সমার্থক বা প্রতিশব্দ ঃ একই অর্থবিশিষ্ট একাধিক ভিন্নভাবে উচ্চারিত শব্দকে একার্থক বা সমার্থক শব্দ বলে। সমার্থক শব্দসমূহের একটিকে অন্যটির প্রতিশব্দ বা বিকল্প শব্দ বলা হয়। প্রতিশব্দ সম্পর্কে জ্ঞান থাকলে রচনাকে সুন্দর, সমৃদ্ধ ও প্রাঞ্জলরূপে গড়ে তোলা যায়।
আলাপ-আলোচনা, বক্তৃতা-প্রদান ও কবিতায় ছন্দ মিলাবার ক্ষেত্রে প্রতিশব্দের জ্ঞান বিশেষ কাজে লাগে। শব্দ ব্যবহারে পুনরাবৃত্তি পরিহার করতে চাইলে প্রতিশব্দ জানা থাকা আবশ্যক। প্রতিশব্দের জ্ঞান মনের ভাব ও অভিপ্রায়কে সম্পূর্ণরূপে প্রকাশ করতে সাহায্য করে। রচনার সৌন্দর্য ও উৎকর্ষ বৃদ্ধির জন্য প্রতিশব্দ আয়ত্ত করা প্রয়োজন। নিম্নে কিছু প্রতিশব্দের নমুনা দেয়া হলো :
অগ্নি : আগুন, অনল, পাবক, বহ্নি, হুতাশ, হুতাশন, দহন, হোমাগ্নি, বৈশ্বানর, কৃশানু, সর্বভুক, সর্বশুচি, বিভাবসু।
অন্নদা : অন্নদাত্রী, অন্নপূর্ণা, ভগবতী, দুর্গা, শিবপত্নী, উমা, পার্বতী, জগদম্বা, জগন্মাতা, অপর্ণা।
অশ্ব : ঘোড়া, ঘোটক, তুরগ, তুরঙ্গম, তুরঙ্গ, হয়, বাজী।
অন্ধকার : আঁধার, তিমির, তমিস্র, তম:, আন্ধার, আঁধিয়ার।
অতিশয় : অত্যন্ত, নিতান্ত, অতি, অতীব, অধিক, অত্যধিক, পরম, অতিমাত্র, একান্ত, সাতিশয়।
অপবাদ : নিন্দা, কুৎসা, বদনাম, দুর্নাম।
অনঙ্গ : মনসিজ, ফুলশন, পুষ্পধন্বা, মনোজ, ফুলধনু, কামদেব, কন্দর্প, অতনু, মন্মথ, পঞ্চশর, স্মর, রতিপতি, মনোভব, মকরকেতু, মকরকেতন, মীনকেতন, মীনধ্বজ, মকরধ্বজ।
আকাশ : আসমান, অম্বর, গগন, ব্যোম, নভ:, নভোম-ল, অন্তরীক্ষ, শূন্য, দ্যু, ছায়ালোক।
আদেশ : আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, উপদেশ, অনুজ্ঞা, নির্দেশ, নিয়োগ।
আনন্দ : হর্ষ, পুলক, আহ্লাদ, সুখ, সন্তোষ, তৃপ্তি।
ইচ্ছা : আকাক্সক্ষা, অভিপ্রায়, বাসনা, অভিলাষ, সাধ, বাঞ্ছা, অভিরুচি, স্পৃহা, কামনা, আকিঞ্চন, আগ্রহ, মনোরথ।
ইতি : সমাপ্তি, শেষ, অবসান, রফা।
ঈশ্বর : বিধাতা, বিভু, বিধি, জগদীশ, জগদীশ্বর, জগৎপতি, জগবন্ধু, জগদ্বন্ধু, জগন্নাথ, ভগবান, পরমেশ্বর, বিশ্বপতি, পরমাত্মা, ধাতা, ঈশ, সৃষ্টিকর্তা, স্রষ্টা, ব্রহ্মা, স্বয়ম্ভু, প্রজাপতি, জগদাধিপতি, প্রভু।
ঈর্ষা : দ্বেষ, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা, অসূয়া, অপ্রীতি, বিরাগ, বৈরভার, বৈরিতা।
