হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন: এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ১ম অধ্যায় হিসাববিজ্ঞান পরিচিতি থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ১ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

বাকিতে আসবাবপত্র ক্রয়ের ফলে হিসাবে কি প্রভাব পড়বে?

2 / 30

নিট লাভ দ্বারা কী বৃদ্ধি পায়?

3 / 30

লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে-
i. নগদে সম্পদ ক্রয় করা হলে
ii. নগদে পণ্য বিক্রয় করা হলে
iii. নগদ টাকা ব্যাংকে জমা দিলে
নিচের কোনটি সঠিক?

4 / 30

কোন শব্দ থেকে শব্দটির উৎপত্তি হয়েছে?

5 / 30

মি. আলী কারখানার জন্য ৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করেন এবং এক বছর ব্যবহারের পর মেশিনের মূল্য ১০% কমে যায়।

মেশিন ক্রয়ের ফলে হিসাব সমীকরণের উপাদান প্রভাবিত হওয়ার কারণ-
i. যন্ত্রপাতি বৃদ্ধি
ii. নগদ অর্থ হ্রাস
iii. স্থায়ী সম্পদ হ্রাস
নিচের কোনটি সঠিক

6 / 30

হিসাববিজ্ঞানকে বলা হয়-
i. ব্যবসায়ের দর্পন
ii. ব্যবসায়ের ভাষা
iii. তথ্য ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?

7 / 30

জনাব কমল একজন হিসাবরক্ষক। তাকে সবসময় সচেতন থাকতে হয়-
i. মূল্যবোধ সৃষ্টিতে
ii. জবাবদিহিতা সৃষ্টিতে
iii. আয় সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?

8 / 30

 হিসাববিজ্ঞানের যাত্রা কখন শুরু হয়েছিল?

9 / 30

হিসাববিজ্ঞানের সর্বশেষ ও মূল উদ্দেশ্য হলো-
i. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণ
ii. আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরুপণ
iii. তথ্য সরবরাহ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকরণ
নিচের কোনটি সঠিক?

10 / 30

হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের প্রাক-বিশ্লেষণ পর্বের সময়কাল কোনটি?

11 / 30

সম্পত্তির উপর মালিক ও পাওনাদারের দাবি ব্যবসায়ের জন্য কী?

12 / 30

হিসাব সমীকরণের মালিকানা স্বত্ব রূপ কোনটি?

13 / 30

১০,০০০ টাকা মুনাফার্জন মানে কারবারে ১০,০০০ টাকা নগদ থাকা নয় – এ বাক্যটির সাথে নিচের কোন যুক্তিটি সম্পর্কযুক্ত?

14 / 30

A=L+OE দ্বারা দু’তরফা দাখিলার কী বোঝায়?

15 / 30

ধারে আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা। এটি একটি লেনদেন কারণ-
i. সম্পদ হ্রাস পেয়েছে
ii. সম্পদ বৃদ্ধি পেয়েছে
iii. দায় বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?

16 / 30

সুকা প্যাসিওলি ছিলেন

17 / 30

স্বত্ত্বাধিকার হ্রাসের সঠিক কারণ কোনটি?

18 / 30

আর্থিক বছরের শুরুতে ব্যবসায় সম্পদের পরিমাণ ছিল ১,০০০ টাকা এবং স্বত্বাধিকার ছিল ৬০০ টাকা। উক্ত বছরে সম্পদ বেড়েছে ১০০ টাকা এবং দায় কমেছে ৫০ টাকা বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত?

19 / 30

মালিকানা স্বত্ব বৃদ্ধির কারণ কী?

20 / 30

ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দায় বাদ দিলে কি অবশিষ্ট থাকে?

21 / 30

বেতন কোন জাতীয় হিসাব?

22 / 30

প্রারম্ভিক সম্পত্তি ৫০,০০০ টাকা, প্রারম্ভিক দায় ৩৫,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ১০,০০০ টাকা, সমাপনী সম্পত্তি ৭০,০০০ টাকা, সমাপনী দায় ৪০,০০০ টাকা এবং উত্তোলন ৫,০০০ টাকা।
 উদ্দীপকের আলোকে-
i. প্রারম্ভিক মূলধন ১৫,০০০ টাকা
ii. সমাপনী মূলধন ২৫,০০০ টাকা
iii. নিট মুনাফা ১০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?

23 / 30

জনাব রাহি ২০১৮ সালের ১লা জানুয়ারি নগদ ১,০০,০০০ টাকা এবং নগদের ২০% এর সমমূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে অফিসের জন্য একটি ক্যালকুলেটর ক্রয় করেন ৫,০০০ টাকা। এবং ১০% সুদে ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করে।

জনাব রাহির প্রারম্ভিক মূলধন কত টাকা?

24 / 30

 মোট সম্পত্তি ৫৫,০০০ টাকা, চলতি দায় ২০,০০০ টাকা, প্রাপ্য বিল ১০,০০০ টাকা হলে মালিকানা স্বত্ব কত?

25 / 30

হিসাববিজ্ঞানের কাঁচামাল কোনটি?

26 / 30

হিসাববিজ্ঞান কী?

27 / 30

ব্যবসায় প্রতিষ্ঠানের জবাবদিহিতা সৃষ্টিতে কিসের ভূমিকা অত্যান্ত বেশি?

28 / 30

লেনদেনের মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে, কারণ-

29 / 30

নিম্নের কোন বক্তব্যটি সত্য?

30 / 30

সর্বপ্রথম কোন শহরে দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা শুরু হয়?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-০১: হিসাববিজ্ঞান পরিচিতি mcq

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১. মালিকানা স্বত্ব বৃদ্ধির কারণ কী?
ক. নগদ ও উত্তোলন বৃদ্ধি পেলে
খ. আয় ও মূলধন বৃদ্ধি পেলে✓
গ. খরচ ও দায়  হ্রাস পেলে
ঘ. খরচ ও উত্তোলন বৃদ্ধি পেলে

২. A=L+OE দ্বারা দু’তরফা দাখিলার কী বোঝায়?

ক. সুবিধা✓
খ. উপকারীতা
গ. প্রয়োজনীয়তা
ঘ. বৈশিষ্ট্য

৩. ১০,০০০ টাকার যন্ত্রপাতি নগদে ক্রয়-এই লেনদেনটি হিসাব সমীকরণ এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?

