আমি কিংবদন্তির কথা বলছি mcq Test part-1 আমি কিংবদন্তির কথা বলছি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর বাংলা ১মপত্র

আমি কিংবদন্তির কথা বলছি mcq Test part-1/ আমি কিংবদন্তির কথা বলছি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

আমি কিংবদন্তির কথা বলছি mcq Test part-1/ আমি কিংবদন্তির কথা বলছি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র / বাংলা ১মপত্র

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত আমি কিংবদন্তির কথা বলছি চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে ৩০টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ২৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/30
1 votes, 5 avg
4

HSC Bangla

আমি কিংবদন্তির কথা বলছি mcq মডেল টেস্ট-১

এইচএসসি বাংলা ১ম পত্র(আমি কিংবদন্তির কথা বলছি) এর সিলেবাসভূক্ত সকল টপিকসের MCQ Test-1
পূর্ণমানঃ ৩০ সময়, ২৫ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

আমাদের পূর্বপুরুষের পিঠে কীসের মতো ক্ষত ছিল?

2 / 30

আমি কিংবদন্তের কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি?

3 / 30

আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন?

4 / 30

আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত?

5 / 30

'একটি উজ্জ্বল জানালার কথা বলছি'— এখানে 'উজ্জ্বল জানালা' কীসের প্রতীক

6 / 30

"আমার বৃদ্ধ পিতার শরীরে এখন পশুদের প্রহারের চিহ্ন।' এ কথাটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন চরণের সাথে সাদৃশ্য নির্দেশ করে ?

7 / 30

মায়ের চেয়ে দেশ বড়'— 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বক্তব্যটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

8 / 30

 ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

9 / 30

‘একটি উজ্জ্বল জানালার কথা বলছি’— চরণটিতে উল্লিখিত উজ্জ্বল জানালার দ্বারা বোঝানো হয়েছে—

            i. চাকচিক্যময় অতীত

            ii. সফলগাঁথা জীবন

            iii. অতীতের স্বপ্নিল সমাজ

            নিচের কোনটি সঠিক?

10 / 30

কারার ঐ লৌহকপাট,

            ভেঙে ফেল কর রে লোপাট

            রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।

            ওরে ও তরুণ ঈশান!

            বাজা তোর প্রলয় বিষাণ

            ধ্বংস নিশান

            উড়কু প্রাচীর প্রাচীর ভেদি।
 উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’—কবিতার কোন দিকটির প্রতি ইঙ্গিত করছে?

11 / 30

‘পিঠে রক্তজবার মতো ক্ষত’ পংক্তি দ্বারা তুলে ধর হয়েছে মানুষের প্রতি অত্যাচারের —

i. ইতিহাস
ii. কল্পকথা
iii. অতীত কথা

নিচের কোনটি সঠিক

12 / 30

রফিক তার বাসার কাজের মানুষটির ওপর অমানবিক নির্যাতন করে। “আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় অনুরূপ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে কোন চরণে?

13 / 30

. আমি কিংবদন্তির কিংবদন্তির কথা বলছি কার লেখা?

14 / 30

 রাষ্ট্রভাষা আন্দোলন এবং সে বিষয়ে সাহিত্য রচনায় বিশেষ অবদান রাখায় আবু জাফর ওবায়দুল্লাহ কী লাভ করেন

15 / 30

 'কলমের সাথে আজ কবির দুর্জয় হাতে নির্ভুল স্টেনগান কথা বলে।' 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন চরণটি উদ্দীপকের কথাটিকে সমর্থন করে ?

16 / 30

 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করে?

17 / 30

‘তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল'— 'আমি কিংবদন্তির কথা বলছি কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের -

18 / 30

আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন পক্তিটি বারংবার প্রয়োগ করেছেন কবি?

19 / 30

  কারার ঐ লৌহকপাট,

            ভেঙে ফেল কর রে লোপাট

            রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।

            ওরে ও তরুণ ঈশান!

            বাজা তোর প্রলয় বিষাণ

            ধ্বংস নিশান

            উড়কু প্রাচীর প্রাচীর ভেদি

উদ্ধৃত কবিতাংশটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’—কবিতার যে দিকটি নির্দেশ করে—

            i. যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে

            ii. যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না

            iii. যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না

            নিচের কোনটি সঠিক?

20 / 30

শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠিতলে ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে......।' 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন চরণের ভাবসত্যের সাথে উদ্দীপকের কথাগুলো সংগতিপূর্ণ ?

21 / 30

আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কীভাবে যুদ্ধ আসার কথা বলা হয়েছে?

