ব্যাকটেরিয়া প্রশ্ন

ব্যাকটেরিয়া প্রশ্ন ⼁ Bacteria suggestion ⼁ Bacteria details

ব্যাকটেরিয়া প্রশ্ন ⼁ Bacteria suggestion ⼁ Bacteria details : JSC, SSC, HSC, Bsc. Degree , Honours, Masters সহ সকল স্তরের জন্য ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রশ্নের উত্তর, বিগত সালের প্রশ্ন ও সাজেশন দেওয়া হয়েছে। বিশেষ করে বিএসসি বোটানি নন মেজর ১ম বর্ষ অনার্সের শিক্ষার্থীরা সাজেশন বোটানি হিসেবে এই আর্টিকেলটি ভালোভাবে অনুসরণ করতে পারে।

:

অনুশীলনী-২: সপ্তম পরিচ্ছেদ
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ

ক বিভাগ

প্রশ্ন-১ : ব্যাকটেরিয়ার সংজ্ঞা দাও।
উত্তর এককোষী, সরল, আণুবীক্ষণিক আদি প্রকৃতির কোষ দিয়ে গঠিত অণুজীব যা সাধারণত ক্লোরােফিলবিহীন, মৃতজীবী, অথবা পরজীবী প্রধানত দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে, জটিল কোষ প্রাচীরবিশিষ্ট অণুজীবকে ব্যাকটেরিয়া বলে।


২। উদ্ভিদদেহে রােগ সৃষ্টিকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর : Xanthomonas, Erwinia, Agrobacterium, ইত্যাদি।

৩। মানবদেহে রোগ সৃষ্টিকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর: Salmonella typhosa, Mycobacterium, Tuberculosis, Bacillus anthracis, Streptococcuspneumoniae, Clostridium tetani

প্রশ্ন-৪ । মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর : Rhizobium, Azotobacter, Bacillus, Nitrosomonas

৫। পানিতে বসবাসকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর, : Salmonella, Vibrio, Escherichia, Shigella

৬। বায়ুতে বসবাসকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর • Micrococcus, Sarcina, Bacillus, Micobacterium

৭। খাদ্যে বসবাসকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর : Clostridium, Bacillus, Pseudomonas

৮। দুধে বসবাসকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর : Lactobacillus, E coli, Streptococcus, Lactis, Mycobacteria

। কয়েকটি মিথােজীবী ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর : Rhizobium, Japonicum, Spirillum, Lipoferum ইত্যাদি।

প্রশ্ন-১০ : কক্কাস ব্যাকটেরিয়া কাকে বলে ?
উত্তর : যেসব ব্যাকটেরিয়া দেখতে গােলাকার তাদের কক্কাস ব্যাকটেরিয়া বলে।

প্রশ্ন-১১ : মনােকক্কাস ব্যাকটেরিয়া কাকে বলে?
উত্তর : যে সকল ব্যাকটেরিয়া গােলাকার এবং এককভাবে বসবাস করে তাকে মনােকক্কাস ব্যাকটেরিয়া বলে। Micrococcus aureus

প্রশ্ন-১২ : ফ্লাজেলার উপর ব্যাকটেরিয়া কত প্রকার ও কী কী ?
: ছয় প্রকার, যথা- (১) অ্যাট্রিকাস, (২) মনােট্রিকাস, (৩) অ্যাম্ফিট্রিকস (৪) সেফালােট্রিকাস, (৫)লফোট্রিকাস, (৬) পেরিট্রিকাস ।

প্রশ্ন-১৩ : গ্রাম রঞ্জন পদ্ধতি কাকে বলে ?
উত্ত : যে পদ্ধতিতে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে রঞ্জিত করা হয় তাকে গ্রাম রঞ্জন পদ্ধতি বলে।

ফলোঃ ব্যাকটেরিয়া প্রশ্ন ⼁ Bacteria suggestion ⼁ Bacteria details

ক বিভাগ

প্রশ্ন-১৪ ; গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া কাকে বলে ?
উত্তর : যেসব ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়ােলেট নামক রঞ্জক পদার্থ ও আয়ােডিন দ্বারা রঞ্জিত করার পর স্পিরিট দিয়ে ধুলে বেগুনি রঙ ধরে রাখতে পারে তাকে গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া বলে। যেমন— Streptococcus sp.