উগ্র : রূঢ়, কর্কশ, নিষ্ঠুর, প্রচ-, তীক্ষ্ণ, তীব্র, প্রখর, কোপন, ভয়ানক, ক্রুদ্ধ।
উচ্ছেদ : উৎপাটন, উন্মুলন, বিনাশ, স্থানচ্যুতি।
উত্থান : উন্নতি, অভ্যুদয়, আবির্ভাব, বিদ্রোহ, ওঠা, উত্থিতি।
উত্তম : উৎকৃষ্ট, ভাল, উপাদেয়, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ।
উজ্জ্বল : দীপ্তিমান, আলোকিত, উদ্ভাসিত, শোভমান, ঝলমলে, প্রজ্বলিত, দীপ্ত, প্রদীপ্ত, চকচকে।
কর্ণ : কান, শ্রবণেন্দ্রিয়, শ্রবণ পথ, শ্রোত্র, শ্রুতিপথ, শ্রবণ বিবর।
কপাল : ললাট, ভাল, ভাগ্য, অলিক, অদৃষ্ট, নিয়তি।
কন্যা : মেয়ে, নন্দিনী, তনয়া, দুহিতা, আত্মজা, দুলালী।
কথা : উক্তি, বচন, কথন, বাক্য, বাণী, ভাষণ, বিবৃতি, গল্প, আখ্যান।
কেশ : চুল, চিকুর, কুন্তল, অলক, কেশপাশ, কেশদাম।
কলহ : ঝগড়া, বিবাদ, বিরোধ, কোন্দল, বিসংবাদ, দ্বন্দ্ব, কোঁদল, যুদ্ধ, মতভেদ, অমিল।
কোকিল : অন্যপুষ্ট, কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পরভৃত, বসন্তদূত, পিক, মধুসখ, মধুস্বর।
কিরণ : কর, আলো, রশ্মি, জ্যোতি, প্রভা, দীপ্তি, অংশু, আলোক, বিভা, ময়ূখ।
কাজল : কজ্জল, অঞ্জন, সুর্মা, ভুসা, কালিমা।
কালো : অসিত, কৃষ্ণবর্ণ, শ্যাম, শ্যামল।
কুল : বংশ, গোত্র, গোষ্ঠী, কৌলীন্য, বংশমর্যাদা, গৃহ, সমাজ, আভিজাত্য, কুলধর্ম, আবাস, জাতি, বর্ণ, সদ্বংশ।
কূল : তট, তীর, কিনারা, আশ্রয়।
কুহক : মায়া, ইন্দ্রজাল, ভেলকি, প্রতারণা, ছলনা, ছল।
কোটাল : প্রহরী, নগর রক্ষক, কোতোয়াল।
কোপ : রাগ, বিরাগ, রোষ, অসন্তোষ, ক্রোধ, গোসা, উষ্মা।
খড়গ : অসি, কৃপাণ, তরবারি, তলোয়ার।
খবর : বার্তা, সংবাদ, তত্ত্ব, সন্ধান, সমাচার, সন্দেশ, তত্ত্বাবধান।
খর : প্রখর, তীক্ষ্ণ, ধারাল, উগ্র, প্রবল, তীব্র, কর্কশ, রূঢ়, নিশিত, শাণিত।
খাঁটি : বিশুদ্ধ, আসল, অকৃত্রিম, নির্ভেজাল, ভেজালহীন, সত্য, প্রকৃত, সার, অবিকৃত, যথার্থ।
গরু : গো, গাভী, ধেনু।
গৃহ : ঘর, ধাম, আবাস, আলয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, নিবাস, আগার, কক্ষ, বাসস্থান, আশ্রয়, নিকেত।
গঙ্গা : সুরধনী, ভাগীরথী, জাহ্নবী, জহ্নুকন্যা।
