কোষ বিভাজন MCQ | Cell Division MCQ : জীববিজ্ঞান ১মপত্র (অধ্যায় – ২: কোষ বিভাজন)
জ্ঞানমূলক প্রশ্ন | Knowledge-Based Questions
১. সিন্যাপসিস কী? [(ঢা, বাে, ‘১৯; রা, বাে, ‘২১; ব. বো, ‘১৯; দি. বাে, ‘১৭]
2 অ্যামাইটোসিস কোষ বিভাজন বলতে কী বুঝ? [চ. বাে, ‘২১] [চ. বাে, ‘১৯] [য, বাে., কু, বাে, ‘১৯]
৩. ইন্টারফেজ কী?
৪. কোষচক্র কী?
৫. কায়াজমা কী?
৬. ক্রসিংওভার কী? [রা, বাে, ‘১৭; য. বে. ‘২১] [য, বাে,, . বাে, ‘১৭]
৭. মেটাকাইনেসিস কী? [কু, বে, ‘২১; দি. বাে, ‘১৬]
৮. সাইটোকাইনেসিস কী? [চ, বাে, ‘২১]
৯, বাইভ্যালেন্ট কী? [দি, বাে, ‘২১]
১০. অপত্য কোষ কী?
১১. ক্যারিওকাইনেসিস কী?
১২. প্রান্তীয়করণ কী?
১৩. সিস্টার ও ননসিস্টার ক্রোমাটিড কী?
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
অনুধাবনমূলক প্রশ্ন | Comprehension Based Questions
১. অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল লিখ ।য, বাে, ‘২১; ম, বাে, ‘২১]
২. ক্রোমাটিড বলতে কী বুঝ? [রা, বাে, ‘১৯]
৩. সাইটোকাইনেসিস কী ব্যাখ্যা কর। [ঢা. বাে, ‘২১; চ. বাে, ‘১৯]
৪. মিয়ােসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? [য. বাে, ‘১৯; চ. বাে, ‘১৭; দি, বাে, ‘২১]
৫, কোষচক্র বলতে কী বুঝ? [রা. বাে, ‘১৬; চ, বাে, ‘২১; সি, বাে, ‘১৭]
৬. হ্রাসমূলক বিভাজন বলতে কী বুঝ? [রা, বাে, ‘১৫]
৭. ক্রসিংওভার কীভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে? [কু বাে, ‘১৫]
৮. মাইটোসিস ও মিয়ােসিস কোথায় ঘটে? [য, বাে, ‘১৫]
৯ কায়াজমা বলতে কী বােঝ? [দি, বাে, ‘১৫]
১০. মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? [চ, বাে, ‘১৫]
১১. কোষ বিভাজন কেন হয়?
১২. কোষচক্রে S-দশা সৃষ্টি হয় কেন?
১৩. প্রান্তীয়করণ ঘটে কেন?
বহুনির্বাচনি প্রশ্ন | Multiple Choice Board Questions
বাের্ড পরীক্ষায় আসা বহুনির্বাচনি প্রশ্নাবলি
১. নিচের কোন ধাপে ক্রোমাটিডগুলাে মেরুমুখী চলতে শুরু করে? [ঢা, বাে, ‘২১]
ক. প্রােফেজ
খ, মেটাফেজ
গ, অ্যানাফেজ
ঘ. টেলােফেজ
২ মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমােসােমগুলােকে ইংরেজি বিভিন্ন অক্ষরের মত দেখায়। [রা, বাে, ‘২১]
ক. প্রােফেজ
খ, মেটাফেজ
গ, অ্যানাফেজ
ঘ, টেলােফেজ
৩ নিচের কোন ধরনের কোষে মিয়ােসিস কোষ বিভাজন সংঘটিত হয়? [য, বাে, ‘২১]
ক. পরাগরেণুতে
খ, জননকোষে
গ. দৈহিক কোষে
ঘ. পরাগ মাতৃকোষে
8. কোষচক্রের কোন পর্যায়ে DNA সংশ্লেষণ ঘটে? [চ, বাে, ‘২১]
ক. G
খ. S
গ, G
ঘ, M
৫ দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলে? [সি, বাে, ‘২১]
ক. Oncogenesis খ, Necrosis
গ Apoptosis ঘ. Metastasis
৬. কোনটিতে মিয়ােসিস ঘটে? [ঢা, বাে, ‘১৯]
ক, জননকোষে
খ, দেহকোষে
গ. পরাগরেণুতে
ঘ. জনন মাতৃকোষে
৭. কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে? [চ বাে, ‘১৯]
ক, ইন্টারফেজ
খ, ক্যারিওকাইনেসিস
গ. সাইটোকাইনেসিস
ঘ, ইন্টার কাইনেসিস
৮, প্রােফেজ-১ এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে? [দি, বাে, ‘১৯]
ক. জাইগােটিন
খ. প্যাকাইটিন
গ. ডিপ্লোটিন
ঘ. ডায়াকাইনেসিস
৯ মিয়ােসিসের প্রােফেজ-১ এর প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান ‘X’ আকৃতির অংশকে কী বলে? [সকল বাের্ড ‘১৮]
ক. ক্রসিংওভার
খ. সিন্যাপসিস
গ, টেট্রাড
ঘ. কায়াজমা
১০. ক্রোমােসােমীয় নৃত্য দেখা যায় কোন দশায়? [ঢা. বাে, ‘১৭; দি, বাে, ‘১৭]
ক. প্রােফেজ
খ, প্রাে-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ, এনাফেজ
১১. নিচের কোনটিতে ক্রোমোেসােম গতি প্রাপ্ত হয়? [কু, বাে, ‘১৭]
ক. প্রফেজ
খ. মেটাফেজ
গ, এনাফেজ
ঘ, টেলােফেজ
১২. অপত্য ক্রোমােসোম মেরুমুখী হয়-
ক, প্রােমেটাফেজে খ. মেটাফেজে
গ, অ্যানাফেজে ঘ, টেলােফেজ
১৩. নিচের কোন পর্যায়ে ক্রসিংওভার শুরু হয়? [রা, বাে, ‘১৬, ‘১৫; কু, বাে, ‘১৫; সি. বাে, ‘১৫]
ক. প্যাকাইটিনে
খ, জাইগােটিনে
গ, লেপ্টটিনে
ঘ, ডিপ্লোটিনে
১৪. মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমােসােমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে?
