মানব শরীরতত্ত্বঃ বর্জ্য ও নিষ্কাশন সাজেসান্স

মানব শরীরতত্ত্বঃ বর্জ্য ও নিষ্কাশন সাজেসান্স

মানব শরীরতত্ত্বঃ বর্জ্য ও নিষ্কাশন সাজেসান্সটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ

Human Physiology: Wastes and Elimination

মানব শরীরতত্ত্বঃ বর্জ্য নিষ্কাশন সাজেসান্স

জ্ঞানমূলক প্রশ্ন

১. বৃক্ক কী ?
২. হাইলাম কী ?
৩. রেনাল সাইনাস কাকে বলে ?
৪. রেনাল প্যাপিলা কী ?
৫. বার্টিনির রেনাল স্তম্ভ কী ?
৬. নেফ্রন কী ? [চ.বাে,, ব.বাে.২০১৯; সি.বাে.২০১৬]
৭. বােম্যান্স ক্যাপসুল কী ?
৮. পােডােসাইট কী ?
৯. ক্যাপসুলার স্পেস কী ?
১০. হেনলির লুপ কী ?
১১. DCT- এর পূর্ণরূপ কী ?
১২. রেচন কী ? [য.বাে, ২০১৯, ২০১৬; ঢা.বাে,২০১৭]
১৩. রেচন পদার্থ কী ?
১৪. ডিঅ্যামিনেশন কী ?
১৫. আলট্রাফিলট্রেশন কী ?
১৬. মূত্র কী ?
১৭. ক্রিয়েটিনিন কী ?
১৮, ডাইইউরেটিকস কী ?
১৯, অসমােরেগুলেশন কী ? [দিবাে.২০১৭)
২০. ADH কী ?
২১. বৃক্কের তাৎক্ষণিক বিকল অবস্থা কী ?
২২. রেনােগ্রাম কী ?
২৩. ডায়ালাইসিস কী ?
২৪. হিমােডায়ালাইসিস কী ? (চ.বাে. ২০১৭; কু.বে, ২০১৫)
২৫, ডায়ালাইসেট কী ?
২৬. CAPD- এর পূর্ণরূপ কী ?
২৭. Ambulatory শব্দের অর্থ কী ?
২৮. অসমােলারিটি কী ?
২৯, হাইপােটনিক মূত্র কী?
৩০. সমসারক মূত্র কী ?
৩১. অ্যানজিওটেনসিন কী ?
৩২. ph কাকে বলে ?
৩৩. বাফার কী ?

অনুধাবনমূলক

১. গবিনী বলতে কী বােঝায় ?
২. রেনাল ক্যাপসুল বলতে কী বােঝায় ?
৩ নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থের ভিত্তিতে প্রাণীর শ্রেণিবিভাগ কর।
8. সব রেচন পদার্থই বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য রেচন পদার্থ নয় কেন?
৫. মালপিজিয়ান বডি বলতে কী বােঝায় ? [চ.বাে, ২০১৭) ?
৬. মালপিজিয়ান বডি এবং মালপিজিয়ান নালিকার
৭. বােম্যান্স ক্যাপসুল বলতে কী বােঝায় ?
৮. গ্লোমেরুলাস বলতে কী বােঝায় ?
৯ রেনাল টিউব্যুল বলতে কী বােঝায় ?
১০. হেনলির লুপ বলতে কী বােঝায় ?
১১. বেলিনীর ডাক্ট সম্পর্কে লেখাে।
১২. রেনাল টিউবুলসের কাজ লেখাে।
১৩, গ্লোমেরুলার ফিলট্রেট বলতে কী বােঝ ? [যবাে, ২০১৯)
১৪. অতিসূক্ষ্ম ছাঁকন বলতে কী বােঝ ? (সকল বাের্ড ২০১৮]
১৫. নির্বাচনমূলক পুনঃশােষণ বলতে কী বােঝ ? [চ.বাে.২০১৯]
১৬. বৃক্ক নালিকায় ক্ষরণ হয় কেন ?
১৭, বৃক্কের গ্লোমেরুলাসে সংঘটিত পরিস্রাবণ সাধারণ পরিস্রাবণ থেকে আলাদা কেন ?
১৮. বৃক্ক নালিকার হেনলির লুপের বাহু দুটিতে কোন প্রক্রিয়ায় পূণঃশোষণ ঘটে?
১৯. মানব রেচন উপাদানসমূহ লেখাে (দি.বাে, ২০১৬]
২০. মূত্রের প্রধান উপাদানগুলাে রনাম লেখাে।
২১. রক্তের ক্রিয়েটিনিনের মাত্রাকে বৃক্কের রােগ নির্ণয়ের নির্দেশক হিসেবে গণ্য করা হয় কেন ?
২২. মূত্রকে অম্লীয় প্রকৃতির বলা হয় কেন ?
২৩. নাইট্রোজেনঘটিত বর্জ্য দেহ থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় অপসারিত না হলে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে ?
২৪. অসমােরেগুলেশন বলতে কী বােঝ ?
২৫. অসমােরেগুলেশনে ADH হরমােনের ভূমিকা ব্যাখ্যা কর ?
২৬. হিমােডায়ালাইসিস বলতে কী বােঝ ? [রা.বাে. ২০১৯]
২৭. ক্যাথেটার বলতে কী বােঝায় ?
২৮. CAPD বলতে কী বােঝ ?
২৯. বৃক্ক প্রতিস্থাপন বলতে কী বােঝায় ?
৩০. রক্তের pH বলতে কী বােঝ ?
৩১. বাফার বলতে কী বােঝ ?
৩২. সােডিয়াম বাইকার্বনেট কীভাবে দেহ তরলের নিরপেক্ষতা রক্ষায় সাহায্য করে ?