ক. শুধু A উপাদানের✓
খ. A এবং OE উপাদানের
গ. A এবং L উপাদানের
ঘ. OE এবং L উপাদানের

৪. কোন শব্দ থেকে শব্দটির উৎপত্তি হয়েছে?

ক. ফারসি 

খ. ইতালি

গ. জার্মানি

ঘ. ল্যাটিন✓

৫. নিম্নের কোন বক্তব্যটি সত্য?

ক. ডেবিট-সম্পত্তি ও দায় বৃদ্ধি করে

খ. ক্রেডিট-সম্পত্তি ও দায় হ্রাস করে

গ. ডেবিট-ব্যয় ও উত্তোলন হ্রাস করে

ঘ. ক্রেডিট-সম্পত্তি হ্রাস ও দায় বৃদ্ধি করে✓

৬. হিসাববিজ্ঞান কী?

ক. সামগ্রিক প্রক্রিয়া✓

খ. পর্যায়ক্রমিক প্রক্রিয়া

গ. অন্তবর্তী প্রক্রিয়া 

ঘ. মধ্যবর্তী প্রক্রিয়া

৭. স্বত্ত্বাধিকার হ্রাসের সঠিক কারণ কোনটি?

ক. উত্তোলন ও নগদ কমে যাওয়া

খ. খরচ ও দায় বেড়ে যাওয়া

গ. উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া✓

ঘ. খরচ ও দায় কমে যাওয়া

৮. বাকিতে আসবাবপত্র ক্রয়ের ফলে হিসাবে কি প্রভাব পড়বে?

ক. সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি

খ. সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি✓

গ. ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি

ঘ. দায় বৃদ্ধি, স্বতাধিকার বৃদ্ধি

৯. হিসাবরক্ষণের স্বর্ণসূত্র বলা হয় কাকে?

ক. আধুনিক হিসাব সমীকরণকে

খ. হিসাবের সনাতন পদ্ধতিতে✓

গ. চলমান জের পদ্ধতিতে

ঘ. আর্থিক বিবরণীতে

১০. সর্বপ্রথম কোন শহরে দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা শুরু হয়?

ক. প্যারিস

খ. ভেনিস✓

গ. নিউইয়র্ক

 ঘ. মস্কো

১১. সম্পত্তির উপর মালিক ও পাওনাদারের দাবি ব্যবসায়ের জন্য কী?

ক. মূলধন

খ. দায়✓

গ. ব্যয়

ঘ. মালিকানা স্বত্ব

১২. হিসাববিজ্ঞানের যাত্রা কখন শুরু হয়েছিল?

ক. আধুনিক যুগে

খ. বিনিময় যুগে

গ. মানুষ যখন গুহায় বাস করত✓

ঘ. মানুষ যখন সমভূমিতে বাস করত

১৩. লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক. স্মারকলিপি

খ. পরিমেল নিয়মাবলি

গ. ভাউচার✓ 

ঘ. বিবরণপত্র

১৪. সেবা প্রদান বাবদ সগদ আয় হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?

ক. সম্পদ ও দায় বৃদ্ধি

খ. সম্পদ বৃদ্ধি ও মালিকানাস্বত্ব বৃদ্ধি✓

গ. সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস

ঘ. দায় হ্রাস ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

১৫. বেতন কোন জাতীয় হিসাব?

ক. সম্পদ  

 খ. খরচ✓

গ. দায় 

ঘ. আয়

১৬. প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের হিসাব তথ্য ব্যবহার করার উদ্দেশ্য কোনটি?

ক. বেতন আদায়

খ. প্রাপ্ত সুযোগ সুবিধার যথার্থতা যাচাই✓

গ. কাজের গতিশীলতা বৃদ্ধি

ঘ. লভ্যাংশ আদায়

১৭. হিসাব সমীকরণের মালিকানা স্বত্ব রূপ কোনটি?

ক. OE=(C+D)+(R-E)

খ. OE=(C-D) – (R+E)

গ. OE=(C-D)+ (R-E)✓

ঘ. OE=(C+D)- (R-E)

১৮. আসবাপত্র ব্যবসায়ী জনাব সায়েম ১,৩০,০০০ টাকার আসবাবপত্র জনাব সুজনের নিকট হতে ধারে ক্রয় করেন। লেনদেনটি নিচের কোন হিসাবগুলোর সাথে জড়িত?

ক. ক্রয় হিসাব ও জনাব সুজনের হিসাব✓

খ. আসবাপত্র হিসাব ও প্রদেয় বিল হিসাব

গ. ক্রয় হিসাব ও প্রদেয় নোট হিসাব

ঘ. আসবাবপত্র হিসাব ও পাওনাদার হিসাব

১৯. ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দায় বাদ দিলে কি অবশিষ্ট থাকে?

ক. মালিকানা স্বত্ব✓

খ. স্থায়ী সম্পদ

গ. নিট মুনাফা

ঘ. বিনিয়োজিত মূলধন

২০. আর্থিক বছরের শুরুতে ব্যবসায় সম্পদের পরিমাণ ছিল ১,০০০ টাকা এবং স্বত্বাধিকার ছিল ৬০০ টাকা। উক্ত বছরে সম্পদ বেড়েছে ১০০ টাকা এবং দায় কমেছে ৫০ টাকা বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত?

ক. ৬০০ টাকা

খ. ৬৫০ টাকা

গ. ৭৫০ টাকা✓

ঘ. ৮৫০ টাকা

২১. হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের প্রাক-বিশ্লেষণ পর্বের সময়কাল কোনটি?