প্রশ্ন-১৫ : গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলে ?
: যেসব ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়ােলেট ও আয়ােডিন দ্বারা রঞ্জিত করে স্পিরিট দিয়ে ধুলে বর্ণ হারায় এবং পরে স্যাফ্রানিনে ডুবালে লাল বর্ণ বা গােলাপি বর্ণ ধারণ করে তাদেরকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে। Gonococcus

প্রশ্ন-১৬ : বায়বীয় ব্যাকটেরিয়া কাকে বলে ?
উত্তর : যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেন-এর সাহায্যে শ্বসন কার্য সম্পূর্ণ করে তাকে বায়বীয় ব্যাকটেরিয়া বলে। Micrococcus

প্রশ্ন-১৭ : পরজীবী ব্যাকটেরিয়া কাকে বলে ?
উত্তর : যে সকল ব্যাকটেরিয়া অন্য পােষক থেকে পুষ্টি গ্রহণ বা সুবিধা ভােগ করে কিন্তু পােষক দেহের রােগ সৃষ্টি বা ক্ষতি করে তাকে পরজীবী ব্যাকটেরিয়া বলে। যেমন- Rhizobium.

প্রশ্ন-১৮ : মৃতজীবী ব্যাকটেরিয়া কাকে বলে ?
উত্তর : যে সকল ব্যাকটেরিয়া মৃত প্রাণীদেহ বা জৈব বস্তু হতে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে তাকে মৃতজীবী ব্যাকটেরিয়া বলে। যেমন—Nitrosomonas.

প্রশ্ন-১৯ : ফ্লাজেলা কাকে বলে ?
: ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভেতরের দিকের ব্লেফারােপ্লাস্ট থেকে সৃষ্ট ফ্লাজেলিন নামক প্রােটিন দ্বারা গঠিত, চাবুকের ন্যায় গঠনবিশিষ্ট অঙ্গ, যা চলাচলে ও খাদ্য গ্রহণে সহায়তা করে তাদের ফ্লাজেলা বলে।

প্রশ্ন-২০ : ফ্লাজেলার কাজ কী
: i) চলনে সহায়তা করা।
ii) ব্যাকটেরিয়াকে কোনাে কিছুর সাথে আটকে রাখতে সহায়তা করা।
iii) খাদ্য গ্রহণে সহায়তা করা।

প্রশ্ন-২১ : পিলি কি ?
উত্তর : ব্যাকটেরিয়ার দেহে ফ্লাজেলার চেয়ে ছােট এবং পিলিন প্রােটিন দ্বারা গঠিত চুলের মতাে উপাকে পিলি বলে ।

প্রশ্ন-২২ : নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে ?
উত্তর : যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের মুক্ত মৌল N2 বিভিন্ন পদার্থের সাথে বিক্রিয়া করে উদ্ভিদের গ্রহণােপযােগী রাসায়নিক যৌগে পরিণত হয়, সে পদ্ধতিকে N2 সংবন্ধন বলে।

বোটানি নন মেজরঃ ব্যাকটেরিয়া প্রশ্ন ⼁ Bacteria suggestion ⼁ Bacteria details

ক বিভাগ

প্রশ্ন-২৩ : ব্যাকটেরিয়ার বংশগতীয় পুনর্বিন্যাস কি ?
: কোনাে ব্যাকটেরিয়া কোষের জেনেটিক পদার্থ বা বস্তু অন্য কোনাে ব্যাকটেরিয়ার কোষে স্থানান্তরিত হওয়ার ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনাে ব্যাকটেরিয়ার সৃষ্টি হলে তাকে ব্যাকটেরিয়ার বংশগতীয় পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন বলে।

