ঘাসফড়িং MCQ Suggestion
1.তেলাপোকার গিজার্ডে কয়টি দাঁত থাকে?
ক)2 টি
খ)4 টি
গ) 6 টি
ঘ)8 টি
2.অরশোলার শ্বাসরন্ধ্র কত জোড়া?
ক)৪ জোড়া
খ)৬ জোড়া
গ)৮ জোড়া
ঘ)১০ জোড়া
3.প্রাপ্ত বয়স্ক তেলাপোকার মস্তক ভ্রূণীয় কয়টি খন্ডক দ্বারা গঠিত?
ক)৪টি
খ)৫টি
গ)৬টি
ঘ)৭টি
4.আরশোলার হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
ক)8
খ)15
গ)14
ঘ)13
5.তেলাপোকার রক্তকণিকার নাম কি?
ক)হিমোসাইট
খ)মনোসাইট
গ)এরিথ্রোসাইট
ঘ)লিউকোসাইট
6.আরশােলার কয় জোড়া স্পাইরাল থাকে?
ক)১০ জোড়া
খ)১২ জোড়া
গ)৮ জোড়া
ঘ)কোনাটিই নয়
7.কোন প্রাণীর হ্রদযন্ত্রের প্রতিটি কুঠুরীর দুপাশের খাজে মোট ১২জোড়া কপাটিকাযুক্ত ছিদ্র থাকে?
ক)আরশোলা
খ)স্টার ফিস
গ)মাছি
ঘ)সুক্রোজ
8.আরশোলার হৃদযন্ত্রে কুঠুরীর সংখ্যা কয়টি?
ক)13 টি
খ)12 টি
গ)12 জোড়া
ঘ)10 টি
9.আরশোলার হৃদপিন্ডের অবস্থান-
ক)পেরিকার্ডিয়াল সাইনাসে
খ)পেরিভিসেরাল সাইনাসে
গ)পেরিনিউরাল সাইনাসে
ঘ)হিমোলিম্ফে
10.আরশোলার লালাতে কোন এনজাইম পাওয়া যায়?
ক)ট্রিপসিন
খ)জাইমেজ
গ)অ্যামাইলেজ
ঘ)কিমোট্রিপসিন
11.আরশোলার হ্রদযন্ত্রের কুঠুরীর সংখ্যা কয়টি?
ক)১০টি
খ)১১টি
গ)১২টি
ঘ)১৩টী
12.আরশোলার প্রোবেন্ট্রিকুলাস স্নায়ুগ্রন্তি কোথায় অবস্থিত?
ক)মুখবিবর
খ)গলবিল
গ)ক্রপ
ঘ)গিজার্ড
13.ঘাসফড়িং- এর রক্তরসের শ্বেত কণিকার নাম কী?
ক)হিমোসিল
খ)হিমোলিম্ফ
গ)হিমোসাইট
ঘ)হিমোগ্লোবিন
14.হিমোজয়েন –
ক)এনজাইম
খ)ভিটামিন
গ)বর্জ্য পদার্থ
ঘ)বিষাক্ত পদার্থ
15.আরশোলার পরিপাক শুরু হয় কোথায়?
ক)ক্রপ
খ)মেসোন্টেরন
গ)ইলিয়াম
ঘ)গিজার্ড
16.আরশোলার ওমাটিডিয়াম কিউটিকলের বাইরের স্বচ্ছ আবরণীকে কি বলে?
ক)কর্ণিয়াজেন
খ)কর্ণিয়া
গ)রঞ্জক আবরণী
ঘ)র্যাবডোম
17.পুঞ্জাক্ষির গঠন ও কাজের একক কোনটি?
ক)ওসেলি
খ)টেগামিনা
গ)ওমাটিডিয়া
ঘ)ওভিপাজিটর
18.নিচের কোন প্রাণীতে হিমোসিল থাকে?
ক)তেলাপোকা
খ)হাইড্রা
গ)কেঁচো
ঘ)ম্যালেরিয়া পরজীবী
19.ম্যালপিজিয়ান নালিকা ভূমিকা পালন কর-
ক)শ্বসনে
খ)রেচনে
গ)পরিপাকে
ঘ)দর্শনে
20.কোনটি পুরুষ তেলাপোকার বৈশিষ্ট্য?
ক)অপেক্ষাকৃত খাটো ও চওড়া
খ)অপেক্ষাকৃত লম্বা ও সরু
গ)উদরের পিছন বাড়ানো নয়
ঘ)কোন স্টাইল থাকনো
21.তেলাপোকার দেহ O2 বহনকারী রঞ্জক কোনটি?
ক)হিমোসায়ানিন
খ)হিমোগ্লোবিন
গ)জেন্তেফিল
ঘ)নেই
22.তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে কয়টি দাঁত থাকে
ক)৫টি
খ)৬টি
গ)৪টি
ঘ)৮টি
24.আরশোলার হৃৎপিন্ড প্রকোষ্ঠ সংখ্যা কয়টি?
ক)8 টি
খ)13 টি
গ)15 টি
ঘ)20 টি
25.আরশোলার হৃদযন্ত্রের বহির্বাহী অস্টিয়া থেকে কত জোড়া পার্শব বাহিকা সৃষ্টি হয়?
ক)5
খ)7
গ)6
ঘ)10
26.পোর্টালতন্ত্র কোনটি ?
ক)পালমোনারি
খ)করোনারি
গ)হেপটিক
ঘ)লিমফ্যাটিক
27.আরশোলার পুঞ্জাক্ষিতে ওমাটিডিয়ার সংখ্যা কত ?
ক)প্রায় এক হাজার
খ)প্রায় দুই হাজার
গ)প্রায় তিন হাজার
ঘ)প্রায় চার হাজার
28.আরশোলার উদরে কয়টি খন্ডক বিদ্যমান?