ক. ১০০০-১৪৯৩

খ. ১৪৯৪-১৮০০✓

গ. ১৮০০-১৯৫০

ঘ. ১৯৫০-২০০৮

২২. ব্যবসায় প্রতিষ্ঠানের জবাবদিহিতা সৃষ্টিতে কিসের ভূমিকা অত্যান্ত বেশি?

ক. ব্যবস্থাপনা

খ. দায়িত্ববোধ

গ. হিসাববিজ্ঞান✓

ঘ. নীতিবোধ

২৩. মোট সম্পত্তি ৫৫,০০০ টাকা, চলতি দায় ২০,০০০ টাকা, প্রাপ্য বিল ১০,০০০ টাকা হলে মালিকানা স্বত্ব কত?

ক. ৩৫,০০০ টাকা✓

খ. ৪৫,০০০ টাকা

গ. ৭৫,০০০ টাকা

ঘ. ৮৫,০০০ টাকা

২৪. প্রকটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা ও দায় মোট সম্পত্তির ১/৪ অংশ হলে কারবারের স্বত্বাধিকার কত?

ক. ২০,০০০ টাকা

খ. ৩০,০০০ টাকা

গ. ৪০,০০০ টাকা

ঘ. ৪৫,০০০ টাকা✓

২৫. হিসাববিজ্ঞানের সর্বশেষ ও মূল উদ্দেশ্য হলো-

i. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণ

ii. আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরুপণ

iii. তথ্য সরবরাহ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকরণ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii✓

(ঘ) i ii ও iii

২৬. লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে-

i. নগদে সম্পদ ক্রয় করা হলে

ii. নগদে পণ্য বিক্রয় করা হলে

iii. নগদ টাকা ব্যাংকে জমা দিলে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii✓

(গ) ii ও iii

(ঘ) i ii ও iii

২৭ হিসাববিজ্ঞানকে বলা হয়-

i. ব্যবসায়ের দর্পন

ii. ব্যবসায়ের ভাষা

iii. তথ্য ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii✓

(ঘ) i ii ও iii

২৮. জনাব কমল একজন হিসাবরক্ষক। তাকে সবসময় সচেতন থাকতে হয়-

i. মূল্যবোধ সৃষ্টিতে

ii. জবাবদিহিতা সৃষ্টিতে

iii. আয় সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii✓

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i ii ও iii

২৯. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে-

i. সুষ্ঠভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে

ii. নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে

iii. মালিকের অধিক মুনাফা অর্জন নিশ্চিতকরণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i ii ও iii

৩০. ধারে আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা। এটি একটি লেনদেন কারণ-

i. সম্পদ হ্রাস পেয়েছে

ii. সম্পদ বৃদ্ধি পেয়েছে

iii. দায় বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii✓

(ঘ) i ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও।

প্রারম্ভিক সম্পত্তি ৫০,০০০ টাকা, প্রারম্ভিক দায় ৩৫,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ১০,০০০ টাকা, সমাপনী সম্পত্তি ৭০,০০০ টাকা, সমাপনী দায় ৪০,০০০ টাকা এবং উত্তোলন ৫,০০০ টাকা।

৩১. উদ্দীপকের আলোকে-

i. প্রারম্ভিক মূলধন ১৫,০০০ টাকা

ii. সমাপনী মূলধন ২৫,০০০ টাকা

iii. নিট মুনাফা ১০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii✓

(গ) ii ও iii

(ঘ) i ii ও iii

৩২. যদি উত্তোলন বৃদ্ধি পেয়ে ৭,০০০ টাকা হয় এবং অতিরিক্ত মূলধন ১২,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে কোনটি ঘটে?

ক. নিট মুনাফা অপরিবর্তিত থাকবে✓

খ. নিট মুনাফা বৃদ্ধি পাবে

গ. নিট মুনাফা হ্রাস পাবে

ঘ. সমাপনী মূলধন হ্রাস পাবে

►নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও।

মি. আলী কারখানার জন্য ৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করেন এবং এক বছর ব্যবহারের পর মেশিনের মূল্য ১০% কমে যায়।

৩৩. মেশিন ক্রয়ের ফলে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটেছে?

ক. সম্পদ✓

খ. দায়  

গ. মালিকানা স্বত্ব

ঘ. সম্পদ ও দায়

৩৪. মেশিন ক্রয়ের ফলে হিসাব সমীকরণের উপাদান প্রভাবিত হওয়ার কারণ-

i. যন্ত্রপাতি বৃদ্ধি
ii. নগদ অর্থ হ্রাস
iii. স্থায়ী সম্পদ হ্রাস
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii✓
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

সৃজনশীল প্রশ্ন-উত্তর

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০১ | সৃজনশীল প্রশ্ন: ০১

জনাব মুশফিক ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৫০,০০০ টাকা, ২০,০০০ টাকার পণ্যদ্রব্য এবং ৩০,০০০ টাকা ঋণ নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তার কারবারে অন্যান্য লেনদেনসমূহ ছিল নিম্নরুপ:

জানু.৫ তামিমের নিকট নগদে মাল বিক্রয় ৪০,০০০ টাকা।

  ”  ৮ নগদে আসবাবপত্র ক্রয়১০,০০০ টাকা।

  ” ১২ ভ্যাটসহ নগদে মাল ক্রয় ৩৪,৫০০ টাকা।

  ” ১৫ বহিঃফেরত ৭,০০০ টাকা।

  ” ২০ কমিশন পাওয়া গেল ৫,০০০ টাকা।

  ” ২৩ রুবেলের নিকট হতে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা।

  ” ২৭ ভাড়া প্রদান ১২,০০০ টাকা।

  ” ৩০ রুবেলকে তার পাওনা টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১১,৫০০ টাকা প্রদান করা হলো।

