এইচএসসি জীববিজ্ঞান ১মপত্র সৃজনশীল বোর্ড প্রশ্ন ২০১৮ :এইচএসসি শিক্ষার্থীবৃন্দ , তোমাদের ব্যপকভিত্তিক অনুশীলনের জন্য উদ্ভিদবিজ্ঞান বিষয়ের ২০১৮ সালের সব বোর্ডের সৃজনশীল প্রশ্নাবলী দেওয়া হয়েছে।
HSC Biology First Paper CQ Board Question 2018
এইচএসসি জীববিজ্ঞান ১মপত্র (সৃজনশীল) প্রশ্ন
সকল বোর্ড–২০১৮(সেট-ক)
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
বিষয় কোড: ১৭৮
পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। জীবকোষে দুই ধরনের জৈব এসিড থাকে, যাহার একটি দ্বি-সূত্রক অবস্থায় বংশগতির বৈশিষ্ট্য বহন করলেও অপরটি এক সূত্রক এবং প্রোটিন সংশ্লেষণ করে।
(ক) সেন্ট্রোস্ফিয়ার কি? ১
(খ) জেনেটিক কোড বলতে কি বুঝ? ২
(গ) উদ্দীপকের প্রথম জৈব এসিডটির গঠন বর্ণনা কর। ৩
(ঘ) উপরোক্ত দুই ধরনের এসিডের মধ্যে তুলনামূলক আলোচনা কর। ৪
২। জীবদেহের গাঠনিক উপাদান হিসাবে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যাহার কিছু অংশ আবার বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে।
(ক) গ্লাইকোসাইডিক বন্ধন কি? ১
(খ) কোলেস্টেরল বলতে কি বুঝ? ২
(গ) উদ্দীপকের বিক্রিয়া নিয়ন্ত্রণকারী পদার্থটির ব্যবহারিক জীবনের প্রয়োগ লেখ। ৩
(ঘ) উপরোক্ত বিশেষ রাসায়নিক পদার্থটি জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-বিশ্লেষণ কর।৪
৩। সুমনার নির্দিষ্ট সময় পর পর কাঁপুনিসহ জ্বর আসে। চিকিৎসক রক্ত পরীক্ষার মাধ্যমে জানালেন RBC তে অণুজীব সংক্রমণের মাধ্যমে এই জ্বর হয়।
(ক) কায়াজমা কি? ১
(খ) অপুংজনি বলতে কি বুঝ? ২
(গ) উদ্দীপকের বিশেষ কনিকায় পরজীবিটির সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকের রোগটি কীভাবে প্রতিরোধ করা যায় তা বিশ্লেষণ কর। ৪
৪।
(ক) পুষ্প প্রতীক কী? ১
(খ) নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ। ২
(গ) উপরোক্ত ‘B’ চিত্রটি যে গোত্রের তার সনাক্তকারী বৈশিষ্ট্য লিখ। ৩
(ঘ) উপরোক্ত চিত্র দুটির সংশ্লিষ্ট গোত্রের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
৫। উদ্ভিদের তৈরিকৃত খাদ্য একটি বিশেষ প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে জারিত হয়ে CO2 , H2O এবং ATP তৈরি হয়। অবশ্য O2 এর উপস্থিতি ছাড়া সম্পূর্ণ জারণ আদৌ সম্ভব নয়।
(ক) লিভার ওয়ার্ট কি? ১
(খ) লাইকেনের মিথোজীবীতা ব্যাখ্যা কর। ২
(গ) উদ্দীপকের মিথোজীবীতা ব্যাখ্যা্ কর। ৩
(ঘ) উদ্দীপকের শেষের উক্তিটি বিশ্লেষণ কর। ৪
৬। ডায়াবেটিসে আক্রান্ত জহির সাহেব ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে ঔষধ হিসাবে এক ধরনের হরমোন গ্রহন করতে বললেন, যাহা এক ধরনের জৈব প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়ে থাকে।
(ক) উগ্যামাস জনন কি? ১
(খ) জিনোম সিকোয়েন্সিং বলতে কী বুঝ? ২
(গ) উপরোক্ত হরমোন তৈরির প্রযুক্তিটি বর্ণনা কর।৩
(ঘ) উদ্দীপকের প্রযুক্তি কৃষিক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর। ৪
৭।
ক) WWF কি?১
(খ) দ্বিনিষেক বলতে কী বুঝ? ২
(গ) উপরোক্ত চিত্র B যে অঞ্চলে জন্মে তার তার তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ। ৩
(ঘ) উদ্দীপকে A ও B জাতীয় উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়া বিশ্লেষণ কর। ৪
৮।
(ক) স্টিলি কী? ১
(খ) সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলারবান্ডল বলতে কি বুঝ? ২
(গ) উদ্দীপকের উদ্ভিদটির গ্যামেটোফাইটিক অংশের বর্ণনা দাও। ৩
(ঘ) উদ্দীপকের উদ্ভিদটি হেটারোমরফিক জীবনচক্র প্রদর্শন করে –বিশ্লেষণ কর।৪
এইচএসসি জীববিজ্ঞান ১মপত্র সৃজনশীল বোর্ড প্রশ্ন ২০১৮
এইচএসসি জীববিজ্ঞান ১মপত্র (সৃজনশীল) প্রশ্ন
সকল বোর্ড–২০১৮(সেট-খ)
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
বিষয় কোড: ১৭৮
পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। উদ্ভিদ কর্তৃক শােষিত পানির বেশির ভাগই পাতায় অবস্থিত বিশেষ ক্ষুদ্রাঙ্গ দিয়ে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে।
(ক) নিষ্ক্রিয় পরিশােষণ কী?