ক)10
খ)11
গ)9
ঘ)12
29.মালপিজিয়ান কণিকা বা Corpuscles পাওয়া যায় ?
ফুসফুসে
কলিজায়
বৃক্কে
আরশোলার বৃক্কে
হাড়ে
30.হিমোসিল কোথায় পাওয়া যায় ?
ব্যাঙ
ময়ূর
আরশোলা
পাখি
কোনোটিই নয়
31.কোনটি তেলাপোকার মুখোপাঙ্গের অংশ নয়?
ল্যাব্রাম
অ্যানটেনা
ম্যাক্সিলা
ল্যাবিয়াম
32.তেলাপোকার শ্বসণতন্ত্র গঠিতঃ
স্পাইরাকল ও ট্রাকিয়া দিয়ে
স্পাইরাকল এবং মালপিজিয়ান নাীকা দিয়ে
ফুসফুস ও ট্রাকিয়া দিয়ে
ট্রাকিয়া এবং ফ্যাটবডি দিয়ে
33.নীচের কোনটি রেচনের কাজ করে?
ম্যালপিজিয়ান নালিকা
ট্রাকিয়া
নিডোব্লাস্ট
নিমাটোসিস্ট
34.উজ্জ্বল আলোয় পুঞ্জাক্ষি কী ধরনের প্রতিবিম্ব সৃষ্টি করে?
বাইনোকুলার প্রতিবিম্ব
সুপারপজিশন প্রতিবিম্ব
অ্যাপোজিশন প্রতিবিম্ব
মনোকুলার প্রতিবিম্ব
35.উওথিকা –
তেলাপোকার পুং জননতন্ত্রের অংশ
তেলাপোকার স্ত্রী জননতন্ত্রের অংশ এবং এতে মাত্র একটি নিষিক্ত ডিম্বাণু থাকে।
তেলাপোকার স্ত্রী জননতন্ত্রের অংশ এবং এতে মাত্র একটি নিষিক্ত ডিম্বাণু থাকে।
তেলাপোকার স্ত্রী জননতন্ত্রের অংশ এবং এতে অনিষিক্ত ডিম্বাণু থাকে ।
36.তেলাপেকার হাইপোফ্যারিংক্স কোথায় থাকে?
মাথা
পাখা
পা
পেট
37.আরশোলার ওমাটিডিয়াম এর রেটিনুলার কোষমসূহ যাকে ঘিরে অবস্থিত তার নাম কি?
রেটিনা সিথ
র্যাবডোম
আইরিশ পিগমেন্ট
কর্ণিয়া
38.একটি ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষিতে ওমাটিডিয়ামের সংখ্যা প্রায়?
৫,০০০
১০,০০০
২,০০০
২০,০০০
39.কোনটি সঠিক?
পৌষ্টিকনালির অন্তঃপ্রাচীরে কলামনার কলা বিদ্যমান
কেঁচোতে হিটারোমোনাস খণ্ডায়ন বর্তমান
এন্ডোডার্ম রক্ত সংবহনতন্ত্র থেকে গঠিত হয়
খণ্ডায়িত দেহ নেমাটোডের বৈশিষ্ট্য
40.আরশোলার হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে কত বার হয় ?
১৪০-১৯০
১৯০-২২০
৭০-১০০
১০০-১১০
41.আরশোলায় পরিপাকীয় খাদ্য পৌষ্টিকনালির কোন অংশ হতে পরিশোধিত হয়?
ক্রপ ও যকৃত সিকা
মেসেন্টেরন ও ক্রপ
মেসেন্টেরণ ও গিজার্ড
মেসেন্টেরন ও যকৃত সিকা
42.আরশোলার দশ জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র নিম্নের কোন রুপে অবস্থিত ?
বক্ষদেশে ৩ জোড়া ও উদরে ৭ জোড়া
বক্ষদেশে ২ জোড়া ও উদরে ৮ জোড়া
বক্ষদেশে ১ জোড়া ও উদরে ৯ জোড়া
বক্ষদেশে ৬ জোড়া ও উদরে ৪ জোড়া
43.
আরশোলার প্রত্যেকটি পা কত খন্ডে বিভক্ত?
দুই
তিন
চার
পাঁচ
44.কোনটি মালপিজিয়ান নালিকার জন্য প্রযোজ্য নয়?
রক্ত থেকে আলট্রাফিলট্রেশনের মাধ্যমে রেচন দ্রব্যসহ অনেক প্রয়োজনীয় বস্তু প্রক্সিমাল প্যাঁচানো নালিকায় প্রেরণ করে
নালিকার এক প্রান্ত মেসনটেরনের এবং পশ্চাৎ খাদ্যনালীর সংযোগস্থলে সংযুক্ত , অন্যপ্রান্ত হিমোসিলে ভাসমান থাকে
ইহা আরশোলার রেচন অঙ্গ
এদের সংখ্যা 60-100 টি
45.নিচের কোন উক্তিটি সত্য ?
লাইপেজ প্রোটিন জাতীয় খদ্যকে ফ্যাটি এসিড গ্লিসারল এ পরিণত করে
অ্যানিলিডার প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা
যে পোষকদেহে একটি পরজীবীকে প্রাকৃতিকভাবেই পাওয়া যায়, তাকে অসমসত্ব পোষক বলে
পুরুষ অারশোলার নবম খণ্ডকে অঙ্কীয়দেশে একজোড়া অ্যানাল স্টইল থাকে
46.
নিচের কোনটি তেলাপোকার জন্য সঠিক নয় ?
হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার
Blক)ttellক) germক)nieক) তেলাপোকা অপেক্ষাৃত খাটো
পুরুষ তেলাপোকার উদর অপেক্ষা বড়
তেলাপোকার ট্রাইকিয়া রুপর মতো চকচকে
47.আরশোলার শ্বাস রন্ধ্রের বা স্পাইরাকলের জোড়ার সংখ্যা _
বক্ষদেশে ২ জোড়া ও উদরে ৮ জোড়া
বক্ষদেশে ১ জোড়া ও উদরে ৯ জোড়া
বক্ষদেশে ৩ জোড়া ও উদয়ে ৭ জোড়া
নিজে চেষ্টা করুন
48.আরশোলার মিক্সোসিল এর ক্ষেত্রে প্রযোজ্য _
এটি ভ্রুণের ব্লাস্টোসিল এবং সিলোম গহ্বরে সংযুক্তির ফলে সৃষ্ট
এর ভিতর দিয়ে কোনো রক্ত প্রবাহিত হয় না
এতে সঞ্চিত খাদ্য গ্লুকোজ হিসেবে জমা থাকে
এর ভিতর দিয়ে যে তরল পদার্থ প্রবাহমান হয় তাকে হিমোসিল বলে
49.যে স্নায়ুগ্রন্থিটি তেলাপোকার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র গঠনে অংশ নেয় না-
ইংগ্লুভয়াল
প্রোভেন্ট্রিকুলার
অধঃগ্রাসনালীয়
হাইপোসেরেব্রাল
50.তেলাপোকার বেলায় কোনটি সত্য নয়?
মল হতে অতিরিক্ত পানি শোষণ করা রেকটামের কাজ
পরিপাক ক্রপেই শুরু হয়
মেসেন্টেরণেল অ্যামাইলেজ লিপিডকে ফ্যাটি এসিড ও গ্লিসারল ও পরিণত করে
কোনোটিই নয়
51.আরশোলার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের রেট্রোসেরেব্রাল কমপ্লেক্স এর কর্পোরা ্যালটা যে কাজে সাহায্য করে-
প্রজনন ও রূপান্তর সাহায্যকারী হরমোন ক্ষরনে সাহায্য করে
হৃদস্পন্দন ও পেরিস্টোলসিস নিয়ন্ত্রণ করে
শ্বাসরন্ধ্রের কাজ নিয়ন্ত্রণ করে
পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা স্নায়ু পাঠায়
52.
আরশোলার শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ উভয় প্রক্রিয়া প্রধানত কি দিয়ে নিয়ন্ত্রিত হয়?
ট্রাকিওলে কোষ
ট্রাকিওল
স্পাইরালকল
কোনোটিই নয়
53.আরশোলা উজ্জ্বল আলোয় কি প্রতিবিম্ব তৈরি করে-
এপোজিশন
সেমিজিশন
সুপারজিশন
ট্রাপজিশন
54.আরশোলার প্রত্যেকটি পা কত খন্ডে বিভক্ত ?
দুই
তিন
চার
পাঁচ
55.কোনটি আরশোর রক্তের বৈশিষ্ট্য নয়?
দুই ধরনের হিমোসাইট দেখা যায়। যথা -প্রোহিমোসাইট ও ট্রানজিশনাল হিমোসাইট
আরশোলার রক্ত বর্ণহীন
রক্তের আপেক্সিক গুরুত্ব 7.5-8.0
রক্ত প্রধানত কাদ্যসার ও বর্জ্য পদার্থ সংবহনের কাজ করে
56.তেলাপোকার প্রথম ম্যাক্সিলার াংশ নয়-
সাবমেন্টাম
কার্ডো
স্টাইপস
ল্যাসিনিয়া
57.তেলাপোকা জাইগোট থেকে বের হতে কত দিন সময় লাগে?
32
20
25
কোনোটিই নয়
58.কোনটি ommক)tiগ)ium এর অংশ নয়? (Which one is not pক)rt of ক)n ommক)tiগ)ium?)
rখ)bগ)osome
retinক)l sheক)th
retinক)l cell
ocellus
59.আরশোলার পেরিট্রফিক পর্দা থাকে কোন স্থানে? (where is the peritrophic membrক)ce founগ) in cockroক)ch?)
ক্রপ (crop)
গিজার্ড (gizzক)rগ))
হেপটিক সিকাম (hepক)tic ceক)cum)
মেসেনটিরন (mesenteron)
60.হিমোসিল কোন প্রাণিতে দেখা যায়? (Which ক)nimক)l beক)rs hক)emocoel?)
ঘাসফড়িং (Grক)sshopper)
টিকটিকি (House Lizক)rগ))
পাখি (Birগ))
মানুষ (Humক)n)
61.কোন উপাঙ্গটি ঘাস ফড়িং খাদ্য কর্তনে ব্যবহার করে?
ল্যাব্রাম
ম্যান্ডিবল
ম্যাক্সিলা
হাইপফ্যারিংস
62.কোন বাক্যাটি সিলোম ও হিমোসিল উভয়ের জন্য সঠিক?
উভয়েই দেহপ্রাচীর ও পরিপাক নালীর মধ্যবর্তী ফাকা স্থান
উভয়েই সকল উপাঙ্গ পর্যন্ত বিস্তৃ
উভয়েই রক্ত সংবহনতন্ত্রের অংশ
উভয়েই স্নায়ুতন্ত্রের অংশ
63.পুঞ্জাক্ষির দুপার্শ্বের সাদা দাগকে কি বলে?
ocellus
fenstrক)
ommক)tiগ)ium
corneক)
64.তেলাপোকার গিজার্ডে কয়টি দাঁত থাকে?
6
4
8
65.তেলাপোকাতে কয়টি ম্যালপিজিয়ান নালিকা থাকে?
ক)bout 10
More thক)n 1000
১২-১৫ টি
66.তেলাপোকার পৃষ্ঠদেশীয় স্ক্লেরাইট-এর নাম কী?
টার্গাম
স্টার্নাম
প্লুরা
প্রোটোনাম
67.তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে কয়টি দাঁত থাকে?