চন্দ্র : চাঁদ, শশধর, সুধাকর, নিশাকর, সোম, শশাঙ্ক, শীতাংশু, হিমাংশু, সুধাংশু, সুধানিধি, কলানিধি, হিমকর, ইন্দু, চন্দ্রমা, নিশাপতি, নিশাকান্ত, দ্বিজরাজ, নিশানাথ, শশী, বিধু, মৃগাঙ্ক, কলাধর, কলাভৃৎ, কুমুদনাথ, সিতাংশু।
চক্ষু : চোখ, আঁখি, অক্ষি, নয়ন, নেত্র, লোচন, দৃক্, দৃষ্টি, ঈক্ষণ, দর্শন।
চঞ্চল : অস্থির, চপল, ব্যাকুল, বিচলিত, ছটফটে।
চতুর : বুদ্ধিমান, চালাক, নিপুণ, কুশল, ধূর্ত, ঠগ।
জল : পানি, পানীয়, বারি, সলিল, পয়:, অম্বু, নীর, উদক, জীবন, অপ্, অম্ভ:, তোয়, অর্ণ:।
ঢেউ : তরঙ্গ, উর্মি, বীচি।
তট : তীর, কূল, পাড়, ধার, কিনারা, পুলিন, সৈকত, চড়া।
দিন : দিবা, দিবস, দিনমান, অহ্ন, অহ:, অহন, বাসর।
দেহ : গা, গাত্র, অঙ্গ, তনু, কায়া, শরীর, কলেবর, কায়।
দেবতা : সুর, দেব, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর, ঈশ্বর।
দোকান : বিপণি, আপণ, পণ্যগৃহ, পণ্যবিচিত্রা, পণ্যশালা।
দাস : ভৃত্য, চাকর, ক্রীতদাস, অনুগত, অধীন, গোলাম, বেতনভুক্, পরিচালক, বেতনভোগী।
দীন : দরিদ্র, কাতর, হীন, অভাবগ্রস্ত, অভাবযুক্ত, গরিব।
ধন : অর্থ, বৈভব, বিভব, বিভূতি, সম্পদ, সম্পত্তি, নিধি, ঐশ্বর্য, বিত্ত, টাকাকড়ি।
ধীর : মন্থর, মৃদু, অচঞ্চল, শান্ত, নম্র, বিবেচক, স্থির, গম্ভীর, ধৈর্যশীল, স্থিরবুদ্ধি।
নর : পুরুষ, মানুষ, মানব, মনুষ্য, জন, লোক, মরদ, মর্দ।
নারী : রমণী, স্ত্রীলোক, রামা, বামা, অবলা, মহিলা, অঙ্গনা, বনিতা, কামিনী, ভামিনী, ললনা, কান্তা, সীমন্তিনী, পত্নী।
নদী : স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিণী, শৈবলিনী, কল্লোলিনী, গাঙ্, সরিৎ, স্রোতস্বতী, নির্ঝরিণী, স্রোতোবহা, পয়স্বিনী।
পদ্ম : পঙ্কজ, সরোজ, সরসিজ, কমল, নলিন, উৎপল, শতদল, কুবলয়, তামরস, অরবিন্দ, সরোরুহ, ইন্দীবর, কোকনদ, কুমুদ, পুণ্ডরীক, পুষ্কর, রাজীব।
পর্বত : পাহাড়, অচল, গিরি, ভূধর, শৈল, অদ্রি, নগ, শৃঙ্গী, শিখরী, মহীধর, শৃংগধর, মহীধ্র, ভূভৃৎ।
পাখি : পক্ষী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, দ্বিজ, অ-জ, পতত্রী, পতত্রি, খচর, খেচর, খগ।
পাথর : প্রস্তর, পাষাণ, শিলা, অশ্ম, উপল, মণি।
পাপ : পাতক, কলুষ, দুষ্কৃতি, দুরিত, অধর্ম, দুষ্কর্ম, কুকর্ম, দুষ্ক্রিয়া।
পুণ্য : ধর্ম, সুকৃতি, শ্রেয়, সৎকার্য, ধর্মানুষ্ঠান।