ক, প্রােফেজ
খ, প্রাে-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ, অ্যানাফেজ
১৫. মিয়ােসিস কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন? [য, বাে, ‘১৬, চ, বাে, ‘১৬]
ক, ওয়াল্টার ফ্লেমিং খ. স্ট্রাসবুর্গার
গ, বােভেরী ঘ. শ্লাইখার
১৬. মিয়ােসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে? [চ, বাে, ‘১৫]
ক. লেপ্টোটিন।
খ. জাইগােটিন
গ, প্যাকাইটিন
ঘ. ডিপ্লোটিন
১৭. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? [সি, বাে, ‘১৬]
ক, প্রােফেজ।
খ. ইন্টারফেজ
গ. অ্যানাফেজ
ঘ, টেলােফেজ
১৮. ক্রোমজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে? [ব, বাে, ‘১৬]
ক. প্রােফেজ-১
খ. মেটাফেজ-১
গ. অ্যানাফেজ-১
ঘ, টেলােফেজ-১
১৯. নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? [ব, বাে, ‘১৫]
ক, সাইটোকাইনেসিস খ. মেটাকাইনেসিস
গ. ক্যারিওকাইনেসিস ঘ, ইন্টারকাইনেসিস
২০, হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়ােসিস সংঘটিত হয়? (দি, বাে, ‘১৫)
ক, জাইগােট
খ, জনন মাতৃকোষ
গ, দেহ কোষ
ঘ, জনন কোষ
২১. প্যাকাইটিন উপ-পর্যায়ের ক্ষেত্রে প্রযােজ্য- [ঢা, বাে, ‘২১]
i. কায়াজমা সৃষ্টি
ii. ক্রোমােসােমের টেট্রাড অবস্থা
iii. নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
মেডিক্যাল, ডেন্টাল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নসমূহ
১। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ?
(ক) প্রোফেজ,
(খ) মেটাফেজ,
(গ) টেলোফেজ,
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (ক)
২। অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয়-
(ক) প্রোমেটাফেজে
(খ) মেটাফেজে
(গ) অ্যানাফেজে
(ঘ) টেলোফেজে
সঠিক উত্তর: (গ) অ্যানাফেজে
৩। বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপ- ধাপে?
(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (খ) জাইগোটিন
৪। ক্রসিং ওভার ঘটে কোন দশায়?
(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (গ) প্যাকাইটিন
৫। হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস সংঘটিত হয়?
(ক) জাইগোট
(খ) জনন মাতৃকোষ
(গ) দেহ কোষ
(ঘ) জনন কোষ
সঠিক উত্তর: (ক) জাইগোট
৬। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?
(ক) প্রফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ) এনাফেজ
৭। কোষচক্রের কোন পর্যায়ে DNA এর প্রতিলিপি সৃষ্টি হয়?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) ইন্টারফেজ
সঠিক উত্তর: (ঘ) ইন্টারফেজ
৮। মিয়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে?
(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (খ) জাইগোটিন
৯। কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে-
(ক) সেন্ট্রিওল
(খ) রাইবোজোম
(গ) লাইসোজোম
(ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (ক) সেন্ট্রিওল
১০। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো V, L, J ও I এর আকার ধারণ করে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ) অ্যানাফেজ
১১। নিচের কোন পর্যায়ে ক্রসিং-ওভার শুরু হয়?
(ক) প্যাকাইটিনে
(খ) জাইগোটিনে
(গ) লেপ্টোটিনে
(ঘ) ডায়াকাইনেসিসে
সঠিক উত্তর: (ক) প্যাকাইটিনে
১২। ক্রসিং-ওভার এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
i. কায়াজমাটার সৃষ্টি হয়
ii. ক্রোমোটিড অংশের বিনিময় হয়
iii. জিনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
১৩। মাইটোসিস কোষ বিভাজনের এনাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি নিচের কোন ইংরেজ অক্ষের মত দেখায়?
(ক) V
(খ) J
(গ) L
(ঘ) I
সঠিক উত্তর: (ক) V
১৪। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিত্বন হয় নিচের কোন পর্যায়ে?
(ক) মেটাফেজ
(খ) এনাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) ইন্টারফেজ
সঠিক উত্তর: (ঘ) ইন্টারফেজ
১৫। ক্রসিংওভার ঘটে-
(ক) লেপ্টোটিনে
(খ) জাইগোটিনে
(গ) প্যাকাইটিনে
(ঘ) ডিপ্লোটিনে
সঠিক উত্তর: (গ) প্যাকাইটিনে
১৬। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?
(ক) প্রোফেজ
(খ) ইন্টারফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক) প্রোফেজ
১৭। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ) মেটাফেজ
১৮। কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়?
(ক) মেটাকাইনেসিস
(খ) ইন্টারকাইনেসিস
(গ) ক্যারিওকাইনেসিস
(ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (গ) ক্যারিওকাইনেসিস
১৯। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে?
(ক) প্রোফেজ-১
(খ) মেটাফেজ-১
(গ) অ্যানাফেজ-১
(ঘ) টেলোফেজ-১
সঠিক উত্তর: (গ) অ্যানাফেজ-১
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। মাইটোসিস অ্যানাফেজ-এর বৈশিষ্ট্য হলো-
(i) অপত্য ক্রোমোসোম সৃষ্টি।
(ii) অপত্য ক্রোমোসোমগুলো মেরুমুখী চলতে শুরু করা।
(iii) নিউক্লিয়োলাস ও নিউক্লিয়ার এনভেলপ উপস্থিত।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২। চিত্রে উল্লিখিত প্রক্রিয়ার ফলে
i. জিনগত পরিবর্তন সাধিত হয়
ii. জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়
iii. প্রজাতিতে আসে বৈচিত্র্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
উন্নতজাতের ফসলি উদ্ভিদ ‘ইরি’ উৎপাদনে কোষ বিভাজনের ভূমিকা রয়েছে।
১। উদ্দীপকের উদ্ভিদটি উৎপাদনে কোষ বিভাজনের কোন পর্যায়ের ভূমিকা রয়েছে ?
(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) ডিপ্লোটিন
(ঘ) প্যাকাইটিন
সঠিক উত্তর: (ঘ) প্যাকাইটিন
২। উদ্দীপকের উদ্ভিদটি উন্নত কেন ?
(ক) ক্রসিং ওভারের জন্য,
(খ) সিন্যাপসিসের জন্য,
(গ) প্রান্তীয়করণের জন্য,
(ঘ) মেটাকাইনেসিসের জন্য
সঠিক উত্তর: (ক)
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
৩। উদ্দীপকের কোষ বিভাজনটি ঘটে –
i. দেহকোষে
ii. জনন কোষে
iii. জননাঙ্গে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
৪। উদ্দীপকে প্রদর্শিত বিভাজনের মাধ্যমে –
i. মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে
ii. এককোষী সুকেন্দ্রিক জীবে বংশ বৃদ্ধি ঘটে
iii. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
নিচের চিত্রের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
৫। চিত্রে A চিহ্নিত অংশের নাম কী?
(ক) ক্রোমোসোম
(খ) মেরু
(গ) আকর্ষণ তন্তু
(ঘ) সেন্ট্রোমিয়ার
সঠিক উত্তর: (গ) আকর্ষণ তন্তু
৬। কোষ বিভাজনের এই চিত্রটি কততম ধাপের?
