ইকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স প্রশ্নব্যাংক ও সাজেশন / Ecology and Environmental Science Question Bank / অনার্স ৩য়বর্ষ
তোমার নিশ্চয় জানো , জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ণ সেখানে মূলত বিগত বছরের প্রশ্নগুলো অনুসরন করলেই ৯০% কমন আসে।
তাই তোমরা যারা ২০২৩ সালের(পরীক্ষা- ২০২২) পরীক্ষার্থী তাদের জন্য ২০২০ এবং ২০১৮ প্রশ্ন অনুসরণ করলেই তোমরা অনেক কমন পাবে।
আরো পড়ুনঃ
আমি তোমাদের বোঝার সুবিধার্থে ২০২৩ সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি।
পরীক্ষা- ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০২০
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Ecology and Environmental Science”
কোর্স কোড : ২৩৩০০৭
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও-
(ক) অটইকোলজির সংজ্ঞা লেখ।
(খ) উদ্ভিদ ক্রমাগমন বলতে কী বুঝ?
(গ) পায়োনিয়ার সম্প্রদায় কী?
(ঘ) শারীর বৃত্তীয় শুষ্কতা বলতে কী বুঝ?
(ঙ) দুটি মরুজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।
চ) জৈব বর্ণালি বলতে কী বুঝ?
(ছ) CFC এর পূর্ণ নাম লেখ।
(জ) টেকসই উন্নয়ন কী?
(ঝ) ওজন গহ্বর বলতে কী বুঝ?
(ঞ) নবায়নযোগ্য সম্পদ কী?
(ট) কারসিনোজেন কী?
(ঠ) মরুকরণ কাকে বলে?
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-
২। অটইকোলজি এবং সিনইকোলজির মধ্যে পার্থক্য লেখ।
৩। উদাহরণসহ জলজ উদ্ভিদের শ্রেণিবিন্যাস কর।
৪। “সূর্য একটি তাপীয় আণবিক শক্তির উৎস”-ব্যাখ্যা কর।
৫। ম্যানগ্রোভ বনাঞ্চলের চারটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।
৬। নবায়নযোগ্য সম্পদের সীমাবদ্ধতা লেখ।
৭। বায়ু দূষণের কারণগুলো উল্লেখ কর।
৮। খরা পরিত্রাণের উপায়সমূহ লেখ।
৯। হ্যালোফাইটের বাহ্যিক অভিযোজনগুলো লেখ।
খ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-
১০। মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য ও অভিযোজন বর্ণনা কর।
১১। বিভিন্ন প্রকার কোয়াড্রেট পদ্ধতির বর্ণনা কর।
১২। মরুজ ক্রমাগমনের ধাপসমূহ বর্ণনা কর।
১৩। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ ব্যাখ্যা কর।
১৪। পরিবেশ বিজ্ঞানের সংজ্ঞা দাও। পরিবেশের উপাদানসমূহ আলোচনা কর।
১৫। বায়ু দূষণের উৎস, জীবজগতের উপর এর ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বর্ণনা কর ।
১৬। প্রাকৃতিক সম্পদের শ্রেণিবিন্যাস কর। নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের মধ্যে তুলনা কর ।
১৭। বন বলতে কী বুঝ? বাংলাদেশের বনভূমির শ্রেণিবিন্যাস কর।
এই ইকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স প্রশ্নব্যাংক ও সাজেশন / Ecology and Environmental Science Question Bank / অনার্স ৩য়বর্ষ ছাড়াও আরো পড়ুন