উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক সাজেশান্স

উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক সাজেশন

উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক সাজেশন এখানে উত্তরসহ দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে।

খনিজ লবণ পরিশোষণ

প্রশ্ন ১। পুষ্টি উপাদান কী? (ঢা, বাে, ‘২১)
উত্তর : উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ ও জীবনধারনের জন্য যেসব উপাদান প্রয়ােজন সেসব উপাদানকেই বলা হয় উদ্ভিদের পুষ্টি উপাদান।

প্রশ্ন ২। ম্যাক্রো মৌল কী? (রা. বাে, ‘২১; সি. বাে, ‘২১)
উত্তর : উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ ও জীবন ধারনের জন্য যেসব মৌল অধিক পরিমাণে লাগে সেগুলােই হলাে ম্যাক্রোমৌল ।

প্রশ্ন ৩। লবণ পরিশােষণ কী? (কু. বাে, ‘২১)
উত্তর : যে জৈবনিক প্রক্রিয়ায় উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে অজৈব উপাদান শােষণ করে তাকে খনিজ লবণ পরিশােষণ বলে।

প্রশ্ন ৪। আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়া কাকে বলে?
উত্তর। মাটিস্থ খনিজ লবণ উদ্ভিদ শােষণের পূর্বে সংঘটিত ঘটনাটিকে আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়া বলে।

উদ্ভিদের খনিজ লবণ শােষণের বিক্রিয়া

প্রশ্ন ৫। সক্রিয় শােষণ কী? (কু. বাে, ‘১৯)
উত্তর : বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বক্রমের বিরুদ্ধে আয়ন শােষণের প্রক্রিয়াই হলাে সক্রিয় শােষণ ।

প্রশ্ন ৬। নিষ্ক্রিয় পরিশােষণ কী? [ঢা, বাে, ‘১৬]
উত্তর : যে প্রক্রিয়ায় আয়ন শােষণের জন্য বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়ােজন হয় না তাই নিস্ক্রিয় পরিশােষণ ।

প্রশ্ন ৭। সুক্রিয় খনজ লবণ পরিশােষণ কাকে বলে?(সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ]
উত্তর : যে খনিজ লবণ পরিশােষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়ােগ ঘটে তাকে সক্রিয় খনিজ লবণ পরিশোেষণ বলে ।

পত্ররন্দ্রের গঠন

প্রশ্ন ৮। শ্বাস-কুঠুরী কী? [কু, বাে, ‘২১;]
উত্তর : উদ্ভিদের স্টোম্যাটার নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে একে সাব-স্টোম্যাটাল বায়ুকুঠুরী বা শ্বাসকুঠুরী বলে।

প্রশ্ন ৯। প্রস্বেদন কী? (রা, বাে, ‘২১, ১৫; চ, বাে, ‘২১; ম. বাে, ‘২১]
উত্তর : যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ (সাধারণত পাতা) হতে প্রয়ােজনের অতিরিক্ত পানি বাম্পাকারে বের হয়ে যায় তাই প্রস্বেদন ।

প্রশ্ন ১২। অভিস্রবণ কী? [রা, বাে, ‘২১]:
উত্তর : দুটি ভিন্ন ঘনত্ববিশিষ্ট দ্রবণ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পাশাপাশি পৃথক থাকলে যে প্রক্রিয়ায় কম ঘনত্ববিশিষ্ট দ্রবণ থেকে দ্রাবক অণুগুলাে বেশি ঘনত্ববিশিষ্ট দ্রবণে প্রবেশ করে তাই অভিস্রবণ ।

প্রশ্ন ১৩। ইমবাইবিশন কী? ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা]
উত্তর : উদ্ভিদদেহের কোষপ্রাচীর, প্রােটোপ্লাজম ইত্যাদির পানি শােষণ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে।

সালােকসংশ্লেষণ

প্রশ্ন ১৪। সালােকসংশ্লেষণ কী? (ঢা. বাে, ‘২১; চ. বাে, ‘১৫)
উত্তর : যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষ অভ্যন্তরস্থ ক্লোরােফিল সূর্যালােকের উপস্থিতিতে CO2 H2O কে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন এবং উপজাত হিসেবে 02নির্গত করে তাকে সালােকসংশ্লেষণ বলে।

প্রশ্ন ১৫। NADP কী?
উত্তর: NADP পূর্ণ রূপ -Nicotinamide Adenine DinucleotidePhosphate.