প্রশ্ন-২৪ : ব্যাকটেরিয়ার জেনেটিক পুনর্বিন্যাস কয়টি পন্থায় হয় এবং সেগুলো কি কি ?
উত্তর। । তিনটি পন্থায় হয়। যথা : ১. কনজুগেশন, ২। ট্রান্সফরমেশন, ৩। ট্রান্সডাকশন।

প্রশ্ন-২৫ : কনজুগেশন কি?
উত্তর : দুটি ব্যাকটেরিয়া কোষের ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে একটি ব্যাকটেরিয়ার নিউক্লিয় পদার্থ অন্য ব্যাকটেরিয়া কোষে স্থানান্তুর হওয়ার প্রক্রিয়াটিকে ব্যাকটেরিয়ার কনজুগেশন বলে।

প্রশ্ন-২৬ : ট্রান্সফরমেশন কাকে বলে ?
উত্তর : কোনাে দাতা কোষের কোষমুক্ত নগ্ন DNA গ্রহীতা কোষে প্রবিষ্ট হয়ে বংশগতীয় পুনর্বিন্যাস ঘটালে তাকে ট্রান্সফরমেশন বলে।

প্রশ্ন-২৭ : ট্রাডাকশন কি ?
উত্তর : যে প্রক্রিয়ায় ভাইরাসের মাধ্যমে কোন একটি ব্যাকটেরিয়া হতে জিনগত অর্থাৎ জেনেটিক পদার্থ অপর একটি ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হয়ে ঐ ব্যাকটেরিয়াকে নতুন বৈশিষ্ট্যের ব্যাকটেরিয়াতে পরিণত করে তাকে ট্রাডাকশন বলে।

প্রশ্ন-২৮ : ব্যাকটেরিয়াকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয় কেন?
উত্তর মাঠ, ঘাট, এন, লােকালয় প্রভৃতি স্থানে যে সমস্ত মরা জীবদেহ, আবর্জনা, পাতা ও বর্জ্য পদার্থ পতিত হয়, সেগুলােকে ব্যাকটেরিয়া পচিয়ে দ্রবীভূত বা মাটিতে মিশিয়ে দেয়, ফলে পরিবেশ দূষিত বা জঞ্জালে ভর্তি হয় না বরং পরিষ্কার হয়। আর তা না হলে পৃথিবী আবর্জনার সাগরে ডুবে যেত। তাই ব্যাকটেরিয়াকে প্রকৃতির বাড়ুদার বলা হয়।

প্রশ্ন-২৯ : ব্যাকটেরির দৈহিক গঠন কেমন ?
উত্তর : এককোষী আদি প্রকৃতির।

প্রশ্ন-৩০ : কে সর্বপ্রথম ও কত সালে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন ?
উত্তর ; Antoni von Leeuwen Hoek, ১৬৭৬ সালে।

প্রশ্ন-৩১ : কে প্রথম ব্যাকটেরিয়ার নামকরণ করেন ও তা কত সালে ?
উত্তর : ১৮২৮ সালে জি, এহরেন বার্গ।

ব্যাকটেরিয়া প্রশ্ন ⼁ Bacteria suggestion ⼁ Bacteria details

ক বিভা

প্রশ্ন-৩২ : ব্যাকটেরিয়ার আদি নাম কি ?
উত্তর : Animalcules.

প্রশ্ন-৩৩ : ব্যাকটেরিয়ার রঞ্জন প্রক্রিয়ার নাম কি ?
উত্তর : গ্রাম রঞ্জন।

প্রশ্ন-৩৪ : কে ব্যাকটেরিয়ার রঞ্জন প্রক্রিয়ার আবিষ্কার করেন ?
: Christian Gram ১৮৮৪ সালে ।

প্রশ্ন-৩৫ ; কে প্রথম ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস প্রবর্তন করেন ?
উত্তর : David Bergey’s.

প্রশ্ন-৩৬ : কিমােথেরাপি কে আবিষ্কার করেন ?
Paul Erich

প্রশ্ন-৩৭ : কে ১৯২৮ সালে সর্বপ্রথম ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন আবিষ্কার করেন?
উত্তর : F. Griffith.