দুইটি
চারটি
ছয়টি
আটটি
68.Periplক)netক) ক)mericক)nক) – তে কয়টি ম্যালপিজিয়াম নালিকা থাকে?
৬-৭
১২-১৫
ক)bout 100
None of them
69.কোন প্রাণীতে হিমোসিল পাওয়া যায়?
fish
hyগ)rক)
cockroক)ch
frog
70.কোনটিকে তেলাপোকার শ্বসনতল বলে?
Spirক)cle
Trক)cheloe
Trক)cheক)
Cteneগ)iক)
71.নিম্নে উল্লিখিত কোন প্রাণীতে হিমোসিল থাকে?
কেঁচো
তেলাপোকা
ম্যালেরিয়া পরজীবী
হাইড্রা
72.তেলাপোকার রক্তকণিকার নাম কি?
এরিথ্রোসাইট
লিউকোসাইট
হিমোসাইট
থ্রোম্বোসাইট
73.গিজার্ড কোন কাজটি সম্পন্ন করে ?
খাদ্য পরিপাক
খাদ্য পরিবহন
লালার সঙ্গে খাদ্য মিশ্রণ
খাদ্যচূর্ণকরণ
74.তেলাপোকার মুখ উপাঙ্গ নয়?
সঙ্গমে সহায়তা
শুক্রাণু পরিবহন
শুক্রাণুর পুষ্টিদান
ক্লাইপিয়াস
75.কোনটি তেলাপোকার মুখ উপাঙ্গ নয় ?
ম্যাক্সিলা
ম্যান্ডিবল
লেবিয়াম
ক্লাইপিয়াস
76.কোন বিশেষ গঠনের জন্য তেলাপোকার ট্রাকিয়া চুপসে যায় না?
ইন্টিমা
টিনডিয়া
এপিথেলিয়াম কোষ
বেসমেন্ট মেমব্রেন
77.হিমোসিল কোন প্রাণীর বৈশিষ্ট্য?
হাইড্রা
ব্যাঙ
ঘাসফড়িং
গিনিপিগ
78.আরশোলার মাশরুম বা ছত্রাক গ্রন্থির কাজ-
শুক্রাণুর পুষ্টি দান করে
শুক্রাণুর সাময়িকভাবে জমা রাখে
এর সঠিক কাজ নির্ধারিত হয়নি
অনু ডিম্বাণূ উৎপন্ন করে
79.তেলাপোকার রক্ত সংবহনতন্ত্রের প্রধান অংশ-
3 টি
5 টি
4 টি
7 টি
80.মালপিজিয়ান নালিকা ভুমিকা পালন করে-
শ্বসনে
রেচনে
পরিপাকে
দর্শনে
81.নিচের কোন প্রাণিতে হিমোসিল থাকে?
কেঁচো
তেলাপোকা
হাইড্রা
ম্যালেরিয়া পরজীবী
82.তেলাপোকার ওমাটিডিয়ামের যে অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয় তার নাম-
কর্নিয়া
রেটিনার কোষ
র্যবডোম
রেটিনাল আবরনী
83.আরশোলার পুঞ্জাক্ষীর একক কোনটি?
কর্নিয়া
আইরিস
ওমাটিডিয়াম
র্যাবডোম
84.নিম্নের কোন প্রাণিটিতে হিমোসিল থাকে?
অ্যামিবা
হাইড্রা
কেঁচো
আরশোলা
85.পুঞ্জাক্ষীর একক কী?
Corneক)
Retinক)
Roগ) cell
Omক)tiগ)ium
86.তেলাপোকার রেচনাঙ্গের নাম-
নেফ্রিডিয়া
নেফ্রন
শিখা কোষ
ম্যালপিজিয়ন নালিকা
87.আরশোলার রক্তসংবহন্তন্ত্রের হলো-
মুক্ত ধরনের
কৃত্রিম
আবদ্ধ
জটিল
88.আরশোলার পুঞ্জাক্ষির দুই পাশের সাদা দাগের নাম কি ?
ফেনেস্ট্রা
ম্যান্ডিবল
এস্টেনা
89.ঘাসফড়িং-এর রক্তরসের শ্বেত কণিকার নাম কী?
হিমোসিল
হিমোলিষ্ফ
হিমোসাইট
হিমোগ্লোবিন
90.ঘাসফড়িং এর রূপান্তরে ডিমের পরবর্তী ধাপ কোনটি?
লার্ভা
পিউপা
নিষ্ফ
পূর্ণাঙ্গ ফড়িং
91.ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের?
হলোমেটাবোলাস
হেটারোবোলাস
হেমিমেটাবোলাস
স্যুডোমেটাবোলাস
92.ঘাসফড়িং কোথায় পাড়ে?
ঘাসে
পাতায়
মাটিতে
পানিতে
93.কোনটি ঘাসফড়িং-এর হিমোসিলের সাইনাস নয়?
পেরিকার্ডিয়াল
পেরিভিসেরাল
পেরিনিউরাল
পেরিভেন্ট্রিকুলার
94.ঘাসফড়িং-এ কয়টি সরলাক্ষি থাকে?
২
৩
৪
৫
95.স্ত্রী ঘাসফড়িং এর ওভিপজিটরে কতটি কপাটিকা থাকে?
১
২
৩
৪
96.যে সকল প্রাণীর দেহের কোনো পৌষ্টিকনালি থাকে না তাদেরকে কী বলে?
প্যারাজোয়
অ্যাজোয়া
এন্টেরোজোয়া
মেসোজোয়া
97.ঘাসফড়িংয়ের গোত্র কোনটি?
ক)criগ)ক)e
ক)rক)ciগ)ক)e
ক)criiগ)ক)e
ক)criগ)iগ)ক)e
98.তেলাপেকার ওমাাটিডিয়ামে কর্ণিয়াজেন কোষের নিচে দীর্ঘকায় চারটি কোষকে কি বলা হয়?