(খ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কী বােঝায়? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্রাটির গঠন বর্ণনা কর।
(ঘ) উদ্ভিদের বিভিন্ন জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় উক্ত অঙ্গটির ভূমিকা রয়েছে বিশ্লেষণ কর।
২)
(ক) মেসােসসাম কী?
(খ) Plasmodium এর জীবনচক্র জনুঃক্রম কেন গুরুত্বপূর্ণ?
(গ) উদ্দীপকের ‘A’ চিত্রের ‘P’ অংশটির রাসায়নিক পদার্থের গঠন বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকের B’, ‘A’ দ্বারা আক্রান্ত হলে ধ্বংস হতে পারে আবার নাও হতে পারে বিশ্লেষণ কর।
৩) C= অপুষ্পক এবং পক্ষল ফ্রন্ডবিশিষ্ট স্পােরােফাইটিক উদ্ভিদ।
D = অপুষ্পক এবং রাইজয়েডযুক্ত গ্যামিটোফাইটিক উদ্ভিদ।
(ক) প্রােথেলাস কী?
(খ) সুপ্তাবস্থা বলতে কী বােঝায়?
(গ) উদ্দীপক ‘D’ এর অন্তর্গঠনের চিহ্নিত চিত্র দাও।
(ঘ) উদ্দীপকের উদ্ভিদ গ্রুপ দুইটির মধ্যে কোনটি উন্নত? ব্যাখ্যা কর।
৪) ‘A’, ও ‘B’ দুইটি জৈব অণু। ‘A’ নিজেই তার প্রতিরূপ তৈরি করতে পারলেও ‘B’ তার প্রতিরূপ তৈরি করতে পারে না। ‘A’ এর সহযােগিতায় ‘B’ তৈরি হয়।
(ক) জননকোষ কী?
(খ) সমীকরণিক বিভাজন বলতে কী বােঝায়?
(গ) ‘A’ এর রাসায়নিক গঠন ব্যাখ্যা কর।
(ঘ) ‘A’ এর সহযােগিতায় ‘B’ তৈরি হয়— বিশ্লেষণ কর। ৪
৫)
(ক) ত্রিমিলন কী?
(খ) ওরিয়েন্টাল অঞ্চলের উপ-অঞ্চলগুলাের নাম লেখ।২
(গ) ‘x’ এর নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে উন্নতজাত উদ্ভাবন করা যায় ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের কোন প্রক্রিয়ার মাধ্যমে অধিকতর বৈচিত্র্যপুর্ণ উদ্ভিদ পাওয়া সম্ভব? বিশ্লেষণ কর।
৬)
(ক) ফসফোলিপিড কী?
(খ) “লাইকেন মিথােজীবিতার প্রকৃষ্ট উদাহরণ।”—বুঝিয়ে দাও।
(গ) কাজের উপর ভিত্তি করে ‘P’ এর শ্রেণিবিন্যাস কর।
(ঘ) উদ্দীপকে ‘Q’ ও ‘R’ এর অবস্থান উদ্ভিদের অঙ্গভেদে ভিন্ন বিশ্লেষণ কর।
৭) রায়হান টেলিভিশনে একটি বনের উপর প্রচারিত প্রতিবেদন দেখছিল। এতে গােলপাতা, গেওয়া প্রভৃতি উদ্ভিদ ছিল এবং বনের মাটি ছিল কাদাময়।
(ক) পপুলেশন কী?