(ক) দ্বিতীয়
(খ) তৃতীয়
(গ) চতুর্থ
(ঘ) পঞ্চম
সঠিক উত্তর: (খ) তৃতীয়
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
মেডিক্যাল, ডেন্টাল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নসমূহ
১.কোন দশটি অত্যন্ত স্বল্পস্থায়ী?
ক) প্রোফেজ-১ খ) অ্যানাফেজ-১
গ) প্রো-মেটাফেজ-১ ঘ) মেটাফেজ-১
সঠিক উত্তর: (গ)
২. কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?
ক) প্রোফেজ খ) মেটাফেজ
গ) এনাফেজ ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
৩. দুইটি ননসিস্টার ক্রোমাটিডের ক্রস (x) আকৃতির জোড়াস্থলকে কী বলে?
ক) বাইভ্যালেন্ট খ) ক্রসিংওভার
গ) কায়াজমা ঘ) সিন্যাপস
সঠিক উত্তর: (গ)
৪.হামোলোগাস ক্রোমোসোমগুলো বাইভ্যালেন্টের মাঝে কত ডিগ্রি করে থাকে?
ক) ৩০ খ) ৫০ গ) ৭০ ঘ) ৯০
সঠিক উত্তর: (ঘ)
৫.অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হলো-
i. টিউমার
ii. যক্ষ্মা
iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬.মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমে জলযোজন ঘটে?
ক)প্রোফেজ খ) প্রো-মেটাফেজ
গ) এনাফেজ ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)
৭.সমীকরণিক বিভাজন ঘটে-
i. ব্যাকটেরিয়ায়
ii. ঈস্টে
iii. আদিকোষী জীবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ)ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮.ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হয় কোন পর্যায়ে?
ক) লেপ্টোটিন খ) জাইগোটিন
গ) প্যাকাইটিন ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (খ)
৯.মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে?
ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)
১০.একই বাহুর দুটি ক্রোমাটিড সমান্তরালে অবস্থান করে কোন ধাপে?
ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
১১.প্রো-মেটাফেজ স্পিন্ডল তন্তু দেখা যায় –
i. মাকুতন্তু
ii. স্পিন্ডলতন্তু
iii. ক্রোমোজোমাল তন্তু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২.উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন ও বৃদ্ধির মূল কারণ –
ক) মাইটোসিস খ) মায়োসিস
গ) অ্যামাইটোসিস ঘ) ডায়াকাইনোসিস
সঠিক উত্তর: (ক)
১৩.নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে কোন উপপর্যায়ে?
ক) লেপ্টোটিন খ) জাইগোটিন
গ) ডিপ্লোটিন ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (ঘ)
১৪.মিয়োসিস কোষ বিভাজনে DNA এর প্রতিরূপ সৃষ্টি হয় কোন ধাপে?
ক) ইন্টারকাইনেসিসে খ) প্রোফেজ – ১ এ
গ) প্রোফেজ – ২ এ ঘ) মেটাফেজ – ১ এ
সঠিক উত্তর: (খ)
১৫.যৌন জননশীল জীবের ভিন্ন গ্যামিটদ্বয় মিলিত হয়ে কী ধরনের জাইগোট গঠন করে?
ক) হ্যাপ্লয়েড খ) ডিপ্লয়েড গ) ট্রিপ্লয়েড ঘ) টেট্রাপ্লয়েড
সঠিক উত্তর: (খ)
১৬.কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় কি ঘটে?
ক) মাকুযন্ত্র তৈরি হয়
খ) সাইটোকাইনেসিস ঘটে
গ) সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়
ঘ) প্রোটিন ও DNA-র সংশ্লেষ ঘটে
সঠিক উত্তর: (ঘ)
১৭.মিয়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়?
ক) প্রোফেজ – ১ খ) মেটাফেজ – ১
গ) অ্যানাফেজ – ১ ঘ) টেলোফেজ – ১
সঠিক উত্তর: (গ)
১৮.কোষ চক্রের কত ভাগ মাইটোসিস ব্যয় হয়?
ক) ৯-১২ ভাগ খ) ১৬-২০ ভাগ
গ) ৫-১০ ভাগ ঘ) ১৫-২০ ভাগ
সঠিক উত্তর: (গ)
১৯.কোষ প্রস্তুতির বিরাম-১ উপপর্যায়ে-
i. বিভিন্ন প্রোটিন ও RNA সংশোষিত হয়
ii. DNA অনুলিপন হয়
iii. ৩০-৪০% সময় ব্যয় হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০.কোন জীবের জাইগোটে ক্রোমোসম সংখ্যা দ্বিগুণ হয়?
ক) ফার্ন খ) শৈবাল
গ) জিম্লোস্পার্ম ঘ) অ্যানজিওস্পার্ম
সঠিক উত্তর: (খ)
২১.ইন্টারফেজের কোন দশায় কোষ প্রচুর ATP ও প্রোটিন অণুতে পূর্ণ থাকে?
ক) G1 দশা খ) G2 দশা
গ) S দশা ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
২২.উপরোক্ত চিত্রটি কোন ধরনের কোষ বিভাজনের?
ক) সমীকরণিক খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ঘ)
২৩.কোন টিস্যুর কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়?
ক) ভাজক টিস্যু খ) স্থায়ী টিস্যু
গ) ক্ষরণকারী টিস্যু ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
২৪.ক্রোমোসোমের সর্বাধিক খাটো ও মোটা হয় কোন ধাপে?
ক) প্রোফেজ খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)
২৫.জীবদেহের কোনো ক্ষতস্থান কোন প্রক্রিয়ায় দ্রুত পূরণ হয়?
ক) অঙ্গজ জনন খ) মাইটোসিস
গ) ক্রসিংওভার ঘ) যৌন জনন
সঠিক উত্তর: (খ)
২৬.ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুব অঞ্চলে অবস্থান করে কোন ধাপে?
ক) মেটাফেজ খ) এনাফেজ
গ) টেলোফেজ ঘ) প্রোফেজ
সঠিক উত্তর: (ক)
২৭.মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি?
ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (ক)
২৮.প্রোফেজ – ১ এর প্যাকাইটিন উপদশায় সৃষ্ট ঘটনা –
i. কায়জমা সৃষ্টি হয়
ii. ক্রসিংওভার ঘটে
iii. নিউক্লিয়াস বিলুপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯.মাইটোসিসের দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি?
ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
৩০.স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে সাধারণত কতটি ক্রোমাটিড থাকে?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
৩১.কোন বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে?
ক) মাইটোসিস খ) অ্যামাইটোসিস
গ) মিয়োসিস ঘ) ক্যারিওকাইনেসিস
সঠিক উত্তর: (গ)
৩২.নিরক্ষীয় অঞ্চলমুখী ক্রোমোসোমের বিচলন ঘটে-
i. মাইটোসিস বিভাজনের শেষ ধাপে
ii. মাইটোসিস বিভাজনের দ্বিতীয় ধাপে
iii. মাইটোসিস বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩.কোন কোষ বিভাজনকে বিয়োজন বিভাজন বলে?