22 / 30

‘আমি যেখানেই থাকি, যেমনি থাকি, সর্বদা মনে বাংলাদেশকেই লালন করি’– উল্লিখিত অংশ ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন মনোভাবকে উপস্থাপন করে?

23 / 30

 কর্ষিত জমির শস্যদানাকে কবিতা বলার কারণ ছিল—

            i. কৃষকের প্রাণের ফসল

            ii. চাষার স্বপ্নের ঐশ্বর্য

            iii. অক্লান্ত পরিশ্রমে জীবন নাশ

            নিচের কোনটি সঠিক?

24 / 30

‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় আমাদের পূর্বপুরুষদের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কেন?

25 / 30

'আমি বিচলিত স্নেহের কথা বলছি' এখানে বিচলিত অর্থ কী?

26 / 30

আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

27 / 30

'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটির প্রেক্ষিতে 'অধীন দেশের বাঁধন বেদন' কে ছিন্ন করতে পারে—

28 / 30

আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে কেন ?

29 / 30

 আবু জাফর ওবায়দুল্লাহর জন্মতারিখ নিচের কোনটি?

30 / 30

'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

Your score is

The average score is 66%

0%

এই আমি কিংবদন্তির কথা বলছি mcq Test part-1/ আমি কিংবদন্তির কথা বলছি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র / বাংলা ১মপত্র ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

প্রস্তুতি(উত্তরসহ)

আমি কিংবদন্তির কথা বলছি

১।        প্রবহমান নদী বলতে কী বোঝায়?
            ক. চলমান ইতিহাস
            খ. চলমান নদী
            গ. চলমান জীবন
            ঘ. চলমান সংগ্রাম

২।        ‘অনিবার্য’ কোন বাক্যের এককথায় প্রকাশ?

            ক. যা দেখা যায় না
            খ. যা নেভানো যায় না
            গ. যা নির্ণয় করা যায় না
            ঘ. যা নিবারণ করা যায় না

৩।        আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?

            ক. যুক্তরাষ্ট্র
            খ. যুক্তরাজ্য
            গ. ভারত
            ঘ. নেপাল

৪।   কর্ষিত জমির শস্যদানাকে কবিতা বলার কারণ ছিল—

            i. কৃষকের প্রাণের ফসল
            ii. চাষার স্বপ্নের ঐশ্বর্য
            iii. অক্লান্ত পরিশ্রমে জীবন নাশ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii
            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৫।        মানুষের ইন্দ্রিয় কয়টি?

            ক. ৪                 খ. ৫
            গ. ৬                  ঘ. ৭

            নিচের উদ্দীপকটি পড়ে ৬ ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            শোষিত-নির্যাতিত-বঞ্চিত মানুষদের মুক্তির বার্তা এনে দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতি পায় স্বাধীনতা ও লাল সবুজের পতাকা। মহান নেতৃত্বের আদর্শকে জীবনের শ্রেষ্ঠ সম্পদে পরিণত করলে কখনোই অধীনতা আসবে না।

৬।        জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করার মাঝে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত কার কথা স্মরণে আসে?

            ক. শোষক           খ. নিগৃহীত
            গ. পূর্বপুরুষ        ঘ. অত্যাচারী

৭।        যে কারণে তুলনা করা যায়—

            i. উত্তর নেতৃত্বগুণে
            ii. জীবনাদর্শে
            iii. অকৃপণ ঔদার্যে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii
            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৮।        ‘শ্বাপদ’ শব্দের অর্থ কী?

            ক. সাপ
            খ. হিংস্র প্রাণী
            গ. হিংস্র জন্তু
            ঘ. হিংস্র মাংসাশী শিকারি জন্তু

৯।        ‘একটি উজ্জ্বল জানালার কথা বলছি’— চরণটিতে উল্লিখিত উজ্জ্বল জানালার দ্বারা বোঝানো হয়েছে—

            i. চাকচিক্যময় অতীত
            ii. সফলগাঁথা জীবন
            iii. অতীতের স্বপ্নিল সমাজ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

আমি কিংবদন্তির কথা বলছি mcq Test part-1/ আমি কিংবদন্তির কথা বলছি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

১০। কোন কবিতা বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস?

            ক. ভূমিহীন কৃষিজীবী

            খ. ঐকতান

            গ. সেই অস্ত্র

            ঘ. আমি কিংবদন্তির কথা বলছি

১১। ‘রক্তজবার মতো—উচ্চারণ কবিতা’ চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে?

