহের বর্ণনা দাও

অথবা, প্যাথোজেনের নামসহ ৪টি বীজবাহিত রোগের নাম যা মহামারি আকার ধারণ করেছিল

বীজ উদ্ভিদবীজ স্থানান্তর বর্ণনা দাও।

গুদামে রক্ষিত বীজের অণুজীব দ্বারা পচন আলোচনা কর ।

বীজবাহিত রোগ দমনের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।

অথবা, বীজবাহিত রোগের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো বর্ণনা কর।

অথবা, কী কী উপায়ে বীজবাহিত রোগ দমন করা যেতে পারে?

বীজ শোধন কী? বীজ শোধনের পদ্ধতিসমূহ লিখ।

অথবা, বীজশোধন সম্পর্কে লিখ।

অথবা, সংক্ষিপ্ত টিকা লিখ : বীজ শোধন;

প্যাথোজেনের নামসহ ৬টি বীজবাহিত রোগের নাম লেখ।

সঞ্চয়াগারে সংরক্ষিত বীজের ব্যবস্থাপনা

এই NU Plant Pathology short suggestion 2024 / প্ল্যান্ট প্যাথোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ ছাড়াও আরো পড়ুন

You cannot copy content of this page

Scroll to Top