HSC ICT 1st chapter MCQ Test -6 আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ICT 1st চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/25
0 votes, 0 avg
1

HSC ICT MCQ Online Exam

ইন্টারমিডিয়েট আইসিটির সকল অধ্যায়ের সমন্বয়ে তৈরি MCQ পরীক্ষায় যতবার খুশি ততবার অংশগ্রহন করতে পারবে। প্রতিবার তোমার জন্য ২৫টি প্রশ্ন দৈবক্রমে আসবে। তাই বহুবার পরীক্ষায় অংশ নিতে পারবে। সব অধ্যায় এর সমন্বয়ে ১০০০+ প্রশ্ন দেওয়া হয়েছে। 

1 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেইজ সমূহ বহুস্তরে বিন্যস্ত পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করল।
গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে-
i. ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করা।
ii. ওয়েব পেইজসমূহ সমান করা
iii. ওয়েবসাইট হোস্টিং করা।
নিচের কোনটি সঠিক?

2 / 25

HTML এর পরবর্তী লাইন বা ব্রেকে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?

3 / 25

পান্না নতুন ওয়েব পেইজ ডিজাইনার। সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েব পেইজে হাইপারলিঙ্ক ব্যবহার করার পদ্ধতিটি শিখেছে ।
পান্না কোডিং করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার।

4 / 25

বহুল ব্যবহৃত সামাজিক যােগাযােগ মাধ্যম কোনটি?

5 / 25

কম্পিউটার ইথিকসের নির্দেশনা কয়টি?

6 / 25

বিশ্বগ্রাম বলতে বােঝায়- i. রিয়েল টাইম সেবা বিনিময়ii. তথ্য ও বিনােদনের সহজলভ্যতাiii. বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক নিচের কোনটি সঠিক?

7 / 25

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ- i. এক্সপার্ট সিস্টেমii. ফাজি লজিকii. লার্নিং সিস্টেম,নিচের কোনটি সঠিক?

8 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
লিমার তৈরিকৃত ওয়েব পেইজে একটি নতুন ছবি সংযুক্ত করল ।এর ফলে তার পেইজটি আরও দৃষ্টিনন্দন হলো।
লিমা যে ট্যাগটি ব্যবহার করে ছবি যুক্ত করল সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে?

9 / 25

http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কী?

10 / 25

নিচের কোনটি এম্পটি ট্যাগ?

11 / 25

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়ােগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে- i. ভিডিও কনফারেন্স ii. টেলি মেডিসিন iii. ই-মেইল নিচের কোনটি সঠিক?

12 / 25

বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?

13 / 25

CERN কোথায় অবস্থিত?

14 / 25

নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল। শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?

15 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : সােনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৫ বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি হচ্ছে-i. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ii. বায়ােমেট্রিক্স iii. বায়ােইনফরমেটিক্স, নিচের কোনটি সঠিক?

16 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
নিরব নতুন ওয়েব ডেভেলপার। সে HTML ব্যবহার করে ওয়েব পেইজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।
নিরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করে?

17 / 25

ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযােগকে কী বলা হয়?

18 / 25

ওয়েব পেইজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?

19 / 25

হোম পেইজ দেখার জন্য আবশ্যক -
i. ওয়েব ব্রাউজার
ii. সার্চ ইঞ্জিন
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?

20 / 25

উদ্দীপকটি পড় এবংপ্রশ্নের উত্তর দাও : অসুস্থতার কারণে অমিত অনুপস্থিত থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মােবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “এক্ষুণি তােমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও মােবাইল ফোনে প্রয়ােজনীয় তথ্যের টেক্সট, অডিও ভিডিও ডাউনলােড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।. অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে- i. ক্লাসের অনুপস্থিতি ii. তথ্য প্রযুক্তির ব্যবহার iii. ই-লার্নিং সিস্টেম নিচের কোনটি সঠিক?

21 / 25

টিম বার্নাস লী-র সাথে সম্পর্কযুক্ত-
i. www ও MIT এর অধ্যাপক
ii. Google এর জনক ও তড়িৎ প্রকৌশল
iii. HTML ও জেনেভার সার্ন
নিচের কোনটি সঠিক?

22 / 25

কোনো টেবিলের row height বাড়ানোর জন্য নিম্নের কোন attribute ব্যবহৃত হয়?

23 / 25

ওয়েব পেইজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি?

24 / 25

লােকমান সাহেবের সাফল্যে- i. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ii. দেশে প্রচুর ফল ও ফুল উৎপাদন হবে iii. দেশীয় প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা রয়েছে। নিচের কোনটি সঠিক?

25 / 25

ক্রায়ােসার্জারি কোন ধরনের রােগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

Your score is

0%

এই HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6 ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 1st Chapter MCQ Link

You cannot copy content of this page

Scroll to Top