প্রশ্ন-৩৮: ব্যাকটেরিয়ার কনজুগেশন কারা আবিষ্কার করেন ?
উত্তর : J. Lederburg I E. L. Tatum.

প্রশ্ন-৩৯ : ১৯৫২ সালে কোন কোন বিজ্ঞানী সর্বপ্রথম ট্রান্সডাকশন পদ্ধতি আবিষ্কার করেন ?
উত্তর : N. Zinder, I. Joshum Lederberg.

প্রশ্ন-৪০ : ব্যাকটেরিয়া কোষে কি ক্লোরােফিল আছে ?
উত্তর ; ব্যাকটেরিয়া ক্লোরােফিলবিহীন।

প্রশ্ন-৪১: ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রকৃতি কিরূপ ?
উত্তর সুগঠিত কোষপ্রাচীর।

প্রশ্ন-৪২ : ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি কেমন ?
উত্তর। ; অ্যামাইটোসিস।

প্রশ্ন-৪৩ : ব্যাকটেরিয়ার বংশবিস্তার পদ্ধতি কেমন ?
দ্বিবিভাজন ও রেণু উৎপাদন

প্রশ্ন-৪৪ : কোন ভাইরাসের প্রতি ব্যাকটেরিয়া অত্যন্ত সংবেদনশীল ?
উত্তর। : ফাজ ভাইরাসের প্রতি।

প্রশ্ন-৪৫ : কোন ব্যাকটেরিয়ায় ফ্লাজেলা থাকে না?
উত্তর : এট্রাইকাস বা Micrococcus ব্যাকটেরিয়া।

প্রশ্ন-৪৬ : কোন ব্যাকটেরিয়ার চারপাশে ফ্লাজেলা উপস্থিত ?
উত্তর : পেরিট্রাইকাস ব্যাকটেরিয়ার ।

প্রশ্ন-৪৭ : কোন ব্যাকটেরিয়ায় একটি ফ্লাজেলা থাকে ?
: মনেট্রাইকাস ব্যাকটেরিয়ার ।

প্রশ্ন-৪৮ : ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি ?
: মিউকোপেপটাইড।

প্রশ্ন-৪৯ : ব্যাকটেরিয়ার মিউকোপেপটাইড কিসের তৈরি ?
: গ্লুকোজ তামাইন এবং অ্যাসিটাইল মিউরামিক এসিড অণুর সমন্বয়ে গঠিত।

প্রশ্ন-৫০ : ব্যাকটেরিয়া লুইম স্তর বা ক্যাপসুল কিসের তৈরি ?
: পলিপেপটাইড বা পলিস্যাকারাইড এর পলিমারে।।

প্রশ্ন-৫১ : ব্যাকটেরিয়ার ফ্লাজেলা কিসের তৈরি ?
: ফ্ল্যাজেলিন প্রােটিনের।

প্রশ্ন-৫২ : ব্যাকটেরিয়ার একমাত্র চলন অঙ্গের নাম কি ?
: ফ্লাজেলা।

প্রশ্ন-৫৩ : ব্যাকটেরিয়ার ফ্লাজেলা ও পিলি কোথা হতে উৎপন্ন ও কোনটি কনজুগেশনে সাহায্য করে ?
: ফ্লাজেলা এ্যানীউল থেকে, পিলি সাইটোপ্লাজম থেকে তাদের মধ্যে পিলি কনজুগেশনে সহায়তা করে।

অনুসরণঃ ব্যাকটেরিয়া প্রশ্ন ⼁ Bacteria suggestion ⼁ Bacteria details

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। ব্যাকটেরিয়া কাকে বলে? এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
২। গ্রাম রঞ্জন কাকে বলে? গ্রাম পজেটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লেখ ।

(জাবি-২০০১)
৩। ফ্লাজেলা ও পিলির মধ্যে পার্থক্য লেখ।
৪। ব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমার মধ্যে পার্থক্য লেখ।
৫। ব্যাকটেরিয়া সৃষ্ট ৫টি মানবসৃষ্ট উদ্ভিদের রােগের নাম ও জীবাণুর নাম লেখ।

