অর্থায়নের নীতিমালা সাজেশন ২০২৪ । ব্যবস্থাপনা বিভাগ । অনার্স ২য়বর্ষ : অনার্স ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা তোমাদের জন্য সর্বশেষ সাজেশন এর আর্টিকেল নিয়ে আসলাম। এটি থেকে ১০০% কমন আসবে।
Read more:
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষ; (ব্যবস্থাপনা বিভাগ)
বিষয়: অর্থায়নের নীতিমালা বিষয় কোড: 222607 পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক-বিভাগ
১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।
(ক) ব্যবসায় অর্থায়ন কাকে বলে?
(খ) তারল্য অনুপাত কী?
(গ) কল বন্ডের সংজ্ঞা দাও।
(ঘ) BSEC এর পূর্ণরূপ লেখ।
(ঙ) ২/১০, নিট ৩০, ইওএম এই টার্ম দ্বারা তুমি কী বুঝ?
(চ) সম্পদ সর্বাধিকরণ কী?
(ছ) অগ্রিম বার্ষিক বৃত্তি কী?
(জ) পি/ই অনুপাত নির্ণয় করার সূত্রটি লেখ।
(ঝ) পরিচালন লিভারেজ মাত্রা কী?
(ঞ) প্রান্তিক ব্যয় কী?
(ট) শূন্য কুপন বন্ড কী?
(ঠ) IRR-এর ক্ষেত্রে গ্রহণ বর্জনের নিয়ম কী?
খ-বিভাগ
অর্থের সময় পছন্দনীয়তার কারণগুলো ব্যাখ্যা কর।
অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর জাতীয় শেয়ার বলা হয়?
পরিচালন লিভারেজ ও আর্থিক লিভারেজের মধ্যে পার্থক্য লেখ।
একজন আর্থিক ব্যবস্থাপককে তার লক্ষ্য অর্জনের জন্য কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়?
আর্থিক ব্যবস্থাপক কে? ফার্মের লক্ষ্য অর্জনে একজন আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা পর্যালোচনা কর।
মূলধন বাজেটিং ও মূলধন রেশনিং-এর মধ্যে পার্থক্য লেখ।
মূলধন ব্যয়ের অনুমিত শর্তসমূহ লেখ।
আর্থিক বিবরণী বিশেষণের উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
ব্যবসায় ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব আলোচনা কর ।
অর্থায়নের নীতিমালা সাজেশন ২০২৩ । ব্যবস্থাপনা বিভাগ । অনার্স ২য়বর্ষ