ক) মাইটোসিস খ) অ্যামাইটোসিস
গ) সাইটোকাইনেসিস ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (খ)
৩৪.বাইভ্যালেন্ট থেকে উদ্ভুত চারটি ক্রোমাটিডকে একত্রে কী বলে?
ক) কোমোমিয়ার খ) টেট্রাড
গ) সিন্যাপসিস ঘ) কায়াজমা
সঠিক উত্তর: (খ)
৩৫.মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে?
ক) প্রো-মেটাফেজ খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
৩৬.নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে নিউক্লিওপর্দার পুন:আবির্ভাব ঘটে কোন ধাপে?
ক) প্রোফেজ খ) অ্যানাফেজ
গ) টেলোফেজ ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (গ)
৩৭.মাইটোসিসের ধাপ –
i. প্রোফেজ
ii. প্রো-মেটাফেজ
iii. মেটাফেজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮.ইন্টারফেজ পর্যায়ের নিউক্লিয়াসকে কী বলা হয়?
ক) গাঠনিক নিউক্লিয়াস খ) বিপাকীয় নিউক্লিয়াস
গ) সংশ্লেষীয় নিউক্লিয়াস ঘ) অগঠনিক নিউক্লিয়াস
সঠিক উত্তর: (খ)
৩৯.ইন্টারকাইনেসিসের সময় সংশ্লেষিত হয় –
i. RNA
ii. DNA
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০. মিয়োসিস বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়?
ক) দুই বার খ) তিন বার
গ) এক বার ঘ) চার বার
সঠিক উত্তর: (গ)
৪১.সাইটোকাইনেসিস এর অর্থ কী?
ক) কোষের বিভাজন খ) নিউক্লিয়ায়াসের বিভাজন
গ) সাইটোপ্লাজমের বিভাজন ঘ) ক্রোমোসোমের বিভাজন
সঠিক উত্তর: (গ)
৪২.অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে-
i. ঈস্ট জাতীয় ছত্রাকে
ii. মাছের দেহকোষে
iii. মেরুদন্ডী প্রাণীর ভ্রূণপর্দায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৩.সেন্ট্রোমিয়ার কোন তন্তুর সাথে সংযুক্ত থাকে?
ক) স্পিন্ডল তন্তু খ) প্রোটিন তন্তু
গ) ট্রাকশান তন্তু ঘ) অ্যাস্টার তন্তু
সঠিক উত্তর: (গ)
৪৪.Walter Flemming কত সালে প্রথম কোষ বিভাজন লক্ষ করেন?
ক) ১৮৮০ খ) ১৮৮২
গ) ১৮৮৪ ঘ) ১৮৮৬
সঠিক উত্তর: (খ)
৪৫.ক্রসিংওভারের ফলে –
i. ক্রোমোজোমের জিনসমূহের মূল বিন্যাস পরিবর্তন ঘটে
ii. লিঙ্কড জিনসমূহের মধ্যে রিকম্বিনেশন ঘটে
iii. নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬.কোন উপপর্যায়ের শেষে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়?
ক) ডিপ্লোটিন খ) জাইগোটিন
গ) প্যাকাইটিন ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (ঘ)
৪৭.DNA উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপাদন শুরু হয় কোন দশায়?
ক) বিরাম – ১ খ) DNA অনুলিপন
গ) DNA সংকোচন ঘ) বিরাম – ২
সঠিক উত্তর: (ক)
৪৮.কোষ চক্রে পর্যায়গুলো হলো –
i. ইন্টারফেজ
ii. সাইটোকাইনেসিস
iii. বিভাজন পর্যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৯.অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কোন রোগ সৃষ্টি হয়?
ক) জন্ডিস খ) টিউমার
গ) থ্যালাসেমিয়া ঘ) পালমোনারি ডিজিস
সঠিক উত্তর: (খ)
৫০.বাইভ্যালেন্ট সৃষ্টি হয় –
i. হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে
ii. জোড়ায় জোড়ায় মিলিত হয়ে
iii. নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫১.কোষ প্লেটে সঞ্চিত পদার্থ কোনটি?
ক) লিপিড খ) প্রোটিন
গ) সেলুলোজ ঘ) প্রোটামিন
সঠিক উত্তর: (গ)
৫২.মাইটোসিসের কোন পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটে?
ক) মেটাফেজ খ) অ্যানাফেজ
গ) প্রোফেজ ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)
৫৩.ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার V, L, J ও I অক্ষরের মতো দেখায় মাইটোসিসের –
ক) প্রোফেজ দশায় খ) অ্যানাফেজ দশায়
গ) টেলোফেজ দশায় ঘ) মেটাফেজ দশায়
সঠিক উত্তর: (খ)
৫৪.মিয়োসিস কোষ বিভাজন ঘটে থাকে-
i. হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে
ii. ডিপ্লয়েড উদ্ভিদের দৈহিক কোষে
iii. ডিপ্লয়েড উদ্ভিদের জননকোষে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৫.কোষ বিভাজনে কোষ চক্রের বর্ণনা দেন –
ক) হাওয়ার্ড ও পেল্ক খ) স্লেইডেন ও সোয়ান
গ) শ্লেইখার ঘ) ওয়াল্টার স্কট
সঠিক উত্তর: (ক)
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
৫৬.হোমোগোলাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলে?
ক) ক্রসিংওভার খ) বাইভ্যালেন্ট
গ) সাইন্যাপসিস ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
৫৭.অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনে-
i. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়
ii. কোষের মধ্যভাগে চক্রাকার গর্ত হয়ে দুটি অপত্যকোষের সৃষ্টি হয়
iii. সৃষ্ট অপত্য কোষে দুটি মাতৃকোষের অনুরূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮.কোষচক্র প্রবর্তিত হয় কত সালে?
ক) ১৯৫৩ খ) ১৯৬৩ গ) ১৯৩৫ ঘ) ১৯৫৫
সঠিক উত্তর: (ক)
৫৯.J আকৃতির ক্রোমোজোমকে বলে –
ক) মেটাসেন্ট্রিক খ) সাব মেটাসেন্ট্রিক
গ) অ্যাক্রোসেন্ট্রিক ঘ) টেলোসেন্ট্রিক
সঠিক উত্তর: (গ)
৬০.একটি ডিপ্লয়েড কোষে মিয়োসিস কতবার ঘটতে পারে?
ক) ১ বার খ) ২ বার গ) ৩ বার ঘ) ৪ বার
সঠিক উত্তর: (ক)
৬১. মেটাসেন্ট্রিক প্রোফেজের আকৃতি –
ক) V খ) L গ) J ঘ) I
সঠিক উত্তর: (খ)
৬২.মিয়োসিস কোথায় হয়?