(খ) মরুভূমি একটি বায়োেম ব্যাখ্যা কর। ২
(গ) উদ্দীপকের বন সংশ্লিষ্ট প্রাণিভৌগােলিক অঞ্চলের অন্তর্ভুক্ত এলাকার নামসমূহ লেখ।
(ঘ) উদ্দীপকের উদ্ভিদসমূহ উক্ত এলাকাতে সংরক্ষণ করাই উত্তম বিশ্লেষণ কর।
৮) জীবদেহে বিদ্যমান বৃহৎ পলিপেপটাইড যৌগ ‘F’ এর বিশেষ ধরন ‘G’ বিভিন্ন জৈব-রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে।
(ক) জিনােম কী?১
(খ) আত্মঘাতী অঙ্গাণু কী? ব্যাখ্যা কর।
(গ) ‘F’ যৌগটি তৈরির প্রক্রিয়া গাঠনিক সংকেতসহ দেখাও। ৩
(ঘ) উদ্দীপকের ‘F’ যৌগ এবং ‘G’ গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন— বিশ্লেষণ কর।
এইচএসসি জীববিজ্ঞান ১মপত্র সৃজনশীল বোর্ড প্রশ্ন ২০১৮
আলিম জীববিজ্ঞান ১মপত্র (সৃজনশীল) প্রশ্ন
মাদরাশা বোর্ড–২০১৮(সেট-ক)
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
বিষয় কোড: ১৭৮
পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১)
(ক) প্রকৃত কোষ কী?
(খ) কোষের শক্তিঘর বলতে কী বােঝায়?
(গ) A-অঙ্গাণুটির মূল উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা কর।
(ঘ) জীবের অস্তিত্ব রক্ষায় চিত্র-B অঙ্গাণুটির গুরুত্ব বিশ্লেষণ কর।
২)
(ক) ইন্টারফেজ কী?
(খ) ব্যাকটেরিয়ায় কোন ধরনের বিভাজন ঘটে? বুঝিয়ে লিখ।
(গ) চিত্র-A এর চতুর্থ পর্যায়ে কী ঘটে? ব্যাখ্যা কর।
(ঘ) চিত্র-B সংঘটিত না হলে জীবজগতে কী ধরনের প্রভাব পড়বে? বিশ্লেষণ কর। 8
৩। করিমের শরীরের বিভিন্ন স্থানে লাল ফুসকুড়ি বের হয়ে তা রিং এর মতাে গঠন তৈরি করে যা প্রচণ্ড চুলকায় এবং আঠালাে রস বের হয়। সে তার মেডিকেল পড়ুয়া ভাইয়ের কাছে এ সম্পর্কে জানতে চাইলে বলল, এক ধরনের ছত্রাকের আক্রমণে এমনটা হয়েছে। তাছাড়া আরাে এক ধরনের ছত্রাক রয়েছে। যা মানুষের পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
(ক) আইসােগ্যামি কী?
(খ) ওয়াটার ব্লুম বলতে কী বােঝায়?
(গ) করিমের রােগটি সংক্রমণের কারণ ব্যাখ্যা কর।
(ঘ) করিমের ভাইয়ের উল্লিখিত দ্বিতীয় ছত্রাকটি অর্থনীতিতে কী অবদান রাখে? মতামত দাও।
৪)
(ক) জীবন্ত জীবাশ্ম কী?
(খ) পুষ্পসংকেত বলতে কী বুঝ?
(গ) চিত্র-B গােত্রের উদ্ভিদটির পুষ্পপ্রতীক ব্যাখ্যা কর।
(ঘ) চিত্র-A গােত্রভুক্ত উদ্ভিদের উৎপাদিত শস্য আমাদের খাদ্য হিসেবে অধিক গুরুত্বপূর্ণ সপক্ষে মতামত দাও।
৫)
(ক) প্রস্বেদন কী?
(খ) ফটোফসফোরাইলেশন বলতে কী বােঝায়? ২
(গ) চিত্র-১ এর বিভিন্ন ধাপে কতটি ATP উৎপন্ন হয়? ছকের মাধ্যমে ব্যাখ্যা কর।
(ঘ) শিল্পক্ষেত্রে চিত্র-২ প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর।
৬)
(ক) পারথেনােজেনেসিস কী?
খ) ফল কীভাবে সৃষ্টি হয়?
(গ) চিত্র-E এর পরিস্ফুটন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
(ঘ) জীবের অস্তিত্ব রক্ষায় চিত্র-F প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর।
৭। মুশফিক সাহেব ডায়াবেটিসের রােগী। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি মিষ্টি জাতীয় খাবার কম খান এবং নিয়মিত হাঁটা চলাফেরা করেন। ইদানিং ডাক্তার তাকে অণুজীবের সহায়তায় তৈরি এক প্রকার হরমােন ব্যবহারের পরামর্শ দেন।
(ক) জীবপ্রযুক্তি কী?
(খ) কৃত্রিম প্রজনন বলতে কী বােঝায়?
(গ) মুশফিক সাহেবের ব্যবহৃত হরমােন কোন প্রক্রিয়ায় উৎপাদিত হয়? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের অণুজীবটি মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কর।
৮)
(ক) পপুলেশন কী?
(খ) জীব সম্প্রদায় বলতে কী বােঝায়?
(গ) চিত্র-A এর বাহ্যিক গঠনের ভিন্নতার কারণ ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের B চিত্রের উদ্ভিদের বনাঞ্চল বাংলাদেশের পরিবেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সপক্ষে যুক্তি দাও।