ক. জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ গণনাসহ নির্ণয় কর।

খ. ১২, ১৫, ২০ ও ৩০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

গ. ৫, ৮, ২৩ ও ২৭ তারিখের লেনদেনগুলোর সাহায্যে টেবুলার ছকে হিসাব সমীকরণে প্রভাব দেখাও।

উত্তর : ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ ৭০,০০০ টাকা; খ) জাবেদার যোগফল ৬১,৫০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল ২৮,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০১ | সৃজনশীল প্রশ্ন: ০২

জনাব করিম ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি ব্যবসায় আরম্ভ করলেন। তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলি নিম্নরূপ;

জানুঃ২ ২% বাট্টায় পণ্য ক্রয় করা হল ১০,০০০ টাকা। 

” ৪ জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হল ৫,০০০ টাকা। 

” ৮ অনাদায়ী পাওনা ধার্য করা হলো ৫০০ টাকা। 

” ১০ অফিস কর্মীকে বেতন প্রদান করা হল ১০,০০০ টাকা। 

” ১২ অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হল ৪০,০০০ টাকা। 

” ২০ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন ৫,০০০ টাকা। 

২৫ ব্যবসায়ের উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করা হল ১,০০,০০০ টাকা।

(ক) জনাব করিমের উত্তোলন পরিমাণ নির্ণয় কর।

(খ) ২, ৪, ১২ ও ২৫ তারিখের লেনদেনগুলি দ্বারা জাবেদা প্রস্তুত কর।

(গ) উল্লেখিত লেনদেন গুলো হিসাব সমীকরণে কি প্রভাব বিস্তার করে সেটা টেবুলার ফর্মে দেখাও।

উত্তর: (ক) মোট উত্তোলনের পরিমাণ ১০,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ১,৫৪,৮০০ টাকা; (গ) হিসাবসমীকরণের যোগফল ১,৫৪,৭০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০১ | সৃজনশীল প্রশ্ন: ০৩

২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে মিঃ সবুজ নগদ ২,০০,০০০ টাকা ও ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ঐ মাসের অন্যান্য লেনদেনগুলি নিম্নরূপ;

জানু: ৪ নগদ বিক্রয় ৪০,০০০ টাকা।

” ৭ ধারে ক্রয় ২০,০০০ টাকা।

” ১০ ব্যাংকে জমা দেওয়া হল ১০,০০০ টাকা।

” ১৫ যন্ত্রপাতির ক্রয় ২৫,০০০ টাকা।

” ১৮ ভাড়া প্রদান ৫,০০০ টাকা।

” ২২ ধারে বিক্রয় ২৪,০০০ টাকা।

” ২৭ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৭,০০০ টাকা।

” ৩০ প্রাপ্য হিসাব হতে পাওয়া গেল ১০,০০০ টাকা।

(ক) প্রারম্ভিক মূলধন নির্ণয় কর।

(খ) ৪, ১০, ১৮ ও ২৭ তারিখের লেনদেন গুলির জাবেদা দাও।  

(গ) ৭, ১৫, ২২ ও ৩০ তারিখের লেনদেন গুলির হিসাব সমীকরণে প্রভাব দেখাও।

উত্তর:(ক) প্রারম্ভিক মূলধন ২,৫০,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৬২,০০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল ২৪,০০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০১ | সৃজনশীল প্রশ্ন: ০৪

মি. মাহামুদুল্লাহ ২০১৬ সালের ১ মার্চ তারিখে নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩৫,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ২৫,০০০ টাকা নিয়ে কারবার শুরু করলেন। প্রতিষ্ঠানটির মার্চ মাসের লেনদেন গুলো নিম্নরূপ;

মার্চ ২ বাকিতে মাল ক্রয় ৬০,০০০ টাকা।

” ৫ দাগকাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় ১,০০,০০০ টাকা।

” ৬ অফিস ভাড়া প্রদান করা হল ২১,০০০ টাকা।

” ১২ নগদে মাল বিক্রয় ৪৫,০০০ টাকা।

” ১৮ বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় ৭,০০০ টাকা।

” ৩১ অফিস কর্মচারির বেতন প্রদান ২০,০০০ টাকা।

(ক) উপর্যুক্ত তথ্যের আলোকে ব্যবসায়ের ১ মার্চ ২০১৬ তারিখের প্রারম্ভিক মূলধন নির্ণয় কর।

(খ) ২, ৫, ১৮ এবং ৩১ তারিখের লেনদেন গুলোর জাবেদা দাখিলা দেখাও।

(গ) ১, ৫, ৬ এবং ১২ তারিখের লেনদেন গুলোর হিসাব সমীকরণে কী প্রভাব বিস্তার করে তা ট্যাবুলার ছকে উপস্থাপন কর।

উত্তর:(ক) প্রারম্ভিক মূলধন ৮৫,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ১,৮৭,০০০ টাকা; (গ) হিসাবসমীকরণের যোগফল ২,৩৪,০০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০১ | সৃজনশীল প্রশ্ন: ০৫

রাসেদ ট্রেডার্সের ৩০ জুন ২০১৬ সালের হিসাব উদ্বৃত্তগুলো নিম্নরূপ; নগদ ২৫,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৪০,০০০ টাকা, যন্ত্রপাতি ৪০,০০০ টাকা, আসবাবপত্র ২৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ২০,০০০ টাকা। জুলাই মাসে তাঁর ব্যবসায়ে সম্পাদিত লেনদেন গুলো নিম্নে প্রদত্ত হল;