ক) দেহ কোষে খ) জনন কোষে
গ) উভয়টিতে ঘ) কোনটিতেই নয়
সঠিক উত্তর: (খ)
৬৩.মিয়োসিস বিভাজনের বৈশিষ্ট্য –
i. বাইভ্যালেন্ট সৃষ্টি হয়
ii. জীবের অভিব্যক্তি ঘটে
iii. হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৪.লেপ্টোটিন উপপর্যায়ে DNA তার কতগুণ প্রতিরূপ সৃষ্টি করে?
ক) দ্বিগুণ খ) তিনগুণ গ) চারগুণ ঘ) পাঁচগুণ
সঠিক উত্তর: (ক)
৬৫.মিয়োসিস কোষ বিভাজনের বেলায় ঘটে –
i. অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়
ii. বিভাজন শেষে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
iii. অপত্য কোষের গুণাগুণ মাতৃকোষের অনুরূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৬.কোন ধাপে ক্রসিংওভার দেখা যায়?
ক) লেপ্টোটিন খ) জাইগোটিন
গ) প্যাকাইটিন ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (গ)
৬৭.প্রো-মেটাফেজ স্পিন্ডল যন্ত্রে তন্তু দেখা যায় –
i. মাকুতন্তু
ii. স্পিন্ডলতন্তু
iii. ক্রোমোজোমাল তন্তু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৮.ক্রসিংওভার কে আবিষ্কার করেন?
ক) T.H. Morgan খ) Walter Flemming
গ) Bovery ঘ) Strasburger
সঠিক উত্তর: (ক)
৬৯.ক্রসিংওভার কোথায় হয়?
ক) মিয়োসিস-১ খ) প্রোফেজ-২
গ) মিয়োসিস-২ ঘ) মেটাফেজ-২
সঠিক উত্তর: (ক)
৭০.প্রাণিকোষে দু’মেরুতে সেন্ট্রিওল থেকে বিচ্ছুরিত হয় –
ক) বিটা রশ্মি খ) অ্যাস্টার রশ্মি
গ) সিগমা রশ্মি ঘ) গামা রশ্মি
সঠিক উত্তর: (খ)
৭১.মিয়োসিসের প্রোফেজ-১ ধাপের লেপ্টোটিন উপদশায়-
i. নিউক্লিয়াসে জলযোজন ঘটে
ii. কোমোসোমগুলো রং ধারণ ক্ষমতা হারায়
iii. DNA প্রতিরূপ সৃষ্টি করে দ্বিগুণ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭২.ক্রসিংওভার ঘটে –
i. সিস্টার ক্রোমাটিডের মধ্যে
ii. নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে
iii. হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
৭৩.সমসংস্থ ক্রোমোজোমের সমান্তরালভাবে জোড় বাধার পদ্ধতিকে কী বলে?
ক) সিন্যাপসিস খ) ক্রসিংওভার
গ) বাইভ্যালেন্ট ঘ) কায়াজমা
সঠিক উত্তর: (ক)
৭৪.ক্রোমোসোম ম্যাপিং এ কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়?
ক) ক্রসিংওভার খ) অ্যামাইটোসিস
গ) মাইটোসিস ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (ক)
৭৫.ক্রসিংওভারের ফলে-
i. ক্রোমোসোমের বিনিময় ঘটে
ii. ক্রোমোটিডের বিনিময় ঘটে
iii. জিনের বিনিময় ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৬.স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কী বলে?
ক) ক্রান্তীয় অঞ্চল খ) মেরু অঞ্চল
গ) বিষুবীয় অঞ্চল ঘ) দ্রাঘিমা
সঠিক উত্তর: (গ)
৭৭.ক্রসিং ওভারের বৈশিষ্ট্য হচ্ছে-
i. সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়
ii. নন-সিস্টার কোমটিডের মধ্যে অংশের বিনিময়
iii. হোমালোগাস ক্রোমাজোমের ক্রোমটিডের মধ্যে অংশের বিনিময়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৮.কোন বিভাজনটি মাইটোসিসের অনুরূপ?
ক) মিয়োসিস – ১ খ) মিয়োসিস – ২
গ) প্রোফেজ – ২ ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৭৯.কায়াজমার প্রান্তীয়গমন কোন ধাপে দেখা যায়?
ক) লেপ্টোটিন খ) জাইগোটিন
গ) প্যাকাইটিন ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (ঘ)
৮০.একটি সম্পূর্ণ কোষ চক্রের প্রথম তিনটি দশা নিয়ে গঠিত অধ্যায়টিকে কি বলা হয়?
ক) ইন্টারফেজ খ) প্রোফেজ
গ) প্রোমেটাফেজ ঘ) মাইটোসিস
সঠিক উত্তর: (ক)
৮১.ক্রসিংওভার সংঘটিত হয় –
ক)নন সিস্টার ক্রোমাটিডে খ) সিস্টার ক্রোমাটিডে
গ) কোষপ্লেটে ঘ) ক ও খ উভয়টিতে
সঠিক উত্তর: (ক)
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
৮২.মাইটোসিস কোষ বিভাজনের স্বল্পস্থায়ী পর্যায় কোনটি?
ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)
৮৩.প্রোফেজ – ১ এর কোন উপপর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়?
ক) লেপ্টোটিন খ) জাইগোটিন
গ) প্যাকাইটিন ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (গ)
৮৪.ক্রোমোসোমগুলো সেন্টোমিয়ার ছাড়া অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে কী গঠন করে?
ক) ক্রোমোমিয়ার খ) স্পিন্ডল যন্ত্র
গ) ক্রোমাটিড ঘ) আকর্ষণ তন্তু
সঠিক উত্তর: (গ)
৮৫.কোন উপপর্যায়ে সিন্যাপসিস হয়?
ক) লেপ্টোটিন খ) মেটাফেজহাইগোটিন
গ) প্যাকাইটিন ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (গ)
৮৬.এনাফেজ দশায় ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়?
ক) মেটাসেন্ট্রিক খ) সাবমেটাসেন্ট্রিক
গ) অ্যাক্রোসেন্ট্রিক ঘ) টেলোসেন্ট্রিক
সঠিক উত্তর: (ক)
৮৭.সাইটোকাইনেসিস শুরু হয় কোন ধাপে?
ক) প্রোফেজ-২ খ) মেটাফেজ-২
গ) টেলোফেজ-২ ঘ) অ্যানাফেজ-২
সঠিক উত্তর: (গ)
৮৮.যেসব উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস উৎপন্ন হয় তাদের কোষকে কি বলে?
ক) পিনোসাইটিক খ) সিনোসাইটিক
গ) ইনোসাইটিক ঘ) ডাইনিউক্লিক
সঠিক উত্তর: (খ)
৮৯.মানুষের বংশবৃদ্ধিতে অত্যাবশ্যকীয় ধাপ হলো-
i. ইন্টারফেজ
ii. প্রোফেজ-১
iii. টেলোফেজ-১
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯০.একটি পূর্ণাঙ্গ ক্রোমোজোমে সাধারণত কতটি ক্রোমাটিড থাকে?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে ২ বিঘা জমিতে উন্নত জাতের গম চাষ করা হলো। সঠিক তত্ত্বাবধানের ফলে তা থেকে প্রচুর গম পাওয়া গেল।
৯১.প্রশ্নে উল্লেখিত জাতের গমের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে কোনটি?
