আম আঁটির ভেঁপু MCQ এর বিস্তারিত নিচে দেওয়া হল যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। তাই এই আর্টিকেলটি অনুসরণ করো এবং অনুশীলন অব্যাহত রাখো। তোমাদের জন্য শুভকামনা।
১। বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৯৩ সালে (খ) ১৮৯৪ সালে
(গ) ১৮৯৫ সালে (ঘ) ১৮৯৬ সালে
২। বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে মেট্রিক পাশ করেন?
(ক) দশগ্রাম স্কুল (খ) বনগ্রাম স্কুল
(গ) পঞ্চগ্রাম স্কুল (ঘ) দেবীগ্রাম স্কুল
৩। বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা কী ছিল?
(ক) ওকালতি (খ) চিকিৎসা
(গ) শিক্ষকতা (ঘ) সাংবাদিকতা
৪। নিচের কোনটি বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
(ক) মেঘমল্লার (খ) আরণ্যক
(গ) যাত্রাফুল (ঘ) মৌরিফুল
৫। বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৪৮ সালে (খ) ১৯৪৯ সালে
(গ) ১৯৫০ সালে (ঘ) ১৯৫১ সালে
৬। ‘আম আঁটির ভেঁপু’র কাহিনিটিতে গল্পের বর্ণনায় দিনের কোন সময়কাল থেকে লেখক পল্লীজীবনকে তুলে ধরেছেন?
(ক) ভোর বেলায় (খ) সকাল বেলায়
(গ) দুপুর বেলায় (ঘ) বিকেল বেলায়
৭। ‘আম আঁটির ভেঁপু’র কাহিনি যখন শুরু হয় তখন কটা বেজেছিল?
(ক) পাঁচ-ছয়টা (খ) ছয়টা-সাতটা
(গ) সাতটা-আটটা (ঘ) আটটা-নয়টা
৮। ‘আম আঁটির ভেঁপু’ গল্পে অপুর টিনের বাক্সটি কেমন ছিল?
(ক) পুরনো (খ) সদ্য কেনা
(গ) সুসজ্জিত (ঘ) নোংরা
৯। বাক্সের সমুদয় সম্পত্তি কোথায় ঢালা হয়েছিল?
(ক) বিছানায় (খ) উঠানে
(গ) মেঝেতে (ঘ) ঘরেতে
১০। টিনের ভেঁপু বাঁশিটির দাম কত?
(ক) এক পয়সা (খ) দুই পয়সা
(গ) তিন পয়সা (ঘ) চার পয়সা
১১। নাটা ফলাগুলোকে কুড়িয়ে এনেছিল?
(ক) অপু (খ) সর্বজয়া
(গ) দূর্গা (ঘ) হরিহর
১২। অপুর বাক্সে শুকনো কোন ফল ছিল?
(ক) ঘুটু ফল (খ) নাটা ফল
(গ) বেত ফল (ঘ) বৈচি ফল
১৩। অপুর দিদির নাম কী?
(ক) উমা (খ) পার্বতী
(গ) উষা (ঘ) দুর্গা
১৪। দুর্গার হাতে কিসের চুড়ি ছিল?
(ক) সোনার চুড়ি (খ) রূপার চুড়ি
(গ) কাঁচের চুড়ি (ঘ) পিতলের চুড়ি
১৫। আমের কুসি জরানোর জন্য দুর্গা অপুকে কী আনতে বলেছিল?
(ক) তেল ও নুন (খ) তেল ও ঝাল
(গ) নুন ও ঝাল (ঘ) ঝাল ও টক
১৬। হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতার স্ত্রী কোথায় বাস করেন?
(ক) নিজ পিত্রালয়ে (খ) নিজ শ্বশুরালয়ে
(গ) নিজ মাতুলালয়ে (ঘ) নিজ ভ্রাতৃলয়ে
১৭। অপু ও দুর্গার মায়ের নাম কী?