            ক. ভালোবাসার

            খ. প্রতিরোধের

            গ. কষ্টের

            ঘ. রক্তিমের

১২। ‘সাত নারীর হার’ আবু জাফর ওবায়দুল্লাহর কোন ধরনের রচনা?

            ক. কাব্য

            খ. কাব্যগ্রন্থ

            গ. সমালোচনা

            ঘ. গল্প

১৩। যুদ্ধ কিভাবে আসে?

            ক. যন্ত্রণায়

            খ. সংগ্রামে

            গ. ভালোবেসে

            ঘ. মরণপণে

১৪। ‘আমি কিংবদন্তির কথা বলছি’—কবিতায় কবির মতে সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করার সামর্থ্য লাভ করা যায়—

            i. কবিতা শুনলে

            ii. কবিতা লিখলে

            iii. কবিতাকে আত্মস্থ করলে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

            খ. i ও iii

            গ. ii ও iii

            ঘ. i, ii ও iii

            নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            কারার ঐ লৌহকপাট,

            ভেঙে ফেল কর রে লোপাট

            রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।

            ওরে ও তরুণ ঈশান!

            বাজা তোর প্রলয় বিষাণ

            ধ্বংস নিশান

            উড়কু প্রাচীর প্রাচীর ভেদি।

১৫। উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’—কবিতার কোন দিকটির প্রতি ইঙ্গিত করছে?

            ক. পূর্বপুরুষের কথা ভাবার

            খ. অতীত স্মৃতি রোমন্থন করার

            গ. ক্রীতদাস প্রথা ভাঙার

            ঘ. বঞ্চিতদের অধিকার আদায়ের

১৬।       উদ্ধৃত কবিতাংশটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’—কবিতার যে দিকটি নির্দেশ করে—

            i. যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে

            ii. যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না

            iii. যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১৭। কার করতলে পলিমাটির সৌরভ ছিল?

            ক. কবির            

            খ.পূর্বপুরুষের

            গ. নির্যাতিত জাতির          

            ঘ. কবির পিতার


উত্তরমালা

   উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. খ।

অনুশীলন ০২

০১. আমি কিংবদন্তির কিংবদন্তির কথা বলছি কার লেখা?

(ক) আবু জাফর ওবায়দুল্লাহ 

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) জসীমউদ্দীন 

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

০২. আবু জাফর ওবায়দুল্লাহর জন্মতারিখ নিচের কোনটি?

(ক) ৮ ফেব্রুয়ারি, ১৯৩৩ 

(খ) ৯ ফেব্রুয়ারি, ১৯৩৩

(গ) ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪

(ঘ) ফেব্রুয়ারি, ১৯৩৪

০৩. আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় 

খ) রাজশাহী 

(গ)  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

(ঘ) খুলনা বিশ্ববিদ্যালয়

০৪. আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত?

(ক) কাব্য ছন্দে রচিত

(খ) গল্পঃ ছন্দে রচিত

(গ) গদ্য ছন্দে রচিত

(ঘ) মিলিত ছন্দে রচিত

০৫. রাষ্ট্রভাষা আন্দোলন এবং সে বিষয়ে সাহিত্য রচনায় বিশেষ অবদান রাখায় আবু জাফর ওবায়দুল্লাহ কী লাভ করেন?

(ক) একুশে পদক

(খ) স্বাধীনতা পুরস্কার

(গ) বাংলা একাডেমি পুরস্কার

(ঘ) আদমজী পুরস্কার

০৬. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ কী ধরনের রচনা?

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ)কাব্যগ্রন্থ,

(ঘ)গল্পগ্রন্থ

আমি কিংবদন্তির কথা বলছি mcq Test part-1/ আমি কিংবদন্তির কথা বলছি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

০৭. আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ

(খ)২০০০ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ

(গ)২০০১ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ

(ঘ) ২০০২ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ

৮. কবির পূর্বপুরুষের পলিমাটির সৌরভ ছিল কোথায়?

(ক) লৌহখণ্ডে

✓(খ) করতলে

(গ) শস্যদানায়

(ঘ) রক্তজবায়

৯. আমি কিংবদন্তের কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি?

(ক) মিছিল

✓(খ) সংগ্রাম 

(গ) মিটিং

(ঘ) হরতাল

১০. “তার করতলে পলিমাটির সৌরভ ছিল’— চরণটিতে কোন বিষয় ইঙ্গিত করা হয়েছে? 