ক) অ্যামাইটোসিস খ) জনুক্রম
গ) মিয়োসিস ঘ) মাইটোসিস
সঠিক উত্তর: (গ)
৯২.অনুচ্ছেদটিতে বর্ণিত স্বাস্থ্যবান গাছের প্রাপ্তিতে ভূমিকা রেখেছে-
i. মাইটোসিস প্রক্রিয়া
ii. সুস্পষ্ট জনুক্রম
iii. অ্যামাইটোসিস প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
অনুশীলন পর্ব-১
১। ক্যারিওকাইনেসিস হল-
(ক) কোষের বিভাজন
(খ) ক্রোমোসোমের বিভাজন
(গ) নিউক্লিয়াসের বিভাজন
(ঘ) সাইটোপ্লাজমের বিভজান
২। কোনটিকে ইকোয়েশনাল বিভাজন বলা হয়?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) কোনটিই নয়
৩। কে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছেন?
(ক) শ্লাইখার
(খ) স্ট্রাসবার্জার
(গ) আলেকজান্ডার ফ্লেমিং
(ঘ) ওয়াল্টার ফ্লেমিং
৪। ইন্টারফেজ দশায়-
i. কোষ বিভাজনের প্রস্তুতি সম্পন্ন হয়
ii. কোষীয় সংগঠনের বৃদ্ধি ঘটে
iii. বংশগতীয় বস্তু ক্রোমোসোম হিসেবে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৫। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি?
(ক) অ্যানাফেজ
(খ) প্রোফেজ
(গ) টেলোফেজ
(ঘ) মেটাফেজ
৬। অপত্য ক্রোমোসোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোন পর্যায়ের সমাপ্তি ঘটে?
(ক) মধ্যপর্যায়
(খ) অন্তঃপর্যায়
(গ) গতিপর্যায়
(ঘ) আদ্যপর্যায়
৭। জননাঙ্গের গঠন কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়?
(ক) মাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) সিনোসাইটিক
৮। কে সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন?
(ক) ফার্মার ও মুর
(খ) বোভেরী
(গ) বেনেডিন ও হাউসার
(ঘ) স্ট্রাসবুর্গার
৯। মায়োসিস-২ কে বলা হয়-
i. হ্রাসমূলক বিভাজন
ii. রিডাকশনাল বিভাজন
iii. সমীকরণিক বিভাজন
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) iii
(গ) i, ii
(ঘ) ii, iii
১০। মায়োসিস কোষ বিভাজন দ্বারা কোন সূত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব?
(ক) নিউটনের সূত্র
(খ) ডারউইনের সূত্র
(গ) কুলম্বের সূত্র
(ঘ) মেন্ডেলের সূত্র
১১। মায়োসিসের কোন উপ-পর্যায়ে ক্রসিং ওভার ঘটে?
(ক) ডিপ্লোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) লেপ্টোটিন
১২। “কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে”- কথাটি কে বলেছেন?
(ক) থমাস হান্ট মর্গান
(খ) রুডলফ ভিরশাও
(গ) বেনেডিন ও হাউসার
(ঘ) ফার্মার ও মুর
১৩। কোনটিকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মায়োসিস
(গ) মাইটোসিস
(ঘ) কোনটিই নয়
১৪। কোষ চক্রের কত ভাগ সময় এম. ফেজে ব্যয় হয়?
(ক) ৫-১০ ভাগ
(খ) ১০-২০ ভাগ
(গ) ৩০-৫০ ভাগ
(ঘ) ৯০-৯৫ ভাগ
১৫। ইন্টারফেজের উপ-পর্যায় হল-
i. G1 দশা
ii. G2 দশা
iii. S দশা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
১৬। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়?
(ক) মেটাফেজ
(খ) প্রোফেজ
(গ) প্রো-মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
১৭। নিচের কোনটি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল?
(ক) জননকোষ
(খ) স্যালামান্ডার
(গ) ডাবের পানি
(ঘ) ভুট্টা
১৮। মাইটোসিসের গুরুত্ব হল-
i. জননাঙ্গ সৃষ্টি হয়
ii. জননকোষ সৃষ্টি হয়
iii. জননকোষের সংখ্যা বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৯। কোনটিকে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু বলা হয়?
(ক) Necrosis
(খ) Metastasis
(গ) Apoptosis
(ঘ) Carcinogen
২০। কায়াজমা তৈরি হয়-
(ক) দুটি সিস্টার ক্রোমাটিডের মধ্যে
(খ) দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে
(গ) সিস্টার ও নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে
(ঘ) উপরের সবগুলো
২১। ইন্টারকাইনেসিসে-
i. RNA সংশ্লেষিত হয়
ii. প্রোটিন সংশ্লেষিত হয়
iii. DNA -র প্রতিরূপ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২২। পেঁয়াজ মূলে কতটি ক্রোমোজোম থাকে?
(ক) ৪ টি
(খ) ১৬ টি
(গ) ৩২ টি
(ঘ) ৪৮ টি
২৩। মাইটোসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা হল মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার-
(ক) অর্ধেক
(খ) দ্বিগুণ
(গ) সমান
(ঘ) চারগুণ
২৪। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহে কী পরিমাণ কোষ থাকে?
(ক) ১০০ মিলিয়ন
(খ) ১০০ কোটি
(গ) ১০০ বিলিয়ন
(ঘ) ১০০ ট্রিলিয়ন
২৫। কোন অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়?
(ক) প্রোফেজ পর্যায়ে
(খ) মেটাফেজ পর্যায়ে
(গ) ইন্টারফেজ পর্যায়ে
(ঘ) মাইটোটিক পর্যায়ে
২৬। প্রোফেজ পর্যায়ে-
i. ক্রোমোসোমগুলোতে জল-বিয়োজন শুরু হয়
ii. ক্রোমোসোমগুলো মোটা ও খাটো হতে থাকে
iii. ক্রোমোসোমগুলোর রং ধারণ ক্ষমতা হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৭। কোন পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়?
(ক) প্রোফেজ
(খ) টেলোফেজ
(গ) মেটাফেজ
(ঘ) প্রো-মেটাফেজ
২৮। টেলোফেজ পর্যায়ে স্যাট ক্রোমোসোমের গৌণ কুঞ্চনে কোনটির পুনঃআবির্ভাব ঘটে?
(ক) নিউক্লিয়াস
(খ) নিউক্লিয়োলাস
(গ) নিউক্লিয়ার এনভেলপ
(ঘ) নিউক্লিয়োপ্লাজম
২৯। বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি প্রাণিকোষকে কী বলা হয়?
(ক) সিনোসাইটিক
(খ) পলিনিউক্লিয়োটাইড
(গ) প্লাজমোডিয়াম
(ঘ) ক্যারিওকাইন
৩০। নিচের কোনটি মাইটোসিসের গুরুত্ব নয়?