পিতা : বাপ, বাবা, আব্বা, জনক, জন্মদাতা, জনয়িতা, জনিতা।
পুত্র : ছেলে, তনয়, নন্দন, সুত, দুলাল, আত্মজ, সূনু, অঙ্গজ।
পুষ্প : ফুল, কুসুম, প্রসূন, রঙ্গন।
পৃথিবী : ধরা, ধরণী, ধরিত্রী, মহী, মেদিনী, ক্ষিতি, ভূমি, অবনী, বসুন্ধরা, বসুমতী, পৃথ্বী, দুনিয়া, বসুধা, ভূ, ভূম-ল, জগৎ, মর্ত, মর্ত্য, ব্রহ্মা-, বিশ্ব, ভুবন, অখিল, ভূলোক, উর্বী, মরলোক, সংসার।
বন : অরণ্য, জঙ্গল, কানন, বিপিন, কুঞ্জ, কান্তার, অটবি, অটবী, উপবন, বনানী, গহন।
বন্ধু : মিত্র, বান্ধব, সখা, সুহৃৎ হিতৈষী, স্বজন, প্রিয়জন, প্রণয়ী।
বস্ত্র : কাপড়, বসন, বাস, অম্বর, পোশাক, পরিচ্ছদ, বেশ, পরিধেয়, আচ্ছাদন।
বায়ু : বাতাস, বাত, অনিল, পবন, হাওয়া, সমীরণ, সমীর, মরুৎ, মারুত, প্রভঞ্জন, গন্ধবহ, গন্ধবাহ।
বিদ্যুৎ : বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা।
বৃক্ষ : পাদপ, গাছ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শিখরী, পর্ণী।
ভ্রমর : মধুলিট্, মধুলিহ, মধুলেহ, মধুলেহী, মধুপ, মধুকর, অলি, ষট্পদ, ভৃঙ্গ, শিলীমুখ, দ্বিরেফ, মধুব্রত, ভোমরা, মৌমাছি, মধুভৃৎ, মধুমক্ষিকা।
ভার্যা : স্ত্রী, পত্নী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দার, কলত্র, বনিতা, বধূ, বউ, জায়া, গৃহিণী, গিন্নী, দারা।
মাতা : মা, আম্মা, জননী, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী, অম্বা, জনয়িত্রী, জনিকা, জনিত্রী।
ময়ূর : কেকী, শিখী, শিখন্ডী, কলাপী, বর্হী।
মুকুল : কলি, কলিকা, কুঁড়ি, কোরক।
মেঘ : ঘন, বারিদ, জলদ, জলধর, জীমূত, অম্বুদ, তোয়দ, পয়োধর, পর্জন্য, নীরদ, পয়োদ, বলাহক, তোয়ধর।
মৃত্যু : মরণ, নাশ, বিনাশ, নিধন, অন্ত, ইন্তেকাল, নিপাত, পরলোকগমন, স্বর্গলাভ, দেহত্যাগ, পঞ্চত্বপ্রাপ্তি, লোকান্তরগমন, ইহলীলা সংবরণ, চিরবিদায়, শেষ নিশ্বাস ত্যাগ, লয়, ওফাৎ, মহাপ্রয়াণ, স্বর্গগমন, মহাযাত্রা, প্রাণত্যাগ, দেহক্ষয়, দেহপাত, দেহরক্ষা, মহাপ্রস্থান, স্বর্গপ্রাপ্তি, মহানিদ্রা, স্বর্গারোহণ।
যুদ্ধ : সমর, আহব, রণ, সংগ্রাম, লড়াই, বিগ্রহ, দ্বন্দ্ব।
রব : শব্দ, ধ্বনি, আওয়াজ, গুজব, নাদ, স্বন, নিনাদ, আরাব, আরব।
