HSC ICT 1st chapter MCQ Test -6 আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ICT 1st চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/25
0 votes, 0 avg
1

HSC ICT MCQ Online Exam

ইন্টারমিডিয়েট আইসিটির সকল অধ্যায়ের সমন্বয়ে তৈরি MCQ পরীক্ষায় যতবার খুশি ততবার অংশগ্রহন করতে পারবে। প্রতিবার তোমার জন্য ২৫টি প্রশ্ন দৈবক্রমে আসবে। তাই বহুবার পরীক্ষায় অংশ নিতে পারবে। সব অধ্যায় এর সমন্বয়ে ১০০০+ প্রশ্ন দেওয়া হয়েছে। 

1 / 25

পান্না নতুন ওয়েব পেইজ ডিজাইনার। সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েব পেইজে হাইপারলিঙ্ক ব্যবহার করার পদ্ধতিটি শিখেছে ।
পান্না সম্প্রতি যে পদ্ধতিটি শিখেছে তার মাধ্যমে সে ওয়েব পেইজ-
i. সমৃদ্ধ করতে পারবে।
ii. তথ্যবহুল করে তুলতে পারবে
iii. দৃষ্টি নন্দন করতে পারবে
নিচের কোনটি সঠিক?

2 / 25

মি. কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না ।
মি, কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি?

3 / 25

HTML নামক মার্ক আপ ল্যাংগুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?

4 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
লিমার তৈরিকৃত ওয়েব পেইজে একটি নতুন ছবি সংযুক্ত করল ।এর ফলে তার পেইজটি আরও দৃষ্টিনন্দন হলো।
লিমা যে ট্যাগটি ব্যবহার করে ছবি যুক্ত করল সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে?

5 / 25

HTML এর সুবিধাগুলো হলো—
i.HTML-এর সাথে XML-এর (Extended Markup Language) অনেক সাদৃশ্য রয়েছে।
ii. বেশির ভাগ ডেভেলপমেন্ট টুলস HTML সমর্থন করে
iii. বেশির ভাগ সার্চ ইঞ্জিন HTML বান্ধব নয়।
নিচের কোনটি সঠিক?

6 / 25

কর্মসংস্থানের জন্য বর্তমানে- i. ঘরে বসেই কাজ পাওয়া যায়। ii. ইন্টারনেট সুবিধা নেওয়া যায় | iii. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায় নিচের কোনটি সঠিক?

7 / 25

ওয়েব পেইজ ডিজাইন কোনটি?

8 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :মিজান বুয়েটে ভর্তির সুযােগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবেi. ভার্চুয়াল ড্রাইভিং ii. অনলাইন ব্যাংকিং iii. আউটসাের্সিং,নিচের কোনটি সঠিক?

9 / 25

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি, ‘ক’ ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় । দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে-

10 / 25

ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- i. কম্পিউটার ii. ক্রায়ােপ্রােব iii. রােবট ,নিচের কোনটি সঠিক?

11 / 25

নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট?

12 / 25

ISP এর পূর্ণ নাম কী?

13 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে । উদ্দীপকে BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

14 / 25

কম্পিউটারে HTML ব্যবহার করে Home Page-এ যুক্ত করা যায়-
i. গ্রাফিক্স
ii, স্থির চিত্র
iii. চলমান চিত্র
নিচের কোনটি সঠিক

15 / 25

প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কোনটি?

16 / 25

CERN কোথায় অবস্থিত?

17 / 25

ডোমেইন নাম হলো—

18 / 25

ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা i. একে অপরের ছবি দেখতে পারে ii. প্রত্যেকে প্রত্যেকের কথােপকথন শুনতে পারে। iii. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে নিচের কোনটি সঠিক?

19 / 25

প্রথম ট্রান্সজেনিক প্রাণী-

20 / 25

বায়ােইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলাে হলাে— i. জৈব প্রযুক্তি ii. জীবাণু অস্ত্র তৈরি iii. মহাকাশ গবেষণা নিচের কোনটি সঠিক?

21 / 25

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও :
তমালের তৈরিকৃত ওয়েব পেইজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন।
তমালের তৈরিকৃত ওয়েব পেইজটি কোন ধরনের?

22 / 25

RGB (255 255 255) দ্বারা কোন রং নির্দেশ করে?

23 / 25

URL হলো ওয়েবপেইজের-

24 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :


This is My First Web Page

This is My Website

This is My Personal Website




উদ্দীপকের This is My Personal Website লাইনটির আউটপুটের ধরন কিরূপ হবে?

25 / 25

ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগৎ তৈরি হয়?

Your score is

0%

এই HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6 ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 1st Chapter MCQ Link

You cannot copy content of this page

Scroll to Top