জুলাই ৫ পণ্য ক্রয় নগদ ২০,০০০ টাকা এবং ধারে ৫০,০০০ টাকা।

” ৬ এক বছরের বিমা অগ্রিম প্রদান ২৪,০০০ টাকা।

” ১০ পণ্য বিক্রয় নগদ ৫০,০০০ টাকা এবং প্রাপ্য বিলের মাধ্যমে ২০,০০০ টাকা।

” ১৪ ২% বাট্টা মঞ্জুর সাপেক্ষে প্রারম্ভিক প্রাপ্য হিসাবের অর্ধেক আদায়।

” ২০ বিজ্ঞাপনের জন্য ব্যবসা থেকে পণ্য ব্যবহার ৫,০০০ টাকা।

” ৩১ বিমা খরচ একমাস অতিক্রান্ত হয়েছে।

(ক) রাসেদ ট্রেডার্সের প্রারম্ভিক জাবেদা দাখিলা প্রদান কর।

(খ) হিসাব সমীকরণে ৫ থেকে ১৪ তারিখের লেনদেনগুলো প্রভাব দেখাও।

(গ) জুলাই ৩১ তারিখে রাসেদ ট্রেডার্সের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় কর।

উত্তর:(ক) জাবেদার যোগফল ১,৩০,০০০ টাকা; (খ) হিসাব সমীকরণের যোগফল ৪৯,৬০০ টাকা; (গ) মালিকানা স্বত্বের পরিমাণ ১,০৭,৬০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০১ | সৃজনশীল প্রশ্ন: ০৬

জনাব দিলরুবা জাহান একজন মার্চেন্ডাইজিং ব্যবসায়ী। তিনি ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেন গুলো নিম্নরূপ;

জানু: ৩ সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা।

” ৭ নগদে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা (ক্রয় মূল্য ২৫,০০০)।

” ১০ সাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় ৪০,০০০ টাকা (ক্রয় মূল্য ২০,০০০ টাকা)।

” ২০ সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত ২,০০০ টাকা।

” ২৫ ৩% বাট্টা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে তিন-চতুর্থাংশ পরিশোধ।

” ৩০ সাফিন এন্টারপ্রাইজ থেকে ৪% বাট্টা পরবর্তী আদায় ১৯,২০০ টাকা।

” ৩১ অনাদায়ী পাওনার পরিমাণ ১,০০০ টাকা।

(ক) জানুয়ারিতে জনাব দিলরুবা জাহানের নিট ক্রয় এবং নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।

(খ) লেনদেন গুলোর টেব্যুলার সামারী তৈরি কর।

(গ) জানুয়ারির সমাপ্তিতে জনাব দিলরুবা জাহানের আয় বিবরণী তৈরি কর।

উত্তর:(ক) নিট ক্রয় ৫৮,০০০ টাকা এবং নিট বিক্রয়ের পরিমাণ ৮০,০০০ টাকা; (খ) হিসাব সমীকরণের যোগফল ১,৪৯,০০৫ টাকা; (গ) নিট লাভ ৩৪,৫০৫ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০১ | সৃজনশীল প্রশ্ন: ০৭

জনাব ইমরান একজন স্থপতি। ১ জানুয়ারি ২০১৬ তারিখে তিনি নগদ ৫০,০০০ টাকা, ২০,০০০ টাকার আসবাবপত্র এবং ১০,০০০ টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন। উক্ত মাসে লেনদেন গুলো নিম্নরূপ;

জানু: ২ ধারে সেবা প্রদান ১৫,০০০ টাকা।

” ৫ ধারে সাপ্লাইজ ক্রয় ৫০০ টাকা।

” ১৬ ভাড়া প্রদান ৩,০০০ টাকা।

” ৩১ ঋণ পরিশোধ ৫,০০০ টাকা।

(ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।

(খ) লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

(গ) টেবুলার বিশ্লেষণের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেন গুলোর প্রভাব দেখাও।

উত্তর:(ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ ৭০,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ১,০৩,৫০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল ৮৭,৫০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০১ | সৃজনশীল প্রশ্ন: ০৮

জনাব সজিব ২০১৬ সালের মার্চ মাসের ১ তারিখে নগদ ৫০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। উক্ত মাসে তার কারবারে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল; 

মার্চ ২ নগদে আসবাবপত্র ক্রয় ৮,০০০ টাকা।

” ৫ বাকিতে সাপ্লাইজ ক্রয় ৭,০০০ টাকা।

” ১০ সেবা প্রদান খরচ ১৬,০০০ টাকা যার ৬,০০০ টাকা নগদে পাওয়া গেল।

” ১৫ বিজ্ঞাপন খরচ প্রদান ৫,৫০০ টাকা।

” ২০ ৫ তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাইজের অর্থ পরিশোধ করা হল।

” ২৫ বিনিয়োগের সুদ পাওয়া গেল ৪,০০০ টাকা।

” ৩০ সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে ৪,৫০০ টাকা।

(ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।

(খ) ১, ২, ৫ এবং ১০ তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকে দেখাও।

(গ) ১৫, ২০, ২৫ এবং ৩০ তারিখের লেনদেন গুলোর জাবেদা দাখিল দাও। (ব্যাখ্যা পরিহার কর)

উত্তর:(ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ ৮০,০০০ টাকা; (খ) হিসাব সমীকরণের যোগফল ১,০৩,০০০ টাকা; (গ) জাবেদার যোগফল ২১,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০১ | সৃজনশীল প্রশ্ন: ০৯

মি. কামরান ২০১৬ সালের ১ জানুয়ারি নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা মূল্যের কম্পিউটার নিয়ে আইনি ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য ঘটনাগুলো ছিল নিম্নরূপ;

জানু: ২ ১৫,০০০ টাকা মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ করলেন।

” ৮ ধারে আসবাবপত্র ক্রয় করা হল ৩০,০০০ টাকা।

” ১২ মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হল ২৫,০০০ টাকা।

” ১৮ মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হল ৩০,০০০ টাকা।

” ৩১ জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হল ১২,০০০ টাকা।

(ক) ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর।

(খ) ২০১৬ সালের জানুয়ারি মাসের শেষে মি. কামরানের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় কর।

(গ) বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও।

উত্তর:(ক) ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ ৬৫,০০০ টাকা; (খ) স্বত্বাধিকারের পরিমাণ ১,৭৮,০০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল ১,৯৮,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০১ | সৃজনশীল প্রশ্ন: ১০