রাজা : রাজ্যপাল, নরপাল, দ-পাল, দ-পালক, নৃপতি, নরেশ, ভূপ, ভূপতি, নরপতি, ভূপাল, মহীপাল, দ-ধর, নরেন্দ্র, ক্ষিতিপ, প্রজাধিপ, ক্ষিতিপাল, ক্ষিতিপতি, শাসক, নৃপ, সম্রাট মহীনাথ, মহীন্দ্র, মহীপ, মহীপতি, মহীশ, ক্ষিতিনাথ, ক্ষিতীশ।
রাত্রি : নিশি, নিশা, রাত, রজনী, যামিনী শর্বরী, বিভাবরী, নিশীথিনী, ক্ষণদা, ত্রিযামা।
শত্রু : অরি, বৈরী, রিপু, অরাতি, প্রতিপক্ষ, বিপক্ষ, দুশমন, বিদ্বেষী।
সর্প : অহি, উরগ, ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম, নাগ, ফণী, ফণাধর, আশীবিশ, বিষধর সাপ, পন্নগ, বায়ুভুক্, ফণধর।
সাদা : শুভ্র, শ্বেত, শুক্ল, ধবল, নির্মল, শুচি, সিত, বিশদ, অরঞ্জিত, সহজ, সরল।
সমুদ্র : সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, রত্নাকর, জলনিধি, নীলাম্বু, অম্বুধি, পয়োধি, পাথার, বারীশ, উদধি, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, তোয়ধি, তোয়নিধি, বারিনিধি, বারীন্দ্র।
সমূহ : গণ, নিচয়, চয়, বৃন্দ, সমুদয়, বর্গ, মালা, রাজি, সকল, পটল, পুঞ্জ, নিকর, রাশি, সমস্ত, দল, শ্রেণি, পাল।
স্বর্গ : সুরলোক, দেবলোক, দ্যু, দ্যুলোক, ত্রিদিব, ত্রিদশালয়, দেবাবাস, বেহেশ্ত, অমরাবতী, সুরপুর, সুরপুরী, ইন্দ্রালয়, দেবভূমি, দিব্যরোক, দেবপুরী, জান্নাত।
স্বর্ণ : সোনা, কনক, কাঞ্চন, হিরণ্য, সুবর্ণ, হেম, হিরণ।
সুন্দর : মনোরম, মনোহর, শোভন, সুশোভন, সুদৃশ্য, চারু, রমণীয়, রম্য, শোভাযুক্ত, কমনীয়, কান্তিমান, কান্তিমতী, লাবণ্যময়, কান্তিযুক্ত, সৌন্দর্যশালী, সুদর্শন, ললিত, সুদর্শ, সুকান্ত, সুচারু, নয়নরঞ্জন, শোভাময়, সুরম্য।
সূর্য : দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা, দিনেশ, দিনমণি, দিননাথ, কিরণমালী, অংশুমালী, ভানু, আদিত্য, মার্ত-, অরুণ, অর্ক, মিহির, অর্ষমা, পুষা, বিভাবসু, বিবস্বান, সূর, মিত্র, দিনপতি, ময়ূখমালী, বিভাকর, বালার্ক, দিবাবসু, দিনকর, হরিদশ্ব।
সিংহ : কেশরী, মৃগরাজ, মৃগেন্দ্র, পশুরাজ, হরি, হর্ষক্ষ।
সংযম : নিয়ম, নিয়ন্ত্রণ, নিগ্রহ, দমন, নিয়মন, রোধ, নিরোধ, ব্রত।
হস্ত : হাত, কর, বাহু, ভুজ, পাণি।
হস্তী : হাতি, করী, গজ, নাগ, দন্তী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দ্বিরদ।
এই সমার্থক বা প্রতিশব্দ ছাড়াও আরো পড়ুন