✓(ক) কৃষিনির্ভর সমাজ

(খ) পরাধীন সমাজ

(গ) শোষিত পূর্বপুরুষ

(ঘ) অতীত ঐতিহ্য

১১. ‘তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল’— ‘আমি কিংবদন্তির কথা বলছি কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের –

(ক) দাসত্ব

(গ) ভূমিনির্ভরতা

(খ) শ্রমনিষ্ঠা

✓(ঘ) মৃত্তিকাসংলগ্নতা

১২. ‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’— এ চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে?

✓(ক) কবির পূর্বপুরুষের

(গ) মুক্তিযোদ্ধাদের

(খ) বাংলার কৃষকদের

(ঘ) কবির পিতার

১৩. ‘শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠিতলে ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে……।’ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন চরণের ভাবসত্যের সাথে উদ্দীপকের কথাগুলো সংগতিপূর্ণ ?

✓(ক) পতিত জমি আবাদের কথা বলতেন 

(খ) তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল

(গ) আমি আমার পূর্বপুরুষের কথা বলছি

(ঘ) কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা

১৪. “তিনি কবি ও কবিতার কথা বলতেন’- উক্তিটি দ্বারা কবির পূর্বপুরুষদের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়?

✓(ক) সৃজনশীল 

(খ) বিদ্রোহী

(গ) সংগ্রামী

(ঘ) উদার

আমি কিংবদন্তির কথা বলছি mcq Test part-1/ আমি কিংবদন্তির কথা বলছি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

১৫. কবির পূর্বপুরুষরা কবিতার প্রতি অনুরক্ত ছিলেন কেন?

(ক) বিপ্লবী ছিলেন বলে

✓(খ) সৃষ্টিশীল ছিলেন বলে

(গ) কবিতাপ্রেমী ছিলেন বলে

(ঘ) পরিশ্রমী ছিলেন বলে

১৬. কবিতা’কে কবি কী বলে অভিহিত করেছেন?

(ক) অতিক্রান্ত পাহাড়

(খ) পলিমাটির সৌরভ

(গ) উনুনের আগুন

✓(ঘ) কর্ষিত জমির শস্যদানা

১৭. কবির মতে, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কী?

(ক) গান

✓(খ) কবিতা

(গ) স্লোগান

(ঘ) গদ্য

১৮. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কেন কবিতা হয়ে ওঠে?

✓(ক) স্বপ্ন ও বাস্তবতার মিলনে

(খ) অতিবাস্তবতার কারণে

(গ) কৃষকের শ্রমের জন্য

(ঘ) স্বপ্ন ও কল্পনার মিলনে

১৯. কর্ষিত জমির প্রতিটি শস্যদানাকে ‘কবিতা’ বলে অভিহিত করা হয়েছে কেন?

(ক) কবিতা আত্মার আর শস্য দেহের ক্ষুধা নিবারক 

(খ) কবিতাও শস্যের মতো দেহমনের উদ্দীপক

✓(গ) জীবন রক্ষাকারী সৃষ্টিশীল উপকরণ বলে 

(ঘ) জীবন রক্ষায় কবিতা ইতিবাচক বলে গণ্য

২০. শস্যসম্ভার কখন মানুষকে সমৃদ্ধ করবে?

(ক) প্রতিনিয়ত ফসলের পরিচর্যা করলে

(খ) করজোেড় করে বৃষ্টি প্রার্থনা করলে

✓(গ) কর্ষণ করে জমির উর্বরতা বৃদ্ধি করলে 

(ঘ) আলস্য ত্যাগ ও কঠোর পরিশ্রম করলে

২১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

(ক) উচ্চারিত সত্য

(খ) অরণ্য এবং শ্বাপদের কথা

(গ) প্রবহমান নদীর কলতান

✓(ঘ) ঝড়ের আর্তনাদ

২২. যে কবিতা শুনতে জানে না সে কীসের অধিকার থেকে বঞ্চিত হবে?

(ক) মানবিকতার

✓(খ) দিগন্তের

(গ) স্বাধীনতার

(ঘ) শৃঙ্খলার

২৩. কে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে?

(ক) যে কবিতা পড়তে জানে না

✓(খ) যে কবিতা শুনতে জানে না

(গ) যে কবিতা লিখতে জানে না।

(ঘ) যে কবিতা বুঝতে জানে না।

২৪. যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

(ক) অত্যাচারিত

(খ) নিপীড়িত

(গ) অবহেলিত

✓(ঘ) ক্রীতদাস

২৫. কবি উচ্চারিত সত্যের মতো কীসের কথা বলছেন?

(ক) প্রত্যাশার

✓(খ) স্বপ্নের

(গ) আশার

(ঘ) ইচ্ছার

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top