(ক) নির্দিষ্ট আকার-আয়তন রক্ষা
(খ) ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখা
(গ) ক্রোমোসোমের সমতা রক্ষা
(ঘ) গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা
৩১। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়-
i. নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়
ii. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একত্রে বিভাজিত হয়
iii. এককোষী জীবেরা বংশবিস্তার ঘটায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
৩২। একটি মাত্র কায়াজমা থাকলে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
(ক) ৯০ ডিগ্রী
(খ) ১৮০ ডিগ্রী
(গ) ৩৬০ ডিগ্রী
(ঘ) ৪৫ ডিগ্রী
৩৩। কোন উপ-পর্যায়ে বাইভ্যালেন্ট তৈরি হয়?
(ক) প্যাকাইটিন
(খ) লেপ্টোটিন
(গ) ডায়াকাইনেসিস
(ঘ) জাইগোটিন
৩৪। কোন এনজাইমের প্রভাবে ক্রোমাটিডের একটি অংশের সাথে অপরটির অন্য অংশ পুনরায় জোড়া লেগে কায়াজমা তৈরি হয়?
(ক) লাইগেজ
(খ) হেলিকেজ
(গ) এন্ডোনিউক্লিয়েজ
(ঘ) ট্রান্সক্রিপ্টেজ
৩৫। মায়োসিস কোষ বিভাজনে ডিএনএ রেপ্লিকেশন কোন দশায় ঘটে?
(ক) ইন্টারফেজ
(খ) প্রোফেজ
(গ) মেটাফেজ
(ঘ) টেলোফেজ
৩৬। মায়োসিস কোষ বিভাজনে-
i. নিউক্লিয়াস একবার বিভক্ত হয়
ii. নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়
iii. ক্রোমোসোম একবার বিভক্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩৭। নিচের কোনটি কোষ চক্রের ধাপ নয়?
(ক) এম. ফেজ
(খ) মাইটোসিস
(গ) ইন্টারকাইনেসিস
(ঘ) ইন্টারফেজ
৩৮। নিচের কোন দশায় কোষ চক্রের ৩০-৪০% সময় ব্যয় হয়?
(ক) G1 দশা
(খ) M দশা
(গ) S দশা
(ঘ) G2 দশা
৩৯। মেটাফেজ পর্যায়ের সমস্ত ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের কোথায় অবস্থান করে?
(ক) দুই মেরুতে
(খ) মেরু ও বিষুবীয় অঞ্চলের মাঝে
(গ) বিষুবীয় অঞ্চলে
(ঘ) যে কোন এক মেরুতে
৪০। Chlamydomonas এ কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মায়োসিস
(ঘ) কোনটিই নয়
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
অনুশীলন-১ এর উত্তরমালা
১। গ | ১১। গ | ২১। ক | ৩১। ঘ |
২। খ | ১২। খ | ২২। খ | ৩২। খ |
৩। ঘ | ১৩। ক | ২৩। গ | ৩৩। ঘ |
৪। ক | ১৪। ক | ২৪। ঘ | ৩৪। ক |
৫। খ | ১৫। ঘ | ২৫। গ | ৩৫। খ |
৬। গ | ১৬। গ | ২৬। ক | ৩৬। গ |
৭। ক | ১৭। গ | ২৭। গ | ৩৭। গ |
৮। খ | ১৮। খ | ২৮। খ | ৩৮। ক |
৯। খ | ১৯। গ | ২৯। গ | ৩৯। গ |
১০। ঘ | ২০। খ | ৩০। খ | ৪০। খ |
অনুশীলন পর্ব-২
১। ওয়াল্টার ফ্লেমিং কোন কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন?
(ক) অর্কিড কোষে
(খ) স্যালামান্ডার কোষে
(গ) ভুট্টা কোষে
(ঘ) যকৃত কোষে
২। জীব জগতে কয় প্রকার কোষ বিভাজন দেখা যায়?
(ক) ২ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার
(ঘ) ৫ প্রকার
৩। ব্যাকটেরিয়ার দ্বি-ভাজন প্রক্রিয়াটি কোন ধরনের কোষ বিভাজনের প্রায় সমার্থক?
(ক) মাইটোসিস
(খ) মায়োসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) কোনটিই নয়
৪। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়-
i. নিউক্লিয়াস একবার বিভক্ত হয়
ii. ক্রোমোসোম একবার বিভক্ত হয়
iii. চারটি অপত্য কোষ উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৫। কে প্রথম ক্যারিওকাইনেসিস দেখতে পান?
(ক) শিম্পার
(খ) ফার্মার ও মুর
(গ) শ্লাইখার
(ঘ) বেনেডিন
৬। মূলের বর্ধিষ্ণু শীর্ষে কোন ধরনের কোষ বিভাজন হয়ে থাকে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মায়োসিস
(ঘ) উপরের সবগুলো
৭। কারা কোষচক্রের প্রস্তাব করেছিলেন?
(ক) সিঙ্গার ও নিকলসন
(খ) বেনেডিন ও হাউসার
(গ) ফার্মার ও মুর
(ঘ) হাওয়ার্ড ও পেল্ক
৮। লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি কোনটি তৈরি করে?
(ক) গ্লাইকোপ্রোটিন
(খ) এরিথ্রোপ্রোটিন
(গ) লিপো-প্রোটিন
(ঘ) নিউক্লিয়োপ্রোটিন
৯। G2 দশা থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে কোন প্রোটিনের প্রয়োজন?
(ক) সাইক্লিন
(খ) Cdk
(গ) MPF
(ঘ) গ্রোথ ফ্যাক্টর
১০। যে কোষটি আর বিভাজিত হবে না, তা কোন উপ-পর্যায়ে আমৃত্যু আবদ্ধ হয়ে থাকে?
(ক) G1 দশা
(খ) G2 দশা
(গ) S দশা
(ঘ) M দশা
১১। স্তন্যপায়ীদের কোষ চক্রে মাইটোটিক দশা কতক্ষণ স্থায়ী হয়?
(ক) ৩০-৪০ মিনিট
(খ) ১-১.৫ ঘন্টা
(গ) ২-২.৫ ঘন্টা
(ঘ) ৩-৪ ঘন্টা
১২। প্রোফেজ পর্যায়ে কোনটির জন্য ক্রোমোসোমের সংকোচন শুরু হয়?
(ক) ফটোলাইসিস
(খ) ডিকার্বক্সিলেশন
(গ) ফসফোরাইলেশন
(ঘ) হাইড্রোলাইসিস
১৩। মাইটোসিসের কোন পর্যায়ে মেটাকাইনেসিস হয়?
(ক) প্রো-মেটাফেজ
(খ) অ্যানাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) মেটাফেজ
১৪। টেলোফেজ পর্যায়ে-
i. ক্রোমোসোমে হাইড্রেশন ঘটে
ii. ক্রোমোসোম সরু ও লম্বা হতে থাকে
iii. স্পিন্ডল ফাইবারের আবির্ভাব হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৫। কোষপ্লেট তৈরির জন্য ফ্র্যাগমোপ্লাস্ট কোথায় থেকে আসে?