জনাব সাফিন চট্টগ্রামের খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী। তিনি ২০১৫ সালের ১ এপ্রিল তারিখে নগদ ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। এপ্রিল মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেন গুলো নিম্নরূপ;

এপ্রিল ৩ তারিযা ট্রেডার্সের নিকট থেকে ধারে পণ্য ক্রয় ৮০,০০০ টাকা।

” ৬ রাউফ এন্টারপ্রাইজের নিকট ধারে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা।

” ১০ নগদে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা।

” ১৪ তারিযা ট্রেডার্সকে পণ্য ফেরত প্রদান ৫,০০০টাকা।

” ২০ নিম্নমানের জন্য রাউফ এন্টারপ্রাইজ ৬,০০০ টাকার পণ্য ফেরত পাঠায়।

” ২৫ তারিযা ট্রেডার্সকে ৩% বাট্টা সাপেক্ষে পাওনা টাকার অর্ধেক পরিশোধ করা হয়।

” ৩১ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৩,৫০০টাকা।

(ক) এপ্রিল মাসে জনাব সাফিনের নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।

(খ) লেনদেনগুলোর টেবুলার সামারি তৈরি করো। 

(গ) এপ্রিল মাসের ৬, ১৪, ২০ ও ২৫ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। 

উত্তর:(ক) নিট ক্রয় ৭১,৫০০ টাকা এবং নিট বিক্রয় ৯৪,০০০ টাকা; হিসাব সমীকরণের যোগফল ১,৫৭,৬২৫ টাকা; (গ) জাবেদার যোগফল ১,০৮,৫০০ টাকা। 

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ১১

পদ্মা ট্রেডার্স ২৫ নিউমার্কেট-ঢাকা, ১ জুন, ২০১৫ তারিখে মেঘনা ট্রেডার্স, ৫ নরেশ রোড, পাবনা এর নিকট বাকিতে কিছু পণ্য বিক্রয় করে। ১০% কারবারি বাট্টায় প্রতিটি ১,০০০ টাকা দরে ১৫০ পিস শার্ট এবং প্রতিটি ১,২০০ টাকা দরে ২০০ পিস প্যান্ট বিক্রি করেন। ২৫ পিস প্যান্ট ত্রæটিপূর্ণ হওয়ায় ক্রেতা তা বিক্রেতাকে ফেরত দেন।  

(ক) পদ্মা ট্রেডার্সের কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর।

(খ) পদ্মা ট্রেডার্সের পক্ষে একটি চালান তৈরি কর।

(গ) মেঘনা  ট্রেডার্সের পক্ষে একটি ডেবিট নোট তৈরি কর।

উত্তর:(ক) মোট কারবারি বাট্টা ৩৯,০০০ টাকা; 

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ১২

জনাব ইউশা ১ মার্চ ২০১৫ ইং তারিখে নগদ ৫,০০০ টাকা ও ১০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। প্রতিষ্ঠানে মার্চ মাসের লেনদেন গুলো নিম্নরূপ ছিল; 

মার্চ ২ ধারে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা।

” ৭ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা।

” ১৫ ভাড়া পাওয়া গেল ১০,০০০ টাকা।

” ২৫ বাকিতে আসবাবপত্র ক্রয় ১৫,০০০ টাকা।

” ৩০ শিক্ষানবিস ভাতা প্রদান ৫,০০০ টাকা।

” ৩১ নগদ উত্তোলন ২,৫০০ টাকা।

(ক) উপর্যুক্ত তথ্যের সাহায্যে ব্যবসায়ের ১ মার্চ ২০১৫ তারিখের মোট মূলধনের পরিমাণ নির্ণয় কর।

(খ) ১৫, ২৫, ৩০ ও ৩১ তারিখের লেনদেন গুলোর জাবেদা দাখিলা দেখাও।

(গ) ১, ২, ৭ ও ১৫ তারিখের লেনদেন গুলো হিসাব সমীকরণে কী প্রভাববিস্তার করে তা টেবুলার ছকের মাধ্যমে দেখাও।

উত্তর:(ক) মোট মূলধনের পরিমাণ ১৫,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৩২,৫০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল ৭০,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ১৩

নুপুর এন্ড সন্স ০১-০১-২০১৫ তারিখে নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেনসমূহ নিম্নরূপ;

জানু. ৩ আসবাবপত্র ক্রয় ৯,০০০ টাকা।

” ৪ মাল বিক্রয় ১১,০০০ টাকা।

” ৭ ঘরভাড়া প্রদান ২,৫০০ টাকা।

” ৯ সালমানের নিকট ধারে বিক্রয় করা হলো ১৭,০০০ টাকা।

” ১৩ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো ১৩,০০০ টাকা।

” ২৫ রহিমের নিকট থেকে ধারে ১২,৫০০ টাকার মাল ক্রয় করা হলো।

” ২৮ প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তি ১৫,০০০ টাকা।

” ৩০ কর্মচারীদের বেতন দেওয়া হলো ৭,০০০ টাকা।

(ক) মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।

(খ) ১৩, ২৫, ২৮ ও ৩০ তারিখের লেনদেন গুলোর প্রয়োজনীয় জাবেদা দাও।

(গ) খ-তে উল্লিখিত লেনদেন গুলো হিসাব সমীকরণে কী প্রভাববিস্তার করে তা সারণি ছকের মাধ্যমে দেখাও।

উত্তর:(ক) মোট বিক্রয়ের পরিমাণ ২৮,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৩৫,৮০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল (৮,৩০০) টাকা। 

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ১৪

জনাব মুসা ইব্রাহিম নগদ ২৮,০০০ টাকা ও ১৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে কারবার শুরু করেন। ঐ মাসে তার নিম্নরূপ লেনদেন সংঘটিত হয়;