চট্টগ্রাম বোর্ড ২০১৯

১ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও

গ) উদ্দীপকটির এককের চিহ্নিত চিত্র আঁক।
ঘ) দেহের বর্জ্য নিষ্কাশনে উদ্দীপকের অঙ্গটি প্রধান ভূমিকা পালন করে-বিশ্লেষণ কর।

যশোর বোর্ড ২০১৯

২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও

মানব শরীরতত্ত্বঃ বর্জ্য ও নিষ্কাশন

গ) মূত্র সৃষ্টিতে A অংশের ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ) পূণঃশোষনে B অংশ কাজ না করলে আমাদের কী সমস্যা হতো-বিশ্লেষণ কর।

রাজশাহী ও সিলেট বোর্ড ২০১৯

৩) নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও

রহিমের প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ায় ডাক্তার তাকে প্রচুর পানি খাওয়ার পরামর্শ দিলেন ।

গ) রহিমের সমস্যা-সংশ্লিষ্ট অঙ্গটি কীভাবে কাজ করে ?ব্যাখ্যা কর।
ঘ) রহিমের সমস্যা সমাধানে একটি হরমােনও ভূমিকা রাখবে- বিশ্লেষণ কর।

সকল বোর্ড ২০১৮

৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

তন্ত্র- A: নাইট্রোনজেনঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন
তন্ত্র- B : CO2 নিষ্কাশন

গ) উদ্দীপকে তন্ত্র A এর গঠনগত কার্যগত এককের চিহ্নিত চিত্র অঙ্কন কর ।
ঘ) উদ্দীপকে তন্ত্র A তন্ত্র B ভিন্নতন্ত্রের অন্তর্ভুক্ত হলেও তারা বর্জ্য পদার্থ নিষ্কাশন করে তা বিশ্লেষণ কর।

যশোর বোর্ড ২০১৭

৫. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

সীম বীজের মতাে দেখতে মানবদেহের একজোড়া অঙ্গ প্রতিনিয়ত অম্লধর্মী তরল বর্জ্য সৃষ্টি ও অপসারণ করে মানব শরীরকে বিষমুক্ত রাখে।

গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গাঠনিক এককের চিহ্নিত চিত্র অঙ্কন কর ।
ঘ) উল্লিখিত তরল পদার্থ উৎপাদন কৌশল ব্যাখ্যা কর।

কুমিল্লা বোর্ড ২০১৭

৬. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

শ্রেণিশিক্ষক বাের্ডে শিমবীজের ন্যায় একটি চিত্র অঙ্কন করে বললেন যে, অঙ্গটির উল্লেখযােগ্য দু’টি কাজ হলাে:
= মানবদেহের মূত্র তৈরিতে ভূমিকা রাখে ।
= মানবদেহের পরিসাম্যতা নিয়ন্ত্রণ করে ।