ডিগ্রি বোটানিঃ ব্যাকটেরিয়া প্রশ্ন ⼁ Bacteria suggestion ⼁ Bacteria details

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
২। আদর্শ ব্যাকটেরিয়া কোষের সূক্ষ্ম গঠন বর্ণনা কর।
৩। ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
৪। বংশগতীয় পুনর্বিন্যাস বা যৌন প্রজনন কাকে বলে?
৫। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে

পরীক্ষা-২০০২
টীকা লিখ : ব্যাকটেরিয়ার প্রজনন ।

পরীক্ষা-২০০৩
ফ্লাজেলা, পুষ্টি ও তাপমাত্রার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর।

পরীক্ষা-২০০৪
(ক) ব্যাকটেরিয়া কী? ইলেকট্রন মাইক্রোসপে দৃশ্যমান একটি ব্যাকটেরিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন কর ।
(খ) ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলােচনা কর।

পরীক্ষা-২০০৫
ফ্লাজেলা ও রঞ্জক ভিত্তিক ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর

পরীক্ষা-২০০৬
(ক) ইলেকট্রন মাইক্রোস্কোপে দৃশ্যমান একটি ব্যাকটেরিয়া কোষের চিত্রাংকন ও চিহ্নিত কর।
(খ) ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলােচনা কর।

পরীক্ষা-২০০৭
(ক) ব্যাকটেরিয়ার আদি কোষীয় বৈশিষ্ট্য উল্লেখ কর ।
(খ) পুন:সংযােজন কী? ব্যাকটেরিয়া ট্রান্সডাকশন প্রক্রিয়ার সচিত্র বর্ণনা দাও ।

পরীক্ষা-২০০৮
৭। টীকা লিখ : ব্যাকটেরিয়া দ্বি-বিভাজন।

পরীক্ষা-২০০৯
৮। (ক) বংশগতীয় পুনর্বিন্যাস কী ? ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন প্রক্রিয়ার বর্ণনা দাও।
(খ) আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর। [উত্তর সংকেত : ২.৭.৩]

পরীক্ষা-২০১০

৯। (ক) সংক্ষিপ্ত প্রশ্ন :
(i) গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলতে কী বুঝ ?
(i) সালােকসংশ্লেষণীয়কারী একটি ব্যাকটেরিয়ার প্রজাতির নাম লিখ। eg : Chlorobium
(ii) অণুজীব সার হিসেবে ব্যবহৃত একটি ব্যাকটেরিয়ার প্রজাতি নাম লিখ । eg : Nitrobactor
(খ) ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর একটি ব্যাকটেরিয়ার কোষের স্বচিত্রসহ বর্ণনা কর।৩+৭=১০

পরীক্ষা-২০১১
১০। (ক) নাইট্রোজেন সংবন্ধনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
(খ) মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর।
(গ) গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কী কী ?
(ঘ) ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর।
(ঙ) বংশগতীয় পুনর্বিন্যাস কী ? ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন প্রক্রিয়ার বর্ণনা দাও।

পরীক্ষা-২০১২
১১। (ক) সংক্ষিপ্ত প্রশ্ন :
(i) পােলিও রােগের জীবাণুর নাম লিখ।
(ii) পিলি কাকে বলে ?
(ii) হাইড্রোজেন ব্যাকটেরিয়ার নাম লিখ ।
(গ) ইলেকট্রন মাইক্রোস্কোপে দৃশ্যমান একটি ব্যাকটেরিয়া কোষের চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।

পরীক্ষা-২০১৩
১১। বংশগতীয় পুনর্বিন্যাস কী? ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন প্রক্রিয়ায় বর্ণনা দাও।

পরীক্ষা-২০১৪
১১। কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা বর্ণনা কর।

এই ব্যাকটেরিয়া প্রশ্ন ⼁ Bacteria suggestion ⼁ Bacteria details ছাড়াও আরো জানতে ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top