প্রশ্ন ১৬। আত্তীকরণ শক্তি কাকে বলে? [হলি ক্রস কলেজ, ঢাকা]
উত্তর : CO2 আত্তীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে ATP ও NADPH+H+ এর শক্তি ব্যবহৃত হয় বলে ATP ও NADPH+H+ কে আত্তীকরণ শক্তি বলে ।

প্রশ্ন ১৭। Photosystem কী? (মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা)
উত্তর : প্লাস্টিডের থাইলাকয়েড মেমব্রেনে অবস্থিত ক্লোরােফিল অণু এবং ইলেকট্রন গ্রহীতাসমূহ একসাথে যে ইউনিট তৈরি করে তাকে ফটোসিস্টেম বলে।

সালােকসংশ্লেষণ পদ্ধতি

প্রশ্ন ১৮। ক্লোরােফিল কী? (কু, বাে, ‘২১)
উত্তর : ক্লোরােফিল হলাে সবুজ উদ্ভিদের ক্লোরােপ্লাস্টে অবস্থিত সালােকসংশ্লেষণকারী প্রধান রঞ্জক পদার্থ।

প্রশ্ন ১৯। ATP-এর পূর্ণনাম লিখ । [ম, বাে, ‘২১; য, বাে. ‘১৯; দি, বাে, ‘১৯]
উত্তর : ATP এর পূর্ণনাম হলাে Adenosine Tri Phosphate

প্রশ্ন ২০। NADP এর পূর্ণরূপ লিখ। (রা, বাে, ‘১৭)
উত্তর : NADP এর পূর্ণরূপ হলাে— Nicotinamide Adenine Dinucleotide Phosphate.

প্রশ্ন ২১। ফটোফসফোরাইলেশন কী? [ব, বাে, ‘১৫]
উত্তর : ফটোফসফোরাইলেশন হলাে সূর্যালােকের উপস্থিতিতে ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে ATP তৈরির একটি প্রক্রিয়া।

প্রশ্ন ২২। বিক্রিয়া কেন্দ্র কী? (সােনার বাংলা কলেজ, কুমিল্লা)
উত্তর : ক্লোরােপ্লাস্টের থাইলাকয়েড পর্দায় অবস্থিত ক্লোরােফিল-a প্রােটিন অণুর সমন্বয়ে গঠিত পিগমেন্ট সিস্টেমের যে কেন্দ্রীয় অংশ থেকে উত্তেজিত ইলেকট্রন প্রাথমিক ইলেকট্রন গ্রহীতায় স্থানান্তরিত হয় তাকে বিক্রিয়া কেন্দ্র বলে ।

উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক সাজেশন

আলােক দশা বা আলােক নির্ভর অধ্যায়

প্রশ্ন ২৩। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলে? [সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর]
উত্তর : ইলেকট্রন প্রবাহতন্ত্রে অক্সিজেনের উপস্থিতিতে ATP তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে।

প্রশ্ন ২৪। ফসফোরাইলেশন কী? [ব্রহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া]
উত্তর : কোনাে যৌগের সঙ্গে অজৈব ফসফেট যােগ হওয়ার প্রক্রিয়াই ফসফোরাইলেশন।

প্রশ্ন ২৫। পানির সালােকবিভাজন কাকে বলে? [সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট]
উত্তর : আলাের উপস্থিতিতে পানি ভেঙ্গে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন বা প্রােটন ও ইলেকট্রন উৎপন্ন হওয়াকে পানির সালােকবিভাজন বলে।

প্রশ্ন ২৬ | FAD এর পূর্ণরূপ ইংরেজিতে লিখ । (রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা)
উত্তর : FAD এর ইংরেজী পূর্ণরূপ হলাে Flavin Adenine Dinucleotide.

ক্যালভিন চক্র বা C3 চক্র

প্রশ্ন ২৭। ক্যালভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থের নাম কী? (দি, বাে, ‘১৭)
উত্তর : ক্যালভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ ৩-কার্বনবিশিষ্ট ৩-ফসফোগ্লিসারিক এসিড ।

প্রশ্ন ২৮। ফটোরেসপিরেশন কাকে বলে? (মাইলস্টোন কলেজ,ঢাকা)
উত্তর : আলাের সাহায্যে 02 গ্রহণ ও CO2 ত্যাগ করার প্রক্রিয়া হলাে ফটোরেশপিরেশন।

প্রশ্ন ২৯। আলােক-শ্বসন কী?
উত্তর : আলাের সাহায্যে 02 গ্রহণ ও CO2 ত্যাগ করার প্রক্রিয়া হলাে আলােক-শ্বসন।

উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক সাজেশান্স এখানে উত্তরসহ দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে।

হ্যাচ এন্ড স্ন্যাক চক্র বা C4 চক্র

প্রশ্ন ৩০। ক্রাঞ্জ এনাটমি কী? (দি, বাে, ‘১৬)

উত্তর : C4 উদ্ভিদের Vascular bundle এর চারপাশে প্যালিসেড মেসােফিল কোষের বৃত্তাকার বিন্যাসই হলাে ক্রাঞ্জ এনাটমি ।

প্রশ্ন ৩১। হিল বিক্রিয়া কী? (ঢা, বাে, ‘১৫)
উত্তর : ব্রিটিশ প্রাণ-রসায়নবিদ রবিন হিল (১৯৩৭) সর্ব প্রথম প্রমাণ করেন যে, সালােকসংশ্লেষণে নির্গত অক্সিজেন অবশ্যই পানি থেকে আসে। বিক্রিয়াটি তিনি CO2-এর অনুপস্থিতিতে করেন। এ বিক্রিয়াই হিল বিক্রিয়া।