গ) উদ্দীপকের অঙ্গটির চিত্রসহ অন্তর্গঠন বর্ণনা কর ।
ঘ) উদ্দীপকে সংশ্লিষ্ট অঙ্গটি কীভাবে দ্বিতীয় কাজটি সম্পন্ন করে তা বিশ্লেষণ কর।

ঢাকা বোর্ড ২০১৭

৭. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

গ) উদ্দীপকের A চিহ্নিত অংশ থেকে কীভাবে বর্জ্য পৃথক হয় বর্ণনা কর ।
ঘ) উদ্দীপক দ্বারা নির্দেশিত অঙ্গটি বিকল হলে গৃহীত সাময়িক বিকল্প পদ্ধতিগুলাের মধ্যে কোনটি সুবিধাজনক বলে তুমি মনে কর বুঝিয়ে লেখ।

প্র্যাকটিস প্রশ্ন

মানব শরীরতত্ত্বঃ বর্জ্য ও নিষ্কাশন

গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটিতে আন্ট্রাফিলট্রেশন ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গুরুত্ব বিশ্লেষণ কর।

৯. তপু জীববিজ্ঞান ক্লাসে মানবদেহের অর্ধচন্দ্রাকৃতির একটি অঙ্গের চিত্র অঙ্কন করলাে যার ম্যালপিজিয়ান করপালস (P), R নালিকা, Q নালিকা এবং হেনলির লুপ (S) রয়েছে।

গ) P, Q, R S সমন্বিত লঙ্গটির গঠন ব্যাখ্যা কর।
ঘ) দেহের প্রয়ােজনীয় উপাদান সংরক্ষণে P, Q, R S এর মধ্যে কোনগুলাে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বিশ্লেষণপূর্বক মূল্যায়ণ কর ।

প্র্যাকটিস প্রশ্ন

১০. আন্ট্রাফিস্ট্রেশন সক্রিয় পুনঃশােষণ ক্ষরণ:

A→B→C

গ) উদ্দীপকের ‘A’ ধাপটি যে স্থানে ঘটে তার গঠন বর্ণনা কর।
ঘ) উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি বিশ্লেষণ কর।

প্র্যাকটিস প্রশ্ন

১১. আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে নাইট্রোজেনঘটিত বর্জ্য সৃষ্টি হয়। এগুলাে রক্তের বিভিন্ন উপাদানের সাথে সমগ্র দেহে প্রবাহিত হয়। এসব পদার্থ শরীরের জন্য ক্ষতিকর এবং এরা দেহে বিষক্রিয়া সৃষ্টি করে । তাই এসব বর্জ্য পদার্থ দেহ হতে নিষ্কাশন করা একটি অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় ঘটনা।

গ) উদ্দীপকের উল্লেখিত বর্জ্য যে অঙ্গের মাধ্যমে দেহ হতে নিষ্কাশিত হয় তার বিভিন্ন কাজ বর্ণনা কর।
ঘ) উক্ত অঙ্গটি দেহের পানি বিভিন্ন লবণের ভারসাম্যতা রক্ষায় কীভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ কর ।

প্র্যাকটিস প্রশ্ন

১২. শরীফ সাহেবের শরীর ফুলে যায়, প্রস্রাবে যন্ত্রণা হয়।এজন্য ডায়ালাইসিস করান । শরীফ সাহেবের স্ত্রী জার্মান প্রবাসী ডাঃ ছেলেকে ফোনে বিস্তারিত জানালেন। মায়ের কথা শুনে ছেলে জানালাে, “আমি টাকা পাঠাচ্ছি । আব্দুকে আর ডায়ালাইসিস না করিয়ে বৃক্ক প্রতিস্থাপন করলে আব্ব স্থায়ীভাবে সুস্থ থাকবেন।”

গ) উদ্দীপকে যে অঙ্গটি নির্দেশ করে তার বর্ণনা দাও।
ঘ) উদ্দীপককে স্থায়ী সুস্থতার জন্য যে পদ্ধতির কথা বলা হয়েছে তার পক্ষে করণীয় পদক্ষেপ সংক্ষেপে ব্যাখ্যা কর।

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top