(ক) সর্বজয়া (খ) অন্নপূর্ণা
(গ) বসুমতি (ঘ) রাজলক্ষ্মী
১৮। রান্নাঘরে সর্বজয়া কী কাটতে বসেছিল?
(ক) লাউ (খ) কুমড়ো
(গ) শসা (ঘ) পটল
১৯। অপুর দাঁত টক হয়েছে কী খেয়ে?
(ক) তেতুঁল (খ) জলপাই
(গ) কামরাঙ্গা (ঘ) আম
২০। রেগে গিয়ে দুর্গা অপুকে কী হলে সম্বোধন করেছিল?
(ক) হতভাগা শয়তান (খ) লক্ষ্মী ছাড়া বাঁদর
(গ) দুষ্ট কোথাকার (ঘ) বদমাশ ছেলে
২১। ‘অত বড় মেয়ে, বলে বোঝাবো কত?’ উক্তিটি দ্বারা দুর্গার প্রতি সর্বজয়ার কোন মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে?
(ক) বিরক্তি (খ) দুঃশ্চিন্তা
(গ) ক্ষোভ (ঘ) রাগ
২২। হরিহর যে মাতবর গোছের লোকের কথা বলেছে তার গোলার সংখ্যা কত?
(ক) তিনটা-চারটা (খ) চারটা-পাঁচটা
(গ) পাঁচটা-ছয়টা (ঘ) সাতটা-আটটা
২৩। মাতবর গোছের লোকটি হরিহরকে সম্বোধন করেছে কী বলে?
(ক) দাদাঠাকুর (খ) দাদামশাই
(গ) ঠাকুর মশাই (ঘ) পুরোহিত দাদা
২৪। দিদির পেছনে পেছনে অপু কী দেখতে গিয়েছিল?
(ক) বাছুর ধরা (খ) দুধ দোয়া
(গ) গাই বাঁধা (ঘ) গাই ধরা
২৫। রায়বাড়ি থেকে হরিহর কত টাকা বেতন পায়?
(ক) ছয় টাকা (খ) সাত টাকা
(গ) আট টাকা (ঘ) নয় টাকা
২৬। ‘আমি বন্ধক ছাড়া টাকা ধার দিই নে’-উক্তিটি কার?
(ক) সেজ ঠাক্রুন (খ) মেজ ঠাক্রুন
(গ) ছোট ঠাক্রুন (ঘ) বড় ঠাক্রুন
২৭। ‘আর এখন ওঠ বল্লেই কী ওঠা চলে?’-উক্তিটি দ্বারা হরিহরের চরিত্রের কোন দিকটি লক্ষণীয় হয়?
(ক) লজ্জাবোধ (খ) আত্মসম্মানবোধ
(গ) অহংকার (ঘ) ধর্মবোধ
২৮। গঙ্গা-যমুনা খেলার ঘর কল্পনার মাধ্যমে অপুর যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে-
i.সে কল্পনাপ্রবণ ii.সে আবেগপ্রবণ
iii.সে চিন্তাশীল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯। মায়ের ডাকে অপু ও দুর্গা সাড়া দিতে পারে নি কারণ-
i.আমে মুখ ভর্তি ছিল ii.তাদের ইচ্ছা ছিল না
iii.উত্তরের সুযোগ ছিল না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০। ‘আপনারা আমাদের গুরুতুল্য লোক’-এখানে ‘গুরুতুল্য’ বলতে বোঝানো হয়েছে-
i.শিক্ষকের সমতুল্য ii.সম্মানী ব্যক্তি
iii.পূজনীয় ব্যক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩১। হরিহরের চরিত্র বিশ্লেষণ করে তাঁর সম্পর্কে যে তথ্যগুলো পাওয়া যায়-