প্রশ্ন ৩২। ভ্যান নীল বিক্রিয়া কী? [নটর ডেম কলেজ, ঢাকা]
উত্তর : ভ্যান নীল বিক্রিয়া হলাে সালােকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস চিহ্নিতকরণ পরীক্ষা।

প্রশ্ন ৩৩। C4 চক্রে CO2 গ্রাহক কে? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মােমেনশাহী)
উত্তর : C4 চক্রে CO2 গ্রাহক হলাে ফসফোইনল পাইরুভিক এসিড।

লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক

প্রশ্ন ৩৪। লিমিটিং ফ্যাক্টর কী? (য, বাে, ‘২১; ব. বাে, ‘২১)
উত্তর : যখন কোনাে জৈব রাসায়নিক বিক্রিয়া একাধিক প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, তখন ঐ বিক্রিয়ার হার সবচেয়ে কম মাত্রার প্রভাবক দ্বারা নির্ধারিত হয় । ব্ল্যাকম্যান কম মাত্রার প্রভাবকটিকে সীমা নির্ধারণকারী প্রভাবক বা লিমিটিং ফ্যাক্টর নামে অভিহিত করেছেন।

প্রশ্ন ৩৫। উদ্ভিদের সালােকসংশ্লেষণকারী প্রথম রঞ্জক পদার্থ কোনটি?
উত্তর : উদ্ভিদের সালােকসংশ্লেষণকারী প্রথম রঞ্জক পদার্থের নাম হলাে ক্লোরােফিল ।

শ্বসন

প্রশ্ন ৩৬। শ্বসন কী? [ঢা, বাে, ‘২১; ব, বাে, ‘১৯]
উত্তর : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় , এর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোষের জৈবখাদ্য জারণের মাধ্যমে শক্তি নির্গত করে এবং উপজাতদ্রব্য হিসেবে CO2 ও H20 উৎপন্ন করে তাই শ্বসন।

প্রশ্ন ৩৭। শ্বসনিক বস্তু বলতে কী বুঝ?
উত্তর : শ্বসন প্রক্রিয়ায় যে যৌগিক বস্তুসমূহ জারিত হয়ে সরল বস্তুতে পরিণত হয় তাদেরকে শনিক বস্তু বলে। যেমন – শর্করা, আমিষ, চর্বি ইত্যাদি।

গ্লাইকোলাইসিস

প্রশ্ন ৩৮। গ্লাইকোলাইসিস কী? [দি, বাে, ‘১৯]
উত্তর : যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাই গ্লাইকোলাইসিস ।

ক্রেবস চক্র

প্রশ্ন ৩৯। TCA কী? (বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ)
উত্তর : TCA হলাে Tricarboxylic Acid.

প্রশ্ন ৪০। ক্রেবস চক্র কী? (ঢাকা কলেজ, ঢাকা)
উত্তর : সবাত শ্বসনের যে বিক্রিয়া চক্রে অ্যাসিটাইল Co-A, অক্সালাে অ্যাসিটিক এসিডের সাথে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার জৈব এসিড উৎপাদন করে তাকে ক্রেবস চক্র বলে।

প্রশ্ন ৪১। সাইট্রিক এসিড চক্র কাকে বলে?
উত্তর : ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি সাইট্রিক এসিড হওয়ায় একে সাইট্রিক এসিড চক্র বলা হয়।

ইলেকট্রন প্রবাহতন্ত্র

প্রশ্ন ৪২। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলে?
উত্তর : ইলেকট্রন প্রবাহতন্ত্রে ATP তৈরির পদ্ধতিকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে।

অবাত শ্বসন

প্রশ্ন ৪৩। শ্বসনিক কুশেন্ট কী? [য, বাে, ‘২১; চ. ৰাে, ‘১৭; ]
উত্তর : উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় যে পরিমাণ CO2 ত্যাগ করে এবং যে পরিমাণ 02 গ্রহণ করে তার অনুপাতকে শ্বসনিক কুশেন্ট বা হার বলে।

প্রশ্ন ৪৪। অবাত শ্বসন কাকে বলে? (য, বাে, ‘১৫)
উত্তর : যে শ্বসন প্রক্রিয়ায় কোনাে মুক্ত অক্সিজেনের প্রয়ােজন হয় না তাকে অবাত শ্বসন বলে।

প্রশ্ন ৪৫। RQ এর পূর্ণরূপ লিখ। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
উত্তর : RQ এর পূর্ণরূপ হলাে Respiratory quotient

গাজন বা ফার্মেন্টেশন

প্রশ্ন ৪৬। ফার্মেন্টেশন কী?
উত্তর : যে প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহার না করে কোষের বাইরে শর্করা জাতীয় পদার্থকে অসম্পূর্ণভাবে জারিত করে অ্যালকোহল বা জৈব এসিড তৈরি হয় তাকে ফার্মেন্টেশন বা গাজন বলে।

উদ্ভিদ শারীরতত্ত্ব জ্ঞানমূলক সাজেশন এখানে উত্তরসহ দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে।

You cannot copy content of this page

Scroll to Top