(ক) লাইসোসোম
(খ) গলজি বস্তু
(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
(ঘ) মাইক্রোটিউবিউল
১৬। কোষচক্র বিনষ্টকারী জিনকে কী বলা হয়?
(ক) Mutagene
(খ) Carcinogene
(গ) Oncogene
(ঘ) Necrogene
১৭। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলা হয়?
(ক) Apoptosis
(খ) Metastasis
(গ) Necrosis
(ঘ) Cyanosis
১৮। কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন হচ্ছে-
i. সাইক্লিন
ii. হেলিকেজ
iii. প্রোটিন কাইনেজ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৯। মাইটোসিসরত কোষ ও মোট কোষের সংখ্যার অনুপাত হল-
(ক) মায়োকার্ডিয়াল ইনডেক্স
(খ) ম্যানুয়াল ইনডেক্স
(গ) মায়োটিক ইনডেক্স
(ঘ) মাইটোটিক ইনডেক্স
২০। নিচের কোনটিতে অ্যমাইটোসিস কোষ বিভাজন হয় না?
(ক) ব্যাকটেরিয়া
(খ) ঈস্ট
(গ) ক্যাম্বিয়াম
(ঘ) প্রোটোজোয়া
২১। গ্রিক Meious শব্দের অর্থ কী?
(ক) হ্রাস করা
(খ) বৃদ্ধি করা
(গ) সমান করা
(ঘ) কোনটিই নয়
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
২২। কে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন?
(ক) বেনেডিন
(খ) বোভেরী
(গ) ফার্মার ও মুর
(ঘ) স্ট্রাসবুর্গার
২৩। নিম্ন শ্রেণির হ্যাপ্লয়েড জীবে কখন মায়োসিস হয়?
(ক) নিষেকের পূর্বে
(খ) নিষেকের সময়
(গ) নিষেকের পর জাইগোটে
(ঘ) গ্যামিট সৃষ্টির সময়
২৪। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা কোন বিভাজনের গুরুত্ব?
(ক) মায়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) দ্বি-ভাজন
২৫। মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ-এ কত সময় লাগে?
(ক) এক সপ্তাহ
(খ) দুই সপ্তাহ
(গ) এক মাস
(ঘ) দেড় মাস
২৬। ডিপ্লোটিন উপ-পর্যায়ে-
i. বাইভেলেন্টের ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়
ii. দুটি কায়াজমার মধ্যে লুপের সৃষ্টি হয়
iii. কায়জমার প্রান্তীয়করণ ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৭। কোন উপ-পর্যায়ে প্রাণিকোষের ক্রোমোসোম গুলোতে পোলারাইজড বিন্যাস ঘটে?
(ক) জাইগোটিন
(খ) ডায়াকাইনেসিস
(গ) লেপ্টোটিন
(ঘ) প্যাকাইটিন
২৮। বাইভেলেন্টের সংখ্যা হল কোষের ক্রোমোসোম সংখ্যার-
(ক) সমান
(খ) অর্ধেক
(গ) দ্বিগুণ
(ঘ) চারগুণ
২৯। কায়াজমার আকৃতি ইংরেজি কোন বর্ণের মত হয়?
(ক) V
(খ) M
(গ) W
(ঘ) X
৩০। কোন উপ-পর্যায়ে বাইভ্যালেন্ট তৈরি হয়?
(ক) জাইগোটিন
(খ) ডিপ্লোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) লেপ্টোটিন
৩১। প্রতি বাইভেলেন্টে-
i. দুইটি সেন্ট্রোমিয়ার থাকে
ii. দুইটি ক্রোমাটিড থাকে
iii. চারটি ক্রোমাটিড থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩২। দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কী বলা হয়?
(ক) টেট্রাড
(খ) কায়াজমা
(গ) বাইভেলেন্ট
(ঘ) সিন্যাপসিস
৩৩। মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের ১ম ও ২য় বিভক্তির মধ্যবর্তী সময়কে কী বলে?
(ক) ইন্টারফেজ
(খ) ইন্টারকাইনেসিস
(গ) সাইটোকাইনেসিস-২
(ঘ) মায়োসিস-২
৩৪। মায়োসিসের মেটাফেজ-১ পর্যায়ে-
i. সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়
ii. ক্রোমোসোমের মধ্যে লুপ তৈরি হয়
iii. ক্রোমোসোম আরো মোটা ও খাটো হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩৫। কে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন?
(ক) ওয়াল্টার ফ্লেমিং
(খ) বেনেডিন ও হাউসার
(গ) থমাস হান্ট মর্গান
(ঘ) ফার্মার ও মুর
৩৬। কোন এনজাইমের প্রভাবে ক্রসিংওভারে দুটি নন-সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙ্গে যায়?
(ক) লাইগেজ
(খ) হেলিকেজ
(গ) কাইনেজ
(ঘ) এন্ডোনিউক্লিয়েজ
৩৭। ক্রসিংওভার ব্যবহৃত হয়-
i. জেনেটিক ম্যাপ তৈরিতে
ii. ক্রোমোসোমে জিনের অবস্থান নির্ণয়ে
iii. প্রজননবিদ্যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩৮। নিচের কোনটি মায়োসিসের গুরুত্ব নয়?
(ক) জনুক্রম
(খ) বৈচিত্র্য সৃষ্টি
(গ) পুনরুৎপাদন
(ঘ) অভিব্যক্তি
৩৯। কোন প্রোটিনটি কোষকে বিভাজন হতে বিরত রাখতে ভূমিকা রাখে?
(ক) Cdk
(খ) P53
(গ) Mpf
(ঘ) সাইক্লিন
৪০। গ্রিক zygos শব্দের অর্থ কী?
(ক) জোড়া
(খ) সুতা
(গ) চিকন
(ঘ) সমাবেশ
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ
অনুশীলন পর্ব-২ এর উত্তরমালা
১। খ | ১১। খ | ২১। ক | ৩১। খ |
২। খ | ১২। গ | ২২। ঘ | ৩২। ঘ |
৩। গ | ১৩। ঘ | ২৩। গ | ৩৩। খ |
৪। ক | ১৪। ক | ২৪। খ | ৩৪। গ |
৫। গ | ১৫। গ | ২৫। ক | ৩৫। গ |
৬। খ | ১৬। গ | ২৬। ঘ | ৩৬। ঘ |
৭। ঘ | ১৭। খ | ২৭। গ | ৩৭। ঘ |
৮। খ | ১৮। খ | ২৮। খ | ৩৮। গ |
৯। গ | ১৯। ঘ | ২৯। ঘ | ৩৯। খ |
১০। ক | ২০। গ | ৩০। ক | ৪০। ক |
কোষ বিভাজন MCQ | Cell Division MCQ