রেটিনুলার কোষ
রেটিনার সিথ
ক্রিস্টালাইন কোণ কোষ
রঞ্জক আবরণ
99.আরশোলার সুপারপজিশন প্রতিবিম্বের সৃষ্টি হয় কোন আলোয়?
স্তিমিত
তীর্যক
উজ্জল
100.নীচের কোনটি আরশোলার রেচন কাজের সাথে জড়িত নয় ?
কোলেটেরিয়াল গ্রন্থি
ইউরিকায় গ্রন্থি
মালপিজিয়ান নালিকা
101.তেলাপোকার অমাটিডিয়ামে কোন কোষ পরিবেষ্টিত স্বচ্ছ মোচাক্রিতির অঙ্গকে কি বলে?
ক্রিস্টলাইন কোণ
রেটিনুলার কোষ
কর্ণিয়াজেন কোষ
102.আরশোলার ওমাটিডিয়ামে কোনটি থাকে না?
কর্ণিয়াজেন
কোণ কোষ
রেটিনুলাস কোষ
রড কোষ
ঘাসফড়িং MCQ
103.র্যাবডোম কোন অঙ্গের অংশ?
ম্যান্ডিবল
কর্ণ
বৃক্ক
ওমাটিডিয়াম
104.তেলাপোকার প্যারাগ্সোসা নিচের কোনটিতে পাওয়া যায়?
ল্যাব্রাম
ম্যাডিবল
ল্যাবিয়াম
ম্যান্সিলা
105.তেলাপোকার স্বীসরন্তের কাজ নিয়ন্ত্রকারী কোনটি?
মধ্যরেখীয় স্নায়ু
ফ্রন্টাল গ্যাংলিওন
ইংস্রুভিয়াল গ্যাংলিওন
হাইপোসের্রোল গ্যাংলিওন
106.তেলাপোকার মুখ-উপাঙ্গের ম্যার্সিলার অংশ নয় কোনটি?
ল্যাসিনিয়া
গ্লোসা
গ্যালিয়া
কার্ডো
107.ঘাসফড়িং এ গিজার্ডের কাজ কী ?
খাদ্য চুর্ণ
খাদ্য পরিবহন
খাদ্য সঞ্চয়
খাদ্য পরিপাক
108.র্যাবডোম কোন অঙ্গের অংশ ?
মালপিজিয়ান নালিকা
ওমাটিডিয়াম
ক্রুপ
ম্যান্ডিবল
109.আরশোলার হৃৎপিন্ডে প্রকোষ্ঠ থাকে-
১০ টি
১১ টি
১২ টি
১৩ টি
110.ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটি?
হিমোসিল
সম্মুখ বাহিকা
পৃষ্ঠীয় বাহিকা
হিমোলিস্ফ
111.কোনটি ঘাসফড়িং-এর মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয়?
জেনা
এপ্রিক্রেনিয়াম
ওসেলি
ভার্টেক্স
112.ঘাসফড়িং এর অগ্রভাগের সরু ও শক্ত ডানাদ্বয়কে কী বলে?
স্টারনাম
টারসাস
ট্রকান্টার
টেগমিনা
113.কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়?
অধিকাংশ দেহ গহ্বর হিমোসিলে পূর্ণ হয়
কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে
রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের
দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত
114.কোনটি ট্রাকিডের বৈশিষ্ট্য নয়?
কোষগুলো দীর্ঘ ও উভয় প্র্রান্ত সরু
কোষগুলেঅ মৃত
পানির সংবহন যান্ত্রিক দৃঢ়তা প্রদান এর প্রধান কাজ
এদের কোষ প্রাচীরে কোন লিগনিন থাকে না
115.আরশোলার রক্ত কণিকা সম্পর্কে কোনটি সত্য?
শ্বেত ও লোহিত উভয় প্রকার কণিকা থাকে
শুধুমাত্র শ্বেত কণিকা থাকে
রক্ত কণিকায় কোন নিউক্লিয়াস নেই
বৃহৎ শ্বেতকণিকা সব চাইতে বেশি
116.গিজার্ড আরশোলার একটি বিশেষ অংগ=
স্নায়ুতন্ত্রের
পরিপাকতন্ত্রের
সংবহনতন্ত্রের
জননতন্ত্রের
117.আরশোলার পরিপাকীয় খাদ্য পৌষ্টিকতন্ত্রের কোন অংশ হতে পরিশোষিত হয়?
ক্রপ ও যকৃত
মেসেন্টেরন ও যকৃত সিকা
মেসেন্টেয়ন ও গির্জাড
মেসেন্টেরন ও ক্রপ
118.তেলাপোকার জাইগোট থেকে নিস্ফ বের হতে কত দিন সময় লাগে?
32
20
25
30
119.ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষির কোন অংশটি আলো গ্রহণ করে?
কর্নিয়া
র্যাবডোম
কর্নিয়াজের কোষ
ক্রিস্টালাইন কোণ কোষ
120.তেলা পোকার প্রথম ম্যাক্সিলার অংশ নয় –
সাবমেন্টাম
কার্ডো
স্টাইপস
ল্যাসিনিয়া
121.কোনটি আরশোলার রক্তের বৈশিষ্ট্য নয়?
দুই ধরনের হিমোসাইট দেখা যায়। যথা – প্রোহিমোসাইট ও ট্রানজিশনাল হিমোসাইট
আারশোলার রক্ত বর্ণহীন
রক্তের আপেক্ষিক গুরুত্ব 7.5 – 8.0
নিজে চেষ্টা করুন
122.আরশোলার প্রত্যেকটি পা কত খণ্ডে বিভক্ত?
দুই
তিন
চার
নিজে চেষ্টা করুন
123.কোনটি আরশোলার রক্ত -সংবহনতন্ত্রের প্রধান অংশগুলির একটি নয়?
হিমোসিল
হিলোলিম্ফ
বহির্বাহী অস্টিয়া
সহায়ক স্পন্দনশীল অঙ্গ
124.আরশোলার মাশরুম বা ছত্রাক গ্রন্থির কাজ –
অণু ডিম্বাশয়গুলিতে ডিম্বাণু উৎপন্ন করে
এর সঠিক কাজ নির্ধারিত হয়নি
শুক্রাণু সাময়িকভাবে জমা রাখে
শুক্রাণুর পুষ্টি দান করে
125.আরশোলার অন্তর্বাহী অস্টিয়ার কাজ কোনটি?
দেহের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে জলজ চাপের পরিবহন রক্ষা করে
এরা রক্তকে পেরিকার্ডয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করতে দেয় কিন্তু উল্টোপথে আসতে দেয় না
রক্ত সংবহনে এদের সংকোচন প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
পেরিকার্ডিয়াল সাইনাসের ধারণ ক্ষমতা বাড়ায় এবং রক্ত পেরিভিসেরাল সাইনাস থেকে ঐ সাইনাসে এসে পড়ে
126.আরশোলার অন্তর্বাহী অস্টিয়ার কাজ কোনটি?
দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলজ চাপের পরিবহন রক্ষা করে
এরা রক্তকে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করতে দেয় কিন্তু উল্টোপথে আসতে দেয় না
রক্ত সংবহনে এদের সংকোচন প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
পেরিকার্ডয়াল সাইনাসের ধারণ ক্ষমতা বাড়ায় এবং রক্ত পেরিভিসেরাল সাইনাস থেকে ঐ সাইনাসে এস পড়ে
127.তেলাপোকার রেচনতন্ত্র কোন অঙ্গ জড়িত থাকে না?
মালপিজিয়ান নালিকা
ইউরিকোস গ্রন্থি
কিউটিকল
নিজে চেষ্টা করুন
128.তেলাপোকার হিমোলিম্ফের কাজ নয় –
দ্রবীভূত পদার্থের সংবহন
শ্বসনে অংশ গ্রহণ
পানি সঞ্চয়
খাদ্য দ্রব্য সঞ্চয়
129.আরশোলার দেহের রক্ত প্রবাহের সঠিক পথ কোনটি?
পেরিকার্ডিয়াল সাইনাল-ডর্সাল অ্যাওটা -হৃদযন্ত্র -মস্তিষ্ক গহ্বর
ডরসাল – অ্যাওর্টা -পেরিকার্ডিয়াল সাইনাস – হৃদযন্ত্র -মস্তিষ্ক গহ্বর -ডর্সাল অ্যাওর্টা- হৃতযন্ত্র- পেরিকার্ডয়াল সাইনাস
পেরিকার্ডিয়াল সাইনাস – হৃদযন্ত্র -ডর্সাল অ্যাওর্টা- মস্তিষ্ক গহ্বর
নিজে চেষ্টা করুন
130.কোনটি আরশোলার রেচনতন্ত্রের অঙ্গ নয়?
গিজার্ড
মালপিজিয়ান নালিকা
ইউরিকোস গ্রন্থি
নিজে চেষ্টা করুন
131.আরশোলার শ্বসন পদ্ধতির বেলায় কোনটি সঠিক নয়?
শ্বাস রঞ্জক না থাকায় আরশোলার রক্তশ্বসনে কোন ভূমিকা পালন করতে পারে না
শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ উভয়ই শ্বাসরন্ধ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়
আরশোলার দেহের দশ জোড়া শ্বাসরন্ধ্র শ্বসন ক্রিয়ায় সব সময় খোলা থাকে
নিজে চেষ্টা করুন
132.আরশোলার শ্বসন তন্ত্রের বেলায় কোন উক্তিটি মিথ্যা ?
রন্ধগুলি কাইটিন নির্মিত আস্তরণ দ্বারা পরিবেষ্টিত
শ্বাসরন্ধ্রে কোন কপাটিকা নেই
আরশোলার দেহে দশ জোড় শ্বাসরন্ধ বা স্পাইরাকল আছে
নিজে চেষ্টা করুন
133.আরশোলার মালপিজিয়ান নালিকার জন্য প্রযোজ্য –
ইহা কর্ণিয়ার নিচে একজোড়া চাপা ও পাশাপাশি অবস্থিত কোষ
হলুদ রং এর এই নালিকাগুলি কম সংকোচনক্ষম ও হিমোলিম্ফে আন্দোলনক্ষম
পেরিকার্ডয়াল সাইনাসে অবস্থানকারী একগুচ্ছ বিশেষ কোষ
নিজে চেষ্টা করুন
134.আরশোলার খাদ্যবস্তু অস্থয়ীভাবে জমা থাকে –
ত্রুপে
গিজার্ডে
গলবিলে
অন্ননালীতে
135.নিচের কোনটি আরশোলার রেচন কাজে জড়িত নয়?
মালপিজিয়ান নালিকা
কিউটিকল
ক্রপ
নেফ্রোসাইট
136.আরশোলার প্রােটিন ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্যকারী এনজাইম কোথা হতে নিঃসৃত হয়?
গিজার্ড
মেসন্টেরন ও যকৃত সিকা
লাল-গ্রন্থি
নিজে চেষ্টা করুন
137.আরশোলায় শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল জোড়ার সংখ্যা –
বক্ষদেশে ২ জোড়া ও উদরে ৮ জোড়া
বক্ষদেশে ১ জোড়া ও উদরে ৯ জোড়া
বক্ষদেশে ৩ জোড়া ও উদরে ৭ জোড়া
নিজে চেষ্টা করুন
138.আরশোলার প্রতিটি চোখে সর্বোচ্চ অসিলি থাকে-
১২০০
১৫০০
১৮০০
নিজে চেষ্টা করুন
139.গিজার্ড আরশোলার একটি বিশেষ অংগ-
স্নায়ুতন্ত্রের
পরিপাকতন্ত্রের
সংবহনতন্ত্রের
জননতন্ত্রের
140.আরশোলার পায়ুর দুই পাশে অবস্থিত কোন অঙ্গের কাজ করে ?
রেচন অংগ
প্রজনন অংগ
শ্বসন অংগ
শ্রবণ অংগ
141.আরশোলা দর্শন ইন্দ্রিয়ের নাম কি?
ইনটিমা
ওমাটিডিয়াম
পুঞ্জাক্ষি
সরলাক্ষি
142.ল্যাব্রাম পাওয়া যায়-
হাইড্রায়
প্লাজমোডিয়ামে
বাজক কলায়
আরশোলায়
143.
নিচের কোনটিতে রড কোষ থাকে না ?
িইনটিমা
ওমাটিডিয়াম
পুঞ্জাক্ষি
সরলাক্ষি
144.তেলাপোকার এন্টেনার কাজ কি ?
ঘ্রান অনুভব করা
স্পর্শ অনুভব করা
শব্দ তরঙ্গ অনুভব করা
সবগুলোই
145.তেলাপোকার রক্ত-
বর্ণহীন
বর্ণযুক্ত
লাল
কালচে
146.কোনটি আরশোলার ম্যাক্সিলার অংশ নয়?
কার্ডো
মেন্টাম
ল্যাসিনিয়া
গ্যালিয়া
147.ম্যালপিজিয়ান বডি থাকে কোন অঙ্গে ?
পাকস্থলী
যকৃৎ
ক্ষুদ্রান্ত্র
বৃক্ক
148.তেলাপোকার হৃদযন্ত্রটি অসম্পূর্ণভাবে _____ টি প্রকোষ্টে বিভক্ত?
১০টি
৭টি
১৩টি
১৪টি
149.চিংড়ির রক্ত-
কালো
সবুজ
হলুদ
বর্ণহীন
150.নিচের কোনটি আরশোলার রক্তের বৈশিষ্ট্য নয়?
বর্ণহীন
হিমোগ্লোবিন নেই
অক্সিজেন পরিবহন করে
CO2 পরিবহন করে
151.আরশোলার প্রধান শ্বসন অঙ্গ কোনটি
ট্রাকিওল
ট্রাকিয়া
স্পাইরাল
উথিকা
152.তেলাপোকার রক্ত কণিকার নাম কি?
এরিত্রোসাইট
লিউকোসাইট
হিমোসা্িট
থ্রোম্বোসাইট
153.আরশোলার গিজার্ড কোন কাজটি করে?
খাদ্য পরিপাক
খাদ্য পরিবহন
লালায় খাদ্য মিশ্রণ
খাদ্য চুর্ণ করণ
154.কোনটি তেলাপোকার প্রজনন তন্ত্রের সাথে সংযুক্ত?
ফেলোপিয়ান নালী
রেটি টেসটিস
ছত্রাক গ্রন্থি
সবগুলো
155.ঘাসফড়িং এর রূপান্তর ডিমের পরবর্তী ধাপ কোনটি?
লার্ভা
পিউপা
নিস্ফ
পূর্ণাঙ্গ ফড়িং
156.ঘাসফড়িং এর মুখোপাঙ্গ কোন ধরনের?
Mক)nগ)ibulক)te
Siphoning
Spongi
Piercing & sucking
157.তেলাপোকায় ট্রাকিয়াল তন্ত্রে কয় জোড়া স্পাইরাল থাকে?
দুইজোড়া
পাচ জোড়া
চার জোড়া
দশ জোড়া
158.তেলাপোকার জন্য সত্য নয় কোনটি?
পরবের আদর্শ উদাহরণ
বাংলাদেশের প্রায় ৯ প্রজাতির তেলাপোকা পাওয়া যায়
প্রায় 100 প্রজাতির তেলাপোকা শনাক্ত করা হয়েছে
PERIPক); NETক) ক)NERICক)Nক) প্রজাতি বেশি দেখাি যায়
159.আরশোলার রক্তকে বলে?
হিমোলিস্ফ
হিমোসিল
হিসাগ্রোবিন
হিমাসায়সিন
160.
ঘাসফড়িং এর বর্গের নাম-
Homopterক)
Heteropterক)
Orthopterক)
Socopters
161.হিমোসিলের অন্যতম একটি কাজ হলো-
খাদ্যরস ও বর্জ্যবস্তু পরিবহন সহায়তা
রেচনে সসহায়তকা
শ্বসনে সহায়তা
প্রজনন সহায়তা
162.তীব্র আলোতে তেলাোকার কোন ধরনের দরশন ঘটে?
সুরারপজিশন
অ্যাপজিশন
বাইনোকুলার
কোনটিই নয়
163.আরশোলার হৃদযন্ত্রের স্পন্দনের সংখ্যা-
60-80
50-60
100-110
110-100
164.আরশোলার রক্তকে বলে?
প্লাজমা
হিমোলিফ
ডেমোসিস
হমোসায়সিন
165.আরশোলা স্ত্রী জনন রন্ধ্র কোন খন্ডকে পাওয়া যায়?
6
78
8
9
166.ঘাসফড়িং এর দেহে উন্মুক্ত ছিদ্রপথের সংখ্যা কত?
10 জোড়া
30 জোড়া
20 জোড়া
40 জোড়া
167.আরশোলার হিমোসিঃল কয়টি সাইনাস বিভক্ত?
2
3
6
41
168.যে অংশ অন্ননালি উান্মুক্ত হয় তার নাম-
স্নায়ু
ফানডাস
কার্ডিয়া
সিকাম
169.মালপিজিয়ান নালিকা দেখতে পাওয়া যায়-
কেঁচোতে
শামুকে
কীটে
স্পঞ্জে
170.পঙ্গপাল হল এক ধরনের-
মশা
গঙ্গাফড়িং
ঘাস ফড়িং
মৌমাছি
171.তেলাপোপার গ্রিজার্ডে কয়টি দাঁত থাকে?
2
6
4
8
172.তেলাপোকার ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় শুধুমাত্র উলম্বভাবে আগত রশ্মিই কর্ণিয়ায় প্রতিবিম্ব গঠন করে?
এপোজিশন
সুপারপজিশন
বাইনোকুলার
মনোকুলার
173.আরশোলার পুঞ্জাক্ষির দুপাশের সাদা দাগ দুটিকে কি বলা হয়?
ওমাটিডিয়া
হিমোসিল
ফেনেস্ট্রা
গ্লোসা
174.আরশোলার হৃদযন্ত্র কত প্রকার প্রকোষ্ঠ বিশিষ্ট?
১০
১৩
১৫
১৮
175.আরশোলার জটিল চোখের গঠন ও কাজের একককে বলা হয়-
ক্রিস্টালাইন কোন
রেটিনা
ওমাটিডিয়াম
ওসেলাস
176.আরশোলার শ্বসনতন্ত্র পাওয়া যায় –
ফুসফুস
ফুলকা
ট্রাকিয়া
অ্যালভিওলাই
177.আরশোলার শ্বসন তন্ত্রে পাওয়া যায় –
ফুসফুস
ফুলকা
ট্রাকিয়া
অ্যালভিওলাই
178.আরশোলার পুঞ্জাক্ষীর প্রতিটি দর্শন একককে বলে-
স্ট্যাটোসিস্ট
ওমাটিডিয়াম
কর্ণিয়া
ট্রাকিয়া
179.ঘাস ফড়িং এর ওভিপজিটর কি কাজে ব্যবহৃত হয়?
লালা ক্ষরণে
শ্বসন কার্যে
ডিম্ব ত্যাগে
বর্জ্য নিষ্কাশনে
180.তেলাপোকার উওথেকা এর অভ্যন্তর ভাগ কয়টি প্রকোষ্ঠে বিভক্ত থাকে ?
12
14
15
16
181.পিউপা দশা দেখা যায়-
আরশোলায়
অ্যামিবাতে
প্রজাপতিতে
কেঁচোয়
182.আরশোলার পা কত খন্ডে বিভক্ত?
২
৩
৪
৫
183.ম্পার্মাথিকা পাওয়া যায়-
পুরুষ তেলাপোকায়
স্ত্রী তেলাপোকায়
কেঁচোতে
হাইড্রোতে
184.আরশোলার পুঞ্জাক্ষীর দর্শন একক হল-
কর্ণিয়া
আইরিস
ওমাটিডিয়াম
র্যাবডোম
185.আরশোলার স্পাইরাকল কতটি?
10টি
10 জোড়া
25টি
20 জোড়া
186.হিমোসিলের হিমোলিষ্ফের আন্দোনের দ্বারা ম্যালপিজিয়াননালিকা ঘাস ফড়িং এর কোন কাজটি করে থাকে?
রক্ত সংবহন
শ্বসন
রেচন
বিপাক
187.ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টি?
12
8
10
14
188.ঘাসফড়িং এর রক্ত কণিকার নাম কি?
Leukocyte
Erythrocyte
Thrombocyte
Hemocyte
189.পতেঙ্গর সম্পূর্ণ রূপান্তর নিম্নলিখিত কোন ধাপগুলো নিয়ে গঠিত-
ডিম-নিস্ফ-পূর্ণাঙ্গ পতঙ্গ
ডিম- লার্ভা পূর্ণাঙ্গ পতঙ্গ
ডিম-পিউপা-লার্ভা-পূর্ণাঙ্গ পতঙ্গ
ডিম-লার্ভা-পিউপা-পূর্ণাঙ্গ পতঙ্গ
190.ঘাসফড়িং এর দেহের উভয় পার্শ্বে মোট কয়টি স্পাইরাকাল থাকে?
১০টি
২০টি
৩০টি
৪০টি
191.ঘাসফড়িং এর রক্তরসের শ্বেত কণিকার নাম কি?
হিমোসিল
হিমোলিস্ফ
হিমোসাইট
হিমোগ্লোবিন
192.হিমোসিল কোন প্রাণীতে পাওয়া যায়?
আরশোলা
চিংড়ি
ঘাসফড়িং
সবগুলোতেই
193.ঘাসফড়িং এর কোন গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরিত হয়?
কর্পোরা কার্ডিয়াকা
কর্পোরা অ্যালাটা
প্রোথোরাসিক গ্রন্থি
ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ
194.ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষির কোন অংশটি আলো গ্রহণ করে?
কর্নিয়া
র্যাবডোম
কর্নিয়াজেন কোষ
ক্রিস্টালাইন কোষ
195.নিম্ফ কোন প্রাণীর শিশু দশা?
ঘাস ফড়িং
মৌমাছি
সমুদ্র শসা
ডেঙ্গু মশা
196.নিচের কোনটি ঘাস ফড়িং (grass hopper) এর পশ্চাৎ-পৌষ্টিকনালির অংশ?
গলবিল
গিজার্ড
ইলিয়াম
ক্রপ
197.ঘাসফড়িং এর স্পাইরাকল (spircle) কে ঘিরে রাখে কোনটি?
অপারকুলাম
পেরিট্রিম
টিনিডিয়া
ইন্টিমা
198.ঘাসফড়িং কোথায় ডিম পাড়ে?
ঘাসে
পাতায়
মাটিতে
পানিতে
199.ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের?
হলোমেটাবোলাস
হেটারোবোলাস
হেমিমেটাবোলাস
স্যুডোমেটাবোলাস
200.মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় একটি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষীতে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পাবে?
মোজাইক
সুপারপজিশন
সরল
জটিল
Read More: ঘাসফড়িং MCQ