বিলাসী গল্পের সৃজনশীল সাজেশন ২০২৩ (এইচএসসি বাংলা ১মপত্র)

বিলাসী গল্পের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)

বিলাসী গল্পের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র): শিক্ষার্থীরা তোমাদের বাংলা গদ্য অংশ বিলাসী এর সর্বশেষ বোর্ড প্রশ্ন উত্তরসহ এখানে দিয়েছি। আশাকরি তোমরা এখান থেকে প্রস্তুতি ও পরীক্ষার ধারণা নিতে পারবে।

বিবিলাসী গল্পের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)

সাজেশন

আরো পড়ুনঃ

সর্বশেষ বোর্ডে আসা প্রশ্ন সাজেশন

১) মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
ও বন্ধু…
.

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
খ) বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে।’— বিষয়টি বুঝিয়ে বল।
গ) উদ্দীপকের ভাবের সঙ্গে ‘বিলাসী’ গল্পের কোন দিকটির সাদৃশ্য রয়েছে? নির্ণয় কর।
ঘ) “উদ্দীপকটি “বিলাসী’ গল্পের আংশিক ভাবের প্রতিনিধিত্বকারী।”—মন্তব্যটি বিশ্লেষণ কর।

বিলাসী গল্পের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)


২। কেউ মালা, কেউ তসবি গলায়,/তাইতে কী জাত ভিন্ন বলায়,
যাওয়া কিংবা আসার বেলায়/জেতের চিহ্ন রয় কার রে ॥

ক. কামাখ্যা কিসের জন্য বিখ্যাত?
খ) “স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিলাম।”- ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকটি ‘বিলাসী’ গল্পের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
“ঘ) “উদ্দীপকটি ‘বিলাসী’ গল্পের আংশিক ভাবের প্রতিনিধিত্ব করে।”-মন্তব্যটি বিশ্লেষণ।

৩। এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোঁড়াটা মড়া ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি! ধমক দিয়া বলিলেন, মা মরেচে ত যা নীচে নেমে দাঁড়া। ওরে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে! কি জাতের ছেলে তুই? কাঙ্গালী সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে! দুলের মড়ার কাঠ কি হবে শুনি?

ক. বড় বড় আমগাছে সমস্ত বাগানটা কিরূপ বোধ হচ্ছিল?
খ) “আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না।”- এ উক্তিটির কারণ ব্যাখ্যা কর।
গ উদ্দীপকে অধর রায় ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ঘ) “উদ্দীপকটি বিলাসী’ গল্পের আংশিক ভাব ধারণ করে”– তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।

বিলাসী গল্পের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)

৪) বংশে বংশে নাহি কো তফাৎ
বনেদি কে আর ঘর বনেদি
দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ
দুনিয়া সবারি জনম-বেদি।

ক. খুড়ার কাজ কী ছিল?
খ মৃত্যুঞ্জয়ের সাপুড়ে বৃত্তি গ্রহণের কারণ কী? ব্যাখ্যা কর।
গ উদ্দীপকটি ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের বিপরীত দিক প্রকাশ করে?
ঘ. উদ্দীপকটি ‘বিলাসী’ গল্পের মূলভাবের তাৎপর্য বহন করে – মন্তব্যটি বিশ্লেষণ কর।

৫) মুখে দেয় জল, শুধায় কুশল, শিরে দেয় মোর হাত,
দাঁড়ায়ে নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত।
বলে বার বার, ‘কর্তা, তোমার কোনো ভয় নাই, শুন
যাবে দেশে ফিরে, মাঠাকুরানীরে দেখিতে পাইবে পুন।’
লভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে;
নিল সে আমার কালব্যাধিভার আপনার দেহ-‘পরে।

ক. কামাখ্যা কী?
খ মৃত্যুঞ্জয় বিলাসীর জন্য জাত বিসর্জন দিয়েছিল কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? নির্ণয় কর।
ঘ উদ্দীপকের পরিণতি যেদিকে মোড় নিয়েছে, গল্পের পরিণতি সেদিকে মোড় নেয়নি – মন্তব্যটি বিশ্লেষণ কর।

বিলাসী গল্পের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)

৬)

  1. এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান-
  2. এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খৃস্টান।
  3. এসো ব্রাহ্মণ, শুচি করি মন ধরো হাত সবাকার।
  4. এসো হে পতিত, হোক অপনীত সব অপমানভার।
  5. মার অভিষেকে এসো এসো ত্বরা, মঙ্গল ঘট হয় নি যে ভরা
  6. সবার-পরশে-পবিত্র-করা তীর্থনীরে—
  7. আজি ভারতের মহামানবের সাগরতীরে।

ক. ‘ফলাহার’ শব্দটির অর্থ কী?
খ. মৃত্যুঞ্জয়ের কাকার মতে গ্রামের মুখ কেন পুড়ল?
গ. উদ্দীপকের কবিতার কোন ভাবটি ‘বিলাসী’ গল্পে অনুপস্থিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কবিতার যে মানবিক আবেদন সেটি ‘বিলাসী’ গল্পের কথক ন্যাড়ার মাঝে থাকলেও সমাজব্যবস্থার চাপে তা প্রস্ফুটিত হয়নি— সত্যতা নিরূপণ কর।

এই বিলাসী গল্পের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র) ছাড়াও আরো পড়ুন

You cannot copy content of this page

Scroll to Top