জানু. ৪ নগদে ৮,০০০ টাকার ও ধারে ২০,০০০ টাকার পণ্য ক্রয়।

” ৭ পণ্য আনয়নের গাড়ি ভাড়া পরিশোধ ৯০০ টাকা।

” ১২ নগদে ক্রয়কৃত ১,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হলো।

” ১৭ মামুনুলের নিকট পণ্য বিক্রয় ২৩,০০০ টাকা।

(ক) নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর।

(খ) লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।

(গ) টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর লেনদেন গুলোর প্রভাব দেখাও।

উত্তর:(ক) নিট ক্রয়ের পরিমাণ ২৭,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৯৫,৯০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল ৫৮,১০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ১৫

২০১৫ সালের জুলাই মাসে জনাব শফিকের বই হতে নিচের লেনদেন ও ঘটনা গুলো নেওয়া হয়েছে;  জুলাই ১ জনাব শফিক নগদ ১,০০,০০০ টাকা; যন্ত্রপাতি ৭০,০০০ টাকা এবং ব্যাংক হতে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।

” ২ প্রতি মাসে ১০,০০০ টাকা বেতনে একজন অফিস সহকারি নিয়োগ দেন।

” ৮ একজন মক্কেলকে ৫০,০০০ টাকা সেবা প্রদান করে ২০,০০০ টাকা পাওয়া গেল।

” ১৫ ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো ৫,০০০ টাকা।

” ২৫ ভবিষ্যৎ আইন সেবার জন্য একজন মক্কেলের নিকট হতে অগ্রিম পাওয়া গেল ১০,০০০ টাকা।

” ২৭ সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে ২,০০০ টাকা।

” ৩০ অফিস সহকারীর বেতন দেওয়া হলো।

(ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।

(খ) জুলাই ৮, ২৫, ২৭ ও ৩০ তারিখের লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও।

(গ) উপর্যুক্ত লেনদেন গুলো টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও।

উত্তর:(ক) প্রারম্ভিক মূলধন ১,৭০,০০০ টাকা; (খ) জাবোদর যোগফল ৭২,০০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল ২,৭৩,০০০ টাকা। 

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ১৬

জনাব রহিম একটি দোকানের মালিক। ২০১৪ সালের ১ জুন তারিখে তার বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত ছিল; নগদ ২০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৩৫,০০০ টাকা, মজুদ পণ্য ২২,০০০ টাকা এবং প্রদেয় হিসাব ১৫,০০০ টাকা। জুন মাসে সম্পাদিত ঘটনা গুলো ছিল নিম্নরূপ; 

জুন ৩ জনাব রহিম অতিরিক্ত মূলধনস্বরূপ কারবারে নগদ ৫,০০০ টাকা বিনিয়োগ করেন।

” ১৩ নগদ ক্রয় ১৫,০০০ টাকা ও বাকিতে ক্রয় ২৫,০০০ টাকা।

” ১৯ মাসিক ৫,০০০ টাকা বেতনে একজন বিক্রয় কর্মী নিয়োগ করেন।

” ৩০ ভাড়া পরিশোধ করেন ৬০০ টাকা।

(ক) ২০১৪ সালের ১ জুন তারিখে মূলধন নির্ণয় কর।  

(খ) হিসাব সমীকরণে লেনদেন গুলোর প্রভাব দেখাও। 

(গ) লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও।

উত্তর:(ক) প্রারম্ভিক মূলধন ৬২,০০০ টাকা; (খ) হিসাব সমীকরণের যোগফল ১,০৬,৪০০ টাকা; (গ) জাবেদার যোগফল ৪৫,৬০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ১৭

২০১৪ সালের ১ জানুয়ারী তারিখে জনাব সেলিম নগদ ১,৪০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে সেবাকার্য আরম্ভ করলেন। উক্ত মাসে তার লেনদেন গুলো নিম্নরূপ; 

জানু ২ তিন মাসের ভাড়া প্রদান ৬,০০০ টাকা।

” ৫ নগদে সেবা প্রদান ২০,০০০ টাকা এবং ধারে সেবা প্রদান ১০,০০০ টাকা।

” ৭ ধারে মনিহারি ক্রয় ৫,০০০ টাকা।

” ৮ ১০,০০০ টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ।

” ১০ বীমা প্রদান ২,০০০ টাকা।

” ১৫ ৭ তারিখের প্রদেয় অর্থ পরিশোধ।

” ২০ বিজ্ঞাপন বাবদ প্রদান ৩,০০০ টাকা।

” ৩১ আসবাবপত্রের অবচয় ১,০০০ টাকা।

(ক) কোন ঘটনাটি লেনদেন নয় চিহ্নিত করো।

(খ) ২, ৭, ১৫ ও ২০ তারিখের লেনদেন গুলো জাবেদাভুক্ত করো। (ব্যাখ্যার প্রয়োজন নাই) 

(গ) উপর্যুক্ত লেনদেন গুলোর দ্বারা হিসাব সমীকরণ তৈরী করো।

উত্তর: (খ) জাবেদার যোগফল ১৯,০০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল ২,১৯,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ১৮

২০১৪ সালের ১লা জানুয়ারি তারিখে জনাব রিয়াজ নগদ ৮০,০০০ টাকা, ৪০,০০০ টাকার আসবাবপত্র ও মিতার নিকট হতে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনসমুহ নিম্নরূপ;

জানু ৫ ভ্যাটসহ নগদ মাল ক্রয় ৫৭,৫০০ টাকা।

” ১০ রফিকের নিকট নগদে মাল বিক্রয়  ৬০,০০০ টাকা।

” ১২ আন্তঃ ফেরত ৫,০০০ টাকা।

” ১৫ কমিশন পাওয়া গেল ৭,০০০ টাকা।

” ২০ নগদে যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা।

” ২৫ ফারুকের নিকট হতে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।

” ২৮ ভাড়া প্রদান ৮,০০০ টাকা।

” ৩০ ফারুকের পূর্ণ নিষ্পত্তিতে ৯,০০০ টাকা দেওয়া হলো।

(ক) মিঃ রিয়াজের ব্যবসায়ের শুরুতে মূলধনের পরিমাণ নির্ণয় করো।

(খ) ৫, ১২, ১৫ ও ৩০ তারিখের লেনদেন গুলো জাবেদাভুক্ত কর। (ব্যাখার প্রয়োজন নাই)

(গ) ১০, ২০, ২৫ ও ২৮ তারিখের লেনদেন গুলোর হিসাব সমীকরণে প্রভাব দেখাও।

উত্তর:(ক) রিয়াজের প্রারম্ভিক মূলধন ১,২০,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৭৯,৫০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল ৫২,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ১৯

মিঃ সিরাত ১ জুন ২০১৪ তারিখে নগদ ৫৫,০০০ টাকা, পণ্যদ্রব্য ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন গুলো নিম্নরূপ;

জুন ৫ জিহাদের নিকট পণ্য বিক্রয় ১০,০০০ টাকা যার ৪০% নগদে।

” ১৫ তিন মাসের ভাড়া প্রদান ১২,০০০ টাকা।

” ২০ ধারে বিক্রয়ের ১০% অনাদায়ী দেনা ধার্য করো।

” ২৫ সরঞ্জাম ক্রয় ৩,০০০ টাকা।

” ৩০ চেকের মাধ্যমে বেতন পরিশোধ ৩,০০০ টাকা।

(ক) মিঃ সিরাত এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো।

(খ) জুন ৫, ১৫, ২০ ও ২৫ তারিখের লেনদেন গুলোর জাবেদার দাখিলা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)।

(গ) জুন ১৫, ২০, ১৫ ও ৩০ তারিখের লেদদেন গুলো দ্বারা হিসাব সমীকরণে কী প্রভাব পড়েছে দেখাও।

উত্তর:(ক) প্রারম্ভিক মূলধন ৬৫,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ২৫,৬০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল (৩,৬০০) টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ২০

মেসার্স সালসাবিল ট্রেডার্সের ৩১ জানুয়ারি, ২০১৪ সালের হিসাব উদ্বৃত্ত গুলো নিম্নরূপ;

নগদ ৮০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা, ভূমি ও দালান-কোঠা ২,৫০,০০০ টাকা, দেনাদার ৪০,০০০ টাকা ও পাওনাদার ৪৫,০০০ টাকা। ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেন গুলো নিম্নরূপ;

ফেব্রু ৫ ১০% প্রদেয় নোটে স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।

” ৮ নগদ ৩০,০০০ টাকা ও ধারে ৯০,০০০ টাকার পণ্য ক্রয়।

” ১০ তিন মাসের শো-রুম ভাড়া অগ্রিম প্রদান ১৫,০০০ টাকা।

” ১২ ইনস্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ ১,২০০ টাকা।

” ১৬ ৩% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় ১,২০,০০০ টাকা।(নগদে ৬০%,ধারে৪০%)

” ১৮ মালিক কর্তৃক নগদ উত্তোলন ৩০,০০০ টাকা।

” ২৫ একজন দোকানদারের নিকট থেকে ৩০,০০০ টাকা পাওয়া গেল।

” ২৮ অগ্রিম প্রদত্ত ভাড়ার ১ মাসের অতিক্রান্ত হয়েছে।

(ক) মেসার্স সালসাবিল ট্রেডার্স এর প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাও।

(খ) হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব টেবিলের মাধ্যমে উপস্থাপন করো।

(গ) ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সমাপ্ত মাসের জন্য আয় বিবরণী তৈরি  করো।

উত্তর:(ক) জাবেদার যোগফল ৪,০০,০০০ টাকা; (খ) হিসাব সমীকরণের যোগফল ৫,০০,২০০ টাকা; (গ) নিট ক্ষতি ১০,১২৯ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ২১

এন ট্রেডার্স ১ জানুয়ারি নগদ ২,০০,০০০ টাকা, ব্যাংক ঋণ ১,০০,০০০ টাকা এবং নিজের ব্যবহৃত কম্পিউটার সামগ্রীর ৫৫% (মোট মূল্য ২,০০,০০০ টাকা) নিয়ে ওয়েবসাইট তৈরী ব্যবসা শুরু করলেন। ঐ মাসে অন্যান্য লেনদেন গুলো হল; 

জানু ৩ ল্যাপটপ ক্রয় ৫৫,০০০ টাকা।

” ৫ বাকীতে প্রেগ্রাম (স্থায়ী সম্পদ) ক্রয় ১,০০,০০০ টাকা।

” ৭ আসবাবপত্র ক্রয় ৫০,০০০ টাকা।

” ৮ ওয়েবসাইট তৈরীর ফরমায়েশ প্রাপ্তি ১,০০,০০০ টাকা।

” ১০ অফিস ভাড়া ২০,০০০ টাকা।

” ১১ বিজ্ঞাপন ব্যয় ২০,০০০ টাকা।

” ১২ মনিহরি ৩০,০০০ টাকা।

” ১৫ ইন্টারনেট সংযোগ সংস্থাপন ব্যয় ৫০,০০০ টাকা। (স্থায়ী সম্পদ)

” ৩০ বেতন পরিশোধ ৫০,০০০ টাকা।

” ৩০ ওয়েবসাইট তৈরী বাবদ আয় ২,০০,০০০ টাকা।

” ৩১ মাসিক মোবাইল ও ইন্টারনেট ব্যয় ২০,০০০ টাকা।

(ক) এন ট্রেডার্সের বিনিয়োগ কত টাকা? 

(খ) জানুয়ারী মাসের আয় বিবরণী তৈরী করো।

(গ) ৩-১০ তারিখে লেনদেন গুলির প্রভাব হিসাব সমীকরণে দেখাও।

উত্তর:(ক) এন ট্রেডার্সের বিনিয়োগের পরিমাণ ৪,১০,০০০ টাকা; (খ) নিট আয় ৬০,০০০ টাকা; (গ) হিসাব সমীকরণের যোগফল ৮০,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page

Scroll to Top