i.আবেগের নিয়ন্ত্রণ ii.অর্থনৈতিক অস্বচ্ছলতা
iii.সম্পদের উচ্চাভিলাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
কাঁকন সকালে বাসি কাপড়ে রান্না ঘরে ঢোকে না। এমনকি বাসনপত্রেও হাত দেয় না। এক্ষেত্রে কোনো ভুল হলে মায়ের কাছে বকুনি খায় সে। তাই তাকে খুব সতর্ক থাকতে হয়।
৩২। উদ্দীপকের ঘটনাটি ‘আম আঁটির ভেঁপু’ গল্পের যে চরিত্রের ক্ষেত্রে বেশি প্রাসঙ্গিক-
(ক) দুর্গা (খ) অপু
(গ) স্বর্ণ (ঘ) সেজ ঠাক্রুন
৩৩। উদ্দীপকের মূল বিষয় গল্পের যে দিকটির তাৎপর্য ধারণ করে-
(ক) সামাজিক আচার (খ) সামাজিক নিয়ম
(গ) সামাজিক সংস্কার (ঘ) সমাজিক দৃষ্টিভঙ্গি
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
পঞ্চানন ভট্টাচার্যের অবস্থা এমনই শোচনীয় যে, বাড়ির চালে খড় দেওয়ার মতো অবস্থা তার নেই। পুজো আর্চা করে যা রোজগার হয় তাতে তার দিন চলে না। উপায় না পেয়ে তাকে ভিন্ন গ্রামে যেতে হয় রোজগারের আশায়।
৩৪। উদ্দীপকের পঞ্চানন ও হরিহরের মধ্যে মিল হচ্ছে-
(ক) উভয়েই পূজো করে (খ) উভয়েই অনাহারী
(গ) উভয়েই খুব দরিদ্র (ঘ) উভয়েই সমাজপতি
৩৫। উক্ত মিলের বিবেচনার মূল প্রেক্ষাপট হলো-
(ক) তৎকালীন সমাজব্যবস্থা
(খ) তৎকালীন শ্রেণিবৈষম্য
(গ) তৎকালীন পারিবারিকনীতি
(ঘ) তৎকালীন দৃষ্টিভঙ্গি
৩৬। ‘নাটাফল’ কী?
(ক) করজতা ফল (খ) আমলকি ফল
(গ) তেঁতুল ফল (ঘ) বরই ফল
৩৭। ‘আমের কুসী’ বলতে কী বোঝায়?
(ক) পাকা আম (খ) কাঁটা আম
(গ) কচি আম (ঘ) টক আম
৩৮। ‘কুটোগাছ’ শব্দের অর্থ কী?
(ক) লতা (খ) তৃণ
(গ) ছোট গাছ (ঘ) দুর্বা
৩৯। ‘আম আঁটির ভেঁপু’ গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
(ক) পথের পাঁচালী (খ) অপরাজিত
(গ) আরণ্যক (ঘ) ইছামতি
৪০। কালমেঘ এর স্বাদ কীরকম?
(ক) তিক্ত (খ) মিষ্টি
(গ) স্বাদহীন (ঘ) টক
উত্তর পত্র:
শ্রেণি:৯ম, ১০ম | বিষয়ঃ বাংলা প্রথম পত্র (গদ্য) | অধ্যায়ঃ পঞ্চম | |||||||
উত্তর পত্র | |||||||||
১-খ | ২-খ | ৩-গ | ৪-খ | ৫-গ | ৬-খ | ৭-ঘ | ৮-ক | ৯-গ | ১০-গ |
১১-গ | ১২-খ | ১৩-ঘ | ১৪-গ | ১৫-ক | ১৬-ক | ১৭-ক | ১৮-গ | ১৯-ঘ | ২০-খ |
২১-খ | ২২-গ | ২৩-ক | ২৪-খ | ২৫-গ | ২৬-ক | ২৭-খ | ২৮-ক | ২৯-খ | ৩০-ঘ |
৩১-ক | ৩২-খ | ৩৩-গ | ৩৪-খ | ৩৫-খ | ৩৬-ক | ৩৭-গ | ৩৮-খ | ৩৯-ক | ৪০-ক |
Read More: