জিনতত্ত্ব ও বিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

জিনতত্ত্ব ও বিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

জিনতত্ত্ব ও বিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন | HSC এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সাজশন ও অনুশীলন ও পরীক্ষায় ভালো করার জন্য দিয়েছি উত্তরসহ। আশাকরি তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে এই আর্টিকেলটি সহায়তা করবে।

অধ্যায় ১১: জিনতত্ত্ব ও বিবর্তন(Gene Theory and Evolution)
ক নম্বর প্রশ্ন (জ্ঞানমূলক)

■ মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্সসমূহ ও ক্রোমোসোম তত্ত্ব

প্রশ্ন-১. বংশগতিবিদ্যার ভিত্তি কী?
উত্তর: মেন্ডেল প্রদত্ত সিদ্ধান্তগুলো হলো বংশগতিবিদ্যার ভিত্তি ।

প্রশ্ন-২. মেন্ডেলের প্রথম সূত্রটি লেখো।
উত্তর: মেন্ডেলের প্রথম সূত্র: সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর বা জিনগুলো একত্রে অবস্থান করলেও এরা মিশ্রিত বা পরিবর্তিত বা বিনষ্ট হয় না। জননকোষ তৈরির সময় এরা পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে।

প্রশ্ন-৩. জিন কাকে বলে? [রা. বো., ব. বো. ১৯]
উত্তর: DNA অণুর এমন একটি খণ্ডাংশ যা এক অণু প্রোটিন (পলিপেপটাইড) সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কোড বা সংকেত প্রদান করে তাকে জিন বলে।

প্রশ্ন-৪. অ্যালিল কী?( সি. বো. ১৯ংচ, বো. ১৭; রা. বো. ১৫, সি. বো. ১৬, ব, বো. ১৫)
উত্তর: সমসংস্থ ক্রোমোসোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ের একটি হলো অপরটির অ্যালিল।

প্রশ্ন-৫, হোমোজাইগাস কী?
উত্তর: কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাই হলো হোমোজাইগাস ।

প্রশ্ন-৬. জিনতত্ত্বের জনক কে?
উত্তর: জিনতত্ত্বের জনক হলেন অস্ট্রিয়ান পাদ্রী গ্রেগর জোহান মেন্ডেল।

প্রশ্ন-৭. ফিনোটাইপ কী? (যবো. ১৯)
উত্তর: ফিনোটাইপ হলো কোনো জীবের জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত বাহ্যিক লক্ষণ।

প্রশ্ন-৮. মনোহাইব্রিড ক্রস কী?
উত্তর: একই প্রজাতির এক জোড়া বৈসাদৃশ্যময় বৈশিষ্ট্য সম্পন্ন দুটি উদ্ভিদের মধ্যে যে ক্রস ঘটে তাই হলো মনোহাইব্রিড ক্রস ।

প্রশ্ন-৯. অটোসোম কী?
উত্তর: জীবের দৈহিক বৈশিষ্ট্য প্রকাশ ও নিয়ন্ত্রণকারী ক্রোমোসোমই হলো অটোসোম।

প্রশ্ন-১০. প্রকট বৈশিষ্ট্য কী?( ব..বো. ১৬)
উত্তর: একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন হোমোজাইগাস জীবে সংকরায়ন ঘটালে F, জনুতে সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাই হলো প্রকট বৈশিষ্ট্য।

জিনতত্ত্ব ও বিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

প্রশ্ন-১১. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী?
উত্তর: প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো হেটারোজাইগাস জীবে অপ্রকাশিত বৈশিষ্ট্য.

প্রশ্ন-১২, টেস্ট ক্রস কী?
উত্তর: F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস বা হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিশিষ্ট জীবের সাথে যে সংকরায়ন বা ক্রস করানো হয় তাই হলো টেস্ট ক্রস।

প্রশ্ন-১৩. ব্যাক ক্রস কী?
উত্তর: প্রথম বংশধরের একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃ বংশীয় এক সদস্যের ক্রসই হলো ব্যাক ক্রস।

প্রশ্ন-১৪. জিনোম কী?
উত্তর: জীবের একটি জননকোষের জিনের সমষ্টিই হলো জিনোম

প্রশ্ন-১৫. জিনোটাইপ কাকে বলে?
উত্তর: কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিনযুগলের গঠনকে জিনোটইপ বলে।

প্রশ্ন-১৬. লোকাস কী? /ব
উত্তর: ক্রোমোসোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তার নামই হলো লোকাস।

■ মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, পলিজেনিক ইনহেরিট্যান্স

প্রশ্ন-১৭. অসম্পূর্ণ প্রকটতা কী?
উত্তর: অসম্পূর্ণ প্রকটতা হলো জীবের হেটারোজাইগাস অবস্থায় একটি প্রকট অ্যালিলের প্রচ্ছন্ন অ্যালিলের ক্রিয়াকে সম্পূর্ণ দমন করতে না পারে বরং উভয়ই আংশিকভাবে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করে এবং নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় ।

প্রশ্ন-১৮. সমপ্রকটতা কী?
উত্তর: সংকর জীবে অনেক সময় দুটি বিপরীতধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমভাবে প্রকাশিত হয়, জিনের এধরনের স্বভাবই হলো সমপ্রকটতা ।

প্রশ্ন-১৯. লিথাল জিন কী?
উত্তর: লিথাল জিন হলো সেসব জিন যারা হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায়।

প্রশ্ন-২০. পরিপূরক জিন কী?
উত্তর: ভিন্ন লোকাসে দুটি প্রকট জিন একত্রে উপস্থিত থেকে একটি বিশেষ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটালে জিন দুটি হলো একে অপরের পরিপূরক জিন।

প্রশ্ন-২১. এপিস্ট্যাসিস কী? (দিবো. ১৯ঢা, যবো ১৭,চবো ১৫)
উত্তর: একটি জিন যখন একটি নন-অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, উক্ত ঘটনাই হলো এপিস্ট্যাসিস।

প্রশ্ন-২২. হাইপোস্ট্যাটিক জিন কী?
উত্তর: কোনে জিন যখন অপর একটি নন-অ্যালিলিক জিন দ্বারা বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হয় তখন উক্ত জিন হলো হাইপোস্ট্যাটিক জিন।

Gene Theory and Evolution: জিনতত্ত্ব ও বিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

প্রশ্ন-২৩. দ্বৈত প্ৰচ্ছন্ন এপিস্ট্যাসিস কী?
উত্তর: ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন জিন একে অপরের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করলে জিনের সেই পারস্পরিক ক্রিয়া হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস।

প্রশ্ন-২৪. পলিজেনিক ইনহেরিট্যান্স কী?
উত্তর: একাধিক জিন দ্বারা একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হওয়ার বংশগতিক উত্তরাধিকার ধারাই হলো পলিজেনিক ইনহ্যারিটেন্স।

প্রশ্ন-২৫. সাবভাইটাল জিন কাকে বলে?
উত্তর: যেসব লিথাল জিনের প্রভাবে ৫০% এর কম সংখ্যক জীব মারা যায় সেগুলোকে সাবভাইটাল জিন বলে।

■ লিঙ্গ নির্ধারণ নীতি ও সেক্স লিঙ্কড ডিসঅর্ডার

প্রশ্ন-২৬. সেক্স ক্রোমোসোম কী?
উত্তর: যে ক্রোমোসোম দ্বারা সরাসরি জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাই হলো সেক্স ক্রোমোসোম।

প্রশ্ন-২৭. হোমোগ্যামেটিক প্রাণী কী?
উত্তর: যেসব প্রাণীরা মাত্র এক ধরনের গ্যামিট উৎপন্ন করে তারাই হলো হোমোগ্যামিটিক প্রাণী।

প্রশ্ন-২৮, হেটারোগ্যামেটিক প্রাণী কী?
উত্তর: যেসব প্রাণী দুই প্রকার গ্যামিট উৎপন্ন করে তাই হলো হেটারোগ্যামিটিক প্রাণী।

প্রশ্ন-২৯. সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য কী?
উত্তর: সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য হলো প্রাণীর কিছু বৈশিষ্ট্য যা সেক্স ক্রোমোসোমে উপস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

প্রশ্ন-৩০. মাসকুলার ডিসট্রফি কী? (চ. বৌ. ১৯)
উত্তর: DMD বা Duchenne Muscular Dystrophy বা ডুশেনি মাসক্যুলার ডিসট্রফি হলো এক ধরনের জিনঘটিত রোগ।

প্রশ্ন-৩১. বর্ণান্ধতা কাকে বলে?
উত্তর: মানুষের চোখের রেটিনার বর্ণসংবেদী কোন কোষ উৎপাদনকারী ‘X’ ক্রোমোসোমের মিউটেশনের কারণে যখন লাল-সবুজ বর্ণের পার্থক্য করা সম্ভব হয় না তখন তাকে বর্ণান্ধতা বলে।

বিবর্তনঃ জিনতত্ত্ব ও বিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

■ABO রক্তগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা

প্রশ্ন-৩২. ABO ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন?
উত্তর: অস্ট্রিয়ার প্যাথোলোজিস্ট ড. কার্ল ল্যান্ডস্টেইনার ABO ব্লাড গ্রুপ,আবিষ্কার করেন।

প্রশ্ন-৩৩, সার্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে?
উত্তর: ব্লাড গ্রুপ ‘o’ কে সার্বজনীন দাতা বলা হয়।

প্রশ্ন-৩৪. সার্বজনীন গ্রহীতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে?
উত্তর: ‘AB’ ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়।

প্রশ্ন-৩৫. Rh ফ্যাক্টর কী? (ক. বো. ১৯)
উত্তর: মানুষের লোহিত কণিকার ঝিল্লিতে অবস্থিত রেসাস বানরের লোহিত কণিকার ঝিল্লির মতো এক প্রকার অ্যান্টিজেনই হলো Rh ফ্যাক্টর।

■ বিবর্তন তত্ত্ব, ল্যামাবিজম, ডারউইনিজম

প্রশ্ন-৩৬. বিবর্তন কী? (রা. বো ১৭ দিবো. ১৫)
উত্তর: বিবর্তন হলো পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে প্রাণীর ধারাবাহিক ও ধীর শৃঙ্খলাপূর্ণ পরিবর্তন।

প্রশ্ন-৩৭. ডারউনিজম কী?
উত্তর: ইংরেজ বিজ্ঞানী রবার্ট ডারউইন বিবর্তনের উপর যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ দেন সেটিই হলো ডারউইনিজম।

প্রশ্ন-৩৮. পরিব্যক্তি কী?
উত্তর: পৃথিবীতে প্রত্যেকটি জীবের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাই হলো পরিব্যক্তি।

■ বিবর্তনের প্রমাণাদি

প্রশ্ন-৩৯, জীবাশ্ম কী? সকল বোর্ড ১৮; চ.বো. ১৫
উত্তর: আদি শিলাস্তরে প্রস্তরীভূত বা পাললিক শিলাস্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক (বিলুপ্ত) জীবের দেহ, দেহাংশ বা দেহের কোন অংশের ছাপ কিংবা রাসায়নিক পদার্থে সৃষ্ট জীবদেহের অনুরূপ কাঠামোই হলো জীবাশ্ম।

প্রশ্ন-৪০, Archaeopteryx কী?
উত্তর: Archaeopteryx হলো বিবর্তনিক সংযোগকারী প্রাণী জীবাশ্ম, যাতে সরিসৃপ ও পাখির বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছে।

প্রশ্ন-৪১. জীবন্ত জীবাশ্ম কী?
উত্তর: বর্তমানকালের যে জীবিত প্রাণীর বৈশিষ্ট্য অতীতকালের কোন জীবাশ্ম প্রাণীর বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন, তাই হলো জীবন্ত জীবাশ্ম।

প্রশ্ন-৪২, নিষ্ক্রিয় অঙ্গ কী? (ক. বো, ১৭)
উত্তর: যেসব অঙ্গে এক সময় পূর্বপুরুষের দেহে সুগঠিত ও কার্যক্ষম ছিল, কিন্তু পরবর্তী বংশধরের দেহে তা গুরুত্বহীন, অগঠিত এবং অকার্যকর অবস্থায় রয়েছে সেসব অঙ্গই হলো নিষ্ক্রিয় অঙ্গ।

এই জিনতত্ত্ব বিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন ছাড়াও আরো জানতে ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top